ক্রিকেট

সাকিবের রংপুর রাইডার্সে খেলবেন ইমরান তাহির

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৯ ডিসেম্বর ২০২৩, ৭:৪৫ পিএম

news-details

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইমরান তাহির। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনারের সঙ্গে আলাপ সেরেছে দলটি। 


২০১২ সালে প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকান মুসলিম ক্রিকেটার ইমরান তাহির। ওই আসরে তিনি খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। এরপর সিলেট সিক্সার্স এবং খুলনার হয়ে খেলেছেন ইমরান তাহির। আর এবারই প্রথম বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাউথ আফ্রিকান বোলার। তবে আসরের শুরু থেকেই পাওয়া যাবে না প্রোটিয়া ক্রিকেটারকে।


নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ এসএ টি টোয়েন্টি খেলে তবেই বিপিএলে যোগ দেবেন তিনি। সূচি অনুযায়ী জানুয়ারির ১০ তারিখ শুরু হয়ে সাইথ আফ্রিকান টি টোয়েন্টি লিগ চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বিপিএলের আসছে আসর শুরু হবে ১৯ জানুয়ারি। যার ফাইনাল মার্চের ১ তারিখ। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, “ইমরান তাহিরের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। তবে আসরের শুরু থেকে তাকে আমরা পাবো না। এসএ টি টোয়েন্টিতে তাঁর দলের সঙ্গে জার্নি শেষেই রংপুরে যোগ দেবেন তিনি।“

আরো পড়ুন ঃ আইপিএলে প্রতি ওভারে দুই বাউন্সার দিতে পারবেন বোলাররা 


কদিন আগেই ইমরান তাহিরের নেতৃত্বে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তাতে ধোনির রেকর্ড ভেঙ্গে সবচেয়ে বেশি বয়সে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি লিগ জিতেছেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলে ৫৭ আর ১০৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১৭৩ উইকেট শিকার করেছেন ইমরান তাহির। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৮ ম্যাচে শিকার করেছেন ৬৩ উইকেট।

No posts available.

bottom-logo