২২ চার ও ২ ছক্কার ইনিংসে ১৫১ বলে ১৬৯ রান ইনিংস সৌম্য সরকারের। যদিও বাংলাদেশ দল হেরেছে নিউজিল্যান্ডের কাছে। নেলসনে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫০ রান পেরিয়েছন এই ব্যাটার। সঙ্গে এশিয়ান হিসবে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটেও সর্বোচ্চ রান সৌম্যের।
নেলসনে সংবাদ সম্মেলনে এই ব্যাটার জানান, 'সবকিছুর আগে আমি ধন্যবাদ দেবো আমার পরিবারকে, আমার স্ত্রীকে। সবকিছুতে সমর্থন করার জন্য। আমার সতীর্থরা তো আছেই। যতটুকু অনুশীলন করার সুযোগ পাচ্ছি, ব্যাটিং করছি; সেও অনেক সমর্থন করেছে।'
আরো পড়ুনঃ এবার ভয়াবহ ইনজুরিতে নেইমার!
তবে আক্ষেপও আছে এই ব্যাটারের। তিনি জানান, 'ক্রিকেট খেলোয়াড় প্রতিদিন ভালো খেলবে না। আপনি যেমন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করবেন না, আমরাও প্রতিদিন ভালো খেলব আশা করি না। আমরা ক্রিকেটাররা হাসার চাইতে বেশি কাঁদি। কেননা কেউ পুরো একটা সিরিজ খেললে ১-২টা ম্যাচ ভালো খেলে। তার খারাপই যায়।'
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে