আবারো বাজতে চলেছে বিপিএল দামামা। জানুয়ারির ১৯ তারিখ মাঠে গড়াবে এবারের আসর। বিপিএলকে সামনে রেখে প্রস্তুত টুর্নামেন্টের অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নরা আরেকবার মাঠে নামতে চায় শিরোপাটা ঘরে তোলার লক্ষ্যেই।
লোকাল ক্রিকেটার কিংবা বিদেশী সব তারকাদের নিয়ে দল গড়েছে রংপুর। তবে এই দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়কও এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সেই। ফলে ক্রিকেট পাড়ায় আলোচনা এবার রংপুরের অধিনায়ক হবেন কে?
গতবছর দলটার নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান। এই উইকেট কিপার ব্যাটারও এবারও আছেন দলটার সাথে। রং[পুর রাইডার্সের অন্যতম ভরসার নামও এই ক্রিকেটার। ফলে এবারো সোহান থাকবেন নাকি নেতৃত্বের ভার উঠবে সাকিবের কাঁধে।
এমন প্রশ্নের উত্তরে খানিকটা রহস্যই রাখলেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম,’ সোহান আমাদের সাথে গতবারও ছিলেন। সেই আমাদের অধিনায়ক ছিল। এবার আমাদের সাথে সাকিব আল হাসানও থাকবেন। আমরা আসলে সিদ্ধান্তটা ওদের( সাকিব-সোহান) উপরই ছেড়ে দিচ্ছি। আমরা এটা নিয়ে কথা বলবো। এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।‘
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৯ দিন আগে
১০ দিন আগে
১৯ দিন আগে
২২ দিন আগে