শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজটা কেটেছে ভুলে যাওয়ার মত। সেই জেরে শেষ ওয়ানডেতে তো স্কোয়াড থেকেই ছিটকে যান লিটন দাস। তবে টেস্ট ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম ভালো থাকায় এই ফরম্যাটে ভালো কিছুরই আশা ছিল। কিন্তু মলিন এক ম্যাচে ব্যাটিং এবং কিপিং, দুই ভূমিকাতেই হতাশা ছড়িয়েছেন তিনি। বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন মনে করেন, আপাতত ক্রিকেট থেকে একটা বিশ্রাম দরকার লিটনের।
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের একটি বাদে দুটিতেই ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হন লিটন। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে আউট হন প্রথম বলেই। দল থেকে বাদ পড়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে একটি ম্যাচ খেলেন। সেখানেই একই চিত্র। ১৯ বলে করেন মাত্র ৫ রান। এরপর সিলেট টেস্টে করেন ২৫ ও শূন্য রান। আউটের ধরন জন্ম দিয়েছে তীব্র বিস্ময় ও সমালোচনার।
আরও পড়ুন: ‘মনে হচ্ছিল তারা টেস্ট খেলতে চায় না’
মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে লিটনের ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন পাপন। “বিশ্বকাপ থেকেই ওকে দেখছি। মনে হচ্ছে, কিছু একটা সমস্যা আছে। এজন্যই কিন্তু তাকে ওয়ানডে থেকেও বাদ দেওয়া হয়েছে। আমাকে যদি বলেন, টেস্টে লিটনকে না খেলালেই ভালো হতো। কিন্তু তখন আপনারাই বলতেন, টেস্টে তার এমন রেকর্ড, কেন বাদ দেওয়া হল, একটা হুলস্থুল অবস্থা। কিন্তু ওকে এই সময়ে একটা ব্রেক দিলে আমার বিশ্বাস ও ভালভাবেই ফিরে আসতে পারত, আরেকটু কিছুদিন যদি ব্রেক দেওয়া হত।”
লিটনের খেলায় যে হয়ত মনোযোগের ঘাটটি রয়েছে, তা স্পষ্ট ছিল তার কিপিংয়েও। দুই ইনিংসে একবার নিশ্চিত আউটে রিভিউ নেননি, আরেকবার ক্যাচ ধরেও আবেদনই করেননি। আর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে নেমেছিলেন ৩৭ রানে ৪ উইকেট হারানোর পর। প্রথম বলেই বিশ্ব ফার্নান্দোকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে লফটেড শটে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অভিজ্ঞ একজন ব্যাটারের এমন দায়িত্বহীন শট কমবেশি সবাইকেই বিস্মিত করেছে।
সিলেট টেস্টের আগে নিজের সবশেষ দুই টেস্টের চার ইনিংসে এক ফিফটি সহ লিটনের রান ছিল ১৪১। সিরিজ থেকে মুশফিকুর রহিম আগেই ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল খুব করেই চাইবে, যেন লিটন ছন্ন ফিরে পান।
৫ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
২০ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে