২৭ আগস্ট ২০২৪, ১২:২৩ এম
নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা। ১-১ এ শেষ হওয়া জমজমাট লড়াই গড়িয়েছে টাইব্রেকারে, শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বড় কৃতিত্ব গোলকিপার মোহাম্মদ আসিফের। বদলি হিসেবে নেমে এই গোলকিপার বনে গেছেন বাংলাদেশের জয়ের নায়ক।
অথচ আসিফের এদিন মাঠে নামারই কথা ছিল না। তবে মূল গোলকিপার মেহেদি হাসান শ্রাবণের চোট তাকে মাঠে নামার সুযোগ করে দেয় ৬৫ মিনিটে। আর সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছেন শতভাগ। টাইব্রেকারে দুই পেনাল্টি ঠেকিয়ে দিয়ে বাংলাদেশের যুবাদের নিয়ে গেছেন ফাইনালে।
আরও পড়ুন: আচমকাই আর্জেন্টিনা দলে দিবালা
টাইব্রেকারে ভারতের প্রথম শটটা রুখে দিয়ে তাদের চাপে ফেলে দেন আসিফ। থাংলালসনের নেওয়া শট নিজের বাঁদিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন আসিফ। একই কায়দায় ডানদিকে ঝাপিয়ে পড়ে পঞ্চম শট নিতে আসা আকাশ তিরকের শটও আটকে দেন আসিফ। অন্যদিকে বাংলাদেশের নেওয়া চারশটের সবগুলোই জালে জড়ান পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলামে, শাকিল আহমেদ তপু ও আশরাফুল হক।
যদিও এদিন শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিল ভারত। বেশ কিছু সুযোগ ভারতের যুবারা তৈরি করলেও অধিনায়ক শ্রাবণের দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। অনেকটা স্রোতের বিপরীতে ৩৫ মিনিটে প্রতিআক্রমণ থেকে লিড পেয়ে যায় বাংলাদেশ। বাঁদিক থেকে রাব্বি হোসেন রাহুলের করা ক্রস ভারতীয় গোলকিপারের গ্লাভস ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। একটু লাফিয়ে ডান পায়ের ভলিতে বল জালে জড়ান আসাদুল। এই আসরে এটি তার দ্বিতীয় গোল।
এগিয়ে থেকেই বাংলাদেশ দল যায় বিরতিতে। তবে বিরতি থেকে ফেরার পর একচেটিয়া প্রাধান্য দেখিয়ে যায় ভারত। তার ফল মেলে ৭৫ মিনিটে। রিকি মিতির গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভারত। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই বাজিমাত করেন আসিফ।
বুধবার সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ নেপাল।
৭ দিন আগে
১০ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৪ দিন আগে