ফুটবল

আচমকাই আর্জেন্টিনা দলে দিবালা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ আগস্ট ২০২৪, ২:৩০ এম

news-details

গত বুধবার রাতে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের সে দলে ছিলেন না রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। আচমকাই সিদ্ধান্ত বদলেছেন স্কালোনি। দলে ডেকেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলারকে।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন না দিবালা। এ বিষয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল স্কালোনিকে। চোট আর অফ ফর্মের কারণে তাঁর দলে ফেরার চ্যালেঞ্জটা দীর্ঘই হতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে নতুন মৌসুমে রোমার জার্সিতে দুই ম্যাচ খেলেই স্কালোনির নজর কেড়েছেন দিবালা। 


আরও পড়ুন: বদলি গোলকিপারের বীরত্বে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ যুবারা


তাতে সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জায়গা পেয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে দিবালার দলে ফেরার খবর। 

লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে বেশ ভালো অবস্থানে আছে আকাশী-নীলরা। ৬ ম্যাচে ৫ জয় আর ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলবিসেলেস্তেরা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক লিওনেল মেসিকে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট সেরে উঠতে না পারায় স্কোয়াডে নেই ইন্টার মায়ামি তারকা।

No posts available.

bottom-logo