নর্থ জোন ও ইস্ট জোনের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১১তম আসর। যেখানে নর্থ জোনকে ১১২ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইস্ট জোন। টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ইস্ট জোনের পেসার খালেদ আহমেদ।
সিলেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্ট জোনের অধিনায়ক ইরফান শুক্কুর। বোলারদের দুর্দান্ত দাপটে প্রথম ইনিংসে মাত্র ১০৮ রানেই অল আউট হয় নর্থ জোন। পেসার খালেদ ও রেজাউর রহমান রাজা নেন ৪ টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মুমিনুল হকের সেঞ্চুরি ও পারভেজ হোসেন ইমনের ৯০ রানের ওপর ভর করে ৩৫২ রান করে ইস্ট জোন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খালেদ আহমেদের বোলিং তোপে পড়ে নর্থ জোন। মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ইনিংস ও ১১২ রানের ব্যবধানে জয় পায় ইস্ট জোন। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন খালেদ। সেই সাথে দুই ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠে তার হাতে।
আরো পড়ুনঃ রেকর্ড গড়া শতকে স্ত্রীকে ধন্যবাদ জানালেন সৌম্য
অন্যদিকে ব্যাট হাতে সর্বোচ রান সংগ্রাহক সেন্ট্রাল জোনের নাঈম ইসলাম। ৪ ইনিংসে ৬১ গড়ে ২৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মিরপুরে সাউথ জোন সেন্ট্রাল জোনের সাথে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় মাত্র ৪৯ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চতুর্থ ইনিংসে নাঈমদের সামনে ১৬ রানের লক্ষ্যে ১০ উইকেটে জয় পায় সেন্ট্রাল জোন।
তিন ম্যাচে দুই জয় আর এক ড্র তে ৫ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে ইস্ট জোন। অন্যদিকে দ্বিতীয় হওয়া সেন্ট্রাল জোনের পয়েন্ট ৩। তিন ও চার নাম্বারে থাকা নর্থ ও সাউথ জোনের পয়েন্ট ২। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করেছে নর্থ জোন।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে