গুজরাট, কলকাতা সহ বেশি কিছু দলের উইকেটকিপার ব্যাটার চাই-ই চাই। তারপরও ঐ ক্যাটাগরির প্রথম ডাকে দর উঠলো না বললেই চলে। সবার আগে নাম উঠেছিলো ফিলিপ সল্টের। চলতি সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি করা সল্টের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। ডাকে নি কেউই। অবাক করেছে জশ ইংলিশের দল না পাওয়াটাও।
ভারতের বিপক্ষে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সিরিজে দারুণ সেঞ্চুরি করেছিলেন ইংলিশ। ভাবা হয়েছিলো চড়া দাম পাবেন নিলামে। তবে, আগ্রহ দেখায় নি কেউই। শ্রীলংকার উইকেটকিপার ব্যাটার কুশাল মেণ্ডিসের বেজ প্রাইস ছিল মোটে ৫০ লাখ। তারপরও কেউ দলে নেয় নি লংকান ব্যাটারকে।
ঐ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন দুইজন। সাউথ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে ভিত্তিমূল্য ৫০ লাখে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালসকে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থাকলেও আইপিএলে ম্যাচ খেলার সুযোগ খুব কমই পেয়েছিলেন স্টাবস।
আরো পড়ুন ঃ বরাবরের মতই অল-রাউন্ডারদের চাহিদা আইপিএল নিলামে আকাশচুম্বী
রিশাভ পান্তের ইনজুরি সমস্যা থাকায় ব্যাকআপ হিসেবেই ওকে দলে ভিড়িয়েছে দিল্লি। ৫০ লাখ রুপির বেজ প্রাইসে ভারতীয় উইকেটকিপার কে এস ভারাতের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের দলে দেশি উইকেটকিপার ছিলেন না একজনও। সেই শূন্যতা পূরণ করবেন ভারাত।
No posts available.