শেষ হয়েও, হচ্ছে না শেষ। কিলিয়ান এমবাপে আর রিয়াল মাদ্রিদ নাটকের নামটা এমন দিলেও মন্দ হয় না। ২০১৮ সালের পর থেকেই প্রতি দলবদলের হটটপিক এই এমবাপে আর রিয়াল মাদ্রিদ। তবে এমবাপে পিএসজি ছাড়েননি, রিয়াল মাদ্রিদও তাকে ছাড়াই পেয়েছে একের পর এক সাফল্য। আগামী গ্রীষ্মকালীন দলবদলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন ফরাসি এই তারকা। তাইতো মৌসুমের মাঝপথেই এই ফুটবলার নাম বারবার জোড়া হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে।
সম্প্রতি ফ্রান্সের গণমাধ্যম ফুট ম্যারাকাটোর এক প্রতিবেদনর পর আবারো শুরু হয়েছে এই আলোচনা। তাদের মতে, এমবাপে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দিবেন রিয়াল মাদ্রিদে। ফলে রিয়াল মাদ্রিদ থেকে তিনি বড় অংকের একটি সাইনিং বোনাস পাবেন। সেই সাথে পিএসজিতে চুক্তির পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকায় লয়ালিটি বোনাসটাও পুরোটা নিজের পকেটে পুরবেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
আরও পড়ুন: পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত এমবাপে
তবে ম্যারাকাটোর এই দাবির দুই দিন পার না হতেই এমবাপের পরিবার থেকে মিথ্যা বলেই জানিয়ে দেয়া হয়েছে তা। “এমবাপে কোন ধরনের চুক্তিতে এখনো যায়নি। তার ভবিষ্যতের ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি এটা নিয়ে কোন ক্লাবের সাথে আলোচনায়ও বসা হয়নি। এমন ধরনের সংবাদ এমবাপের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবে না।”
অন্যদিকে দা টাইমসের মতে, গত গ্রীষ্মকালীন দলবদলের পর থেকেই রিয়াল মাদ্রিদ এমবাপেকে ফ্রি এজেন্ট হিসেবে পেতে বসে আছে। তবে, রিয়াল মাদ্রিদের এমন চুপ থাকাটা নাকি পছন্দ হচ্ছে না এমবাপের। তাইতো এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে যাওয়ারও চিন্তা করছে নাকি। সেই তালিকায় এমবাপের পছন্দের ক্লাব লিভারপুল। তাদের দাবি লিভারপুলও নাকি এই প্লেয়ারকে পেতে বেশ মুখিয়ে আছে।
আরও পড়ুন: পিএসজিতে মেসিকে ‘মিস করছেন’ এমবাপে
এর আগে ২০২২ সালেও একবার রিয়ালের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন এমবাপে। সেখান থেকে হঠাৎ ইউ-টার্ন নিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। মোটা অংকের অর্থের বিনিময়ে নিজ দেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। সে সময়ের করা পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের গ্রীষ্মে এসে। গেল বছর থেকেই পিএসজি চেষ্টা করে যাচ্ছে এমবাপের সাথে চুক্তি নবায়ন করতে। সেটারও গ্রিন সিগন্যাল না দিয়েই আছেন এমবাপে।
চারদিকে গুঞ্জনের ডালপালা মেলতে থাকলেও এখনো পর্যন্ত নিজের দল পিএসজির হয়ে খেলাতেই মনোযোগ ফ্রান্সের এই ফরোয়ার্ডের। দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে লিগ আঁ’র শীর্ষে তুলে রেখেছেন তিনি। একইসঙ্গে পৌঁছে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে। সব মিলিয়ে পিএসজির হয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ খেলে করে ফেলেছেন ২৫ গোল। পিএসজির সাথে চুক্তি নবায়ন করলে হয়তোবা শেষ হবে ‘এমবাপে ট্রান্সফার সাগা’র না হলে এমবাপে-মাদ্রিদ এই সোপ অপেরা চলতে থাকবে আরো কিছুদিন সেটা বলাই যায়।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
বৃহস্পতিবার বিকেএসপিতে দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবলে দলের ৫জন বিকেএসপির খেলোয়াড়দের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল।
চ্যাম্পিয়ন দলের হয়ে বিকেএসপির স্বপ্না রানী, আফইদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
আরও পড়ুন
জুলাই গণঅভ্যূত্থানে আহত ৭ বীরের উপস্থিতিতে অনুপ্রাণিত হলেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ |
এছাড়া এদিন বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালও অনুষ্ঠিত হয়। আসরে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি লাল দল। বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
বিকেএসপি লাল দল খেলার প্রথমার্ধেই প্রধান্য বিস্তার করে খেলে ৩ গোলে এগিয়ে যায়। লাল দলের হয়ে ৩ টি গোল করেন নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান।
খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল পুরস্কার প্রাপ্তদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
আরও পড়ুন
সিরিজের মাঝে বিকেএসপি গিয়ে মুশতাকের লোকাল স্পিনারদের সাথে কাজ |
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা। টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের সাগরিকা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো না হলেও, শেষ ৪ ম্যাচের ৩টিতে জিতে ব্রাজিল উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের তলায় থাকা ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ ব্রাজিলের। দরিভাল জুনিয়রের দলে পরিবর্তন আসছে, সেটা ভিনিসিয়ুসের ফেরা আর রদ্রিগোর ইনজুরিতে থাকায় নিশ্চিত হয়ে গিয়েছিলো।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দরিভাল জুনিয়রের কাছে চ্যালেঞ্জ ছিলো সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করা। অক্টোবর উইন্ডোতে পেরু ও চিলির বিপক্ষে টানা ২ জয়ে যেনো সেই কম্বিনেশন নিয়ে চিন্তার ভাঁজ কেটে গেছে ব্রাজিল কোচের। বিশেষ করে মিডফিল্ডে। গারসন ও ব্রুনো গুইমারেসে মন বসেছে দরিভালের। আন্দ্রে ও লুকাস পাকেতা থেকে এগিয়ে তারা। দরিভাল জানান-
“আন্দ্রে মাঠে যতক্ষণ থাকে ওর মধ্যে ভিন্নতা থাকে, পাকেতা নিজের সেরা সময়ে নেই, তবে ও আবার ফিরবে এটা জানি। গারসন ফ্ল্যামেঙ্গোতে যেভাবে খেলছে, সেরা।এই ম্যাচের জন্য মিডফিল্ডে কারা খেলবেন সেটা আগেই ঠিক করে ফেলেছিলাম।”
আরও পড়ুন
ভিনিসিয়ুস বনাম পুরো বিশ্ব, যে লড়াইটা ফুটবলের চেয়েও বড়… |
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এদেরসন, অ্যাবনার, গ্যাব্রিয়েল, মার্কিনিয়োস, ভ্যানডারসন, গারসন, ব্রুনো গুইমারেস, সাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও ইগোর হেসুস।
গারসন ও ব্রুনো গুইমারেসের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন রাফিনিয়া। রদ্রিগোর ইনজুরিতে থাকায় ব্রাজিলের ’১০ নম্বর’ জার্সির নতুন প্রতিনিধি হচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনার এই ফুটবলার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকলেও, নিজেদের ঘরের মাঠে সবশেষ ২ ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনাকে আটকে দিয়েছিলো স্বাগতিক ভেনেজুয়েলা।
আরও পড়ুন
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় ফুটবলের ‘পরাজয়’ দেখছেন রিচার্লিসন |
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে