২৪ কোটি ৭৫ লাখ রুপি। ভুল শোনেন নি। ২৫ কোটি থেকে ২৫ লাখ কমেই মিচেল স্টার্কের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সও সর্বোচ্চ চেষ্টাটা করেছিলো স্টার্ককে দলে পেতে। ২৪ কোটি ৫০ লাখ পর্যন্ত বিডও করেছিলো। তবে পেরে ওঠে নি কেকেআরের সাথে। দুই দলের হাতেই ত্রিশ কোটির ওপর রুপি বাকি ছিল। আগেই মোটামুটি সব পেসারদের ডাক শেষ।
স্টার্কের জন্য তাই সর্বস্ব ঠেলে দিয়েছিলো গুজরাট-কলকাতা। অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলাকেই স্টার্ক প্রাধান্য দেন সবচেয়ে বেশি। ২০১৮ এর পর কখনই খেলেন নি আইপিএল। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবার নাম দিয়েছিলেন নিলামে। ব্যাস, বনে গেছেন সবচেয়ে দামী ক্রিকেটার।
গুজরাট-কলকাতার আগেও দিল্লি আর মুম্বাই ওকে নিয়ে করেছে টানাটানি। তবে, হাতে খুব বেশি রুপি না থাকায় সরে যায় দশ কোটির কাছাকাছি গিয়ে। স্টার্ক ছাড়াও পেসার ক্যাটাগরি থেকে কলকাতা দলে টেনেছে চেতান সাকারিয়াকে। পেয়ে গেছে ভিত্তিমূল্য ৫০ লাখেই।
পেসারদের ডাকে চড়া দাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফও। সাড়ে ১১ কোটি রুপিতে ক্যারিবিয়ানের ঠিকানা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ভারতীয় উমেশ ইয়াদাভ আর শিভাম মাভিও পেয়েছেন ভালো দাম।
আরো পড়ুনঃ উইকেটকিপার ব্যাটারদের চাহিদা কম নিলামে
২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও উমেশের সার্ভিসের জন্য গুজরাট খরচ করেছে ৫.৮০ কোটি রুপি। শিভাম মাভির ঠিকানা লাখনৌ সুপার জায়ান্টস। দাম ৬.৪০ কোটি রুপি। ১ কোটি ৬০ লাখ রুপিতে হায়দরাবাদ দলে নিয়েছে উনাদকাতকে।
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
২০ দিন আগে