১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩৯ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের স্রেফ প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়েই র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতানোর পথে অবদান রেখে দুই পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ম্যাচ সেরা স্পিনার শেখ মাহেদি হাসান টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের মঞ্চে তিনজন ভালো করলেও এই ম্যাচটি বিবেচনায় আসবে আগামী সপ্তাহের র্যাঙ্কিংয়ে।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে মাত্র এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই সবচেয়ে বড় উন্নতি হয়েছে হাসানের। তরুণ এই পেসার প্রথম ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে নেন দুই উইকেট। তাতে ৩৮ ধাপ উন্নতিতে তিনি এখন উঠে এসেছেন কাগিসো রাবাদা ও নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে। হাসানের রেটিং পয়েন্ট ৫০৬।
আরও পড়ুন
পেস বিপ্লবের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তাসকিন |
![]() |
প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের মূল নায়ক ছিলেন মাহেদি। এই ফরম্যাটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগ্র উপহার দিয়ে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ব্যবধান গড়ে দেন ৭ রানের জয়ে। তাতে ১৮ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৫৯০ রেটিং পয়েন্টে ২৩তম।
আর ওই ম্যাচে ২৮ রানে দুই উইকেট নেওয়া তাসকিন উন্নতি করেছেন তিন ধাপ। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান নিয়ে ৬০৮ রেটিং পয়েন্টে অভিজ্ঞ এই পেসার আছেন ১৮তম স্থানে। দুই ধাপ নেমে এই সিরিজ না খেলা পেসার মুস্তাফিজুর রহমান নেমে গেছেন ১৯তম স্থানে। আগের মত ৩৮তম অবস্থানেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেউই উন্নতি করতে পারেননি। সেরা অবস্থানে আছেন এই সিরিজে না খেলা তাওহীদ হৃদয়। অবশ্য অবনমন হয়েছে তার। ছয় ধাপ নেমে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের সাথে যৌথভাবে নেমে গেছেন ২৯তম স্থানে। ৪৪ থেকে ৪৬তম স্থানে নেমে গেছেন প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া লিটন দাস। শীর্ষ ৫০-এ বাংলাদেশের আর কেউ নেই এই মুহূর্তে।
আরও পড়ুন
তাসকিনের প্রথম টেস্ট ফাইফার, বল হাতে দুর্দান্ত বাংলাদেশ |
![]() |
সকালের দিকে এসেছিল দুঃসংবাদটি। তবে বেলা গড়ানোর সাথে সাথে এসেছে ভালো খবর। বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পর বুকে হালকা ব্যথা অনুভব অনুভব করেন তামিম৷ এরপর ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত একটি হেলিকপ্টারও আনা হয় বিকেএসপিতে, যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া যায়। তবে ডাক্তাররা জানান, হেলিকপ্টার ভ্রমণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এরপর দেরি না করে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিমকে।
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী নিশ্চিত করেন, তামিমের দুই বার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার অবস্থা এখন উন্নতির দিকে।
তামিমের অফিশিয়াল ফেসবুক পেজে এডমিন প্যানেল থেকে একটি দীর্ঘ পোস্টে তুলে ধরা হয়েছে পুরো ঘটনাটি।
“সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় (তামিম ইকবাল) বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।”
“এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”
তামিমের অসুস্থতার খবরে বিসিবি শেষ মূহুর্তে বাতিল করেছে পূর্ব ঘোষিত বোর্ড মিটিং। দুপুরে ১২টায় এটি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় তামিমকের দেখতে বিসিবি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা ছুটে গেছেন হাসপাতালে।
সেখানে পৌঁছে গেছেন তামিমের পরিবারের সদস্যরাও, যেখানে আছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালরা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে।
বিকেএসপির ৩ নম্বর চলমান ম্যাচের টসের পরই অসুস্থতা দেখা দেয় তামিমের। এরপর ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করার সাথে সাথেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত একটি হেলিকপ্টারও চলে আসে বিকেএসপিতে, যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে আসা যায়। তবে ডাক্তাররা জানান, হেলিকপ্টার ভ্রমণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এরপর তামিমের অসুস্থতার তীব্রতা দেখে দেরি না করে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়েছে। এর আগ পর্যন্ত বিকেএসপির মেডিকেল সেন্টারে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
হাসপাতালে মোহামেডানের কর্মকর্তারা আছেন তামিমের সাথে। অন্যদিকে মিরপুরে হতে যাওয়া বিসিবির আজকের বোর্ড মিটিং বাতিল করা হয়েছে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিল ভালোই। সেই রেশ না কাটতেই ঘোষণা আসে দ্বিতীয় আসরের। সব ঠিক থাকলে এবারও এই টুর্নামেন্টে অংশ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বিপিএলে দলটিতে না থাকলেও এই প্রতিযোগিতায় ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার শামিম হোসেন পাটোয়ারী।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে পাঁচ দেশের পাঁচ ক্লাব নিয়ে আয়োজিত হয় জিএসএল। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়ে সেখানে অংশ নেয় একবারের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর। ফাইলালে ইংলিশ ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের দলটি।
আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই ছিটকে গেলেন হেনরি |
![]() |
টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ঘোষণা আসে দ্বিতীয় আসরের, যা শুরু হবে আগামী জুনে। এবার কোন কোন দল অংশ নেবে, তা এখনও জানানো হয়নি। তবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের খেলার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই এখন থেকে ঘর গোছানোর কাজ শুরু করেছে তারা।
সেই ধারায় রংপুরের সাথে আলোচনা সেরে ফেলেছেন শামিম। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের নিয়মিত এই সদস্য ২০২৪ বিপিএলে খেলেছিলেন দলটির হয়ে। তবে সবশেষ আসরে তিনি খেলেন চিটাগং কিংসের হয়ে। তবে জিএসএল দিয়ে আবারও রংপুরের ডেরায় ফিরছেন বাঁহাতি এই ব্যাটার, টি স্পোর্টসকে নিশ্চিত করেছেন নিজেই।
ম্যাচের আগেরদিন শুক্রবার দুই দলের কেউই অনুশীলন করতে পারেনি ঠিকমত। আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচের ভেন্যু কোলকাতার ইডেন গার্ডেনসে রাতভর হয়েছে বৃষ্টিপাত। ম্যাচের দিনও আছে একই সম্ভাবনা। ফলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ঠিকঠাক হয় কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তার।
গত শুক্রবার ভারতীয় মেট বিভাগের একটি বুলেটিন জানিয়েছে যে, এই অঞ্চলের জন্য একটি ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে।
দিনের বেলায় কিছুটা সূর্যের হাসি নিরবচ্ছিন্ন ম্যাচের আশা বাড়ালেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের বাকি অংশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি বা বজ্রপাতও হতে পারে ম্যাচের সময়ে।
আরও পড়ুন
আইপিএলে স্লো-ওভার রেটের শাস্তি থেকে অধিনায়কের মুক্তি |
![]() |
বৃষ্টির কারণে গত শুক্রবার দুই দলই অনুশীলন করতে পারে অল্প সময়ের জন্য। যদিও ভারি বৃষ্টিপাত ছিল না। এর আগে সপ্তাহের প্রথম দিকে, একটি কলকাতার ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচটি কেবল একটি ইনিংসের পরই পরিত্যক্ত হয় বিরুপ আবহাওয়ার কারণে। বৃহস্পতিবারও শহরটিতে হালকা বৃষ্টি শহরে আঘাত হানে।
বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচটি রাত ৮টায় শুরু করার জন্য নির্ধারিত রয়েছে। আইপিএলের লিগ স্টেজের ম্যাচগুলোতে ম্যাচ আয়োজনে অতিরিক্ত সময় বাড়ানোর অনুমতি দেয়। ফলে মধ্যরাত পর্যন্ত সুযোগ থাকে ৫ ওভারের ম্যাচ খেলানোর। সেটাও না হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে।
উল্লেখ্য, রাত ৭:৩০ মিনিটে টসের আগে একটি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে। আবহাওয়া সেটাও ফেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া চোট কাটিয়ে দ্রুতই ফেরার কথা ছিল জাতীয় দলে। তবে ম্যাট হেনরিকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। স্কোয়াডে থাকলেও তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই নিউজিল্যান্ড পেসার।
ক্রিকেট নিউজিল্যান্ডে এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির স্কোয়াডে থাকা হেনরিকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই পেসার তার চোট পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
চলতি মাসের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ক্যাচ নেওয়ার সময় হেনরি তার ডান কাঁধে চোট পান, যা তাকে ছিটকে দেয় ভারতের বিপক্ষে ফাইনালের থেকে।
আরও পড়ুন
আইপিএলে স্লো-ওভার রেটের শাস্তি থেকে অধিনায়কের মুক্তি |
![]() |
চলমান সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে থাকা জাকারি ফৌলকসকে হেনরির বদলি শেষ দুই ম্যাচের জন্য তাই রাখা হয়েছে দলে। প্রথম ম্যাচে ১১ রানে ১ উইকেট (তিন ওভারে) দ্বিতীয় ম্যাচে ৩২ রান দিয়ে উইকেট শূন্য (তিন ওভারে) থাকেন তিনি। দুটি ম্যাচেই নিউজিল্যান্ড জিতেছিল।
স্কোয়াডে আনা হয়েছে আরেকটি পরিবর্তন। কাইল জেমিসন বাদ পড়েছেন শেষ দুই ম্যাচ থেকে। দীর্ঘজায় এই পেসার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। পরের ম্যাচে পাননি উইকেট, গুনেন ৫৪ রান। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার উইল ও'রউর্ককে।
আগামী রোববার (মাউন্ট মুনগানুই) এবং বুধবার (ওয়েলিংটন) হবে সিরিজের শেষ দুই ম্যাচে। নিউজিল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে।
২ দিন আগে
২ দিন আগে
১৫ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৬ দিন আগে
২৬ দিন আগে
৩০ দিন আগে