৩০ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৯ পিএম
বিতর্কিত সব কর্মকাণ্ডে আলোচনায় থাকাটাই যেন জোসে মরিনিয়োর মূল কাজ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ছেড়ে তুরস্কে পাড়ি জমালেও ঠিকই আলোচনায় আছেন ‘স্প্যেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। গত রবিবার রাতে অ্যান্টালিয়াস্পোর সাথে ম্যাচে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে টিভি ক্যামেরার সামনে ল্যাপটপ রেখে দেন তিনি। শাস্তি হিসেবে দেখতে হয়েছে হলুদ কার্ডও।
এদেন জেকোর করা এক গোল নিয়েই মূলত বেঁধেছে বিপত্তি। যেই গোল লম্বা সময় ভিএআর চেকের পর বাতিল করে রেফারি। যা মোটেও পছন্দ হয়নি ফেনেরবেচে কোচের। প্রতিবাদ স্বরূপ বেইন স্পোর্টসের ক্যামেরার সামনে রেখে দেন ল্যাপটপ, যেখানে দেখানো হচ্ছিল ভিএআরের ভুল। রেফারিও অবশ্য ছাড় দেননি মরিনিয়োকে। দেখিয়েছেন হলুদ কার্ড। যদিও শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।
অবশ্য ভিএআর নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের অসন্তোষ নতুন না। রোমায় থাকাকালীন নিয়মিত এই প্রযুক্তির সমালোচনা করতেন এই পর্তুগিজ। এবার অবশ্য সমালোচনায় না গিয়ে প্রতিবাদেই নেমেছেন তিনি।
তুরস্কে গিয়ে মাঝে আরও একবারও আলোচনায় এসেছিলেন মরিনিয়ো। চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারায়ের সাথে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে কথা না বলায় সমালোচনায় পড়েছিলেন। যদিও এর দায়টা মরিনিয়ো দিয়েছিলেন গ্যালাতাসেরে কোচকে। গ্যালাতাসেরে কোচ সংবাদ সম্মেলনে লম্বা সময় নেয়ায় মূলত ফিরে আসেন বলে দাবি করেন মরিনিয়ো।
গত মৌসুমের মাঝ পথে রোমা থেকে চাকরিচ্যুত হন মরিনিয়ো। এরপর মাস ছয়েকের একটা বিরতি দিয়ে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনারবেচেতে। যেখানে শুরুটা খুব একটা মন্দ করেনি তার দল। সাত ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ফেনারবাচে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গালাতাসারায়।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো না হলেও, শেষ ৪ ম্যাচের ৩টিতে জিতে ব্রাজিল উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের তলায় থাকা ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ ব্রাজিলের। দরিভাল জুনিয়রের দলে পরিবর্তন আসছে, সেটা ভিনিসিয়ুসের ফেরা আর রদ্রিগোর ইনজুরিতে থাকায় নিশ্চিত হয়ে গিয়েছিলো।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দরিভাল জুনিয়রের কাছে চ্যালেঞ্জ ছিলো সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করা। অক্টোবর উইন্ডোতে পেরু ও চিলির বিপক্ষে টানা ২ জয়ে যেনো সেই কম্বিনেশন নিয়ে চিন্তার ভাঁজ কেটে গেছে ব্রাজিল কোচের। বিশেষ করে মিডফিল্ডে। গারসন ও ব্রুনো গুইমারেসে মন বসেছে দরিভালের। আন্দ্রে ও লুকাস পাকেতা থেকে এগিয়ে তারা। দরিভাল জানান-
“আন্দ্রে মাঠে যতক্ষণ থাকে ওর মধ্যে ভিন্নতা থাকে, পাকেতা নিজের সেরা সময়ে নেই, তবে ও আবার ফিরবে এটা জানি। গারসন ফ্ল্যামেঙ্গোতে যেভাবে খেলছে, সেরা।এই ম্যাচের জন্য মিডফিল্ডে কারা খেলবেন সেটা আগেই ঠিক করে ফেলেছিলাম।”
আরও পড়ুন
ভিনিসিয়ুস বনাম পুরো বিশ্ব, যে লড়াইটা ফুটবলের চেয়েও বড়… |
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এদেরসন, অ্যাবনার, গ্যাব্রিয়েল, মার্কিনিয়োস, ভ্যানডারসন, গারসন, ব্রুনো গুইমারেস, সাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও ইগোর হেসুস।
গারসন ও ব্রুনো গুইমারেসের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন রাফিনিয়া। রদ্রিগোর ইনজুরিতে থাকায় ব্রাজিলের ’১০ নম্বর’ জার্সির নতুন প্রতিনিধি হচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনার এই ফুটবলার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকলেও, নিজেদের ঘরের মাঠে সবশেষ ২ ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনাকে আটকে দিয়েছিলো স্বাগতিক ভেনেজুয়েলা।
আরও পড়ুন
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় ফুটবলের ‘পরাজয়’ দেখছেন রিচার্লিসন |
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সবশেষ ম্যাচে জিতেছিলো ৬-০ গোলে। সেই ম্যাচে একসাথে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজ শুরু করেছিলেন। মেসি করেছিলেন হ্যাটট্রিক আর লাউতারো ও আলভারেজও পেয়েছিলেন গোল। আর্জেন্টিনার সামনে এবার প্যারাগুয়ে, ফরোয়ার্ড লাইনে এই তিনজনকে একসাথে রেখেই কী শুরুর একাদশ নামাবেন লিওনেল স্ক্যালোনি?
আর্জেন্টিনার কোচ ইঙ্গিত দিয়েছেন তেমনই,
“প্রায় একই দল নিয়েই প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবো। এমন এক দলের বিপক্ষে খেলা যারা দুর্দান্ত ফর্মে রয়েছে।”
তবে, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা দলের কোচের ভাবনাতে আছে আরেক বিকল্প। তিন ফরোয়ার্ড না খেলিয়ে ৪ মিডফিল্ডারকে নিয়েও দল সাজাতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে আসতে পারেন লো সেলসো।
শুরুর একাদশের বাকি ১০ পজিশন নিয়ে তেমন ধোঁয়াশা নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে গোলকিপার হিসেবে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজ। লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরিতে ক্রিশ্চিয়ান রোমেরোর সেন্টার ব্যাক সঙ্গী নিকোলাস ওতামেন্দি। ন্যাহুয়েল মলিনার সাথে নিকোলাস ত্যালিয়াফিকো সামলাবেন দুই ফুল ব্যাকের দায়িত্ব। তিন মিডফিল্ডার হিসেবে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টার থাকছেন। সামনে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে