এশিয়া কাপের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ জনের দলে জায়গা হয়নি নাঈম শেখের। তাঁকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় দলে সুযোগ হয়নি নাঈমের।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে নাঈমের বাদ পড়া প্রসঙ্গে লিপু বলেন,
‘কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে অনেক কিছুই চিন্তা করতে হয়। তিনি সামর্থ্যের কতটুকু করতে পারলেন বা তাঁকে যতটুকু সুযোগ দেওয়া হলো, সে সুযোগটুকু যথেষ্ট কি না। আমাদের কাছে মনে হয়েছে নাঈম শেখ কঠোর পরিশ্রম করেছে, তিনি যে প্রতিশ্রুতি দেখিয়েছেন, আমরা অনেক আশাবাদী ছিলাম, কিন্তু তিনি নিজের জায়গা তৈরি করতে পারেননি। সেটা তাঁর জন্য এবং দলের জন্য ভালো হতো। দুর্ভাগ্যবশত সেটা হয়নি।’
শ্রীলঙ্কার পর নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাঈম। ছন্দ খুঁজে পেতে তাঁকে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাঠানো হয়। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৬ ম্যাচে করেছেন মাত্র ৯৩ রান। ভালো না করায় বাদ দিতে এক রকম বাধ্য হন নির্বাচকেরা।
সে প্রসঙ্গ টেনে লিপু বলেন,
‘আরেকটু লোয়ার চ্যালেঞ্জে টপ এন্ড ক্রিকেটে সেখানেও তিনি ঠিক ভালো করতে পারলেন না। আমার বিশ্বাস নাঈম শেখ এখন জানে তাঁকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে আন্তর্জাতিক চ্যালেঞ্জে সফল হতে হলে তাঁকে আরও উন্নতি করতে হবে। উন্নতি করতে হলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিংবা কোচিং প্যানেলের পক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা সেটা অব্যাহত রাখব।’
২৫ আগস্ট ২০২৫, ১১:১৬ এম
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তি গড়া বেলিন্ডা ক্লার্ককে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেমে ‘কিংবদন্তি’ মর্যাদা দেওয়া হয়েছে। দেশটির মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন সাবেক এই অধিনায়ক।
ক্লার্কের আগে এই তালিকায় স্থান পেয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান, কিথ মিলার, রিচি বেনো, ডেনিস লিলি ও শেন ওয়ার্ন।
উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারে অনেক অর্জন ও রেকর্ড গড়েছেন ক্লার্ক। ১৯৯১ সালে অভিষেক, এরপর প্রায় দেড় দশক ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। টেস্টে ৪৫.৯৫ ও ওয়ানডেতে ৪৭.৪৯ গড়ে রান করে এখনও নারী ক্রিকেটের সেরা ব্যাটারদের একজন তিনি।
আরও পড়ুন
এবার ৪৯ রানে অলআউট নিগার-ফাহিমারা |
![]() |
মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পান ক্লার্ক। টানা ১১ বছর সেই দায়িত্ব সামলে অস্ট্রেলিয়াকে এনে দেন একের পর এক সাফল্য।তার নেতৃত্বে ১০১টি ওয়ানডের মধ্যে ৮৩টি জেতে অস্ট্রেলিয়া। একইসঙ্গে ঘরে তোলে দুটি বিশ্বকাপ ট্রফি।
১৯৯৭ বিশ্বকাপে ক্রিকেট ইতিহাসেরই নতুন এক অধ্যায় শুরু করেন ক্লার্ক। নারী ও পুরুষ ক্রিকেটার মিলিয়েই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তার ২২৯ রানের ইনিংসটি দীর্ঘ দিন ছিল রেকর্ড।
খেলোয়াড়ি জীবন শেষেও তিনি থেমে যাননি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশাসক হিসেবে নারী ক্রিকেটকে বিকশিত করতে কাজ করেছেন, আইসিসি উইমেন্স কমিটিতেও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে। মাঠে যেমন ছিলেন নেতৃত্বে দৃঢ়, তেমনি মাঠের বাইরেও নারী ক্রিকেটের বিস্তার ও গ্রহণযোগ্যতা বাড়াতে তার প্রভাব অনস্বীকার্য।
কিংবদন্তি খেতাব পাওয়ার পর আবেগ প্রকাশ করতে গিয়ে ক্লার্ক বলেন, “এটি অবিশ্বাস্য সম্মান। আমি একই সঙ্গে বিস্মিত, কৃতজ্ঞ এবং গর্বিত। আমি দলীয় খেলোয়াড় ছিলাম, আর বাস্তবতা হলো- আমাদের কারও পক্ষে একা কিছু করা সম্ভব নয়। সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ ও প্রশাসন- সবাই এই সম্মানের অংশীদার। নারী ক্রিকেট যেদিকে যাচ্ছে, তা নিয়ে আমি ভীষণ আশাবাদী।”
আরও পড়ুন
এক যুগ পর আবাহনী ছাড়ছেন মোসাদ্দেক |
![]() |
ক্রিকেটে ক্লার্কের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তার একটি মূর্তি স্থাপন করা হয়। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস তার নামে বিশেষ পুরস্কার চালু করেছে।
মাঠের বাইরের ঘটনায় বড় ধাক্কা খেতে চলছে ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের আগে স্পন্সর নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে তারা। কারণ ভারতের মূল স্পন্সর ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি ড্রিম ১১ জানিয়ে দিয়েছে, সামনে আর স্পন্সর করতে পারবে না তারা।
এমনটা হয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের গেমিং বিল পাস হওয়ার কথা পর থেকে। যেখানে বলা হয়েছে, কোনো অনলাইন গেমের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবে না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। যে কারণে অনেকটাই ছোট হয়ে এসেছে ড্রিম ১১-র ব্যবসার পরিসর।
আরও পড়ুন
এক যুগ পর আবাহনী ছাড়ছেন মোসাদ্দেক |
![]() |
তাই এরই মধ্যে তারা বিসিসিআই-কে জানিয়েছে যে, তারা ভারতের ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হিসেবে আর চালিয়ে যেতে পারবে না। কারণ তাদের রাজস্ব প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত সময়ের জন্য বিসিসিআইয়ের সঙ্গে ৪ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি ছিল ড্রিম ১১-র। আরেকটি ফ্যান্টাসি গেমিং ওয়েবসাইট মাই১১ সার্কেল যুক্ত আছে আইপিএলের সঙ্গে। এই দুই প্রতিষ্ঠান মিলে বিসিসিআইকে প্রায় ১ হাজার কোটি রুপি দিয়েছে।
নতুন অনলাইন গেমিং বিল অনুযায়ী, সামাজিক গেমিং ও সাবস্ক্রিপশনভিত্তিক অর্থ লেনদেনের অনুমতি থাকছে। কিন্তু আগের মতো সরাসরি অর্থের আদান-প্রদান নিষিদ্ধ হয়ে যাওয়ায় ড্রিম ১১-এর সবচেয়ে বড় রাজস্ব উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।
তাই এখন সামনের এশিয়া কাপের আগে নতুন স্পন্সরের খোঁজে নামতে হবে ভারতকে। দ্রুততম সময়ের মধ্যে সেটি না পেলে, স্পন্সর ছাড়াই খেলতে হতে পারে তাদের।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রায় সমার্থক শব্দ হয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড ও মোসাদ্দেক। তবে এই সম্পর্ক এখন শেষ হওয়ার দুয়ারে। আবাহনী ছেড়ে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার।
গত এক যুগের বেশি সময় ধরে আবাহনীর মূল ভরসা হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মোসাদ্দেক। গত কয়েক আসরে তার কাঁধেই ছিল ঐতিহ্যবাহী ক্লাবটির অধিনায়কত্ব। ২০২৪ সালের ডিপিএলে এক যুগ পূর্ণ করায় ক্লাবের পক্ষ বিশেষ সম্মাননাও পেয়েছিলেন মোসাদ্দেক।
তবে ১৩ বছরের এই সম্পর্কের এখন ইতি টানছেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার। দেশের শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা ডেইলি সান জানিয়েছে এই খবর। তাদেরকে নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট কমিটির সেক্রেটারি জিএস তামিম ও রূপগঞ্জের সেক্রেটারি তরিকুল ইসলাম টিটু।
আরও পড়ুন
রাসেলের পাশে বসে গেইলের আরেকটু কাছে সাকিব |
![]() |
ডেইলি সানের খবর অনুযায়ী, ৭০ লাখ টাকায় মোসাদ্দেককে দলে ভেড়াচ্ছে রূপগঞ্জ। প্রিমিয়ার লিগের গত আসরে ৪৫ লাখ টাকায় আবাহনীতে খেলেছিলেন তিনি। সামনের আসরের জন্য তাকে ৫০ লাখের প্রস্তাব দিয়েছিল ক্লাবটি।
বয়সভিত্তিক পর্যায়ে থাকতেই ২০১৩ সালে আবাহনীর হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক মোসাদ্দেকের। এই সংস্করণে আবাহনীর জার্সিতে তিনি খেলেছেন ১২৯ ম্যাচ। যেখানে ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৪৬.০৯ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৯৬৪ রান। বল হাতে শিকার ১০৮ উইকেট।
প্রিমিয়ার লিগের সবশেষ আসরেও নিজের সেরা ছন্দে ছিলেন মোসাদ্দেক। তুলনামূলক কম শক্তির দল নিয়ে শিরোপা জেতার পথে আসরের সর্বোচ্চ ৩০ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। আর ব্যাট হাতে পঞ্চাশ ছুঁইছুঁই গড়ে করেন ৪৮৭ রান।
অধিনায়ক মোসাদ্দেকের আগে আবাহনীর শিরোপাজয়ী কোচ হান্নান সরকারকে নিজেদের দলে নিয়েছে রূপগঞ্জ। এছাড়া দুই বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বির সঙ্গেও তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে।
আরও পড়ুন
ইতিহাস গড়ে ‘খুব খুশি’ সাকিব |
![]() |
গত আসরে খেলাদের মধ্যে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, জাকের আলি, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলামকে ধরে রাখছে রূপগঞ্জ। আর ছেড়ে দেওয়া হচ্ছে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে।
এর বাইরে শোনা যাচ্ছে, আবাহনী ছেড়ে দিতে পারেন আরেক তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার নতুন ঠিকানা হতে পারে আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বল হাতে প্রথম ওভারেই পেলেন সাফল্য। পরের ওভারে নিলেন আরও ২ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান খেললেন গুরুত্বপূর্ণ ইনিংস। জয় পেল তার দল। আর অভিজ্ঞ অলরাউন্ডার পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার রাতের ম্যাচে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৭ উইকেটে হারায় সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি জেতেন সাকিব।
আরও পড়ুন
ইতিহাস গড়ে ‘খুব খুশি’ সাকিব |
![]() |
প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে সাকিবের এটি ৪৪তম ম্যাচ সেরার পুরস্কার। তার সমান এই পুরস্কার জেতার রেকর্ড আছে আন্দ্রে রাসেলের। তাদের সামনে শুধু ক্রিস গেইল (৬০), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮), কাইরল পোলার্ড (৪৭) ও অ্যালেক্স হেলস (৪৫)।
সেইন্ট কিটসকে অল্পে বেধে রাখতে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। যার সুবাদে পূর্ণ হয় তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০ উইকেট।
একইসঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
প্রথম ইনিংসে এমন অর্জনের পর ব্যাট হাতেও বড় অবদান রাখেন সাকিব। আগের ম্যাচগুলোর হতাশা ভুলে এদিন চার নম্বরে নামেন সাকিব। দলের প্রয়োজনের সময় ১ চার ও ২ ছক্কায় খেলেন ১৮ বলে ২৫ রানের মূল্যবান ইনিংস।
৫০০ উইকেট থেকে মাত্র ২ শিকার দূরে বসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। পর্যাপ্ত বোলিং না পাওয়ায় প্রথম পাঁচ ম্যাচে ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। ষষ্ঠ ম্যাচে চমৎকার বোলিংয়ে ইতিহাসগড়া মাইলফলক স্পর্শ করলেন তিনি। পরে জানালেন, কঠোর পরিশ্রমের পর এই অর্জনে খুব খুশি তিনি।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে রোববারের ম্যাচে ২ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচ নিয়ে ৫০০ উইকেট পূর্ণ করেন তিনি। পরে আরও ২ শিকার ধরে তার উইকেটসংখ্যা এখন ৫০২।
আরও পড়ুন
রাসেলের পাশে বসে গেইলের আরেকটু কাছে সাকিব |
![]() |
টি-টোয়েন্টি ইতিহাসে বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে তিনি পূরণ করেছেন ৫০০ উইকেট ও ৭ হাজার রানের অনন্য এক 'ডাবল'।
এত সব অর্জনের পর ইনিংস বিরতিতে ব্রডকাস্টারে দেওয়া সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সাকিব।
“(এই অর্জনের পেছনে) অনেক বেশি কঠোর পরিশ্রম। মাইলফলক ছুঁতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার... যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।”
আসরের প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে চার ইনিংসে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব। যেখানে নিতে পারেন শুধু ১ উইকেট। তাই ক্রমেই বাড়তে থাকে ৫০০ উইকেটের অপেক্ষা।
সেইন্ট কিটসের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সাকিব বললেন, দলের জন্য অবদান রাখার জন্য সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন তিনি।
“(গত কয়েক ম্যাচে) আমি বেশি বোলিং করছিলাম না। তাই কিছুটা নার্ভাস ছিলাম। পাশাপাশি খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় কিছুটা নেতিবাচকতাও কাজ করছিল। কারণ সাধারণত আমি আরও বেশি বোলিং করি।”
আরও পড়ুন
এক যুগ পর আবাহনী ছাড়ছেন মোসাদ্দেক |
![]() |
“তবে এটা পুরোটা দলের জন্য। যখনই আমার সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব। এটাই আমার সবসময়ের লক্ষ্য ছিল। এখনও তা-ই আছে।”
সাকিবের সঙ্গে ক্যারিবিয়ানে আছে তার পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ছবি পোস্ট করছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তার মতে, পরিবার কাছে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়।
“পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে... তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। তাদের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। তো এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।”
৮ ঘণ্টা আগে
৮ ঘণ্টা আগে
৮ ঘণ্টা আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে