নতুন মৌসুমের শুরুতে দারুণ ছন্দে কিলিয়ান এমবাপে। পরপর দুই ম্যাচে পেলেন গোলের দেখা। এবার তার সঙ্গে যোগ দিলেন ভিনিসিউস জুনিয়র। নবাগত ওভেইদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেল সহজ জয়।
স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপে একাই করেছেন দুই গোল আর অন্যটি ভিনিসিউসের।
২৪ বছর পর লা লিগায় ফেরা ওভেইদো নিজেদের ঘরের মাঠে তেমন লড়াই করতেই পারেনি। সহজেই ম্যাচের ফল নিজেদের দিকে এনেছে রিয়াল।
রিয়ালের জয়ের ব্যবধান বাড়তে পারত আরও। কখনও ভাগ্য, কখনও নিজেদের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় তারা। ম্যাচের গোলের জন্য ২৬টি শট করে রিয়াল। এর মধ্যে লক্ষ্য বরাবর থাকে ১০টি।
আরও পড়ুন
উপহার পাওয়া গোলের পরও জিততে পারল না ইউনাইটেড |
![]() |
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারত রিয়াল। অল্পের জন্য জালে বল ঢোকাতে পারেননি রদ্রিগো। সেই গোলের অপেক্ষার শেষ হয় ৩৭ মিনিটে। আর্দা গুলেরের কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এমবাপে।
দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম্যাচে গোল করল রেয়াল। টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।
পরের গোলের জন্য আবার দীর্ঘ অপেক্ষা। ম্যাচের ৮৩ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণও করেন এমবাপে। আর অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করে মাঠ ছাড়েন ভিনিসিউস।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সেলোনা।
বাহরাইনে ১২ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে মঙ্গলবার দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১৮ ও ২২ আগস্টে হওয়া দুটি ম্যাচই হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথমটিতে পরাজয় ১-০ গোলে; পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ২-৪ ব্যবধানে। প্রস্তুতি ম্যাচে দলের লক্ষ্য কেবল জয় ছিল না; দলের সব খেলোয়াড়কে বাজিয়ে নেওয়া, টিম কম্বিনেশন বোঝা ছিল কোচ টিটুর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে কোচরা সফল বলেই জানা গেছে।
বাহরাইনের কোনো স্থানীয় দলের বিপক্ষে সোমবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেটি হয়নি; নিজেদের মধ্যে ভাগ হয়েই তাই ম্যাচ খেলবেন আল আমিন, শেখ মোরসালিনরা।
আরও পড়ুন
নেপালকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ |
![]() |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, “গতকাল রিকভারি সেশন ছিল, আজকের সেশন কিছুটা হালকা ছিল। আগামীকাল (সোমবার) একটা ম্যাচ খেলব, কথা ছিল এখানকার কোনো লোকাল টিমের সঙ্গে খেলব। কিন্তু সেটা আমরা পাইনি; এখন আমাদের মধ্যেই ম্যাচটা খেলব।”
দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে হারলেও দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের টিম স্পিরিটের প্রশংসা করেছেন হাসান আল মামুন। সেই সঙ্গে বাহরাইন থেকে নিয়ে ফেরা আত্মবিশ্বাস ভিয়েতনামে কাজে দেবে বলে মনে করেন তিনি।
“সবশেষ ম্যাচে দেখার দরকার ছিল টিমের কম্বিনেশনটা কী। সবাইকে খেলিয়েছি, কার কী অবস্থা তা দেখেছি। সম্ভাব্য সেরা সমাধানের খুব কাছাকাছি আছি। টিম স্পিরিট খুব ভালো আছে। আশা করি ভালো কিছু পুঁজি নিয়ে এখান থেকে দেশে ফিরব। যেটা ভিয়েতনামে কাজে দেবে।”
জানা গেছে, মঙ্গলবার দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করবে অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে তারা। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে দেশটিতে যাবে দল।
ভিয়েতনাম যাওয়ার আগে বাহরাইনে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা দলের জন্য ভালো হয়েছে মনে করেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু।
“প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোচিং স্টাফরা যেভাবে চেয়েছে আমরা সেভাবে করেছি। সবকিছু ভালোই চলছে। (রোববার) আরেকটা সেশন করেছি, যে ম্যাচটা গেছে ওখানে যে ভুলত্রুটি ছিল, সেগুলো নিয়ে কোচরা কাজ করছে। বাহরাইনে আরও একটি সেশন আছে এরপর আমরা বাংলাদেশে রওনা দেবো।”
এবারই প্রথম এশিয়ান কাপ বাছাই সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফেডারেশন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান কাপের মূলপর্বে (সিনিয়র ও অনূর্ধ্ব-২০)।
আরও পড়ুন
২ গোল দিয়ে ৪ গোল হজম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের |
![]() |
ছেলেদের দলও যাতে সেই পথে হাটতে পারে তা নিয়ে জোড় চেষ্টা ফেডারেশনের। বাহরাইনে যে লক্ষ্য নিয়ে দলের ক্যাম্প করা সেটি অনেকটাই কাজে দেবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন।
“আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব, মানে বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছে দল- মাঠ, হোটেল, খাবার এবং ট্রেনিং ফ্যাসিলিটিস; সবকিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড। আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।”
১২ দিনের সফরে কেবল খেলোয়াড়ই নয়, সার্বক্ষণিক কাজ করতে হয়েছে কোচিং স্টাফকেও। এমন সুযোগ করে দেওয়ার জন্য হাসান আল মামুন ধন্যবাদ দিয়েছেন বাফুফে এবং বাহরাইন ফুটবল ফেডারেশনকে।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।
১৬ দল নিয়ে ২০২৬ সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে খেলবে সৌদি আরব। অন্য ১৫ দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে ১১ গ্রুপে সেরা দল এবং চার সেরা রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিটি।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
ফুলহ্যামের মাঠে রোববার রাতের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ড শেষেও জয়শূন্য ইউনাইটেড। প্রথম ম্যাচে তারা হেরেছিল আর্সেনালের কাছে।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস। ভিএআর দেখে দেওয়া পেনাল্টিটি বারের অনেক ওপর দিয়ে মারেন ইউনাইটেড অধিনায়ক।
আরও পড়ুন
এমবাপে-ভিনিসিউসের গোলে জিতল রিয়াল মাদ্রিদ |
![]() |
দ্বিতীয়ার্ধে ফুলহ্যামের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। লেনি ইয়োরোর হেড ফুলহ্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে জড়ায় জালে।
কিন্তু ১৫ মিনিটের মধ্যে সমতা ফেরায় ফুলহ্যাম। বদলি হিসেবে নামার দেড় মিনিটের মাথায় দারুণ এক গোল করেন এমি স্মিথ রো। এরপর জালের দেখা পায়নি দুই দল।
টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম। আর্সেনালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেডের অবস্থান ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।
জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই তারা হেরে বসে ভারতের বিপক্ষে। সেই হারের ধাক্কা কাটিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে অসাধারণ জয় পেয়েছে আজ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রীতি-থুইনুই মারমাদের নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করেন রিয়া।
বল দখলে নিয়ে খেললেও গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। শুরুতে উম্মে কুলসুম ও আলপি আক্তার সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৪১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন থুইনুই। মামনি চাকমার আড়াআড়ি পাস থেকে ফাঁকা পোস্টে নিখুঁত শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে কাটিয়ে সহজে বল জালে জড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন
জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ও পুলিশ |
![]() |
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে নেপালের ডিফেন্সে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে প্রীতির দুটি শট ও থুইনুইয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে বদলি রিয়া যোগ করা সময়ে গোলকিপারকে কাটিয়ে নিশ্চিত করেন দলের বড় জয়।
ডাবল লেগ পদ্ধতির টুর্নামেন্টে আগামী বুধবার নেপালের বিপক্ষে ফিরতে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার আবার ভুটানের ও আগামী রোববার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি তারা।
নেপালকে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
শুরুতে জিয়ানলুইজি দোনারুম্মাকে দলে টানার লড়াইয়ে থাকলেও শেষ সময়ে এসে পিছিয়ে পড়েছে ইন্তার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যম এফসিআইন্টারনিউজের দাবি, ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন পিএসজি গোলরক্ষক।
২৬ বছর বয়সী ইতালিয়ান এই গোলরক্ষক আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন। কয়েক দফা চেষ্টার পরও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি দুই পক্ষের।
আগামী মৌসুমে তাই দোনারুম্মাকে ফ্রি এজেন্ট হিসেবে হাতছাড়া না করার লক্ষ্যে এই গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ঝুঁকি এড়াতে ফরাসি ক্লাবটি তাকে তুলে দিয়েছে দলবদলের বাজারে। ইতালি জাতীয় দলের গোলরক্ষকের জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে তারা।
আর তাই সাম্প্রতিক সময়ে মূল দল থেকে দোনারুম্মাকে সরিয়ে রেখেছে পিএসজি। অনুশীলনও করছেন আলাদা। ফলে এটা এখন স্পষ্ট যে, এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়াটা নিশ্চিতই।
সিটি দোনারুম্মার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে মৌখিক সম্মতিতে চলে গেলেও এখনও কাজ বাকি রয়ে গেছে কিছুটা। কারণ স্কোয়াড বা একাদশে তাকে জায়গা তৈরি করে দিতে হলে প্রথমে তাদের বিদায় জানাতে হবে এক নম্বর গোলরক্ষক এদারসনকে। গুঞ্জন রয়েছে, এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই।
নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। চতুর্থ রেফারি তার বোর্ডে দেখালেন, অতিরিক্ত খেলা হবে আরও ৭ মিনিট। প্রথম মিনিটেই উনাই এলগেসাবালের ভুল। আত্মঘাতী গোলে এগিয়ে গেল বার্সেলোনা। তাতেই পেল দারুণ এক জয়।
স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। প্রায় তিন বছর পর লিগে ফেরা প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া কাতালান ক্লাবটি দ্বিতীয়ার্ধে পায় তিন গোল।
আরও পড়ুন
জয়ে ফেরার চ্যালেঞ্জ, আজ মেয়েদের সামনে নেপাল |
![]() |
চমক জাগিয়ে প্রথমার্ধে লেভান্তেকে ২-০ গোলে এগিয়ে দেন ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস। ম্যাচের দ্বিতীয়ভাগে ফেররান তোরেস ও পেদ্রির গোলে শুরুতেই সমতায় ফেরে বার্সেলোনা। পরে আত্মঘাতী গোলে পেয়ে যায় জয়।
ম্যাচ জুড়ে অবশ্য বার্সেলোনারই ছিল একক আধিপত্য। পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে। গোলের জন্য মোট ২৬টি শট করে তারা। এর মধ্যে ১০টি লক্ষ্যে।
আক্রমণাত্মক শুরু করা বার্সেলোনা একের পর এক হতাশায় গোলবঞ্চিত হয়। খেলার ধারার বিপরীতে ১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো।
এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পেদ্রি, লামিন ইয়ামালরা৷ উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মোরালেস। ডি-বক্সের ভেতরে বালদে হ্যান্ড-বল করায় পেনাল্টিটি পায় লেভান্তে।
আরও পড়ুন
রোনালদোর বিরল রেকর্ডের দিনে শিরোপা হাতছাড়া আল নাসরের |
![]() |
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনতে সময় লাগেনি বার্সেলোনার। ডি-বক্সের বাইরে ইয়ামালের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি। তিন মিনিট পর রাফিনহার কর্নারে দারুণ ভলিতে গোল করেন তোরেস।
এরপর দীর্ঘ অপেক্ষা। বেশ কিছু সুযোগ এলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। পরে অতিরিক্ত যোগ করা সময়ে বক্সের ভেতরে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো হেড দিয়ে জালে জড়ান লেভান্তের ডিফেন্ডার এলগেসাবাল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লেভান্তে হারল প্রথম দুই ম্যাচেই।
১০ ঘণ্টা আগে
১১ ঘণ্টা আগে
২ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে