ফুটবল

হাফ ডজন গোলে বিশ্বকাপে জার্মানি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৯:৫১ এম

news-details

আগের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে জয়ে বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল জার্মানি। এবার স্লোভেকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জুলিয়ান নাগেলম্যানের দল।


লাইপজিগের রেড বুল অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল স্লোভেকিয়ার জালে হাফ ডজন গোল দিয়ে ৬-০ ব্যবধানে জিতেছে জার্মানি। গোল বন্যার শুরুটা হয়  নিক ভল্টামাডাকে দিয়ে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। লেরয় সানের জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন বাকু ও আসান ওয়েদরেগো।


গ্রুপ ‘এফ’ থেকে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা স্লোভেকিয়া বিশ্বকাপের প্লে অফ খেলবে।


স্লোভেকিয়ার বিপক্ষে আগেরবারের দেখায় দলের জয়ের নায়ক ভল্টামাডার নৈপুণ্যেই ১৮তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে জসুয়া কিমিখের ক্রস থেকে হেডে জালে বল পাঠান নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড। জার্মানির সবশেষ চার গোলের প্রতিটিই করলেন ভল্টামাডা। গত মাসে নর্দান আয়ারল্যান্ডে বিপক্ষে একমাত্র গোলের পর  সবশেষ লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোলই আসে তাঁর নৈপুণ্যে।


বায়ার্ন মিউনিখের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় ২৯তম মিনিটে ব্যবধান বাড়ায় জার্মানি। মিডফিল্ডার লেয়ন গোরেটস্কার থ্রু পাস থেকে পেনাল্টি স্পটের কাছে দারুণ ফিনিশিংয়ে গোলকিপারকে পরাস্ত করেন ফরোযার্ড জিনাব্রি।


বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষই হয়ে যায়। ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪-০ করেন সানে।

 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণে স্লোভেকিয়ার রক্ষণভাগকে তটস্থ রাখে চারবারের বিশ্বকাপ  জার্মানি। ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানি। জোরাল শটে গোল করেন কিমিখের বদলি নামা বাকু। ৭৭ মিনিটে ভিয়েৎসকে বদলি নামা তরুণ ফুটবলার ওয়েদরেগো মাঠে নামার এক মিনিট ৪২ সেকেন্ডের মধ্যেই জালের দেখা পান। সানের পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে দলের শেষ গোলটি করেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।


ফুটবল থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

ফুটবল

লাইভ : ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৬:৫৫ পিএম

news-details

শুরুতেই রাকিব হাসানের পাস থেকে শেখ মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ। সেই লিড বাকি সময় ধরে রেখে ভারতের বিপক্ষে তারা পেয়ে গেল অবিস্মরণীয় এক জয়। 


জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ২২ বছর পর জিতল তারা। 


এর আগে সবশেষ ২০০৩ সালের সাফ ফুটবলের সেমি-ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।


এবারের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত।


ম্যাচের ১১তম মিনিটে পাল্টা আক্রমণে মোরছালিনই বল দিয়েছিলেন রাকিবকে। সেই বল ধরে বাম পাশ দিয়ে এগিয়ে যান রাকিব। ততক্ষণে দৌড়ে ডি-বক্সে চলে আসেন মোরছালিন।


পরে রাকিবের নিচু করে দেওয়া পাসে দুর্দান্ত বুদ্ধিমত্তায় পা ছুঁইয়ে বল জালে জড়ান নাম্বার সেভেন মোরছালিন। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল।


এরপর আর তেমন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। তবে ভারত চেষ্টা করেছে গোল ফিরিয়ে দেওয়ার। কিন্তু হামজা চৌধুরির দুর্দান্ত প্রদর্শনীতে বারবার রক্ষা পেয়েছে বাংলাদেশ। 

bottom-logo

ফুটবল

ভিড় বাড়ছে স্টেডিয়ামে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৬:৪১ পিএম

news-details

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বাড়ছে ভিড়। বিকেল ৪টার পর থেকে নিজ নিজ আসন গ্রহণ করছেন দর্শকেরা। স্টেডিয়ামের বাইরেও লোকে লোকারণ্য।


পল্টনের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত ম্যাচ শুরু আজ রাত ৮টায়। হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। স্টেডিয়াম চত্বরে অনবরত টহল দিচ্ছে সেনাবাহিনীর ৯টি গ্রুপ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও।


জাতীয় স্টেডিয়ামে এর আগে হওয়া ম্যাচগুলোতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গেট ভাঙচুরের মতো ঘটনাও ছিল। এবার তাই সেনাবাহিনীর সহযোগিতায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্টেডিয়ামে ঢোকার গেটগুলো দিয়ে সহজেই মাঠে ঢুকতে পারছেন সমর্থকেরা। বাংলাদেশ–ভারত ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র বেসরকারি স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।


ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। ‘সি’ গ্রুপের প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। ভারতের শিলংয়ে হওয়া ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।

bottom-logo

ফুটবল

একাদশে সমিত, বেঞ্চে জামাল

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৬:১৬ পিএম

news-details

সমিত সোমকে নিয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও। জায়গা হারিয়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা। 


প্রত্যাশিতভাবেই খেলছেন হামজা চৌধুরী। দেশের জার্সিতে এটি তাঁর সপ্তম ম্যাচ। আগের ম্যাচে নেপালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। আজকের ম্যাচেও লেস্টার সিটি তারকার দিকে তাকিয়ে বাংলাদেশ। 


পল্টনের জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। 


ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। 'সি' গ্রুপ থেকে প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ভারতের শিলংয়ে হওয়া ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। 


একাদশ:

গোলরক্ষক: মিতুল মারমা।

রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।

আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

bottom-logo

ফুটবল

ব্রাজিল তারকার মতে ‘ইতিহাসের সেরা’ রোনালদো

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৫:৪৩ পিএম

news-details

গত রবিবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করে ৩২ দল। এদিন আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে ওঠে পর্তুগাল। দেশের হয়ে বাছাইয়ে সবচেয়ে বেশি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


চল্লিশেও চালসে থাকা রোনালদোর পারফরম্যান্সে মুগ্ধ ব্রাজিলের ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। আল নাসর তারকাকে ইতিহাসের সেরা আখ্যা দিয়েছেন তিনি।


২০২১ সালে আল নাসরে যোগ দেন অ্যান্ডারসন। সৌদি ক্লাবে রোনালদোর সঙ্গে দুবছর খেলেছেন তিনি। ২০২৩ সালে রোনালদো-অ্যান্ডারসন-মানে ত্রয়ী জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ।


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, “রোনালদোর সঙ্গে কাটানো দুটি বছর ছিল অবিশ্বাস্য। তিনি (রোনালদো) যখন এলেন, আমি সেখানে দুই বছর ধরে ছিলাম। চার বছর আল-নাসরে খেলেছি, অসাধারণ একটি যাত্রা। রোনালদোর সঙ্গে খেলা ছিল স্বপ্নের মতো। আমার কাছে তিনি (রোনালদো) ইতিহাসের সেরা।”


আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে বসবেন রোনালদো, কি নিয়ে কথা হবে জানালেন ট্রাম্পের সঙ্গে বসবেন রোনালদো, কি নিয়ে কথা হবে জানালেন


চলতি বছর শুরুতে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন অ্যান্ডারসন। তবে আল নাসরে কাটানো সময়কে এখনো স্মরণ করেন তিনি। রোনালদোর সঙ্গে খেলার অভিজ্ঞতা তাঁর পেশাদারিত্বকে আরও শাণিত করেছে বলেও জানান অ্যান্ডারসন। “আমরা একসঙ্গে অনুশীলন করতাম এবং দারুণ সব কাজ করেছি। রোনালদোর সঙ্গে কাজ করা মানে ছিল খেলোয়াড় হিসেবে নিজের সামর্থ্য আরও বাড়ানো, আরও পেশাদার হওয়া, নিজের প্রতি বেশি যত্নশীল হওয়া।”


বিশ্বকাপে উঠলেও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখে পড়েছেন রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি। তিন ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পর্তুগিজ অধিনায়ক। আর্মেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিতে খেলতে পারেননি রোনালদো।


ক্লাব ফুটবলেও দারুণ ফর্মে রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করছেন ১০ গোল।

bottom-logo

ফুটবল

ট্রাম্পের সঙ্গে বসবেন রোনালদো, কি নিয়ে কথা হবে জানালেন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ নভেম্বর ২০২৫, ৪:২৭ পিএম

news-details

হোয়াইট হাউসে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা পর্তুগিজ মহাতারকার। একই দিনে যুক্তরাষ্ট্রে সফর করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও।


মার্কিন সংবাদমাধ্যম ‘এমএস নাও’ এর বরাত দিয়ে তিনজন হোয়াইট হাউস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদোর পরিকল্পিত সফরটি হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওভাল অফিসে উপস্থিতির কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে ট্রাম্প-রোনালদোর সাক্ষাৎ।


এই ঘোষণার ঠিক এক সপ্তাহ আগেই রোনালদো জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে যদি কখনো দেখা হয়, তাঁর সঙ্গে কী আলোচনা করবেন সেটা জানিয়েছিলেন।


আরও পড়ুন

পিএসজির কাছে ৩৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল এমবাপে পিএসজির কাছে ৩৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল এমবাপে


সম্প্রতি ব্রিটিশ সাংবাদকি পিয়ার্স মর্গানকে দেওয়া একটি সাক্ষাৎকারে একদিন ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ রোনালদো জানিয়েছেন, যে তার মূল লক্ষ্য হবে বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করা এবং কিছু বিষয় ‘যা আমাদের মধ্যে সাধারণ বিষয়’ – যা সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারলেন না।


ট্রাম্পকে নিয়ে রোনালদো বলেন, ‘যদি পৃথিবী শান্তিতে থাকে, সেটাই আমাদের লক্ষ্য। তিনি এমন একজন মানুষ যিনি পৃথিবীকে বদলাতে বা পরিবর্তনে সাহায্য করতে পারেন। আর এটিই আমার মূল লক্ষ্য ট্রাম্পের সঙ্গে দেখা করা এবং বিশ্ব শান্তি নিয়ে কথা বলা। যদি এটা সম্ভব হয়, তিনি এমন একজন যাঁর সঙ্গে আমি সত্যিই বসে কথা বলতে চাই।


রোনালদো আরও যোগ করেন, ‘এখানে, যুক্তরাষ্ট্রে—যেখানে যা-ই ঘটুক না কেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি তিনি সৌদি আরবে গেছেন। আশা করি একদিন তার সঙ্গে বসে কথা বলার সুযোগ পাবো, কারণ তিনি এমন একজন যাকে আমি সত্যিই পছন্দ করি। আমি মনে করি, তিনি কাজ করতে পারেন, আর আমি এমন মানুষদের সম্মান করি।’


রোনালদোর পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে খানিকটা শঙ্কা তৈরি হলেও আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে রবার্তো মার্টিনেজের দল। তবে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হয়তো দেখা যাবে না রোনালদোকে। আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো মেরে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন ‘সিআর সেভেন’।

bottom-logo