
চেলসি ও ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার অস্কারকে হঠাৎ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাও পাওলো ক্লাবের হয়ে অনুশীলনের সময় হৃদ্যন্ত্রের সমস্যায় লুটিয়ে পড়েন তিনি।
ইএসপিএন জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাবের ট্রেনিং সেন্টারে সাইকেল ফিটনেস টেস্ট দেওয়ার সময় মাথা ঘোরা অনুভব করেন এবং কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
ব্রাজিলের ক্লাব সাও পাওলো ঘটনাটিকে ‘খুবই গুরুতর’ বলে বিবেচনা করছে। ধারণা করা হচ্ছে, তাঁর পরিবার হয়তো তাকে আর পেশাদার ফুটবলে ফিরতে দেবে না। অস্কারের স্ত্রী বর্তমানে গর্ভবতী, এবং চিকিৎসকদের পরামর্শে তাঁকে আপাতত হাসপাতালে না যেতে বলা হয়েছে।
ঘটনার পর এক বিবৃতিতে সাও পাওলো ক্লাব জানিয়েছে, ‘মঙ্গলবার সকালে সুপারসিটি ট্রেনিং সেন্টারে ২০২৬ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত নিয়মিত ফিটনেস পরীক্ষার সময় ফুটবলার অস্কারের হৃদ্যন্ত্রে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। ক্লাবের চিকিৎসক দল ও ওই সময়ে উপস্থিত আইন্সটাইন ইসরাইলিতা হাসপাতালের মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে তাঁর চিকিৎসা শুরু করে। পরে অস্কারকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পর্যবেক্ষণে আছেন।’
সাও পাওলোতে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন অস্কার। ২০২৫ সালে আবার শৈশবের ক্লাবে ফিরে আসেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। ২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে দারুণ সাফল্য পান তিনি। ইংলিশ ক্লাবটিতে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ এবং লিগ কাপ জেতেন। ২০১৭ সালের জানুয়ারিতে মাত্র ২৫ বছর বয়সে প্রিমিয়ার লিগ ছেড়ে চীনের শাংহাই পোর্ট ক্লাবে পাড়ি দেন অস্কার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।
No posts available.
১৭ নভেম্বর ২০২৫, ২:৫৪ পিএম

প্রায় সাত বছর পর বাংলাদেশের মাটিতে আতিথেয়তা নিচ্ছে ভারত জাতীয় ফুটবল দল। জামাল ভুঁইয়াদের বিপক্ষে ম্যাচটি হবে আগামীকাল রাত ৮টায়। ডার্বি ম্যাচের আগে উত্তেজনা, রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দুই দলেই। দেশের জার্সিতে ৯২ ম্যাচ খেলা বাংলাদেশ অধিনায়কের কাছে এটি আবার আবেগের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যেখানে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে উপস্থিত ছিলেন জামাল। ভারত ম্যাচ নিয়ে নিজের অনূভুতি জানতে চাইলে বলেন, 'এটা অনেক ইমোশনাল ম্যাচ, হাই-ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা গ্যাপ আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের (সাংবাদিক) জন্যও ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।'
ভারতের বিপক্ষে ম্যাচের উত্তাপ নিয়ে জামাল বলেন, 'কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। কারণ এই ম্যাচের তাৎপর্য আমি জানি।'
আরও পড়ুন
| ইউরোপে প্রথমবার খেলতে নেমে ফিলিস্তিনের বিশেষ বার্তা |
|
ক্রীড়ার যে কোনো ইভেন্টেই বাংলাদেশ-ভারত ম্যাচ সমসময় আলাদা তাৎপর্য বহন করে। দুই দলের জন্য ম্যাচটি মর্যাদার লড়াইও বটে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এটি। যদিও দুই দলই দুই ম্যাচ বাকি থাকতে মূল পর্বে যাওয়ায় দৌড় থেকে ছিটকে গেছে। তবে ভারতের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের তিন কিংবা চারে থেকে প্রতিযোগিতা শেষ করার সুযোগ থাকবে। শেষ ভালোর সেই সুযোগটা জামালরা হাতছাড়া করতে চাইবেন না।
এর আগে ভারতের বিপক্ষে বাছাইয়ের প্রথম লেগ হয় শিলংয়ে। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচও সেটি। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
লাল সবুজের জার্সিতে হামজা এরপর খেলেছেন আরও ৫ম্যাচ। মোট ৬ ম্যাচে তাঁর গোল ৪টি। সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে তো জোড়া গোলই করলেন। যার মধ্যে একটি ছিল চোখধাঁধনো ওভারহেড কিকে।
আজকের সংবাদ সম্মেলনে ওঠে হামজার সেই গোলের কথাও। সতীর্থকে নিয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, 'আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি।। একটা কর্নার আর একটা বাইসাইকেল। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা। অবশ্যই এক নম্বরে থাকবে।'
নেপালের বিপক্ষে সমতায় ফেরা ম্যাচে হামজাকে ভলিতে গোল বানিয়ে দিয়েছিলেন জামাল। এছাড়া বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলটাও ভুটানের বিপক্ষে আসে জামালের কর্নার কিক থেকে।
আরও পড়ুন
| হাসপাতাল ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা, নিতে পারেন অবসর |
|
হামজা বন্দনা আরও একবার ছিল জামালের কণ্ঠে, 'হামজা ৬ ম্যাচে ৪ গোল করেছে, এটি তাঁর পজিশনে খুবই ইতিবাচক। তাঁর ভেতর যে ইমপ্যাক্ট আছে তা অনেক বড়। সে আসার পর থেকে আমরা প্রতি ম্যাচেই গোল করছি। তাঁকে সামনে বা পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আমরা তাতে মানিয়ে নিচ্ছি, যা দলের জন্য খুবই ইতিবাচক।'
ভুটানের বিপক্ষে ৪ জুনের সেই ম্যাচে মধ্যমাঠে জমে উঠেছিল হামজা-জামাল জুটি। এরপর আরও বেশ কয়েবার অল্প সময়ের জন্য হলেও সেটি দেখা গেছে। কারণ নিয়মিত অধিনায়ককে প্রায়ই বসে থাকতে হয়েছে বেঞ্চে। ভারতের বিপক্ষে মাঝ মাঠে আরেকটি জুটি দেখার অপেক্ষা লাল সবুজের সমর্থকদের।

১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায় ফিলিস্তিন। ফিফার সদস্যপদ পাওয়ার পর ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ খেলল দেশটি।
শনিবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে ফিলিস্তিন ফুটবল দল বাস্ক কান্ট্রি দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচটিকে ফিলিস্তিনের ফুটবল সংশ্লিষ্টরা ‘ঐতিহাসিক’ ও ‘শক্তিশালী সংহতির প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শনের মঞ্চ হিসেবে আয়োজন করা হয় ম্যাচটি।
সান মামেস স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের আগে ফিলিস্তিনের খেলোয়াড়রা ‘গণহত্যা বন্ধ কর’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। মাঠে দর্শকরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, ব্যানার প্রদর্শন করে ম্যাচ শুরুর আগে শহরের মধ্য দিয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন। স্টেডিয়ামে থাকা প্যালেস্টাইন সমর্থকরা ফিলিস্তিন ফুটবল দলের সাবেক অধিনায়ক সুলেইমান আল-ওবেইদ-এর ছবি উন্মোচন করেন। ইসরাইলি বর্বর বাহিনীর হাতে হত্যার শিকার হতে হন আল-ওবেইদ।
নিছক কোনো ফুটবল ম্যাচ নয়, বরং ফিলিস্তিনের নৃশংসতার শিকার নাগরিকদের স্মরণ ও রাজনৈতিক সংহতির মঞ্চ হিসাবেও আয়োজন করা হয় ম্যাচটি। ম্যাচটিতে ৩-০ গোলে জেতে বাস্ক দল। অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ এবং স্পেনের অন্যান্য আঞ্চলিক ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল।
আগামীকাল বার্সেলোনায় কাতালানুনিয়া একাদশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন।
গত দুই বছরে স্পেনে জায়ানবাদী বাহিনীর বিরুদ্ধে কয়েকটি বৃহৎ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে বাস্ক কান্ট্রি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেপ্টেম্বরে ভুয়েল্টা সাইক্লিং ইভেন্টের সময় একটি ইসরায়েলি মালিকানাধীন দলের বিরুদ্ধে বড় প্রতিবাদ দেখা যায়।
আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

হৃদ্রোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া সাবেক চেলসি তারকা।
গত বুধবার ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্কার। অসুস্থ হওয়ার পর অস্কারকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেছেন ‘ভ্যাসোভেগাল সিনকোপ’ নামে এক ধরনের অজ্ঞান হওয়ার প্রবণতায় ভুগছেন ৩৪ বছর বয়সী ফুটবলার, যা হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে গেলে হয়।
অস্করের ক্লাব সাও পাওলো এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাসপাতালে থাকার সময়টাতে ছিলেন স্থিতিশীল ছিলেন অস্কার। এখন তিনি আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে চিকিৎসকের নির্দেশনা মেনে চলবেন।’
আরও পড়ুন
| অনুশীলনে লুটিয়ে পড়ে হাসপাতালে ব্রাজিলের অস্কার |
|
হাসপাতাল থেকে ছাড় পেলেও ফুটবলে ফেরার সম্ভাবনা কমই অস্কারের। তাকে আর পেশাদার ফুটবলে নাও দেখা যেতে পারে।
গত ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে সাও পাওলোতে যোগ দেন অস্কার। শাংহাই পোর্ট ও চেলসিতে সফল সময় কাটিয়ে নিজের শৈশবের ক্লাবে ফিরে যান তিনি। এরপর গত জুলাইয়ে চোটে পড়েন। কোমরের হাড়ে ফাটলসহ একাধিক চোটের কারণে এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের সাবেক এই আন্তর্জাতিক তারকা মাত্র ২১টি ম্যাচ খেলতে পেরেছেন।
২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে দারুণ সাফল্য পান তিনি। ইংলিশ ক্লাবটিতে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ এবং লিগ কাপ জেতেন। ২০১৭ সালের জানুয়ারিতে মাত্র ২৫ বছর বয়সে প্রিমিয়ার লিগ ছেড়ে চীনের শাংহাই পোর্ট ক্লাবে পাড়ি দেন অস্কার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।

২০২২ বিশ্বকাপের পর বিশ্বসেরার মঞ্চে আরো একবার দর্শক হয়ে থাকতে হবে নাইজেরিয়াকে। নাটকীয় টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো আফ্রিকার এই পরাশক্তির। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে পেনাল্টি শুটআউটে নাইজেরিয়াকে ৪-৩ গোলে গোলে হারায় কঙ্গো। আর এই জয় ১৯৭৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার আরও কাছে নিয়ে গেল কঙ্গোকে।
মরক্কোতে প্লে-অফের ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ৩ মিনিটেই ফ্র্যাঙ্ক ওনিয়েকার গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপর ৩২ মিনিটে মেশাক এলিয়ার গোলে সমতায় ফেরে কঙ্গো। অতিরিক্ত সময়ে কঙ্গোর দুটি গোল বাতিল হয়, তারপরই ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানেই নায়ক হয়ে ওঠেন কঙ্গোর বদলি গোলকিপার টিমোথি ফায়ুলু, যিনি রুখে দেন নাইজেরিয়ার দুটি শট।
এবারের চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতা ভিক্টর ওসিমেনর চোটেই বড় ধাক্কা খায় নাইজেরিয়া। প্রথমার্ধের শেষেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় গালাতাসারের ফরোয়ার্ডকে। তার অনুপস্থিতি স্পষ্টভাবেই ভুগিয়েছে নাইজেরিয়াকে।
আরও পড়ুন
| হাসপাতাল ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা, নিতে পারেন অবসর |
|
ওসিমেনর ছিটকে পড়ার সুযোগটাই কাজে লাগায় কঙ্গো। রোমাঞ্চে ভরপুর টাইব্রেকারে নাইজেরিয়ার ক্যালভিন বাসি প্রথম শট নষ্ট করেন। মুসেস সাইমনের পেনাল্টি ঠেকিয়ে দেন ফায়ুলু। সেমি আজায়ের শটও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। এরপর শানসেল মবেনবা সফলভাবে শট নিয়ে ডিআর কঙ্গোর জয় নিশ্চিত করেন।
আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ৯ গ্রুপের সেরা ৯ দল সরাসরি জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে। এরপর চারটি সেরা রানার্স আপ দলকে প্লে অফের চ্যাম্পিয়ন হলো কঙ্গো। ফাইনাল জিতে কঙ্গো এখন পৌঁছে গেল আন্তমহাদেশীয় প্লে-অফে। বিভিন্ন অঞ্চলের মোট ৬টি দল নিয়ে এই প্লে-অফ অনুষ্ঠিত হবে আগামী মার্চে। প্লে-অফের ড্র হবে বৃহস্পতিবার।
ইতিহাসে ছয়বার বিশ্বকাপে খেলেছে নাইজেরিয়া। আফ্রিকায় কেবল ক্যামেরুনই ‘সুপার ঈগলস’ থেকে এগিয়ে।

বিশ্ব ফুটবলের একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী ইতালির এখন বড়ই দুর্দিন। বিশ্বকাপের মূল পর্বে কিছু করা দূরে থাক, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন বাছাইপর্বই পেরোতে পারছে না। যে কারণে টানা তৃতীয়বার প্লে-অফে খেলতে হবে আজ্জুরিদের।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের 'আই' গ্রুপে নিজেদের ৮ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে ইতালি। বাকি দুই ম্যাচে নরওয়ের কাছে হেরেছে তারা। তবু শেষ ম্যাচ পর্যন্ত টিকে ছিল তাদের আশা। নরওয়েকে রোববার ৯ গোলের ব্যবধানে হারাতে পারলেই ১২ বছর পর বিশ্বকাপে চলে যেত তারা।
ঘরের মাঠে সেই মিশনে ১১ মিনিটে গোল করে লিডও নিয়েছিল জেনারো গাত্তুসোর দল। কিন্তু বাকি সময়ে আর জালের দেখা পায়নি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে ৪ গোল হজম করে নিজ দেশের সমর্থকদের সামনে বড় ব্যবধানে হেরেছে তারা।
আরও পড়ুন
| হাসপাতাল ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা, নিতে পারেন অবসর |
|
ফলে বাছাইপর্ব থেকে মূল আসরের টিকেট পাওয়া হয়নি ইতালির। তবে এখনও শেষ হয়ে যায়নি সব সম্ভাবনা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হওয়ায় এখন প্লে-অফ খেলতে হবে ১৯৩০, ১৯৩৪, ১৯৮২ ও ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ইউয়েফা অঞ্চল থেকে এবারের বিশ্বকাপে খেলবে মোট ১৬টি দল। এর মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের ১২টি গ্রুপ থেকে শীর্ষ ১২ দল সরাসরি পৌঁছে যাবে আগামী বছর মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে।
বাকি চার দল চূড়ান্ত হবে প্লে-অফ থেকে। বিশ্বকাপ বাছাইয়ের ১২ গ্রুপ থেকে রানার্স-আপ ১২ দল ও ইউয়েফা নেশনস লিগ থেকে আসবে আরও ৪ দল। সব মিলিয়ে ১৬ দল নিয়ে আগামী মার্চে হবে ইউয়েফা অঞ্চলের প্লে-অফ।
যেখানে ১৬ দলকে ভাগ করা হবে চারটি পাথে। এই চার পাথের সেরা চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ।
এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে ইতালি, ইউক্রেইন, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আলবেনিয়া ও চেক প্রজাতন্ত্রের। চলতি সপ্তাহের মধ্যেই জানা যাবে বাকি ৭ দলের নাম। তাদের সঙ্গে যোগ দেবে নেশনস লিগের ৪ দল।
প্লে-অফেও ইতালির সাম্প্রতিক ফল খুব একটা ভালো নয়। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে স্পেনের গ্রুপে ছিল ইতালি। সেখানে রানার্স-আপ হওয়ায় প্লে-অফ খেলতে হয়। প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
আরও পড়ুন
| আবারও বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ নাইজেরিয়ার |
|
পরে ২০২২ সালের বিশ্বকাপের আগে বাছাইপর্বে ইতালির গ্রুপে চ্যাম্পিয়ন হয় সুইজারল্যান্ড। আর ওই গ্রুপে দ্বিতীয় হওয়ায় আবারও প্লে-অফে যায় ইতালি। সেখানে সবাইকে অবাক করে দিয়ে নর্থ মেসেডোনিয়ার কাছে হেরে যায় আজ্জুরিরা।
অধঃপতনের ধারা অব্যাহত রেখে গত বছরের ইউরো কাপে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইতালি। আর এবার যদি আরও একবার প্লে-অফ বাধা উৎরাতে ব্যর্থ হয় তারা, তাহলে টানা তৃতীয়বার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ছাড়াই হবে বিশ্বকাপ।