ফুটবল

ব্যালন ডি’অরের চিন্তায় খেলায় মনোযোগ নেই দেম্বেলের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ পিএম

news-details

১৭ দিন পর প্যারিসের ঘোষণা হবে ২০২৫ ব্যালন ডি’অর। এবার আলোচনার কেন্দ্রে প্যারিস সেন্ট জার্মেয়ের উইঙ্গার উসমান দেম্বেলে। দুর্দান্ত এক মৌসুম কাটানো এই ফরাসি তারকাকে অনেকেই মনে করছেন পুরস্কারের অন্যতম ফেবারিট।


তবে পুরস্কার জেতার প্রতীক্ষা যেন নতুন মৌসুমে দেম্বেলের খেলায় প্রভাব ফেলছে, আরএমসি স্পোর্টের বরাতে এমনই এক প্রতিবেদন করেছে ‘ফ্রেঞ্চ ফুটবল উইকলি’। 


সম্প্রতি ফরাসি সাংবাদিক ও বিশ্লেষক ফ্লোরঁ গুত্রো আরএমসি স্পোর্টকে বলেন, 

‘আমার মনে হচ্ছে ব্যালন ডি’অরের চিন্তাটা পুরোপুরি তার (দেম্বেলের) মাথায় ঢুকে গেছে। আগের মতো খেলা নেই, এখন তিনি কেবল পরিসংখ্যানের পেছনে ছুটছেন। দ্রুত এটার (ব্যালন ডি’অর ঘোষণা) শেষ হওয়া উচিত।’


আরও পড়ুন

মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল গুয়াতেমালা ফুটবলারের মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল গুয়াতেমালা ফুটবলারের


চলতি মাসেই ব্যালন ডি’অর ঘোষণা হবে। কিছুটা হাঁফ ছেড়ে গুত্রো বললেন, 

‘ভাগ্যিস ঘোষণার তারিখ সামনে চলে এসেছে। যদি পুরস্কার না জেতে, মানসিক ধাক্কা সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে।’


ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের হাতছানি দেম্বেলের সামনে।


মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচে দুই গোল করেছেন দেম্বেলে। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে পোল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেছেন। তবে আজ ইউক্রেনের বিপক্ষে ম্যাচে কোচ দিদিয়ের দেশম তাঁকে শুরুর একাদশে রাখবেন না বলেই ধারণা।


যদি আগামী ২২ সেপ্টেম্বর দেম্বেলের হাতে ওঠে ব্যালন ডি’অর, তবে ইতিহাসে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই সম্মান পাবেন তিনি। তার আগে এই কীর্তি অর্জন করেছিলেন রেমঁ কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩–৮৫), জ্যঁ-পিয়ের পাপাঁ (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮) ও করিম বেনজেমা (২০২২)।

No posts available.

bottom-logo

ফুটবল

বাঁচা-মরার লড়াইয়ে জিততে চান মোরছালিনরা

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পিএম

news-details

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে স্বাগতিক ভিয়েতনামের কাছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়েমেন। ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল ৩টায়। প্রতিযোগিতায় টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই সাইফুল বারী টিটুর দলের সামনে। বাচাঁ-মরার ম্যাচে যেভাবেই হোক জিততে চান শেখ মোরছালিনরা।


প্রথম ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে অনেকটা একাই লড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তাঁর কল্যাণেই ভিয়েতনামি আক্রমণ ঝড় থেমেছে মাত্র দুই গোলে। তবে আগামীকাল ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। 


দলের ফরোয়ার্ড শেখ মোরছালিন বললেন, ‘আমি মনে করি কালকে আমাদের ডু-অর-ডাই ম্যাচ। যেকোনো উপায়ে আমাদের জিততে হবে। আমার দলের সবার মানসিকতা এখন এটাই। এরই মধ্যে টিম মিটিং করেছি, আমাদের প্রতিশ্রুতি একটাই- কালকের ম্যাচ আমাদের জিততে হবে। সামনে অবশ্য দুটা ম্যাচ আছে, কালকের ম্যাচ জিতলে একটা সুযোগ থাকবে, নেতিবাচক কিছু হলে...। যে কারণে আমাদের লক্ষ্য কালকের ম্যাচ জেতা।’


বাছাই প্রতিযোগিতায় সেরা ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে আগামী বছর হতে যাওয়া এশিয়ান কাপের মুলপর্বে। সেরা ৪টি রানার্সআপ দলও পাবে মূল প্রতিযোগিতার টিকিটি। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হেরে সেরা চার রানার্সআপ দলের তালিকাতেও নেই বাংলাদেশ। একটি জয়ই বদলে দিতে পারে অনেক কিছু।


দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘প্রথম ম্যাচ ভালো হয়নি, আশানুরূপ ফল আনতে পারিনি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। আমরা চাইবো আগামীকালকে ম্যাচে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে। ছেলেরা প্রস্তুত। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে ভিডিও সেশন করেছি। আসলে টুর্নামেন্টে টিকে থাকতে আমাদের জিততে হবে। আমরা কালকে তিন পয়েন্টের জন্য মাঠে নামব।’


ইয়েমেন ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৬ নম্বরে। এই আসরেই তারা প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়েছে শক্তিশালী সিঙ্গাপুরকে। বিপরীতে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে। ২৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জয়টা মোটেও সহজ হওয়ার কথা নয়। 


তবে হাসান আল মামুনের মতে বাংলাদেশের সঙ্গে ইয়েমেনের শক্তিতে খুব একটা পার্থক্য নেই, ‘ইয়েমেন আমাদের সমান শক্তির দল। কিছু ব্যক্তিগত স্কিলফুল খেলোয়াড় আছে তাদের। তবে আমরা ওদের দুর্বল জায়গা আছে সেগুলো শনাক্ত করেছি। আমরা প্রস্তুত, টুর্নামেন্টে ফিরতে হলে আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই।’

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

‘নেইমার ফিরবে, ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সহায়তা করবে’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১ পিএম

news-details

দুই বছর হতে চলল, ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেননি নেইমার জুনিয়র। হাঁটুর গুরুতর চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ২০২৫ সালে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে খেলার সুযোগ হয়নি।


২০২৬ বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এ নিয়ে আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সম্প্রতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, 

‘আমি বিশ্বাস করি এটা কেবল সময়ের ব্যাপার। নামটা নেইমার, এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’


আরও পড়ুন

এশিয়ান ফুটসাল খেলতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ এশিয়ান ফুটসাল খেলতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ


নতুন কোচ কার্লো আনচেলত্তি অবশ্য ইচ্ছে করেই নেইমারকে দলে রাখেননি। তাঁর যুক্তি, যেসব খেলোয়াড়কে কাছ থেকে কম দেখা হয়েছে, তাঁদের সুযোগ দেওয়ার এটাই সময়। তিনি বলেন, 

‘এই স্কোয়াডে আমি তাদের সুযোগ দিচ্ছি যাদের ততটা চিনি না। যদিও তাদের টেকনিক্যাল দক্ষতা সম্পর্কে জানি, তবে দেখতে চাই আরও কারা জাতীয় দলে অবদান রাখতে পারে।’


আরও পড়ুন

নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় গ্রেস জেওরো নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় গ্রেস জেওরো


রোনালদিনহো অবশ্য আনচেলত্তির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা টেনে এনে বলেন, 

‘তিনি তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।’


এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সামনের কিছু ম্যাচে নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী আনচেলত্তি। তবুও সমর্থকদের মতোই সাবেক তারকারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমারের প্রত্যাবর্তনের।

bottom-logo

ফুটবল

এশিয়ান ফুটসাল খেলতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৬ পিএম

news-details

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল বাছাই খেলতে নামছে বাংলাদেশ পুরুষ দল। নতুন অভিযানের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ তৈরি করতে একটু আগেই মালয়েশিয়া যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী পরশু ফ্লাইটে রওনা হবে তারা।


ফুটসালে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে মানিয়ে নিতে বাড়তি সময় দরকার। এ কারণে কুয়ালালামপুরে ৮ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রস্তুতি ক্যাম্প। স্থানীয় কয়েকটি ক্লাব ও দলের বিপক্ষে ৩-৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মাঠ ও ম্যাচের ব্যবস্থা করে দিচ্ছে মালয়েশিয়া ফুটবল ফেডারেশন।


আরও পড়ুন

ব্যালন ডি’অরের চিন্তায় খেলায় মনোযোগ নেই দেম্বেলের ব্যালন ডি’অরের চিন্তায় খেলায় মনোযোগ নেই দেম্বেলের


সার্বিক বিষয়ে জানাতে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) হয় সংবাদ সম্মেলন। সেখানে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, 

‘ঢাকায় অবকাঠামো ও অনুশীলনের সীমাবদ্ধতা রয়েছে। তাই খেলোয়াড়দের উন্নত পরিবেশে প্রস্তুতির জন্যই মালয়েশিয়ায় ক্যাম্প।’


এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক মালয়েশিয়া, এশিয়ার চ্যাম্পিয়ন ইরান ও সংযুক্ত আরব আমিরাত। চ্যালেঞ্জটা তাই কঠিন। তবুও বাংলাদেশের ইরানি কোচ খোদারাহমি আত্মবিশ্বাসী, 

‘খেলোয়াড়রা নতুন হলেও আমার বিশ্বাস তারা নিজেদের সর্বোচ্চ দেবে। আমি চাই এই দলকে দীর্ঘমেয়াদে সমর্থন দেওয়া হোক।’


আরও পড়ুন

মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল গুয়াতেমালা ফুটবলারের মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল গুয়াতেমালা ফুটবলারের


ফুটসালে চূড়ান্ত স্কোয়াড হয় ১৪ জনের। তবে প্রাথমিকভাবে মালয়েশিয়ায় যাচ্ছেন ১৭ জন। পরে তিনজন বাদ পড়লেও দলের সঙ্গেই থাকবেন তারা। কানাডা প্রবাসী রাহবার খান হচ্ছেন অধিনায়ক, যিনি ১২ সেপ্টেম্বর যোগ দেবেন দলেল সঙ্গে। সহ-অধিনায়ক ইনতিসার মোস্তফা আজ সংবাদ সম্মেলনে বলেন, 

‘আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার নামার অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের পথ সহজ করবে। এই টুর্নামেন্টেও আমরা নিজেদের সর্বোচ্চটা দিতে চাই।’


আগামী ২০ সেপ্টেম্বর কুয়ান্টানে ইরানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর মালয়েশিয়া ও ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামবে দলটি। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর এশিয়া কাপের মুল পর্বে খেলবে।

bottom-logo

ফুটবল

মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল গুয়াতেমালা ফুটবলারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪১ পিএম

news-details

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে আবারও জায়গা করে নিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয়ে নেতৃত্ব দিলেন তিনি। আর সেই সঙ্গে নাম লেখালেন এক বিশেষ রেকর্ডে।


বিশ্বকাপ বাছাইপর্বে মেসির গোলসংখ্যা এখন ৩৬। সমানসংখ্যক গোল রয়েছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোরও। দুজন এখন ভাগ করে নিচ্ছেন বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসন।


তবে মেসি-রোনালদোর চেয়েও বিশ্বকাপ বাছাইপর্বে এগিয়ে আছেন এক ফুটবলার। যিনি গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজ, যিনি করেছেন ৩৯ গোল। মেসি–রোনালদো তাঁর থেকে মাত্র তিন গোল পিছিয়ে। 


আরও পড়ুন

থুথু মেরে সুয়ারেজের ‍দুঃখ প্রকাশ থুথু মেরে সুয়ারেজের ‍দুঃখ প্রকাশ


পার্থক্য হলো- ভেনেজুয়েলার বিপক্ষে ছিল মেসির শেষ বাছাইপর্বের ম্যাচ। তাই আর রুইজকে ছোঁয়া হলো না আর্জেন্টাইন জাদুকরের। অন্যদিকে রোনালদোর সামনে এখনও আছে অন্তত ছয়টি ম্যাচ। ফলে সুযোগ রয়েছে রুইজকে পেছনে ফেলে শীর্ষ ওঠার। ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছিলেন রুইজ। ১৩৩ ম্যাচে করেছেনে ৬৮ গোল।


বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা- গুয়াতেমালার কার্লোস রুইজ (৩৯), মেসি (৩৬), রোনালদো (৩৬),  ইরানের আলী দাই (৩৫), পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কি (৩১)।

bottom-logo

ফুটবল

নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় গ্রেস জেওরো

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৬ পিএম

news-details

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার গ্রেস জেওরো। ইংল্যান্ডের ক্লাব লন্ডন সিটি লায়নেসেস তাঁকে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে দলে ভিড়িয়েছে রেকর্ড ১.৪ মিলিয়ন পাউন্ডে। এই অঙ্কই এখন নারী ফুটবলের ট্রান্সফারের সর্বোচ্চ মূল্য।


এর আগে নারী ফুটবলে সবচেয়ে বড় ট্রান্সফার ছিল ১.১ মিলিয়ন পাউন্ডে। সেই দামে মেক্সিকোর উইঙ্গার লিজবেথ ওভালকে টিগ্রেস থেকে দলে ভিড়িয়েছিল যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো প্রাইড। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো নারী ফুটবলের ট্রান্সফার রেকর্ড ভাঙলো চলতি গ্রীষ্মে।


আরও পড়ুন

ফাইনালে সাবালেঙ্কার মুখোমুখি আনিসিমোভা ফাইনালে সাবালেঙ্কার মুখোমুখি আনিসিমোভা


২৮ বছর বয়সী জেওরো দীর্ঘদিন ধরেই ফ্রান্স জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার। দেশটির হয়ে খেলেছেন ১০৩ ম্যাচে, করেছেন ২২ গোল। খেলেছেন দুটি বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সবশেষ ২০২৪ সালের অলিম্পিক গেমসেও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।


ক্লাব ক্যারিয়ারেও জেওরোর যাত্রা দারুণ সমৃদ্ধ। মাত্র ১৫ বছর বয়সে পিএসজিতে যোগ দেন তিনি। প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে খেলেছেন ২৭০টিরও বেশি ম্যাচ, গোল করেছেন ৫৪টি। এ সময় তিনি তিনবার ফরাসি কাপ জিতেছেন, এ ছাড়া দুবার উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছেন।


নতুন ক্লাব লন্ডন সিটি লায়নেসেসে যোগ দিয়ে জেওরো শুধু নিজের ক্যারিয়ারকেই নতুন উচ্চতায় নিলেন না, বরং নারী ফুটবলের ট্রান্সফার বাজারকেও এক নতুন মাত্রায় নিয়ে গেলেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই ট্রান্সফার দেখিয়ে দিল নারী ফুটবলেও এখন বিনিয়োগ ও প্রতিযোগিতা দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় অঙ্কের ট্রান্সফারের পথ খুলে দিতে পারে।

bottom-logo