ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না লম্বা সময় ধরে। তবে কোনো টুর্নামেন্টেরে সৌজন্যে যখন দেখা হয় দুই দলের- রোমাঞ্চে কোনো কমতি থাকে না। আজ এশিয়া কাপে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের সহকারী রায়ান টেন ডেসকাটে জানিয়েছেন, এই ম্যাচে এগিয়ে আছেন তাঁরাই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পর্যায়ে ক্রিকেট মানে হচ্ছে, আপনি কীভাবে সেই দিনটা কাজে লাগান। যদি একদম সৎভাবে বলি তাহলে সাম্প্রতিক ফর্ম এবং পারফরম্যান্স দেখলে ভারত ফেবারিট হিসেবেই নামবে পাকিস্তানের বিপক্ষে। তবে আমাদের লক্ষ্য থাকবে ব্যাটিংয়ে ১২০ বল এবং বোলিংয়ে ১২০ বল যতটা সম্ভব ধারাবাহিকভাবে খেলা। যে দল এটা ভালোভাবে করতে পারবে, তারাই জিতবে।'
আরও পড়ুন
পাওয়ার হিটিং কোচের তত্ত্ব ভুলে গেছে টপ অর্ডাররা |
![]() |
ডেসকাটের মন্তব্যের সঙ্গে কথা বলছে পরিসংখ্যানও। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রায় সব দিক থেকেই পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে ভারত। বিশ্বকাপের পর থেকে ভারত ৮৫.৭ শতাংশ ম্যাচ জিতেছে, যেখানে পাকিস্তানের জয়ের হার মাত্র ৫০ শতাংশ। ব্যাটিংয়ে ভারতের গড় ২৯.৪, পাকিস্তানের ১৯.৯। স্ট্রাইকরেটেও পাকিস্তানের থেকে ভারত এগিয়ে। ভারতের ব্যাটিং স্ট্রাইক রেট ১৫৬.৫ আর পাকিস্তানের ১২৯.৩। বোলিংয়েও ভারত এগিয়ে রয়েছে।
ভারত আজকের ম্যাচের জন্য বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নামবে বললেন ডেসকাটে। সূর্য-গিলদের সহকারী কোচ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অনেক বেশি চাপ আশা করেছিলাম, কিন্তু সেটা তেমন ছিল না। এই সপ্তাহে আমাদের প্রস্তুতি অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের মতই ছিল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের জন্য আলাদা কিছু করিনি।'
এশিয়া কাপে এ পর্যন্ত ১৯ বার দেখা হয়েছে ভারত-পাকিস্তানের। এর মধ্যে ভারত জিতেছে ১০ ম্যাচে, পাকিস্তানের ৬ ম্যাচে। ফল হয়নি ৩ ম্যাচের।
No posts available.
শেষ ওভারের রুদ্ধশ্বাস নাটকীয়তা, উত্তেজনার পারদ চরমে স্নায়ুচাপ সামলে ডোয়াইন প্রিটোরিয়াস এক ছক্কাতেই ম্যাচের নায়ক হয়ে গেলেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নিয়ে গেলেন ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) প্লে-অফে। ডেভিড ভিসের করা ২০তম ওভারের শেষ বলে প্রয়োজন ছিল চার রান, লং–অন দিয়ে ছক্কা মেরে জয়োল্লাসে ভাসান দলকে। সেন্ট লুসিয়া কিংসকে ২ উইকেটে হারায় গায়ানা।
সেন্ট লুসিয়ার দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে গায়ানার দরকার ছিল ১২ রান। নো বল, ওয়াইড, রান আউট—সব ধরনের নাটকীয়তা। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৪ রানের। চাপের মুহূর্তে ভিসার ফুল টসকে গ্যালারিতে পাঠান প্রিটোরিয়াস।
জয়ের পর ভিসার সামনে গিয়ে উদযাপন করেন প্রিটোরিয়াস, যা নিয়ে সামান্য বাকবিতণ্ডাও হয়। তবে সেই উত্তাপ বেশি দূর এগোয়নি। প্রিটোরিয়াস ৭ বলে ১২ রান করেন। গায়ানার জয়ের পথে বড় অবদান কুয়েন্টিন স্যাম্পসনের। ৫ ছক্কা ও ৭ চার মেরে মাত্র ৩৯ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তাঁর হাতে। শাই হোপ খেলেন ৩৪ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস।
প্রোভিন্সে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রোস্টন চেজ। ৫ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তাঁর সঙ্গে ৩০ বলে ৫০ রান করেন অ্যাকিম অগাস্টি। তবে তাঁদের ইনিংসও শেষ হাসি হাসতে দেয়নি দলকে।
গায়ানার সামনে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। কাল প্রথম পর্বের শেষ ম্যাচে তারা খেলবে বারবাডোস রয়্যালসের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে লিগ পর্ব শেষ করবে দারা সবার ওপরে থেকে।
টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রোববার দুপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট ও রংপুরের।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে ঘরের মাঠে নামা হয়নি সিলেটের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের।
খেলা না হওয়ায় রংপুরের নাসির হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধদের সঙ্গে হাসি-মজায় সময় কাটাতে দেখা যায় মুশফিককে। মাঠ ছাড়ার আগে গ্যালারিতে উপস্থিত দর্শকদের ছবি তোলার আবদারও মেটান বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বগুড়ার মাঠে আগামী দুই দিনও কোনো খেলা হবে না। সোমবারের বরিশাল-ঢাকা ও মঙ্গলবারের ঢাকা-রংপুর ম্যাচ দুইটি সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মাঠে নামছে রাতে। সাবেকদের কথার লাড়ইও চলছে বেশ। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিক অনুজদের বাতলে দিলেন সেরা সম্ভাবনার কথা।
মালিক মনে করেন, ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে টসে ভাগ্য সহায় না হলেও শুরুতেই ভারতীয় টপ অর্ডারকে ধাক্কা দেওয়া ছাড়া বিকল্প নেই পাকিস্তানের। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘টস তো কারও হাতে নেই। কিন্তু পাকিস্তানের সেরা সম্ভাবনা তখনই, যদি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিন-চারজনকে দ্রুত ফিরিয়ে আনা যায়। তখন তাদের ১৫০–১৬০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব।’
আরও পড়ুন
সাব্বিরের ঝড় ম্লান করে রবিনের তাণ্ডব |
![]() |
শুধু শুরুতেই নয়, মাঝের ওভারগুলোয়ও পাকিস্তানি স্পিনারদের ভূমিকা দেখছেন মালিক। তাঁর মতে, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ যদি তিনটি করে উইকেট নিতে পারেন, তাহলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়তে পারে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘স্পিনাররা যদি ছয় উইকেট ভাগাভাগি করতে পারে, তবে পাকিস্তানের সামনে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে। ভারত ব্যাটিংয়ে টিকে গেলে কখনোই সহজ হয় না।’
ভারত ও পাকিস্তান দুদলই এশিয়া কাপে একট করে ম্যাচে জয় পেয়েছে। আজ যারা জিতবে, সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখবে তারা।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির শুরুতেই বৃষ্টির বাগড়া। ওভার কমিয়ে হয়েছে উদ্বোধনী ম্যাচ। আর একই কারণে বদলে ফেলা হয়েছে দুইটি ম্যাচের ভেন্যু।
টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আপাতত খেলার উপযোগী নেই। তাই ওই মাঠের আগামী দুই দিনের ম্যাচগুলো হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ রোববারের দ্বিতীয় ম্যাচে বগুড়ার মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেটের। সেটি এখন পরিত্যক্ত হওয়ার পথে।
আরও পড়ুন
‘শুধু খেলতে নয়, চ্যাম্পিয়ন হতে এসেছি’ |
![]() |
আর বৃষ্টির বাগড়া এড়াতে রাজশাহীতে আনা হয়েছে পরের দুই দিনের ম্যাচ। সোমবার সকাল ১০টায় বগুড়ায় ছিল বরিশাল ও ঢাকা ম্যাচ। আর মঙ্গলবার দুপুর দেড়টায় ওই মাঠে হওয়ার কথা ছিল ঢাকা ও রংপুর ম্যাচ।
বৃষ্টির কারণে এই ম্যাচগুলো এখন একই সময়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে।
রোববার রাজশাহীর মাঠেও অবশ্য পড়েছে বৃষ্টির বাধা। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর ৫ ওভারে হয়েছে স্বাগতিক রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ। যেখানে ৭ উইকেটে জিতে যাত্রা শুরু করেছে নাঈম শেখের নেতৃত্বাধীন ঢাকা মেট্রো।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ঝড় তুললেন সাব্বির রহমান। চমৎকার ইনিংস খেলে তিনি রাজশাহীকে এনে দিলেন বেশ ভালো সংগ্রহ। কিন্তু পরের ইনিংসে সাব্বিরকে ছাড়িয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। দারুণ জয়ে আসর শুরু করল ঢাকা মেট্রো।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রোববার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারায় মেট্রো। পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৬০ রান করে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। জবাবে ৪.৩ ওভারে জিতে যায় নাঈম শেখের মেট্রো।
আরও পড়ুন
‘শুধু খেলতে নয়, চ্যাম্পিয়ন হতে এসেছি’ |
![]() |
আগে ব্যাট করা রাজশাহীকে লড়াইয়ের সংগ্রহ এনে দেওয়ার কারিগর মূলত সাব্বির। ১ চারের সঙ্গে ৩ ছক্কায় মাত্র ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার। কিন্তু পরে রবিন মাত্র ১২ বলে ৩০ রানের ইনিংস খেলে মেট্রোকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ওভারে শূন্য রানে আউট হন শান্ত। পরের ওভারে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ। অল্পেই আউট হন হাবিবুর রহমান সোহান (২) ও সাব্বির হোসেন (৪)।
এরপর আর উইকেট পড়তে দেননি সাব্বির ও মেহরব হোসেন। দুজন মিলে ২০ বলে গড়েন ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি। প্রথম ৩ ওভারে মাত্র ২২ রান করা রাজশাহী, শেষ ২ ওভারে করে ৩৮ রান। এর মধ্যে শেষ ওভারেই ৩টি ছক্কা মারেন সাব্বির।
এক ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন আরিফ।
রান তাড়ায় শুরুটা খুব একটা ভালো ছিল না মেট্রোর। তৃতীয় ওভারে নাঈম শেখ (৮ বলে ৭) যখন আউট হন, স্কোর বোর্ডে তখন মাত্র ১৮ রান। তিন নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৬ রানের বেশি করতে পারেননি।
আবু হায়দার রনি ৪ বলে ৮ রান করে আউট হন। তবে অন্য প্রান্তে রবিন ছিলেন দুর্দান্ত। তৃতীয় ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে সমীকরণ নামা ২ ওভারে ২৬ রানে। পরে শফিকুল ইসলামের ওভারে ১৬ রান নেয় মেট্রো।
আরও পড়ুন
ইতিহাস গড়েও লিনের আক্ষেপ, ‘ওভারে ছয় ছক্কা চেয়েছিলাম’ |
![]() |
শেষ ওভারে বাকি থাকে ১০ রান। নাহিদ রানার প্রথম দুই বলে দুটি চার মেরে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন রবিন। তৃতীয় বলে ২ রান নিয়ে নিশ্চিত করেন দলের জয়।