শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল না তারা। পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচে নিজেদের দাপট দেখাল জায়ান্ট ক্লাবটি। দারুণ জয়ে তারা উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতের ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারায় রিয়াল। দলের হয়ে গোল দুটি করেন আর্দা গুলের ও ভিনিসিয়ুস জুনিয়র।
স্প্যানিশ লা লিগার তিন ম্যাচে রিয়ালের এটি তৃতীয় জয়। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিগের সর্বোচ্চ শিরোপাধারীরা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মায়োর্কা।
নিজেদের মাঠে দাপট দেখিয়েই খেলে রিয়াল। প্রায় ৫৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে তারা। গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে রিয়াল। বিপরীতে ৯টি শট করে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পারে সফরকারী মায়োর্কা।
গুলের ও ভিনিসিয়ুসের দুই গোলের বাইরেও আরও তিনবার বল জালে পাঠায় রিয়াল। কিন্তু অফসাইড ও হ্যান্ডবলের কারণে সেগুলোয় গোল পায়নি তারা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে অফসাইডে বাতিল হয় কিলিয়ান এমবাপের গোল। এরপর ১৮তম মিনিটে রিয়ালকে স্তব্ধ করে মায়োর্কাকে লিড এনে দেন ভেদাত মুরিকি।
সমতা ফেরাতে মরিয়া হয়ে পড়ে রিয়াল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। অবশেষে ম্যাচের ৩৭ মিনিটে পায় কাঙ্খিত গোল। আলভারো কারেরাসের ক্রসে দূরের পোস্টে হেড পাস দেন ডিন হাউসেন। পরে হেড দিয়েই বল জালে পাঠান গুলের।
পরের মিনিটে আবার গোলের উল্লাস। ফেদে ভালভার্দের পাস ধরে সামনে এগিয়ে বাম পায়ের চমৎকার শটে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস।
ম্যাচে লিড নেওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় রিয়াল। কিন্তু আরও একবার অফসাইডের ফাঁদে পড়েন এমবাপে। আর হ্যান্ডবলের কারণে বাতিল হয় গুলেরের গোল। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল।
৩১ আগস্ট ২০২৫, ৯:৩৬ পিএম
৩১ আগস্ট ২০২৫, ৭:৩৯ পিএম
এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি (আরটিসি)। ক্লাবটির জার্সিতে গোল পেয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার স্বপ্নারানী। এই ম্যাচে শুরুর একাদশে স্বপ্না ছাড়াও ছিলেন শামসুন্নাহার সিনিয়র ও তহুরা খাতুন। তবে বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা ছিলেন না প্রথম একাদশে।
রোববার ‘ডি’ গ্রুপের খেলায় লাওসের ক্লাব মাস্টার এফসিকে ৫-০ গোলে হারিয়েছে আরটিসি। লাও ন্যাশনাল স্টেডিয়াম এদিন ভুটানের ক্লাবের জন্য ছিল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়। আগের দুই ম্যাচে তাইওয়ানের ক্লাব কাওশিউংয়ের বিপক্ষে ২-০ গোলে এবং উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহায়াংয়ের বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয় আফঈদাদের ক্লাব। তিন পয়েণ্ট নিয়ে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল আরটিসি।
খেলার প্রথম মিনিটেই আরটিসি প্রায় গোলের কাছাকাছি চলে গিয়েছিল, তবে শামসুন্নাহারের দুর্বল শট ঠেকিয়ে দেন মাস্টারের গোলরক্ষক। চার মিনিট পর সোনাম চোদেনের ২৫ গজ থেকে নেওয়া দূরপাল্লার শট ডান পাসের উচু কর্নার দিয়ে খুজে নেয় জাল। বিরতির পর আরও এক গোল করেন তিনি।
১২ মিনিটে আরটিসি পায় তাদের দ্বিতীয় গোল। দুর্দান্ত স্ট্রাইকে এবার স্বপ্নারানী গোল করেন প্রায় ৩০ গজ দূর থেকে। এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে এর আগে বাংলাদেশের হয়ে গোল করার রেকর্ড আছে ঋতুপর্ণা চাকমার। ২৫ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েও পারেনি মাস্টারের এক ফুটবলার। পাঁচ মিনিট পর জ্যাং বোজেওংয়ের ৩৫ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য জাল খুজে পায়নি; ডান পোস্টের উপরের দিকে আঘাত করে ফিরে আসে।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আরটিসি। পরের অর্ধে আরও তিনবার প্রতিপক্ষের জাল কাঁপায় ভুটানের লিগ চ্যাম্পিয়নরা। একবার করে গোল করেন পেমা চোদেন শেরিং, দেকি লাজম। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটানের ক্লাবটি।
প্রিমিয়ার লিগে নতুন এক কীর্তি গড়লেন আর্লিং হালান্ড। ব্রাইটনের বিপক্ষে লিগে আজ নিজের শততম ম্যাচে জাদু দেখিয়ে ম্যানচেস্টার সিটিকে নিলেন এগিয়ে। সঙ্গে ১০০ ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন লিগে।
ম্যাচের ৩৪তম মিনিটে সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ বল বাড়ান বক্সে। সুযোগ বুঝে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান হালান্ড। এই গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিটি বিরতিতে যায় সিটি।
এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগ ১০০ ম্যাচে হালান্ডের হলো ৮৮ গোল। লিগের ইতিহাসে ১০০ ম্যাচে এর চেয়ে বেশি গোল করার নজির নেই। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়ারারের। তিনি নিউক্যাসলের হয়ে ১০০ ম্যাচে করেছিলেন ৭৯ গোল।
তালিকায় তিন নম্বরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ভ্যান নিস্টলরয়, তিনি করেছিলেন ৬৮ গোল। চতুর্থ নম্বরে ম্যানচেস্টার সিটিরই আরেক কিংবদন্তি সার্জিও আগুয়েরো, ৬৪ গোল করেছিলেন তিনি।
ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা হতে পারত অলিখিত ফাইনাল। রোমাঞ্চ জিইয়ে রাখতে তার আগে বাংলাদেশকে হারাতে হতো ভুটানকে। কিন্তু গত শুক্রবার তুলনামূলক খর্ব শক্তির ভুটানের কাছেই পয়েন্ট হারায় লাল সবুজের দল।
পরের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। আজ শেষ ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারায় মাহবুবুর রহমান লিটুর দল। তাতে আক্ষেপটাই বেড়েছে। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে কোচও বললেন,
‘ভুটানের বিপক্ষে পয়েন্ট হারানোর খেসারত দিতে হলো দলকে।’
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশই নামায় ভারত। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে খেলায় ফেরে চ্যাম্পিয়নরা। তবে সুরভী আকন্দ প্রীতির ৯৫ মিনিটের স্ট্রাইকে ৭ গোলের রোমাঞ্চ জেতে বাংলাদেশ। দারুণভাবে ম্যাচটা জিতলেও শিরোপার স্বাদ পাননি অর্পিতা বিশ্বাসরা। যে কারণে ম্যাচ শেষে ভুটান ম্যাচে ১-১ গোলে ড্র-কেই দুষলেন লিটু,
‘সর্বশেষ ম্যাচটা জেতার দরকার ছিল। কেননা আমরা ভুটানের সঙ্গে একটা পয়েন্ট হারিয়েছি।’
আজ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায় বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে আবার বিরতির আগে নিজেরা গোল হজম করে। বাকি সময়ে ছন্দময় ফুটবলের দেখা পাওয়া যায়নি মেয়েদের কাছ থেকে। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোয় খেলোয়াড়দেরই কৃতিত্ব দিয়েছেন কোচ,
‘সবমিলিয়ে আমাদের মেয়েরা চেষ্টা করেছে। তো আমি খুশি ওরা আজকে সর্বোচ্চটা দিয়েছে মেয়েরা। দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় ভারত। শিরোপা নিশ্চিত হওয়ার পরও এই ম্যাচে তারা নামায় সেরা একাদশ। অপরাজিত থেকে তারা প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল। বাংলাদেশের কাছে হারের পর মাঠে কাঁদতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়দের।
শেষ ভালো নিয়ে এবার বাংলাদেশ তাকাতে চায় এশিয়ান মঞ্চে। এএফসি উইমেন্স অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্ব হবে চীনে, আগামী বছর ৩০ এপ্রিল থেকে মূলপর্ব হবে ১৭ মে। তার আগে এ বছরের অক্টোবরে হবে বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে স্বাগতিক জর্ডান ছাড়াও আছে চাইনিজ তাইপে।
বালাদেশের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর, জর্ডানের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা বলেছেন কোচ লিটু,
‘আসলে এটা (অনূর্ধ্ব-১৭ সাফ) আমাদের লার্নিং ক্যাম্প, আমরা এখান থেকে শিখব, সামনে টার্গেট এএফসি এশিয়ান কাপ বাছাই। ওই প্রতিযোগিতা খেলার আগে আমরা সময় পাব, তার আগে আমরা চেষ্টা করব আরও কতটা ঝালিয়ে নেওয়া যায়।’
মেয়েদের দুটি এশিয়ান কাপের মূলপর্বে এখন বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ায় আগামী বছরের মার্চে হবে সিনিয়র এশিয়ান কাপ। পরের মাসে থাইল্যান্ডে গড়াবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম দুই ম্যাচেই দেখা পেয়েছেন গোলের। তবে মায়োর্কার বিপক্ষে শেষ ম্যাচে কিলিয়ান এমবাপেকে থাকতে হয়েছে গোলবিহীন। তাতে অবশ্য দলের জয় পেতে সমস্যা হয়নি। ফরাসি তারকা এক ম্যাচ গোল না করলেও তাই উদ্বিগ্ন নন কোচ জাবি আলোনসো।
লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে গত শনিবার মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল। ম্যাচে মোট পাঁচবার গোলের চেষ্টা করলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এমবাপে। একবার বল জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। গোটা ম্যাচে সাবেক পিএসজি ফরোয়ার্ড তিনবার অফসাইডে ধরা পড়েন।
তবে ম্যাচ শেষে এমবাপের পারফরম্যান্স নিয়ে চিন্তিত না হওয়ার কথাই জানালেন আলোনসো। “এমবাপে হয়ত গোল পায়নি, তবে এতে আমি মোটেও চিন্তিত নই। এমবাপের মানসিকতা কিন্তু দারুণ ছিল। তার সামান্য কিছু পজিশনিং ভুল ছিল। আর ফাইনাল পাস বা শটের একটু কমতি ছিল। আমি নিশ্চিত, সে খুব দ্রুতই ছন্দে ফিরে আসবে।”
গত মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলস্কোরার এমবাপেকে প্রতিপক্ষ ভালোই ভুগিয়েছে অফসাইডের ‘ট্র্যাপ’-এ। এই মৌসুমে তৃতীয় ম্যাচেই সেই একই চিত্র প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। এমবাপেকে পরিকল্পনা করে মায়োর্কার ডিফেন্ডাররা অফসাইডের ফাঁদে পা দিতে বাধ্য করেছেন।
আলোনসো অবশ্য বিষয়টি নিয়ে চিন্তার কিছু দেখছেন না। “অফসাইডের যে ব্যাপারটা, সেটা আমরা আমরা ঠিক করে ফেলব। এটা মনে রাখা প্রয়োজন যে, সে প্রতিপক্ষের জন্য সবসময়ই হুমকির কারণ হয়ে ওঠে। এসব খুঁটিনাটি বিষয় ঠিক করা সম্ভব। আর এই মৌসুমে সে অনেক গোল করবে… এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
শেষ পর্যন্ত জয় পেলেও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। ১৮ মিনিটে মায়োর্কার ভেদাত মুরিকি গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে আর্দা গুলার ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক রিয়াল।
আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে শিরোপা জেতার স্বপ্ন শেষ হয় যায় বাংলাদেশের। ওই দিনই নেপালকে ৫-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়শিপের মুকুট পরে ভারত। বাংলাদেশের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার।
বাংলাদেশের বিপক্ষে অবশ্য শক্তিশালী একাদশই নামায় ভারত। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের শেষ মিনিটের গোলে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে শিরোপা নয়, শুধু আক্ষেপই বাড়াল বাংলাদেশের। জিতেও তাই রানার্সআপ হয়ে প্রতিযোগিতা শেষ করেছে মাহবুবুর রহমান লিটুর দল।
বাংলাদেশ দুইবার এগিয়ে গিয়েও নির্ধারিত সময় স্কোরলাইন ছিল ৩-৩ গোলে। সেখান থেকে যোগ করা সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোলে জয় পায় বাংলাদেশ। ২ গোল করে ম্যাচ সেরা হয়েছেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিযোগিতায় তাঁর গোল ৭টি। প্রথম দেখায় ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
রাউন্ড রবিন লিগের ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ভারত। সমানসংখ্যক ম্যাচে বাংলাদেশের অর্জন ১৩ পয়েন্ট । এর আগে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের সাফ হয়েছিল একবারই, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল অতিথি দল হিসেবে খেলা রাশিয়া। এবার ভারত জিতল নিজেদের প্রথম শিরোপা।
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় ভারত। শিরোপা নিশ্চিত হওয়ার পরও এই ম্যাচে তারা নামায় সেরা একাদশ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতেই যে তারা প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল সেটি ম্যাচ শেষেই বোঝা গেল। বাংলাদেশের কাছে হারের পর মাঠেই কান্না করেছেন ভারতীয় খেলোয়াড়েরা।
৮৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়েছিল। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরায় ম্যাচে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ম্যাচ শুরুর ২২ সেকেন্ডের মাথায় ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ। বাঁ-দিক থেকে মামুনির ক্রস থেকে পূর্ণিমা মারমা হেডে টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেন। লিড বেশি সময় ধরে রাখতে পারেনি মেয়েরা। রক্ষণের দুর্বলতায় অষ্টম মিনিটে ভারতকে সমতায় ফেরান আনুসকা কুমারী।
খেলার ৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে দ্বিতীয়বার লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শট ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। বলে পেয়ে যান বাংলাদেশের আলপি। তাঁ গোলে ব্যবধান ২-১ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান ৩-১ করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিযোগিতায় এ নিয়ে ৬ গোল হলো এই ফরোয়ার্ডে। বাঁ-দিক থেকে আসা বল ধরে ভারতের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
৬৫ মিনিটে ভারতের বদলি খেলোয়াড় প্রীতিকা বর্মণ গোল করে ব্যবধান ৩-২ করেন। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরালে বাংলাদেশ ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে প্রীতির শট ভারতের গোলরক্ষক লাইন থেকে ক্লিয়ার করলেও তাদেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় জালে।
১৭ ঘণ্টা আগে
১৮ ঘণ্টা আগে
১৯ ঘণ্টা আগে
১৯ ঘণ্টা আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১০ দিন আগে