
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বছরের শেষ ম্যাচটি খেলতে পারবেন না হুলিয়ান আলভারেস, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে। নিয়ম অনুযায়ী, হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) ভ্যাকসিন না নেওয়ায় জাতীয় দল থেকে প্রত্যাহার করা হয়েছে তাদের নাম।
আগামী শুক্রবার মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে চলতি বছরে নিজেদের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, মধ্য আফ্রিকায় ভ্রমণের জন্য ইয়োলো ফিভারের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক।
এছাড়া আরও ভিন্ন ৭টি রোগের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়। তবে আলভারেস, মোলিনা ও সিমেওনে সময়মতো ইয়োলো ফিভার ভ্যাকসিন নেওয়ার কাগজপত্র জমা দিতে পারেননি। তাই লিওনেল স্কালোনির পূর্ব ঘোষিত দল থেকে বাদ পড়েছেন এই তিন জন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের বিবৃতিতে জানিয়েছে এই খবর। এছাড়া হাঁটুর চোটে আগেই ছিটকে গেছেন আরেক ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ।
আরও পড়ুন
| যেভাবে সবার চোখ ফাঁকি দিয়ে মধ্যরাতে বার্সেলোনায় ঘুরে গেলেন মেসি |
|
নতুন করে দলে সুযোগ পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেস ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
এদের মধ্যে অ্যাঙ্গোলা ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারের। লিসান্দ্রোকে দলে ডাকা হলেও, মাত্রই চোট থেকে আসা ডিফেন্ডার দলের সঙ্গে শুধু অনুশীলন করবেন।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর আবার মার্চ পর্যন্ত কোনো খেলা নেই আর্জেন্টিনার। ২০২৬ সালের মার্চে ফিনালিসিমা ম্যাচে স্পেনের মুখোমুখি হবে তারা।
চলতি আন্তর্জাতিক বিরতিতে দুইটি ম্যাচ খেলার কথা ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তারা যথাসময়ে ঠিক করতে পারেনি। তাই শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে খেলে এই বিরতির বাকি ৪ দিন অনুশীলন ক্যাম্প করবে স্কালোনির দল।
No posts available.
১১ নভেম্বর ২০২৫, ৩:০৮ পিএম

গত কয়েক বছরই অতিরিক্ত খেলার চাপ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা বেড়ে যাওয়ার সঙ্গে জাতীয় দলের ম্যাচে ফুটবলারদের অবস্থা হয়েছে, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ঠাসা সূচির কারণে ফুটবলারদের চোটের আঘাতেও জর্জরিত ইউরোপের ক্লাবগুলো। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত রোববার ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালের দিন মরক্কোর রাবাটে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে ফিফার শীর্ষ কর্মকর্তারা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম এবং অন্যান্য ফিফা কর্মকর্তারা ছিলেন সভায়।
সভায় ৩০টি খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের প্রেক্ষাপটে ফিফা ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে হওয়া ইতিবাচক আলোচনার ধারাবাহিক এটি।
সভায় অনেক সিদ্ধান্তের মধ্যে ফুটবলারদের চোট থেকে সুরক্ষায় গত জুলাইয়ের ঘোষণা অনুযায়ী নতুন নীতিমালা বাস্তবায়নে পুনঃসমর্থন জানানো হয়। চারটি প্রধান নীতিমালার মধ্যে প্রথমত দুটি ফুটবল ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টার বিরতি নিশ্চিত করা। দ্বিতীয়ত দুই মৌসুমের মাঝে তিন সপ্তাহের ছুটি পাবেন ফুটবলাররা। প্রতি সপ্তাহে একটি বিশ্রাম দিন এবং দীর্ঘ দূরত্বের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করা।
ফিফা প্রেসিডেন্ট সভায় বলেন, ‘ফিফায় আমরা বিশ্বজুড়ে খেলোয়াড়দের কল্যাণ ও কর্মপরিস্থিতি আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাস্তব ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করে ফুটবলকে ভবিষ্যতের জন্য আরও ভালো করার লক্ষ্যে কাজ করছি।’
অবশ্য এখনই এসব প্রস্তাব কার্যকর হচ্ছে না। বিষয়গুলো অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আরও পরামর্শের আওতায় আসবে, বিশেষত আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্সেলোনা যেন একের পর এক সংকটের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিনের আর্থিক সঙ্কট সামলাতে না সামলাতেই এবার তিন সাবেক খেলোয়াড়ের আইনি দাবি ঘিরে নতুন ঝড় বইছে। উসমান দেম্বেলে, সার্জিও আগুয়েরো ও থমাস হেউর্টেল— এই তিনজন ক্লাবের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, বার্সেলোনার কাছে মোট ১৭ মিলিয়ন ডলারেরও বেশি পাওনা তাঁরা।
দেম্বেলে ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন। তাঁর দাবি, বার্সেলোনা এখনও ১১ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেনি। খেলোয়াড়ের এজেন্টের অভিযোগ, ২০২২ সালে নতুন চুক্তির সময় আর্থিক ফেয়ার প্লের নিয়ম সামাল দিতে ক্লাব জটিল আর্থিক কাঠামো তৈরি করে, যার ফলে দেম্বেলে প্রাপ্য অর্থ পাননি। মামলাটি ২০২৪ সালে দায়ের হয়েছে, শুনানি হবে ২০২৫ সালের ডিসেম্বর।
আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ২০২১ সালে হৃদরোগজনিত কারণে অবসরে যেতে বাধ্য হন। আগুয়েরোর দাবি, অবসর নেওয়ার পর ক্লাব তার প্রথম বছরের বেতন বাবদ ৩ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেনি। বার্সেলোনা জানায়, এটি বীমা কাভারের মধ্যে পড়ে। তবে আগুয়েরোর দাবি, বীমা থেকে কোনো অর্থই পাননি তিনি। এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২০২৭ সালের এপ্রিলে।
এদিকে বার্সেলোনা বাস্কেট দলের সাবেক খেলোয়াড় থমাস হেউর্টেল ক্ষতিপূরণ হিসেবে দাবি করছেন ১.৮ মিলিয়ন ডলার। তাঁর অভিযোগ, ক্লাব মৌখিকভাবে তাঁকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে চুক্তি বাতিল করে। এখনও তাঁর মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
এই তিন মামলাই বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার প্রশাসনের ওপর বড় চাপ তৈরি করেছে। খেলোয়াড়দের দাবি এবং ক্লাবের আর্থিক অনিশ্চয়তা—দুই মিলিয়ে বার্সেলোনা আবারও অস্থিরতার মধ্যে।
বার্সেলোনার বর্তমান দেনা এখনও ১.১ বিলিয়ন ডলারের বেশি। খরচ কমানো, বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং মাঠে প্রতিযোগিতামূলক থাকা—সব মিলিয়ে লাপোর্তা প্রশাসন এমনিতেই চাপে ছিল। তার ওপর নতুন মামলাগুলো ক্লাবের সুনাম ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
লাপোর্তা দাবি করেছেন, বড় ক্লাব পরিচালনার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের মতে, ক্লাব যদি মামলাগুলিতে হেরে যায়, তা হলে তাৎক্ষণিক বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে বার্সাকে—যা ইতিমধ্যেই নড়বড়ে আর্থিক অবস্থাকে আরও বিপদে ফেলবে।
আইনি লড়াই, আর্থিক সংকট ও প্রশাসনিক চাপ—বার্সেলোনার সামনে কঠিন সময় কাটছে। আর দেম্বেলে–আগুয়েরো–হেউর্টেলের মামলাগুলো সামনে আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।

চোটের কারণে অনেক ফুটবলারের ক্যারিয়ার শুরু না হতেই অকাল মৃত্যু ঘটে। অনেক তরুণ প্রতিভাই চোট নামক অভিশাপের শিকার হয়ে হতাশা বাড়িয়েছেন। এই তালিকায় হয়তো যোগ হতে পারত বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামালের নামও। তবে যথাসময়ে কাতালান ক্লাবটির চিকিৎসকের পদক্ষেপই নাকি বড় ঝুঁকি থেকে বাঁচিয়ে দিয়েছে ইয়ামালকে।
সবশেষ কয়েকটি ম্যাচেই ছন্দে ফেরার আভাস দিয়েছেন ইয়ামাল। ‘পিউবালজিয়া’ চোট থেকে ধীরে ধীরে সেরে উঠে মাঠে আলো ছড়াতে শুরু করেছেন ১৮ বছর বয়সি স্প্যানিশ ফুটবলার। চলতি মৌসুমের শুরু থেকে এই চোট তাঁর পারফরম্যান্সকে বেশ প্রভাবিত করেছে।
‘স্পোর্টস হার্নিয়া’ জনিত সমস্যার কারণে ইয়ামাল এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ মিস করেছেন। এছাড়া বেশ কয়েকটি খেলায় তাকে আগের মতো স্বচ্ছন্দ দেখায়নি। ক্রীড়াজগতে এই চোট খেলোয়াড়দের মুভমেন্ট, দ্রুত দৌড়ানো কিংবা গোল করতে শট নেওয়ার সময় তীব্র ব্যথা সৃষ্টি করে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং অ্যাথলেটিক বিলবাওয়ের উইলিয়ামসও একই সমস্যায় ভুগছেন।
আরও পড়ুন
| ক্রিস্তিয়ানো সর্বকালের সেরা নয়, বললেন ব্রাজিলের রোনালদো |
|
গত মাসে খবর বেরিয়েছিল যে ইয়ামাল ক্লাবের বাইরে গিয়ে অস্ত্রোপচারের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞের মতামত নিয়েছিলেন। এবার স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপোর্তিভোও জানিয়েছে, বার্সার পক্ষ থেকেও একই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার চিকিৎসক রিকার্ড প্রুনা সম্প্রতি বেলজিয়ান বিশেষজ্ঞ আর্নেস্ট শিল্ডার্সের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এখন পর্যন্ত ইয়ামালের চোটের ধরনের মতো ৩ হাজারেরও বেশি ভুক্তভুগিদের নিয়ে কাজ করেছেন।
বেলিজিয়ান চিকিৎসকদের কথায় স্বত্বি পাওয়ার কথা বার্সেলোনার সমর্থকদের। ইয়ামালের বর্তমান পুর্নবাসন প্রক্রিয়া—ফিজিওথেরাপি, সংশ্লিষ্ট স্থানের পেশি শক্তিশালী করার নির্দিষ্ট অনুশীলন এবং শারীরিক চাপ সীমিত রাখা—সব মিলিয়ে সঠিক পথেই চলছে।
ইয়ামালের চোট থেকে সেরা ওঠায় বড় অবদান বার্সেলোনার চিকিৎসকদেরই। শুরুতেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির চিকিৎসকরা ১০ নম্বর জার্সিধারীর সমস্যাটি শনাক্ত করতে পেরেছিল বলেই এটি দীর্ঘমেয়াদি বা ক্রনিক আকার ধারণের ঝুঁকি অনেকটা কমে গেছে।
অবশ্য বার্সার কোচিং ও মেডিক্যাল টিমকে এখনো সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ইয়ামালকে চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে এই আপদ একেবারে সম্পূর্ণভাবে সমাধান হয়।
ইয়ামাল এখন আছেন স্পেন জাতীয় দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে ম্যাচের পর ১৯ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে ইয়ামালরা।

ফুটবল ইতিহাসের সেরা কে— এই বিতর্ক যত পুরোনো, ততটাই জটিল। অনেকের মতে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোই সর্বকালের সেরা দুজন। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও বিষয়টি দেখছেন ভিন্নভাবে।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুবারের বিশ্বকাপজয়ী রোনালদো স্পষ্ট জানিয়েছেন— ক্রিস্তিয়ানো তাঁর চোখে সর্বকালের সেরা নন। তবে রোনালদো নাজারিওর মতে, পর্তুগিজ অধিনায়ক ইতিহাসের শ্রেষ্ঠ ১০ জন ফুটবলারের একজন।
নাজারিও বলেন, ‘ক্রিস্তিয়ানো অবিশ্বাস্য। সব পজিশন থেকে, সবভাবে গোল করেছেন। এটা সহজ নয়। তিনি নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ। কিন্তু সর্বকালের সেরা? আমি একমত নই। আমি তাকে টপ ১০-এর মধ্যে রাখব।’
আরও পড়ুন
| হলান্ডের সামনে মেসির ঐতিহাসিক রেকর্ড ভাঙার হাতছানি |
|
নিজেকে নিয়ে বাড়তি মন্তব্য করা পছন্দ করেন না নাজারিও। নিজের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এসব আলোচনায় অংশ নিতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী। আমি চাই, মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি নিজে না।’
নাজারিওর মন্তব্যের আগে পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ার ও উত্তরাধিকার নিয়ে কথা বলেছিলেন। তাঁর মতে, নিজের সাফল্য বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো বলেন, ‘বিশ্বকাপ না জিতলেও আমার অর্জন কম নয়। মানুষ বলে, ক্রিস্তিয়ানোকে বিশ্বকাপ জিততেই হবে। না। আমি দেশকে তিনটি ট্রফি এনে দিয়েছি। আগে পর্তুগালের কোনো শিরোপা ছিল না। আমি খুশি— এটাই যথেষ্ট।’
২০২৬ বিশ্বকাপ হতে পারে ক্রিস্তিয়ানোর শেষ বড় টুর্নামেন্ট—যেখানে তিনি ইতিহাস পুনর্লিখনের সুযোগ পাবেন।

লিওনেল মেসির এমন কিছু রেকর্ড রয়েছে, যেগুলো কখনো ভাঙবে কি না- সেই প্রশ্ন থেকেই যায়। নামটা তাই ফুটবল ইতিহাসে আলাদা জায়গায় থাকবে মহাতারকার। তবে এবার তাঁর ঐতিহাসিক এক রেকর্ড ভাঙার হাতছানি দিচ্ছে আর্লিং ব্রড হলান্ডকে।
২০১১–১২ মৌসুমে বার্সেলোনার হয়ে একাই ৭৩ গোল এবং আর্জেন্টিনার হয়ে আরও ৯ গোল করেছিলেন মেসি। মোট ৮২ গোল করে এক মৌসুমে সর্বাধিক গোলের অনন্য রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড ১৪ বছর ধরে অক্ষুন্ণ। এবার সেটি ভাঙার পথে এগোচ্ছেন হালন্ড।
ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার এই মৌসুমে গোল করে চলেছেন অবিশ্বাস্য ধারায়। পুরোনো সেই দিনে মেসিকে যিনি পথ দেখিয়েছিলেন পেপ গার্দিওলা- এবার তাঁর কোচিংয়েই হলান্ড এগোচ্ছেন আরেকটি ইতিহাস গড়ার দিকে।
আরও পড়ুন
| গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালি দল থেকে সরে দাঁড়ালেন লিভারপুল তারকা |
|
২০২৫–২৬ মৌসুম শুরুর পর এখন পর্যন্ত ২৮ গোল করেছেন হলান্ড। এর মধ্যে ম্যানচেস্টার সিটি হয়ে ১৯ গোল, নরওয়ের হয়ে ৯ গোল। সিটির হয়ে প্রিমিয়ার লিগে ১৪, চ্যাম্পিয়নস লিগে ৫ গোল। নরওয়ের জার্সিতে বিশ্বকাপ বাছাইযে ৮ ও প্রীতি ম্যাচে ১ গোল করেছেন হলান্ড।
হলান্ডের ১৮ ম্যাচে ২৮ গোল— গড়ে প্রতি ম্যাচে ১.৫৫ গোল। অর্থাৎ মেসির ঐতিহাসিক মৌসুমের গড়ে প্রতি ম্যাচে ১.১৯ গোলের চেয়েও এগিয়ে আছেন হলান্ড। এই গতি বজায় থাকলে মৌসুম শেষে হলান্ডের গোলসংখ্যা ১০০ ছাড়িয়ে ১০৬-এ পৌঁছাতে পারে, যা আধুনিক ফুটবলে অকল্পনীয়।
লিগে মেসির রেকর্ড ভাঙা কি সম্ভব? তিনি লা লিগায় করেছিলেন ৫০ গোল, যা এখনও ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। হলান্ড প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত গড়ে ১.২৭ গোল প্রতি ম্যাচে খেলছেন, এই ধারায় গেলে লিগে তাঁর হতে পারে ৪৮ গোল— মেসির রেকর্ড থেকে মাত্র দুই গোল কম।
তবে সিটির সামনে আরও ম্যাচ রয়েছে—এফএ কাপ, লিগ কাপ, আর নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে সম্ভাব্য ১৭টি ম্যাচ। ফিট থাকলে হলান্ডের সামনে ম্যাচের সংখ্যা হতে পারে ৬৫ থেকে ৭৪— মেসির রেকর্ড মৌসুমের (৬৯) চেয়েও বেশি।
বাকি রইল সবচেয়ে বড় শর্ত—ফিট থাকা। দীর্ঘ মৌসুমে শারীরিক ও মানসিক চাপ সামলে এই গতি ধরে রাখা বড় চ্যালেঞ্জ। কিন্তু মাঠে হলান্ড এখন যেন থামানোই যায় না—আত্মবিশ্বাসী, শক্তিশালী, নিষ্ঠুর নিখুঁত ফিনিশার।
মেসির রেকর্ড ভাঙা কঠিন। তবে অসম্ভব নয়। হলান্ডের সামনে এখন ইতিহাসের দরজা—শুধু ফিট থেকে গতি বজায় রাখতে হবে।