আনুষ্ঠানিক ঘোষণাটাই ছিল কেবল বাকি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যে আপাতত আর মাঠে গড়াচ্ছে না, শুক্রবার দিনের শুরু থেকেই মিলছিল তার আভাস। শেষ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া নিশ্চিত করলেন, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল বিসিসিআই, যেখানে গত তিন দিন ধরে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ফলে নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে এর আগে স্থগিত হয় পিএসএল। সেটার ধারায় এবার বন্ধ হল আইপিএলও।
আরও পড়ুন
পিএসএলে রিশাদ-নাহিদের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি |
![]() |
সাইকিয়া তার বিবৃতিতে অবশ্য আইপিএল আবার শুরুর সম্ভাব্য সময় জানাননি।
“চলমান পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করার পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে আইপিএলের নতুন সূচি ও ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এপ্রিলের শেষ থেকে চলে আসছে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা। সীমান্তে চলছে ড্রোন হামলাও। এসবের মধ্যে গত বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের চারটি ফ্ল্যাডলাইট বন্ধ হয়ে যায়। শুরুতে টেকনিক্যাল ত্রুটির কথা বলা হলেও খুব শীঘ্রই খেলোয়াড় এবং আম্পায়াররা মাঠ ছাড়তে শুরু করেন। পরে দর্শকদের স্টেডিয়ামে ছাড়তে বলা হয় নিরাপত্তার কারণে।
ধর্মশালার বিমানবন্দর এবং আশপাশের এয়ারপোর্টগুলো বন্ধ থাকায় পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা বাসে ও ট্রেনে করে ধর্মশালা থেকে ট্রেনে দিল্লি পৌঁছান।
সব পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আইপিএল স্থগিত রাখা হয়েছে বলে জানালেন সাইকিয়া।
“আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে আসা উদ্বেগ ও খেলোয়াড়দের আবেগ-অনুভূতি, ব্রডকাস্টার, স্পন্সর ও ভক্তদের মতামতের ভিত্তিতে। সব স্টেকহোল্ডারের সম্মিলিত স্বার্থে এই সিদ্ধান্তটিকে বিচক্ষণ বলে বিবেচনা করেছে বিসিসিআই।”
এই সিদ্ধান্তটি এসেছে বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তাদের একটি জরুরি মিটিংয়ের পর, যেখানে সাইকিয়া এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও অংশ নেন। আইপিএল স্থগিতের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের আগেই সব ফ্র্যাঞ্চাইজিকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
এখন পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৫৮টি ম্যাচ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে (ধর্মশালার ম্যাচটি বাদে)। গ্রুপ পর্বে এখনও বাকি ১২টি ম্যাচ, এরপর প্লে-অফ ও ফাইনাল।
আরও পড়ুন
পাকিস্তানে হচ্ছে না পিএসএল, ধোঁয়াশায় বাংলাদেশ সিরিজ |
![]() |
আইপিএল যদি খুব দ্রুত শুরু না করা যায়, তাহলে এরপর সেটা হতে পারে আবার আগামী সেপ্টেম্বরে, যে সময়ের ভারতের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। সেই সময়ে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও বর্তমান বাস্তবতায় ভারত ও পাকিস্তানের একই টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে আগামী ২০ জুন থেকে ইংল্যান্ড সফরের পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে ভারতের। ফলে এই মাসেই আইপিএল শেষ না করা গেলে তা পিছিয়ে যেতে পারে লম্বা সময়ের জন্যই।
No posts available.
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এম
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
প্রায় অর্ধ যুগ পর আবার বাংলার ক্রিকেটে ফিরলেন সৌরভ গাঙ্গুলি। বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির জায়গায় ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত একই পদে ছিলেন ভারতীয় কিংবদন্তি অধিনায়ক। এরপর থেকে এই দায়িত্বে ছিলেন তার বড় ভাই স্নেহাশিষ।
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে সেনাবাহিনীকে জয় উৎসর্গ করল ভারত |
![]() |
সিএবির প্রধান হিসেবে গাঙ্গুলির ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী ২২ সেপ্টেম্বর। সেদিনই হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। গাঙ্গুলি ছাড়া আর কেউ সভাপতি পদে মনোনয়নপত্র না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি।
এরপর আগামী ২৮ সেপ্টেম্বর হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা ও বোর্ড নির্বাচন। গুঞ্জন রয়েছে, বিসিসিআই সভাপতি হিসেবে ফিরতে পারেন গাঙ্গুলি। এর আগে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআই প্রধান ছিলেন তিনি।
গাঙ্গুলি ছাড়াও আগামী ২২ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সিএবির বাকিরাও। তারা হলেন নিতিশ রঞ্জন দত্ত (সহ-সভাপতি), বাবলু কোলে (সচিব), মদন মোহন ঘোষ (যুগ্ম সচিব) ও সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ)।
টসের সময় হাত মেলালেন না দুই অধিনায়ক। কোনোরকম কথাও বললেন না সালমান আলি আগা ও সুর্যকুমার যাদব। ম্যাচ শেষেও অভিন্ন চিত্র। দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা গেল না। এর পেছনে কারণ স্পষ্ট- সাম্প্রতিক সময়ে দুই দলের রাজনৈতিক পরিস্থিতি।
ম্যাচ শেষে সেটি আরও স্পষ্ট হলো সুর্যকুমার যাদবের কথায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সম্পর্কিত সব প্রশ্নোত্তরের পর তিনি নিজ থেকেই আনেন পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। একইসঙ্গে নিজেদের জয়টি উৎসর্গ করেন বীর সেনাদের উদ্দেশ্যে।
গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ভারতের অন্তত ২৬ জন নাগরিক। একই ঘটনায় আহত হন আরও অনেকে। শুরু থেকেই পাকিস্তানকে দায় দিয়ে আসছে ভারত। এমনকি তাদের বিপক্ষে কোনোরকম খেলাও না খেলার আওয়াজ তুলেছেন অনেকে।
আরও পড়ুন
৮ উইকেটে উড়ে গেল ভারত |
![]() |
সাবেক ক্রিকেটারদের নিয়ে করা টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলেনি ভারত। এশিয়া কাপেও তাদের সঙ্গে ম্যাচটি বয়কটের ডাক দিয়েছেন ভারতের অনেকে। শেষ পর্যন্ত তা হয়নি।
তবে সাম্প্রতিক ঘটনার রেষ দেখা গেল ম্যাচ শুরুর আগে-পরে। যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো বন্ধুত্বসুলভ সৌজন্যতা করতে দেখা যায়নি ভারতের ক্রিকেটারদের। মাঠের লড়াইয়েও পাকিস্তানকে পাত্তা দেয়নি সুর্যকুমারের দল।
কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেলের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৭ রানে আটকে রাখে ভারত। পরে অভিষেক শর্মা, তিলক ভার্মা ও সুর্যকুমারের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মাত্র ১৫.৫ ওভারেই ম্যাচ জিতে যায় এশিয়া কাপের ৮ বারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
ক্রিকেট রণাঙ্গনে ভারতের কাছে এতটা কাবু পাকিস্তান |
![]() |
ম্যাচ শেষে জয়টি উৎসর্গ করার সিদ্ধান্ত জানান সুর্যকুমার।
“আমি একটা জিনিস বলতে চাই। আমি মনে করি, এটিই সবচেয়ে সঠিক সময়। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।”
“একইসঙ্গে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এই জয়টি আমাদের আর্মড ফোর্সকে উৎসর্গ করতে চাই, যারা সবসময় সাহসিকতা দেখিয়ে এসেছে। আশা করি, তারা এটি চলমান রাখবে এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।”
এশিয়া কাপে ভারত ক্রিকেট দলের দাপট অব্যাহত। আজ রবিবার আবুধাবিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে তারা। আসরে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে সূর্যকুমার যাদবের দল।
সূর্য কুমারদের জয়ের দিনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছেন হরমনপ্রীত কৌররা। আজ বিকেলে ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ে স্বাগতিকদের ২৮১ রান টপকাতে মাত্র দুটি উইকেট হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্দানা হারলিন দিওলের অর্ধশতকের ওপর ভর করে ২৮১ রানের পুঁজি দাঁড় করায় ভারত। টপঅর্ডার ছাড়াও দলটির মিডল ও লোয়ার এন্ডের ব্যাটাররা ধারাবাহিকতা দেখান। দলের ৮ ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করেন।
আরও পড়ুন
ক্রিকেট রণাঙ্গনে ভারতের কাছে এতটা কাবু পাকিস্তান |
![]() |
জবাবে ৪৫ রানে অ্যালিসা হিলিকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ফিবি লিচফিল্ড-অ্যালেসা পেরি মিলে দলীয় শতক পার করেন। তবে লিচফিল্ড থামেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের ধারে কাছে। ৮৮ রানে সাজঘরে ফেরেন তিনি। ১৪টি বাউন্ডারিতে সাজান ইনিংস। ৩০ রানের মাথায় পেরি রিটায়ার্ড হার্ট হন।
অস্ট্রেলিয়ার শেষটা করেন বেথানি লুইস মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড। মুনি ৭৭ এবং সাদারল্যান্ড ৫৪ রানে অপরাজিত থাকেন। এ জয়ে তিন ম্যাচ সিরিজ ১-০ গোলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৭ সেপ্টেম্বর।
পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় ২৫ পর্যটকের নিহতের ঘটনা্কে কেন্দ্র করে পাকিস্তান-ভারতের আকাশযুদ্ধ খুব বেশি দিন আগের কথা নয়। ৫ মাস আগের সেই আকাশযুদ্ধ থামাতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পকে। সে কারণেই এশিয়া কাপে 'এ' গ্রুপে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচে যুদ্ধের আঁচ লাগাটাই ছিল স্বাভাবিক। তবে দুবাইয়ের ক্রিকেট রণক্ষেত্র পায়নি সে উত্তাপ। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ম্যাচটা একপেশে করেছে সূর্যকুমারের দল ভারত।
দুবাইয়ে রোববার ভারতের বিপক্ষে অবতীর্ন হওয়ার আগে টি-টোয়েন্টিতে এই প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ডটা মোটেও ভাল ছিল না। ১৩ ম্যাচের ৯টিতে হার, একটি 'টাই'। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, দুটির ভেন্যুই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে এবং ২০২২ সালের এশিয়া কাপে ৫ উইকেটে জয়ের সেই অতীত থেকে টনিক পাবে সালমান আগার দল, সে বিশ্বাসই বদ্ধমূল ছিল।
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয় |
![]() |
দুবাইয়ের উইকেট কিছুটা স্লো, তা আঁচ করতে পেরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যথার্থ মনে করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে ভারতের মতো বিশ্বসেরা ব্যাটিং সাইডকে চ্যালেঞ্জে ফেলতে হলে চাই চ্যালেঞ্জিং টোটাল। তা জেনেও কোচ মাইক হেসনের নির্দেশিত ফর্মূলায় ব্যাটিং করতে পারেনি পাকিস্তানের টপ এবং মিডল অর্ডাররা।
২৪ ঘন্টা আগে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওভারে ২ ব্যাটার হারিয়ে দিশেহারা বাংলাদেশ। দুবাইয়েও সেই দুর্দশায় পড়তে হয়েছে পাকিস্তানকে। হার্দিক পান্ডিয়ার ওয়াইড দিয়ে শুরু হওয়া ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ প্র্যাকটিস করে ফিরেছেন সাইম আইয়ুব। পরের ওভারে বুমরাহ'র দ্বিতীয় ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে হার্দিকের রানিং ক্যাচে থেমেছেন মোহাম্মদ হারিস।
শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৩৯ রান কিছুটা স্বপ্ন দেখালেও কুলদ্বীপ যাদবের এক স্পেলে (৪-০-১৮-৩) স্কোরটা যখন ৬৪/৬, তখন তিন অঙ্কের নাগাল পাওয়া নিয়েই সন্দিহান ছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন
কুলদিপ-অক্ষরের স্পিন বিষে নীল পাকিস্তান |
![]() |
ভারতের তিন স্পিনার এদিন পাকিস্তান ব্যাটারদের ফেলেছে গোলক ধাঁধায়। লেগ স্পিনার বরুন চক্রবর্তী (৪-০-২৪-১), বাঁ হাতি স্পিনার অক্ষয় প্যাটেল (৪-০-১৮-২) এবং চায়নাম্যান কুলদ্বীপ যাদব ( ৪-০-১৮-৩) মিলে পেয়েছেন ৬ উইকেট। এই ৩ জন ৭২টি ডেলিভারির মধ্যে ডট দিয়েছেন ৪০টি! পাল্লা দিয়ে ডট বলের প্রতিযোগিতা করেছেন এই তিন স্পিনার।
এক এন্ডে দাঁড়িয়ে অন্য এন্ডের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ব্যতিক্রম ছিলেন পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান (৪৪ বলে ১ চার, ৩ ছক্কা)। তবে পাকিস্তানের চ্যালেঞ্জি স্কোরের কৃতিত্ব দিতে হবে টেল এন্ডার শাহীন শাহ আফ্রিদিকে। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা ইনিংসে (১৬ বলে ৪ ছক্কায় ৩৩*) ইনিংসটা পাকিস্তান টেনে নিতে পেরেছে ১২৭/৯ পর্যন্ত।
আরও পড়ুন
বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-দ. আফ্রিকা ম্যাচ |
![]() |
টি-টোয়েন্টিতে ব্যাটিং পাওয়ার প্লে পর্বটা ভাইটাল। রোববার রাতে এই পর্বে দু'দলের ব্যবধান সুস্পষ্ঠ। প্রথম ৬ ওভারে পাকিস্তানের স্কোর যেখানে ৪২/২, সেখানে ভারতের ৬১/২। পাকিস্তানের ব্যাটারদের বাউন্ডারি শটের সে কী দুর্গতি। পুরো ইনিংসে ৭টি মাত্র বাউন্ডারি। সেখানে ভারতের বাউন্ডারি সংখ্যা ১৩টি। ভারত বোলারদের একটু বেশিই সমীহ করেছে পাকিস্তান ব্যাটাররা। ১২০টি ডেলিভারির মধ্যে ৬১টি ডট করে প্রকারান্তরে তা জানিয়ে দিয়েছে সালমান আগার দল। অথচ, ৯৫ বলে বিজয়ের হাসিতে ফেটে পড়া ভারত ব্যাটাররা ডট করেছে ৩৭টি বল।
ভয়-ডরহীন ব্যাটিংয়ের শিক্ষাটা পাকিস্তান ব্যাটারদের দিয়েছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা (১৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৩১)। ফিনিশার চরিত্র উপস্থাপন করেছেন অধিনায়ক সূর্যকুমার (৩৭ বলে ৫ চার, ১ ছক্কায় ৪৭*)। দুবাইয়ের উইকেট যে স্পিন বোলিং ফ্রেন্ডলি পাকিস্তানের অকেশনাল অফ স্পিনার সাইম আইয়ুবের টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪-০-৩৫-৩) তা জেনে গেছে দর্শক।
এনসিএল দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরবে, এমনটাই প্রত্যাশা ছিল সকলের। তবে বৃষ্টির বাগড়ায় সিলেট ও রংপুর বিভাগের খেলা ভেস্তে গেছে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,
‘‘বগুড়ার মাঠ ঠিক হতে আরও দুই-তিন দিন প্রয়োজন। ওখানে আগামীকাল (সোমবার) যে ম্যাচগুলো রয়েছে, সেগুলো রাজশাহী নিয়ে আসব। এখানে দিনে দুইটা ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছি। কাল ও পরের দিনের বগুড়ার খেলা এখানে হবে।’’
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয় |
![]() |
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়ায় এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে গেলে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বরের খেলা সেখানে হতে পারে। আকরাম খান বলেন,
‘‘খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করছে। না খেলার চেয়ে তো খেলা ভালো। একটা ঘণ্টা হয়তো বেশি জার্নি করতে হবে। কিছু করার নেই।’’
রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে না পারার কারণ এখানে আন্তর্জাতিক মানের হোটেল নেই। তবে এনসিএলের জন্য যে হোটেল বিসিবি ব্যবস্থা করেছে তা বেশ ভালো বলে উল্লেখ করেন আকরাম,
‘‘এখানে কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে অনেক ভালো হতো। স্টেডিয়ামে লাইটের সবকিছু আছে কিন্তু লাইট নেই। তাছাড়া পুরো টুর্নামেন্ট এখানে করা যেত। এখানে বিনিয়োগ করাই আছে। আর কিছু টাকা খরচ করা গেলে প্রতিদিন দুই ম্যাচ করা যেত। বাকিগুলো ভালো আছে। হোটেলও ভালো। সবকিছু ভালো, শুধু কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে খুব ভালো ক্রিকেটের পরিবেশ হবে।’’