
গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি ও পাল্টাপাল্টি আক্রমণের প্রভাব শেষ পর্যন্ত সরাসরি পড়ল ক্রিকেটে। নিরাপত্তার কারনে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। ফলে অনিশ্চয়তা জেগেছে চলতি মাসে বাংলাদেশ দলের পাকিস্তানের সম্ভাব্য সফর নিয়েও।
উল্লেখ্য, এই মাসের শেষের দিকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের সফর করার কথা রয়েছে। এই সিরিজটি আইসিসির এফটিপির অংশ, তাই বিসিবির পক্ষে আগেভাগে এই সিরিজ বাতিল করাট সহজ সিদ্ধান্ত হবে না।
তার আগে পিএসএল সরিয়ে নেওয়ার এই ঘোষণা আসল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দেওয়া বিবৃতির পর, যেখানে তিনি খেলোয়াড়দের ওপর হামলা আশঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ২৮টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করেছে, যার মধ্যে একটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কাছে ধরা পড়ে। তিনি এও জানান, পাকিস্তান ও বিদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে এটি ছিল প্রতিবেশী দেশ ভারতের ইচ্ছাকৃত এক হামলা।
আরও পড়ুন
| পিএসএলে রিশাদ-নাহিদের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি |
|
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএল-এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন সূচি পরে জানানো হবে।
এই সিদ্ধান্তটি পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের একাধিক বৈঠকের পর নেওয়া হয়েছে। নাকভি বিবৃতিতে বলেছেন, “খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গত বৃহস্পতিবার পিএসএলে করাচি কিংস এবং পেশোয়ার জালমি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু স্টেডিয়ামের কাছে একটি ড্রোন পড়ার পর ম্যাচটি বাতিল করা হয়।
এবারের পিএসএলে ৩৭ জন বিদেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। যাদের মধ্যে আছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলোয়াড়।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে পিএসএল খেলার জন্য পাকিস্তানে অবস্থান করা বিদেশি খেলোয়াড়রা দেশটিতে আর থাকতে চাননি। ফলে বাধ্য হয়েই পিসিবিকে ভেন্যু লিগ স্থানান্তরের সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত মাসে কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বুধবার পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এর পাল্টা জবাব হিসেবে পাকিস্তান সীমান্তে ভারী গোলাবর্ষণ করে। উভয় দেশই বৃহস্পতিবার একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তোলে।
আরও পড়ুন
| ১ সপ্তাহের জন্য স্থগিত আইপিএল |
|
ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশী খেলোয়াড়রা ইতিমধ্যেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তবে বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা দেশে ফিরে আসতে চাচ্ছেন বলেই খবর। আরব আমিরাতে কবে থেকে সেখানে বাকি ম্যাচগুলো শুরু হবে, তা জানা যায়নি এখনও।
পিএসএল ফের শুরুতে কোনো ধরণের বিলম্ব হলে তা পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও বড় রকমের প্রভাব ফেলতে পারে, যেখানে সবার আগে প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশের সাথে সিরিজ।
আগামী ২৫ মে ফয়সালাবাদে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর কথা রয়েছে। তবে ডেইলি সানকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, এই মুহূর্তে পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে তারাও চিন্তিত।
No posts available.
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ পিএম

বছরের শেষটা ভারত সফর দিয়ে করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে সেটি স্থগিত হয়ে গেছে। এই ফাঁকা সময়টা কাজে লাগাতে তাই দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে উইমেন'স ক্রিকেট লিগ (ডব্লিউসিএল) আয়োজন করছে বিসিবি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার শুরু হবে ডব্লিউসিএলের খেলা। সেন্ট্রাল জোন, ইস্ট জোন, সাউথ জোন ও নর্থ জোনে ভাগ হয়ে খেলবেন নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, রাবেয়া খানরা।
উদ্বোধনী ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে সেন্ট্রাল জোন-নর্থ জোন। একই দিন দুপুর দেড়টায় লড়বে ইস্ট জোন ও সাউথ জোন।
ডাবল লেগ পদ্ধতির এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর। টুর্নামেন্টের শেষ দিন দুপুর দেড়টায় ফিরতি ম্যাচে লড়বে সেন্ট্রাল জোন ও নর্থ জোন। অর্থাৎ মৌসুমের শুরু ও শেষের ম্যাচ দুইটি খেলবে তারা দুই দল।
একনজরে চার দলের স্কোয়াড
সেন্ট্রাল জোন
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মণি, সাবিকুন নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, সুবর্ণা কর্মকার, লেকি চাকমা ও তমালিকা সুমনা।
ইস্ট জোন
ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন আরথি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।
নর্থ জোন
সোবহানা মোস্তারি (অধিনায়ক), শামীমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা জয়া, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী, নুসরাত জাহান।
সাউথ জোন
রাবেয়া খান (অধিনায়ক), মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিষ্টি রানী সাহা, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোঁয়া, দীপা খাতুন, হ্যাপি আলম, আয়েশা আক্তার (জুনিয়র), লিমা খাতুন শিবানী রানী।

দুর্দান্ত বোলিংয়ে ভারতকে বেশি দূর যেতে দিলেন না পাকিস্তানের বোলাররা। মোটামুটি সহজ লক্ষ্য পেয়ে তাই জয়ের স্বপ্ন হয়তো দেখছিল তারা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্নভঙ্গ! ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে রোববার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৯০ রানে হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে মাত্র ২৪০ রানের পুঁজি নিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের ১৫০ রানেই অল আউট করে দেয় ভারত।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ভারতের যুবারা। এই ম্যাচের শুরুতেও ছিল দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের ছাপ। টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচে পার্থক্য গড়ে দেন কনিষ্ক চৌহান। সাত নম্বরে নেমে ৪৬ বলে ৪৬ রান করেন তিনি। পরে বল হাতে মাত্র ৩৩ রানে ৩ উইকেট নিয়ে তরুণ অফ স্পিনারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ভারত। আলোচিত মারকুটে ওপেনার বৈভব সুরিয়াবংশী মাত্র ৫ রান করে ফিরে যান। আরেক ওপেনার আয়ুশ মাত্র ঝড় তুলে মাত্র ২৫ বলে ৩৮ রান করে ফিরে যান।
তিন নম্বরে নেমে দুই দল মিলিয়েই ম্যাচের সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন অ্যারন জর্জ। এরপর কনিষ্কের চল্লিশোর্ধ্ব ইনিংসের সৌজন্যে আড়াইশর কাছে যায় ভারত।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সায়াম ও আব্দুল সুবহান।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। তিন অঙ্ক ছুঁতে পারেন শুধু তিন ব্যাটার- উসমান খান (৪২ বলে ১৬), ফারহান ইউসুফ (৩৪ বলে ২৩) ও হুজাইফ আহসান (৮৩ বলে ৭০)।
কনিষ্ক ৩৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নেন দিপেশ দেবেন্দ্র।
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫০ পিএম

দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে নিয়ে বরাবরের ন্যায় আবারও আয়োজিত হতে চলেছে রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দেশের খেলাধুলার একমাত্র চ্যানেল টি স্পোর্টস। তাদের প্রতিপক্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে টি স্পোর্টস ও কালের কণ্ঠের ম্যাচ। ৩২ দলের টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপে টি স্পোর্টস ও কালের কণ্ঠের পাশাপাশি রয়েছে এটিএন নিউজ ও বাংলা নিউজ।
টুর্নামেন্টের সব খেলাই হবে হকি স্টেডিয়ামের নীল টার্ফে। সোমবার সকাল ৯টা থেকেই অবশ্য শুরু হয়ে যাবে ব্যাট-বলের লড়াই। তবে টি স্পোর্টসের ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন হবে রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স।
উদ্বোধনী দিনে সকাল ৯টায় খেলবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানবজমিন এবং সময় টিভি ও দৈনিক নয়া দিগন্ত। এরপর সকাল ১০টায় লড়বে এটিএন বাংলা ও ক্রিকফ্রেঞ্জি এবং জাগো নিউজ ও ডিবিসি।
পরে বেলা ১১টায় টি স্পোর্টস ও দৈনিক কালের কণ্ঠের সঙ্গে পাশাপাশি মাঠে খেলবে চ্যানেল আই ও দৈনিক কালবেলা। আর দুপুর ১২টায় দিনের শেষ দুই ম্যাচে খেলবে ডেইলি সান ও দৈনিক দেশ রুপান্তর এবং ডেইলি স্টার ও দৈনিক কালবেলা।
একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের গ্রুপিং
গ্রুপ এ: যুগান্তর, বাংলাদেশ টেলিভিশন, সমকাল, ঢাকা পোস্ট
গ্রুপ বি: ডেইলি সান, ডিবিসি, দেশ রুপান্তর, জাগো নিউজ
গ্রুপ সি: ডেইলি স্টার, চ্যানেল ২৪, ইনকিলাব, দেশ টিভি
গ্রুপ ডি: চ্যানেল আই, বৈশাখি টিভি, কালবেলা, জি টিভি
গ্রুপ ই: সময় টিভি, এন টিভি, নয়া দিগন্ত, এখন টিভি
গ্রুপ এফ: টি স্পোর্টস, এটিএন নিউজ, কালের কণ্ঠ, বাংলা নিউজ
গ্রুপ জি: বাংলাদেশ প্রতিদিন, মাছরাঙা, মানবজমিন, আর টিভি
গ্রুপ এইচ: এটিএন বাংলা, বাংলা ভিশন, ক্রিকফ্রেঞ্জি, দীপ্ত টিভি
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৭ পিএম

আইসিসির এক্স হ্যান্ডলে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টার পোস্ট করা হয়। গতকালের সে পোস্টের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বারবার আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া কুড়ি কুড়ির বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। তবে আইসিসির প্রচরণামূলক পোস্টারে মাত্র ৫টি দলের অধিনায়কের ছবি ব্যবহার করা হয়েছে।
পোস্টারে থাকা খেলোয়াড়রা হলেন— ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
পিসিবির এক সূত্র ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন,
‘কয়েক মাস আগে এশিয়া কাপেও আমরা একই সমস্যায় পড়েছি। তখন সম্প্রচারকেরা আমাদের অধিনায়ককে বাদ দিয়ে প্রচারণা চালান।’
সূত্রটি এরপর বলেন,
‘এবার আমরা আবারও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টারে আমাদের অধিনায়ককে রাখা হয়নি।’
পিসিবি সমূহ বিষয় আইসিসিকে জানিয়েছে এবং তাঁরা বিশ্বাস করে, শিগগিরই বিষয়টি মিমাংসা করবে আইসিসি।
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৭ পিএম

সারা বছর ক্রিকেটারদের খেলা কাভার করা সাংবাদিকরা এবার নিজেরা নামবেন ব্যাট-বল নিয়ে। ‘রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট - ২০২৫, পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স’ টুর্নামেন্টের খেলা শুরু হবে সোমবার। মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখে সাংবাদিকদের ভুল ধরতে চান নুরুল হাসান সোহান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম ও পেশাদারিত্ব ধরে রাখা দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় এবায় আয়োজিত হবে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের পাওয়ার বাই স্পন্সর এইস প্রোপার্টিজ।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ। বেলা ১১টায় শুরু হবে খেলা।
টুর্নামেন্ট শুরুর আগের দিন রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে হয়েছে সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ মোখসেদুল কামাল ও একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মোঃ আলি রেজা।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সোহান বলেন, এবার সাংবাদিকদের খেলার ভুল ধরার চেষ্টা করবেন তিনি।
“আমি চেষ্টা করবো যেন মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি। কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব (হাসি)। মাঠে এসে খেলা দেখতে পারলে অবশ্যই ভালো লাগবে।”
“আমার মনে হয়, এটা খুব ভালো উদ্যোগ। যত খেলা হবে এবং আমার কাছে মনে হয় যে খেলার ভেতরে থাকলে আমরা সবার আসলে মন থেকেও খুশি লাগে। আমি আশা করি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।”
সোহানের কাছে জানতে চাওয়া হয়, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের টুর্নামেন্টে কোন দলকে সমর্থন করবেন তিনি? সরাসরি উত্তর না দিয়ে সময়ের হাতে ছেড়ে দেন তিনি।
“আমি আসলে দেখি একটু খেলা দেখে কোন দিকে যায়, কোন টিমটা ভালো খেলতেছে, এটা তো আসলে এখন বুঝতে পারব না। খেলা শুরু হলে তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ।”