নিউজিল্যান্ডের সাথে এমন আক্ষেপ সঙ্গী করে আইসিসি ইভেন্টে হারের অভিজ্ঞতা আগেও হয়েছে। রাওয়ালপিন্ডিতে যোগ হল আরেকটি অধ্যায়। ব্যাটারদের ব্যর্থতায় ব্যাটিং সহায়ক উইকেটে বোর্ডে জমল না যথেষ্ট রান। তবে সেটা নিয়েই বোলাররা লড়ে গেলেন শুরু থেকে। দ্রুত কিছু উইকেট নিয়ে জাগল রোমাঞ্চ। তবে দুর্দান্ত এক সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্রর রান আউট মিসের পাশাপাশি যোগ হল ক্যাচ মিসেরও আক্ষেপ। ফলে একপেশে ম্যাচে হেরে আসর থেকে আগেভাগেই বিদায় নিল নাজমুল হোসেন শান্তর দল।
‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। ২৩৭ রানের টার্গেটে শুরুতে কিছুটা চাপে পড়লেও অনায়াসেই ২৩ বল হাতে রেখে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পাকিস্তানকে। বাংলাদেশের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছে বাবর-রিজওয়ানদেরও। গ্রুপে নিজ নিজ শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
আরও পড়ুন
শান্তর ফিফটির পরও মামুলি পুঁজি বাংলাদেশের |
![]() |
গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে রুপ নেওয়ার পেছনে নিজেদের দুষতেই পারেন বাংলাদেশের ফিল্ডাররা। এই উইকেটে নিয়মিতই হচ্ছে ৩০০ বা তার বেশি রান, এরপরও মাত্র ২৩৬ রান নিয়েও বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছিলেন।
বিশেষ করে তাসকিন আহমেদ, যিনি প্রথম ওভারে মেডেন সহ আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ংকে দেন বোল্ড করে। ওই উইকেট স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয় বাংলাদেশের বিশ্বাস। সেই পালে হাওয়া দিয়ে যোগ দেন নাহিদ রানাও। গতিময় এই পেসার গতির ঝড়েই ফিরিয়ে দেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে।
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তার রান ছিল পাঁচ, আর দলের রান মাত্র ১৫। তবে শুরুর সেই ধাক্কা সামলে নেন ডেভিড কনওয়ে। নাহিদের এক ওভারেই মারেন তিনটি বাউন্ডারি। অন্যপ্রান্তে রাচিনও এগিয়ে যাচ্ছিলেন সাবলীলভাবে।
এরপরেই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট মুহূর্ত। ১২তম ওভারে মুস্তাফিজুর রহমানের ডেলিভারি মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন রাচিন, তবে ফেরত পাঠান কনওয়ে। তিনি ক্রিজে ফেরার আগে সরাসরি থ্রো করেছিলেন তানজিদ হাসান তামিম, তবে অল্পের জন্য তা স্ট্যাম্প মিস করে। ওই সময়ে রাচিনের রান ছিল মাত্র ২৫।
এর চড়া মাশুলই পরে দিতে হয় বাংলাদেশকে। জীবন পেয়ে সেটা দুহাতে কাজে লাগিয়ে প্রতিপক্ষের হতাশা বাড়ান এই ম্যাচ দিয়েই একাদশে ফেরা এই ব্যাটার। কনওয়ে অবশ্য পারেননি ইনিংস লম্বা করতে।
আরও পড়ুন
চাপের মুখে হতাশই করলেন অভিজ্ঞ ব্যাটাররা |
![]() |
মুস্তাফিজুরের বলে ডিফেন্ড করেছিলেন, তবে এরপর বল ধীরে ধীরে গিয়ে ভেঙে দেয় স্ট্যাম্প। ৬ চারে করেন ৩০ রান। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া রাচিন ফিফটি তুলে নেন ঠিক ৫০ বলে। ২৪তম ওভারে ফের ভাগ্য সহায় হয় রাচিনের। মিরাজের বলে শট খেলতে গিয়ে পড়েই গিয়েছিলেন, তবে দৌড়ে এসেও বলের নাগাল পাননি ডিপ উইকেটে থাকা পারভেজ হোসেন ইমন।
এরপর আবার ম্যাচ থেকে ক্রমেই ছিটকে যায় বাংলাদেশ। চমক দেখিয়ে আক্রমণে এসে শান্ত অফ স্পিনে গুনেন ১২ রান। ৩৩তম ওভারে আরও একবার রাচিন বেঁচে যান। এবার নাহিদের বলে ক্যাচ ফেলেন পয়েন্টে থাকা মিরাজ। খানিক বাদে ৯৪ বলে শতকে পা রাখেন রাচিন।
সেঞ্চুরির পর শেষ পর্যন্ত তাকে থামান রিশাদ। তবে তার আগে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া ইনিংসে ১১২ রান করেন রাচিন। এরপর ৫৫ রানে রান আউট হন টম লাথাম, তবে ম্যাচের ফলাফলে এটার কোনো প্রভাবই আর পড়েনি। বাকি আনুষ্ঠানিকতা সারেন গ্লেন ফিলিপস ও মিচেল ব্রেসওয়েল।
এর আগে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চমক দেখায় নাজমুল হোসেন শান্তকে ওপেন করতে পাঠিয়ে। সেই কাজটা তিনি অবশ্য সামলান দারুণভাবেই। ১৪ মাস পর ওয়ানডেতে ওপেন করতে নেমে বাংলাদেশ অধিনায়ক উপহার দেন লড়িয়ে এক ইনিংস। তবে তার ৭৭ রানও কাজে দেয়নি দলকে বড় স্কোরের ভিত গড়ে দিতে।
আরও পড়ুন
১২ মাস পর ওপেনিংয়ে ফিরেই ফিফটি করলেন শান্ত |
![]() |
এর মূল কারণ আবারও টপ অর্ডারের ব্যর্থতা। তানজিদ ২৪ করলেও অন্যরা একবারেই পারেননি আশার আলো হতে। এক ডিজিটে বাজে শটে আউট হন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।
১৯৬ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩০ রান পার করতে পারে জাকের আলি অনিকের ৪৫ রান ও রিশাদ হোসেনের ২৪ রানের ক্যামিওতে। ২৬ রানে ৪ উইকেট নেন স্পিনার ব্রেসওয়েল।
১ আগস্ট ২০২৫, ১:২৮ পিএম
৩০ জুলাই ২০২৫, ৮:৫৭ পিএম
আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে বাড়তি প্রস্তুতির সুযোগ তৈরি হল অংশগ্রহণকারী তিন দেশের সামনে। চলতি মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
এই টুর্নামেন্ট আয়োজন করবে ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আসর চলবে আগস্ট থেকে সেপ্টেম্বরের শুরুতে।
ত্রিদেশীয় এই টুর্নামেন্টে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে সব মিলিয়ে মোট ৬টি ম্যাচ হবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, আর চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টও হবে সংযুক্ত আরব আমিরাতেই।
ত্রিদেশীয় সিরিজের তিন দলের মধ্যে আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পাকিস্তান সবার চেয়ে এগিয়ে আছে, তাদের অবস্থান ৮ নম্বরে। আফগানিস্তান আছে ৯ নম্বরে এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১৪ নম্বরে।
বুলাওয়ে টেস্টে প্রথম দিনের হতাশা কাটিয়ে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে চেষ্ঠা করেছে জিম্বাবুয়ে। নিউ জিল্যান্ডকে প্রথম ইনিংসে ১৫৮'র বেশি লিড নিতে দেয়নি স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে ইনিংস হার এড়ানো থেকে ১২৬ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে অল আউট করে দিন শেষে উইকেটহীন ৯২ স্কোরে স্বাগতিক দলকে রান পাহাড়ে চাপা দেয়ার আভাস দিয়েছিল নিউ জিল্যান্ড। তবে দিনের প্রথম বলে ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেছেন জিম্বাবুয়ে পেসার মুজারাবানি। তার শর্ট বলে শর্ট লেগে উইল ইয়ং দিয়ে এসেছেন ক্যাচ (৪১)।
দ্বিতীয় উইকেট জুটির ৬৬ রানে স্বাগতিক দলকে হতাশায় ফেলে দিয়েছিলেন ডেভন কনওয়ে-হেনরি নিকোলাস। তবে মুজারাবানির বলে গালিতে নিকোলাম (৩৪) ক্যাচ দেয়ার মধ্য দিয়ে বড় একটা দমকা হাওয়া বয়ে যায় নিউ জিল্যান্ডের ইনিংসের উপর দিয়ে। মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়ে নিউ জিল্যান্ড।
সেখান থেকে দলের স্কোর তিনশ' ছাড়িয়ে নিয়েছেন ড্যারেল মিচেল। নিয়াম্বুরির ইয়র্কারে বোল্ড হয়ে থেমেছেন মিচেল ৮০ রানে। ২২৪ মিনিটের যে ইনিংসে ১৫টি চার এর পাশে ছিল একটি ছক্কা। তবে অবধারিত সেঞ্চুরি মিস করেছেন ডেভন কনওয়ে। চিভাঙ্গার আউট সাইড অফ ডেলিভারিতে ডেভন কনওয়ে গালিতে ক্যাচ দিয়ে হাতছাড়া করেছেন ৫ম টেস্ট সেঞ্চুরি।
জিম্বাবুয়ে পেসার মুজারাবানি পেয়েছেন ৩ উইকেট (৩/৭৩)। চিভাঙ্গা পেয়েছেন ২ উইকেট (২/৫১)। প্রথম ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে পড়া জিম্বাবুয়ে লড়ছে ইনিংস হার এড়াতে। তবে হেনরি (১/১১) এবং ও রোর্কের (১/১৬) বোলিংয়ে স্কোরশিটে ৩১ উঠতে হারিয়েছে জিম্বাবুয়ে ২ উইকেট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় জিম্বাবুয়ে। কালে-ভদ্রে পরাশক্তিদের সাথে টেস্ট খেলার সুযোগ পায় দলটি। এতেই বড়দের সাথে ব্যবধান তৈরি হয়ে গেছে। এ মাসের শুরুতে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সাথে ঘরের মাঠে কুলিয়ে উঠতে পারেনি। বুলাওয়েতে দুই টেস্টের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে। বুলাওয়েতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবার শুরু হওয়া টেস্টের প্রথম দিনেও শিক্ষানবীশ জিম্বাবুয়েকে দেখেছে দর্শক। টেস্টের প্রথম দিনটি পার করতে পারেনি জিম্বাবুয়ে। টি-ব্রেকের আধ ঘন্টা পর মাত্র ১৪৯ রানে গুটিয়ে নিয়েছে ইনিংস। জবাব দিতে এসে প্রথম দিন শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৯২/০। সব কটি উইকেট হাতে রেখে পিছিয়ে আছে সফরকারী দলটি মাত্র ৫৭ রানে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বুলাওয়ে টেস্টের প্রথম দিন কিউই পেসার ম্যাট হেনরির তোপের মুখে মাত্র ৬৯ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৬ষ্ঠ উইকেট জুটির ৫৪ রানে স্কোরটা তিন অঙ্কে টেনে নিতে পেরেছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান শিন উইলিয়ামস এদিন মাত্র ২ রানের মাথায় পেসার স্মিথের অ্যাঙ্গেল ডেলিভারিতে বোল্ড আউট হলে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয় ঘনীভূত হয়। ক্রেইগ আরভিন ১০১ মিনিট ব্যাটিং করে ৬টি বাউন্ডারির সাহােয্যে করেছেন সর্বোচ্চ ৩৯ রান। তাফাজা সিগা করেছেন ১১০ মিনিট স্থায়ীত্ব পাওয়া ব্যাটিংয়ে ৩০ রান। যে ইনিংসে মেরেছেন তিনি ৫টি চার।
কিউই পেসার ম্যাট হেনরি ছড়িয়েছেন আতঙ্ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো অবতীর্ন হয়ে পেয়েছেন ৬ উইকেট (৬/৩৯)। আর এক পেসার নাথান স্মিথ পেয়েছেন ৩ উইকেট (৩/২০)।
গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়েছিল ভারতের ম্যাচ বয়কটে। তবে এরপর এশিয়া কাপে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ নিশ্চিত হওয়ায়, আশা ছিল লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেদের মধ্যকার ম্যাচ খেলবে দুই দেশ। তবে সেমিফাইনালেও প্রতিবেশী দেশের সাথে ম্যাচ বয়কট করেছে ভারত। ফলে ম্যাচ না খেলেই ফাইনালে চলে গেছে পাকিস্তান।
আগামী বৃহস্পতিবার বার্মিংহ্যামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে গ্রুপ পর্বের পর সেমিতেও পাকিস্তানের সাথে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ফলে সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস বা দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে।
টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দলে ছিলেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, পিয়ুষ চাওলা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পার মতো সাবেক তারকা ক্রিকেটাররা। শুরুতে রাজি হলেও গত ২০ জুলাই শেষ সময়ে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান কয়েকজন ক্রিকেটার। এরপর বাতিল হয় ম্যাচটি।
সেই ম্যাচ থেকে উভয় দলই পয়েন্ট ভাগ করে নেয়। গ্রুপ পর্বে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পাকিস্তান চ্যাম্পিয়নস সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে মাত্র ৩ পয়েন্ট পাওয়া ইন্ডিয়া চ্যাম্পিয়নস হয় চতুর্থ।
উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলা ও পরবর্তী সামরিক উত্তেজনার পর দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে।
ওই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তানের জাতীয় দল এখনও মুখোমুখি হয়নি। সদ্য ঘোষিত এশিয়া কাপের সূচিতে একই গ্রুপে থাকা এই দুই দলের সব মিলিয়ে তিনটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রাখা হয়েছে। তবে লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচও বাতিল হওয়ায় নতুন করে শঙ্কা জাগতে পারে ভারত-পাকিস্তান মহারণ নিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হতেই ব্রেন্ডন টেলরের জন্য খুলে যাচ্ছে জাতীয় দলের দরজা। আগামী ৭ আগস্ট বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে যুক্ত করেছে জিম্বাবুয়ে।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন টেলর। এরপর আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙার কারণে ৩৯ বছর বয়সী এই কিপার-ব্যাটারকে নিষিদ্ধ করা হয়। তিন বছর ছয় মাসের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জুলাই।
নিষেধাজ্ঞার সময় জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টেলর কোনো জাতীয় দল বা ঘরোয়া ক্লাবের সঙ্গে অনুশীলন করতে পারেননি। তবে হারারের একটি বেসরকারি স্কুলের সুযোগ-সুবিধা ব্যবহার করে এই সময়ে তিনি নিজেকে ফিট রাখেন ফের ক্রিকেটে ফেরার আশা নিয়ে।
নিষেধাজ্ঞা শেষের আগে টেলর এক সাক্ষাৎকারে বলেছিলেন, পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে মাদক ও মদাসক্তি কাটিয়ে তিনি আগের চেয়ে অনেক বেশি ফিট অনুভব করছেন।
জিম্বাবুয়ে এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে আছেন উইকেটরক্ষক-ব্যাটার তাফাদজওয়া সিগা। বুধবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টের একাদশে আছেন তিনি, প্রথম ইনিংসে ব্যাটিং অর্ডারে তার অবস্থান সাত।
ফলে দ্বিতীয় টেস্টে টেলর যদি দলে আসেন, আর নিজের পুরনো চার নম্বর ব্যাটিং পজিশনে ফেরেন, তাহলে শন উইলিয়ামসসহ অন্যদের এক ধাপ করে নিচে নেমে যেতে হতে পারে।
২০০৪ থেকে ২০২১ পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৩৪টি টেস্ট খেলা টেলর নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ছিলেন সাদা পোশাকে জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটার। ৩৬.২৫ গড়ে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেছেন ২ হাজার ৩২০ রান। শেষবার টেস্ট খেলেছিলেন ২০২১ সালে, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে।
৯ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
২৬ দিন আগে
২৬ দিন আগে
২৭ দিন আগে