২৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ এম

সম্প্রতি মাঠের খেলা থেকে বাইরের নানান বিষয় নিয়েই সংবাদের শিরোনাম হচ্ছেন লামিনে ইয়ামাল। সবশেষ মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্সে দলের শিরোপা জয়ে অবদান রাখেন বার্সেলোনার তারকা উইঙ্গার। তবে চলতি মৌসুমে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়েই যেন আগ্রহ বেশি অনেকের। ইয়ামাল কি করছেন, কি বলছেন, কোথায় যাচ্ছেন তা নিয়েই যত কৌতুহল ভক্তদের।
মাঠের বাইরের এসব বিষয় বার্সার সেরা ফুটবলারের খেলায় প্রভাব ফেলতেই পারে। অনেকের মতে সবশেষ এল ক্লাসিকোতে ইয়ামালের ছন্দহীনতার কারণ বিতর্কিত মন্তব্য আর উদাসীনতা। দলের আক্রমণের প্রাণভোমরাকে তো আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। সেই শঙ্কা থেকেই এবার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের ক্লাব তাকে নিয়ে নাকি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে , ‘বার্সেলোনা আশা করে ইয়ামাল পুরোপুরি পেলভিক চোট কাটিয়ে দলে নিয়মিত হয়ে উঠবেন। তবে সাম্প্রতিক সময়ে তার মন্তব্যের কারণে খেলোয়াড় ব্যবস্থাপনা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।’
আরও পড়ুন
| বাঁচা-মরা ম্যাচের আগে জোড়া সুসংবাদ-দুঃসংবাদ শোনালেন আর্সেনাল কোচ |
|
এল ক্লাসিকোর আগে একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘রিয়াল চুরি করে, এরপর অভিযোগ করে’ এমন মন্তব্য করেন ইয়ামাল। তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার হয়। সেই রেশ ছড়িয়ে পড়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও। ইয়ামালের পায়ে বল গেলেই দুয়োধ্বনি দিতে থাকে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি। পরে ম্যাচ শেষে তো কত কি হয়ে গেল। বার্সার তারকার ওপর রাগ ঝাড়েন রিয়ালের কয়েকজন ফুটবলার।
এল ক্লাসিকোর আগে ইয়ামালের মন্তব্যে ইতিবাচক দৃষ্টিতে দেখছে না তাঁর ক্লাব বার্সেলোনা। ইয়ামালের মন্তব্য ‘এল ক্লাসিকোর আগে রিয়ালের প্রতিশোধী মনোভাবকে আরও উসকে দিয়েছে’ বলে মনে করছে কাতালান ক্লাবটি।
আপাতত ইয়ামালের পুরোপুরি সেরে ওঠা ও পারফরম্যান্সে ফেরাকে শীর্ষ অগ্রাধিকার দিচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনা ইয়ামালের মন্তব্যকে ‘এক তরুণ খেলোয়াড়ের ভুল’ হিসেবে মূল্যায়ন করলেও, একই ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য ইয়ামালের এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে সমন্বয় করে তরুণ তারকার কথাবার্তা, আচরণ ও ব্যক্তিগত জীবন ব্যবস্থাপনা করবে।’ ভবিষ্যতে ইয়ামালের অপ্রয়োজনীয় বিবৃতি বা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া প্রতিরোধ করতে চায় বার্সা।
No posts available.
২৯ অক্টোবর ২০২৫, ৩:১৩ পিএম
২৯ অক্টোবর ২০২৫, ৩:০১ পিএম
২৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
২৯ অক্টোবর ২০২৫, ৮:৫৩ এম
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ এম

কিংবদন্তিদের লোকে যুগ যুগ ধরে মনে রাখে। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাও ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।
২০২০ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়ার পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন এই মহাতারকার সম্মানে পরিবর্তন করা হয় আর্জেন্টিনার একটি স্টেডিয়ামের নাম। দক্ষিণ আমেরিকার দেশটির লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ম্যারাডোনার নামে রাখা হয়। এবার এই স্টেডিয়ামের নামের সঙ্গে আরও দুটি শব্দ যোগ হলো। এখন থেকে এর নাম হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফএ এবং বুয়েনস আইরেস প্রদেশ সরকারের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে গৃহীত হয়েছে।
কিংবদন্তি ম্যারাডোনার নামের সঙ্গে আর্জেন্টিনার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবও এখন একসঙ্গে প্রকাশ পাবে স্টেডিয়ামটির নামকরণে। সভায় উপস্থিতিদের উদ্দেশে এএফ’এর সভাপতি ক্লদিও স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতীকী তাৎপর্য তুলে ধরে বলেন, ‘যদি সবাই একমত হন তবে লা প্লাতার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হবে ‘দিয়েগো আরমান্দো মারাডোনা – তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন’। এটি কেবল আমাদের বয়সভিত্তিক, নারী ও সিনিয়র জাতীয় দলের ঘরের মাঠই হবে না বরং লিগ ও আর্জেন্টিনা কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আয়োজক হিসেবে কাজ করতে পারবে এটি।’
আরও পড়ুন
| গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন হুইলচেয়ার আরোহী |
|
ওই সভা উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি ব্যক্তিত্বরা। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন হুলিও ভিয়া, আলবার্তো তারান্তিনি, উবালদো ফিয়োল, ওমর লারোসা, লুইস ইস্লাস ও হেক্টর এনরিকে। তাঁরা সবাই জাতীয় দলের উত্তরাধিকার ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানান।
বুয়েনস আইরেস সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এএফএ মারাডোনার মৃত্যুর পর ২০২০ সালের ডিসেম্বরেই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করেছিল। এবার নতুন নাম সংযোজনের মধ্য দিয়ে আর্জেন্টিনার জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার সঙ্গে এই শ্রদ্ধাঞ্জলিকে এক সূত্রে গাঁথা হলো।
এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, বয়সভিত্তিক প্রতিযোগিতা, পাশাপাশি অসংখ্য কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্সে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ম্যারাডোনা। জাতীয় দলে অমর হয়ে থাকার পাশাপাশি ক্লাব পর্যায়ে ন্যাপোলিরও কিংবদন্তি তিনি। ইতালির শহর নাপোলিতেও কিংবদন্তি ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়।
মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন
| চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচেও হারল বসুন্ধরা কিংস |
|
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ টি-স্পোর্টসকে বলেন, 'আমাদেরকে তাঁরা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।'
এর আগে গত ৬ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ তারিখ পরের ম্যাচ হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ।
আর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে এটি হবে ফিরতি লেগের ম্যাচ। ২৫ মার্চ প্রথম লেগে দেশটির শিলংয়ে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অভিষেক হয় হামজা চৌধুরীর।
বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৪ ম্যাচ। দুটিতে হার এবং দুটিতে ড্রয়ের সুবাদে কেবল দুই পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তাতে বাছাই থেকে বিদায় নিশ্চিত হাভিয়ের কাবরেরার দলের। শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮।

ইন্টার মিলানের স্প্যানিশ গোলকিপার হোসেপ মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন ৮১ বছর বয়সী এক হুইলচেয়ার আরোহী। ইতালির কোমো প্রদেশে এই ঘটনা ঘটে।
ইতালীয় পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘ইন্টার মিলানের অ্যাপিয়ানো জেনটিলে প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন গোলকিপার মার্টিনেজ। তাঁর গাড়িটি কোমো প্রদেশে রাস্তার পাশে সাইকেলের লেনে এক বৈদ্যুতিক হুইলচেয়ারের সঙ্গে ধাক্কা খায়। হুইলচেয়ারটি তাঁর লেনে চলে এসেছিল।মার্টিনেজ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জরুরি সেবায় কল করেন এবং লোকটিতে সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।’
আরও পড়ুন
| ইয়ামালকে বির্তক থেকে বাঁচাতে নতুন পরিকল্পনা বার্সার |
|
দূর্ঘটনায় আহত হননি মার্টিনেজ। তবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিকটস্থ হাসপাতালে রক্তে অ্যালকোহল ও মাদকের উপস্থিতি নির্ণয়ের জন্য পরীক্ষা করা হয় এই গোলকিপারকে।
দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ রাস্তার টায়ার মার্ক পরীক্ষা করছে, যাতে ব্রেকিং দূরত্ব এবং গাড়ির প্রাথমিক গতি পরীক্ষা করা যায়।
ঘটনার পর বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে সিরি ‘আ’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে ইন্টার মিলান। ক্লাবটি এই দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া ২৭ বছর বয়সী স্পেনের এই গোলরক্ষক এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। মার্তিনেজ এর আগে লাস পালমাস ও আরবি লাইপজিগের হয়েও খেলেছেন।

আরেকটি শিরোপার লড়াই থেকে ছিটকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর প্রতিযোগিতামূলক কোনো শিরোপার ছোঁয়া না পাওয়া পর্তুগিজ মহারতারকার আরও একটি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হলো।
গতকাল রাতে কিংস কাপের শেষ ষোলোতে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়েও রোনালদোদের হারাতে বেগ পেতে হয়নি আল ইত্তিহাদের।
রাউন্ড অব সিক্সটিনে দলের হারে নিষ্প্রভ ছিলেন রোনালদোও। ‘সিআর সেভেনে’র হতাশার ম্যাচে আলো ছড়ান তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমা। শুরুতে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। এরপর এঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে আল নাসর সমতা ফিরলেও হুসেম আওয়ারের নৈপুণ্যে জয়সূচক গোল পেয়ে যায় আল ইত্তিহাদ।
আরও পড়ুন
| বাঁচা-মরা ম্যাচের আগে জোড়া সুসংবাদ-দুঃসংবাদ শোনালেন আর্সেনাল কোচ |
|
আল আউয়াল পার্কে শুরুটা দুর্দান্তই ছিল আল নাসরের। বলের দখল থেকে শট নেওয়াতেও প্রতিপক্ষ থেকে এগিয়ে ছিল রোনালদোরা। তবে খেলার ধারার বিপরীতে গোল পায় আল ইত্তিহাদই। ম্যাচের ১৫ মিনিটে দ্রুত এক পাল্টা আক্রমণ থেকে মুসা দিয়াবি মাঝমাঠে বেনজেমার সঙ্গে ওয়ান-টু করে ডান প্রান্তে ছুটে যান, এরপর নিখুঁত এক ক্রসে বাঁ দিক থেকে বক্সে সাবেক রিয়াল তারকা বেনজেমাকে খুঁজে নেন। ফরাসি ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন।
রোনালদোকে পুরো সময় ভালোভাবে আটকে রাখে আল ইত্তিহাদের রক্ষণ। ৩০ মিনিটে সমতায় ফিরে আল নাসর। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের থ্রু বল পেয়ে রোনালদো বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ক্রস দেন। বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গ্যাব্রিয়েলের সামনেই পড়ে। প্রাক্তন চেলসি তারকা প্রথম ছোঁয়াতেই শট নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও এগিয়ে যায় আল ইত্তিহাদ। থ্রু বল ধরে হুসেম আওয়ার বক্সে ঢুকে আল নাসরের ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে ব্যবধান ২-১ করেন।
বিরতির পর রোনালদোরা সমতায় ফেরার মরিয়া চেষ্টা শুরু করেন। জর্জ জেসুসের দল আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই এক ধাক্কা খায় আল ইত্তিহাদ। আইমান ইয়াহিয়াকে বিপজ্জনক ট্যাকল করায় ক্লাবটির ডিফেন্ডার আহমেদ আল জুলায়দান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
প্রতিপক্ষের একজন কম খেলোয়াড়ের সুবিধা নিয়ে আল নাসর আক্রমণের তীব্রতা আরও বাড়ায়। কিন্তু শেষ পর্যন্ত আল ইত্তিহাদের দুর্দান্ত রক্ষণভাগ তাদের কোনো গোল করতে দেয়নি। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
আল নাসরে ব্যক্তিগত সাফল্য থাকলেও এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ট্রফি জেতা হলো না রোনালদোর। প্রায় তিন বছরেরও বেশি সময় ক্লাবটিতে খেলে দলকে শিরোপা এনে দিতে ব্যর্থ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৪০ বছর বয়সী রোনালদোও।
আরও পড়ুন
| ফিফা বিশ্বকাপে আকাশছোঁয়া বিস্ময়, সৌদি আরবের ‘স্কাই স্টেডিয়াম’ |
|
২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে রোনালদো মোট ১৩টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দুইবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহ করে তাদের সর্বোচ্চ সাফল্য গত মৌসুমের সেমিফাইনালে ওঠা।
রোনালদো যোগ দেওয়ার পর ২০২২–২৩ এবং ২০২৩–২৪ মৌসুমে সৌদি প্রো লিগে রানার্সআপ হয়েছিল আল নাসর। সবশেষ মৌসুমে তো পয়েন্ট টেবিলের তিনে থেকে শেষ করেছে তারা। তারা শেষ পর্যন্ত তৃতীয় স্থানে ছিল।

জিতলে নিশ্চিত শেষ আট। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ২০২৫ কারাবাও কাপের এমন এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মাঠে গড়াবে বাঁচা-মরা এই ম্যাচ। ম্যাচের আগে দুঃসবাদ জানালেন গার্নারদের স্প্যানিশ কোচ মিকেল আরতেতা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আরতেতা জানিয়েছেন, কারাবাও কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে পাচ্ছে না আর্সেনাল। দুইজনই চোটে ভুগছেন। তবে দুটি সুসংবাদও দিয়েছেন তিনি। ডেকলান রাইস ও রিকার্ডো কালাফিওরি চোট কাটিয়ে প্রস্তুত ঘরের মাঠে লড়াইয়ের জন্য।
আরতেতা বলেছেন,
‘সালিবা খেলতে পারবেন না। সে চোটে। রাইস ও কালাফিওরি প্রস্তুত পরের ম্যাচের জন্য। সালিবার মতো মার্তিনেল্লিও চোটে। তাকেও পাওয়া যাবে না পরের ম্যাচে।’
বুকায়ো সাকা গত সপ্তাহে অসুস্থ ছিলেন। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে তাঁকে বদলি করা হয়। তবে আরতেতা নিশ্চিত করেছেন ব্রাইটনের বিপক্ষে দেখা যাবে সাকাকে।