আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত কয়েক মাস ধরেই দারুণ সময় পার করছেন তাসকিন আহমেদ। সেই ধারাবাহিকতায় এবার অসাধারণ এক অর্জন ধরা দিল তার ঝুলিতে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন অভিজ্ঞ পেসার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে আউট করে মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী পেসার। ৯৯ উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন বাংলাদেশের এই পেস বিভাগের নেতা।
একশ উইকেটের মাইলফলক ছুঁতে ৮২ ম্যাচ ও ৮০ ইনিংস লাগল তাসকিনের। বাংলাদেশের বোলারদের মধ্যে এই ফরম্যাটে তার আগে একশ উইকেট নিতে পেরেছেন শুধু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
মারুফার তোপ থেকে বৃষ্টি বাঁচাল প্রোটিয়াদের |
![]() |
পাকিস্তান ম্যাচের আগপর্যন্ত মুস্তাফিজের নামের পাশে ছিল ১৫০ উইকেট। আর ১৪৯ উইকেট নিয়ে ঠিক তার পরেই সাকিব।
উইকেটের সেঞ্চুরি করার পথে এখন পর্যন্ত ৩ বার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া ১৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। পাকিস্তান ম্যাচের আগে সবশেষ ৭ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট।
২০১৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তাসকিনের ২০২৩ সাল পর্যন্ত ছিল মাত্র ৫২ রান। ২০২৪ ও ২০২৫ সাল মিলিয়ে এরই মধ্যে তিনি নিয়ে ফেলেছেন ৪৮ উইকেট। গত বছর ১৯ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। চলতি বছর এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৮ উইকেট তার।
সব মিলিয়ে ১০০ উইকেট নেওয়া বিশ্বের ২৬তম বোলার তাসকিন। এই তালিকায় সবার ওপরের নামটি আফগানিস্তানের রশিদ খানের। এখন পর্যন্ত ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট পেয়েছেন আফগানদের এই তারকা লেগ স্পিনার।
No posts available.
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৮ পিএম
‘শাহীন আফ্রিদি সম্ভবত পাকিস্তান দলের সেরা ব্যাটার।’ এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যের সময় এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঁচা-মরা ম্যাচে ধুঁকতে থাকা পাকিস্তানকে লড়াইয়ের দিকে ফেরান শাহিন। মাত্র ১৩ বলে ১৯ রান করেন তিনি, যার মধ্যে ছিল দুটি ছক্কা।
যখন পাকিস্তানের টপ-মিডল অর্ডারের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে উইকেট হারাচ্ছিলেন, তখন দায়িত্ব কাঁধে তুলে নেন শাহিন। যদিও ছোট ইনিংসে তিনবার আউটের হাত থেকে বেঁচে যান তিনি।
১২তম ওভারে রিশাদ হোসেনের চার বলের মধ্যে তিনবার বেঁচে যান শাহিন। প্রথম বলের ক্যাচ কাভারে কঠিন হলেও ধরতে পারেননি নুরুল হাসান সোহান। পরের বলের এলবিডব্লিউ দাবি আম্পায়ার গ্রহণ করেননি, এরপর বাংলাদেশ রিভিউ নেয়। রিপ্লেতে দেখা যায়, আম্পায়ারের কল অনুযায়ী শাহিন বেঁচে যান। চতুর্থ বলের লং অন থেকে দৌড়ে এসে নাগাল পেলেও ক্যাচ নিতে পারেননি শেখ মেহেদি হাসান।
রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছেন কুমার সাঙ্গাকারা। আজ এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক বর্তমানে ফ্রাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক পদে রয়েছেন। রাহুল দ্রাবিড় নিয়োগ পাওয়ার আগে দলের প্রধান কোচ ছিলেন তিনি।
আইপিএলের উদ্বোধনী আসরে (২০০৮ সাল) চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে ফাইনালে ওঠে রাজস্থান। তবে গুজরাটের বিপক্ষে হেরে দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয় দলটি। পরবর্তীতে ২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো পর দ্রাবিড়ের সঙ্গে চুক্তি করে রাজস্থান। তার কোচিংয়ে ২০২৫ আসর বাজে কাটে দলটির। ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে শেষ করে আসর। এমন ভরাডুবির ফলে দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে রাজস্থানের। শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নেন তিনি।
ক্রিকইনফোর প্রতিবেদনে এও বলা হয়েছে, সাবেক ভারতীয় ব্যাটার ভিক্রাম রাঠোরকে সহকারী কোচ হিসেবে ধরে রাখছে রাজস্থান। বোলিং কোচ হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড।
টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেছিলেন, ১৫০ রান করতে পারলে তার দলের বোলারদের জন্য যথেষ্ট হবে। কিন্তু বাংলাদেশের বোলাররা তাদেরকে সেই রান করতে দিলেন না। বিশেষ করে চমৎকার বোলিং করলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৩৫ রান। তাই এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য খুব বড় নয়।
আরও পড়ুন
মাশরাফি-তামিমকে মুক্তি দিয়ে সাইমের শূন্যের রেকর্ড |
![]() |
পাকিস্তানকে নাগালের মধ্যে রাখার বড় কারিগর তাসকিন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি করার ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার। এছাড়া দুই স্পিনার রিশাদ ও মেহেদি নেন ২টি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন তরুণ লেগ স্পিনার।
তাসকিন ও রিশাদের উইকেট অবশ্য আরও বাড়তে পারত। তাসকিনের ওভারে পড়ে একটি ক্যাচ। আর রিশাদের চার বলের মধ্যে ২টি ক্যাচ ছাড়েন ফিল্ডাররা।
পাকিস্তানকে অবশ্য একশর আগেই অলআউট করার সম্ভাবনা জাগিয়ে ফেলেছিল বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। পরে পঞ্চাশ হওয়ার আগেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।
আরও পড়ুন
বিশ্বকাপের আগে ধাক্কা খেল ভারত |
![]() |
এক পর্যায়ে ১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৫ রান। পরে ইনিংসের বাকি ৮ ওভারে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে ৮০ রান তোলে পাকিস্তান। এতে বড় ভূমিকা ছিল বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের।
১ ও ৩ রানে জীবন পেয়ে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। একইভাবে মাত্র ১ রানে জীবন পেয়ে ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাওয়াজ। দুজন মিলে 'বোনাস' পান চল্লিশের বেশি রান।
আরও পড়ুন
ছন্দময় তাসকিনের দারুণ সেঞ্চুরি |
![]() |
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ হারিস। ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি। সপ্তম উইকেটে মাত্র ২৪ বলে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন হারিস ও নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, সাকিব ৪-০-২৮-০, মোস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
শেখ মেহেদি হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে বড় শটের চেষ্টায় মিড অফে ক্যাচ দিলেন সাইম আইয়ুব। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারলেন না পাকিস্তানি ব্যাটার। একইসঙ্গে তিনি গড়লেন শূন্যের এক বিব্রতকর রেকর্ড।
ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো এশিয়া কাপে এ নিয়ে ছয় ম্যাচের চারটিতেই ‘ডাক’ মেরেছেন সাইম। যার ফলে এখন আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কোনো টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচে ওমান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। সুপার ফোরে এসে ভারতের বিপক্ষে ২১ ও শ্রীলঙ্কার সঙ্গে ২ রান করতে পারেন ২৩ বছর বয়সী ব্যাটার।
আরও পড়ুন
বিশ্বকাপের আগে ধাক্কা খেল ভারত |
![]() |
সুপার ফোরের শেষ ম্যাচে আবারও শূন্য রানে আউট হয়ে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, তানজিদ হাসান তামিম, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জিম্বাবুয়ের রেগিস চাকাভাকে মুক্তি দিলেন পাকিস্তানের তরুণ বাঁহাতি ব্যাটার।
২০০৯ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে ৩টি ডাক মারেন ফ্লেচার। ২০১৬ সালের এশিয়া কাপে ৫ ইনিংসে ৩টি ডাক মারেন মাশরাফি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৩ বার শূন্য রানে আউট হন চাকাভা।
গত বছরের বিশ্বকাপে ৭ ইনিংস ব্যাটিং করে তিনবার খালি হাতে ফেরেন বাংলাদেশের জুনিয়র তামিম। চলতি এশিয়া কাপেও ৫ ইনিংসে দুইবার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন দলটির পেসার অরুন্ধতী রেড্ডি। চোট এতটাই গুরুতর যে হুইলচেয়ারে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটের ক্যাচ নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান রেড্ডি। তড়িৎ চিকিৎসকরা ছুটে যান মাঠে। প্রাথমিক চিকিৎসার পর হুইলচেয়ার মাঠের বাইরে নিয়ে যাওয়া তাকে। ওয়ানডে বিশ্বকাপে রেড্ডির অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন
ছন্দময় তাসকিনের দারুণ সেঞ্চুরি |
![]() |
গত বছর ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় রেড্ডির। জাতীয় দলের জার্সিতে ১১ ম্যাচ ১৫ উইকেট তুলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে ২ ম্যাচে ৪ উইকেট নেন রেড্ডি। চলতি বছরে ৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৭।
২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে রানারআপ ভারত এবার ঘরের মাঠে শিরোপার লক্ষ্যে নামছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ২-১ ব্যবধানে হারের পর কিছুটা চাপে তারা। এমন সময়ে অরুন্ধতী রেড্ডির চোট মড়ার উপর খাঁড়ার ঘা বলা যায়।