১০ জানুয়ারি ২০২৫, ৮:২২ পিএম

রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দায়িত্ব পালনের মধ্যেই অন্য ক্লাবে বিস্তৃত হল মিকি আর্থারের ভূমিকা। কাউন্টির দল ডার্বিশায়ারের ক্রিকেটের প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি তাকে নিয়োগ দেওয়া হয়েছে নর্দার্ন সুপারচার্জার্স-এর ক্রিকেট পরিচালক হিসেবেও।
ডার্বিশায়ার ২০২৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ভীষণ বাজেভাবে শেষ করেছিল। ডিভিশন টু-তে ১৪ ম্যাচে জিতেছিল মাত্র একটি ম্যাচে। এছাড়া টি-২০ ব্লাস্ট ও মেট্রো ব্যাঙ্ক ওয়ানডে কাপে ব্যর্থ হয় নকআউট পর্বে যেতে।
আরও পড়ুন
| নাহিদের গতিতে মুগ্ধ ইফতিখার, প্রশংসায় পঞ্চমুখ সোহানের |
|
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম অভিজ্ঞ ও পরীক্ষিত কোচদের একজন হিসেবে বিবেচিত আর্থার। ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি অভিজ্ঞতা আছে জাতীয় দলের সাথে কয়েকবার কাজ করারও। সবশেষ ছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টরের দায়িত্বে। সেই আলোকেই তাকে বাড়তি দায়িত্ব দিয়েছে ডার্বিশায়ার। নতুম ভূমিকায় তিনি কাজ করবেন ক্লাবটির ছেলেদের ও মেয়েদের দলের সাথে।
আর্থার দ্য হানড্রেডে দলকে খেলোয়াড় নেওয়ার বিষয়ে পরামর্শ দেবেন এবং প্রধান কোচদের সমর্থন দেবেন। অভিজ্ঞ এই কোচ মেট্রো ব্যাঙ্ক ওয়ানডে কাপের সময় কাউন্টির সাথে থাকবেন, যখন আবার একযোগে দ্য হানড্রেডও চলবে।
আর্থার এই মুহূর্তে ব্যস্ত বিপিএল নিয়ে। গ্লোবাল সুপার লিগ দিয়ে প্রথমবার নেন রংপুরের দায়িত্ব। তার কোচিংয়ে পাঁচ দলের আসরে শিরোপা জেতে দলটি। এবারের বিপিএলেও আছে স্বপ্নের ফর্মে। ছয় ম্যাচের ছয়টিতেই জিতে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আরও পড়ুন
| বিফলে গেল সাব্বিরের ঝড়ো ফিফটি, চিটাগংয়ের স্বস্তির জয় |
|
No posts available.
২ নভেম্বর ২০২৫, ৬:৪৪ পিএম

প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল আফগানিস্তান। তবে তৃতীয় ম্যাচে রশিদ খানরা নেমেছিল ভিন্ন লক্ষ্য নিয়ে—হোয়াইটওয়াশের আশায়। শেষ পর্যন্ত তাদের সেই উচ্চাশা পূরণ হয়েছে। জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ৩–০ ব্যবধানে শেষ করেছে আফগানরা।
হারারেতে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করে ২১০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ২০১ রান পর্যন্ত পৌঁছতে পারে সিকান্দার রাজার দল।
এদিন ইনিংসের শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তারা ১৫.৪ ওভার পর্যন্ত ব্যাট করে উদ্বোধনীতে জুটিতে যোগ করেন ১৫৯ রান। শেষ পর্যন্ত সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন গুরবাজ, তাতেই ভাঙে জুটি।
মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। আরেক ওপেনার জাদরান করেন ৪৯ বলে ৬০ রান।
দুই ওপেনার ফেরার পর শেষ দিকে সেদিকুল্লাহ আতল খেলেন ঝোড়ো ইনিংস। মাত্র ১৫ বলে ৩৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ২৩৩! শেষ পর্যন্ত ২০ ওভারে ২১০ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
জবাবে জিম্বাবুয়ে শুরুতে ২ উইকেট হারালেও রান রেট ধরে রাখে। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে স্বাগতিকরা। এক প্রান্ত আগলে খেলছিলেন ব্রেনেট, তবে ৪৭ রানে ফিরে যান তিনি।
অধিনায়ক সিকান্দার রাজার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। বল হাতে সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ২৯ বলে অর্ধশতক (৫১) পূর্ণ করেন তিনি।
১৭ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল জিম্বাবুয়ে। শেষ তিন ওভারে ৫ উইকেটে ১৭২ রান থাকলেও ১৭তম ওভারে ফরিদ আহমেদের দুটি উইকেট আফগানদের জয় নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত ৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
আফগানিস্তানের হয়ে আব্দুল্লাহ আহমাদজাই নেন সর্বোচ্চ ৩ উইকেট, ফরিদ আহমেদ নেন ২টি।
ম্যাচসেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে ১৬৯ রান করে সিরিজসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।

মেঘলা আকাশ। ম্যাচের আগেও ঝরেছে কয়েক দফা বৃষ্টি। ফলে নারী বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। তবে তাঁর সিদ্ধান্ত যে একদম নিখুঁত, তা বলা যাবে না। যে লক্ষ্য নিয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তা পূরণ হয়নি। বরং স্মৃতি মান্ধানা-শেফালি বর্মার দুর্দান্ত সূচনা ও শেষ দিকে দীপ্তি শর্মার দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।
নারী ওয়ানডের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা কখনোই এত বেশি রান তাড়া করে জিততে পারেনি। দলটি সর্বোচ্চ ২৭৫ রান তাড়া করে জিতেছে। ২০২১ সালে লক্ষ্ণৌয়ে ২৬৭ রানের লক্ষ্য ছুঁয়ে ভারতকে হারিয়েছিল দলটি।
নাভি মুম্বাইয়ে আজ প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ১০ ওভারে বিনা উইকেটে তোলে ৬৪ রান। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার জুটি ভাঙে দলীয় ১০৪ রানে, যখন স্মৃতি ফেরেন। উইকেট ছাড়ার আগে বাঁহাতি ব্যাটার করেন ৪৫ রান।
জুটি ভাঙলেও ঠিকই রেকর্ড গড়েছেন দুজন। নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে ভারতের সর্বোচ্চ রান — মান্ধানা-শেফালির এই ১০৪ রান।
মান্ধানা ফেরার পরও থেমে থাকেননি শেফালি। ৬ রানে জীবন পাওয়া এই ব্যাটার স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে দ্বিতীয়বার ক্যাচ তুলে দিয়ে আর রক্ষা পাননি। সুনে লুসের হাতে ধরা পড়ে ফিরতে হয় ৮৭ রানে। আউট হওয়ার আগে মারেন ৭ চার ও ২ ছক্কা।
দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেমিমাহ রদ্রিগেজ আজ থিতু হয়েও সুবিধা করতে পারেননি, ফেরেন ২৪ রানে। অধিনায়ক হারমানপ্রীত কৌর থামেন ২০ রানে, আর আমানজোত কৌর ফেরেন ১২ রানে।
দলীয় ২৪৫ রানে ৫ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। তাদের জুটি থেকে আসে ৪৭ রান। শেষ পর্যন্ত রিচা ফেরেন ৩৪ রানে, আর শেষ বলে রান আউট হওয়ার আগে দীপ্তি করেন ৫৮ রান। তাতেই ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়াবঙ্গা খাকা। ৯ ওভার বল করে খরচ করেন ৫৮ রান।

তাঁর প্রধান কাজ স্পিন ভেলকি দেখানো। হোবার্টে আজ বোলিংয়ের সুযোগই দেওয়া হয়নি ওয়াশিংটন সুন্দরকে। তবে বেলেরিভ ওভালে বলের চেয়ে ওয়াশিংটন ব্যাট হাতেই বেশি সুন্দর ছিলেন তিনি। তাঁর ব্যাটিং ঝড়েই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।
দারুণ জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। টস জিতে অস্ট্রেলিয়াকেই আগে ব্যাটিংয়ে পাঠায় অতিথিরা। টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের ঝোড়ো ফিফটিতে ৬ উইকেটে ১৮৬ রান স্কোরে জমা করে অজিরা। ৯ বল বাকি থাকতে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করেছে ভারত।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। কার্যকর ইনিংস খেলেছেন অভিষেক শর্মা (২৫), শুভমান গিল (১৫), সূর্যকুমার যাদব (২৪), অক্ষর প্যাটেল (১৭) তিলক ভার্মারা (২৯)। তবে বড় ইনিংস খেলতে পারেননি মূল ব্যাটাররা।
একটা সময় হারের শঙ্কাও জেগে ওঠে ভারতের। তবে ওয়াশিংটনের অপরাজিত ২৩ বলে ৪৯ রানে রানের অসাধারণ ইনিংসে সেই শঙ্কা দূরীভূত হয়। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার। ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছে নাথান এলিস। ৩.৩ ওভারে ৫৬ রান দিয়ে স্বাগতিকদের ডুবিয়েছেন আরেক পেসার শন অ্যাবোট।
তার আগে টিম ডেভিডের ৩৮ বলে ৭৪, স্টয়নিসের ৩৯ বলে ৬৪ ও ম্যাথু শর্টের ১৫ বলে ২৬ রানে সৌজন্যে ১৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন তিনি। আগামী বৃহস্পতিবার গোল্ড কোস্টে হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।

নাভি মুম্বাইয়ে নতুন এক বিশ্ব চ্যাম্পিয়নকে পাওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রমীরা। সেই ঐতিহাসিক মুহূর্তের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ফাইনাল খেলা।
তবে টানা বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার উপযোগী হতে সময় লেগেছে কয়েক ঘণ্টা। খেলা শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৫০ ওভারেই খেলা শুরু হয়েছে। আজ পুরো ম্যাচ না হলে, কাল রিজার্ভ-ডেতে গড়াবে খেলা। তবে আবহাওয়ার পূর্বভাস বলছে আগামীকালও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে নাভি মুম্বাইয়ে। প্রশ্ন এখন আসতেই পারে, রিজার্ভ ডেতে খেলা না হলে শিরোপা নির্ধারণ কীভাবে হবে?
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ অফিশিয়ালরা চেষ্টা করবেন খেলা এক দিনেই শেষ করতে। এমনকি কম ওভারে হলেও। প্রত্যেক দলকে অন্তত ২০ ওভার খেলা বাধ্যতামূলক। তা সম্ভব না হলে, আজ যেখানে খেলা শেষ হবে, সেখান থেকে কাল রিজার্ভ ডেতে পুনরায় শুরু হবে।
যদি শেষ পর্যন্ত দুই দিনে মিলেও খেলার ফল না আসে, তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো শিরোপা ভাগাভাগি করবে। দুই দলই ওয়ানডে বিশ্বকাপ জয়ী হিসেবে নাম লেখাবে।

অক্ষর প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি মনের মতো লেংথে পেলেন টিম ডেভিড। সামনের পা এগিয়ে সোজা বোলারের মাথার ওপর দিয়ে সজোরে চালিয়ে দিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার। এরপর বল যেন আর থামার নাম নেই। সোজা গিয়ে লাগল গ্যালারির ছাদে।
বিশাল এই ছক্কার দূরত্ব নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কিছুক্ষণ পর স্ক্রিনে ভেসে ওঠে, ডেভিডের ব্যাট থেকে ১৫৩ কি.মি প্রতি ঘণ্টা বেগে বেরিয়ে গেছে বল। আর সেটি পাড়ি দিয়েছে ১২৯ মিটার পথ। অর্থাৎ অক্ষরের বলে ডেভিডের ছক্কাটি ১২৯ মিটারের।
ভারতের বিপক্ষে আগের ম্যাচেই ১২৪ মিটার ছক্কা মেরেছিলেন তার সতীর্থ ও অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। সেটি ছাড়িয়ে আরও ৪ মিটার বড় ছক্কা মেরে দিয়েছেন ডেভিড। অল্পের জন্য সেই বলটি মাঠের বাইরে চলে যায়নি। গ্যালারির ছাদে লেগে ফিরে আসে মাঠে।
আরও পড়ুন
| দুয়ারে বিশ্বকাপ, তার আগেই অবসরে উইলিয়ামসন |
|
ম্যাচের ধারাভাষ্য কক্ষে থাকা ধারাভাষ্যকারদের মতে, এটি ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা। তবে এর কোন সুনির্ধারিত রেকর্ড লিপিবদ্ধ নেই। কারণ প্রতি বছর বিশ্ব জুড়ে অনেক ম্যাচেই ছক্কার দূরত্ব মাপার ব্যবস্থা থাকে না মাঠে।
পরের ওভারে শিবাম দুবের বলে তিনটি বাউন্ডারি মারেন ডেভিড। তৃতীয় চারে মাত্র ২৩ বলে পূর্ণ হয় তার পঞ্চাশ রান। ক্যারিয়ারের নবম ফিফটি করতে ৭ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন ডেভিড। অর্থাৎ ৪৬ রানই আসে বাউন্ডারি থেকে।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। হায়দরাবাদে ২০২২ সালে ১৯ বলে পঞ্চাশ করেছিলেন ক্যামেরন গ্রিন। আর গত বছর বিশ্বকাপে ট্রাভিস হেডের লেগেছিল ২৪ বল। দুজনের মাঝে এখন ডেভিড।
একইসঙ্গে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ডেভিড। সিঙ্গাপুরের হয়ে ক্যারিয়ার শুরু করা ব্যাটার ওই দেশের জার্সিতে ১৪ ইনিংসে করেছিলেন ৫৫৮ রান। এবার অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ ইনিংসে ১ হাজার পূর্ণ হলো তার।