৩ নভেম্বর ২০২৪, ৬:০১ পিএম
বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী জাতীয় ক্রিকেট দল, সেটা আগেই নিশ্চিত ছিল। এবার নিশ্চিত হয়েছে সূচিও। আগামী ২২ নভেম্বরের তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আইরিশ মেয়েরা।
আগামী ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের সবগুলোই হবে মিরপুরে, প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০ টায়। তার আগে ২৩ নভেম্বর থেকে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে দুই দল।
মিরপুরে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সেখানেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেটে আগামী ৪ ডিসেম্বর অনুশীলন শুরু করবে নিগার-জাহানারারা। ডিসেম্বরের ৫, ৭ ও ৯ তারিখ লাক্কাতুরা স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচ গুলো।
সিরিজের দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য শুরু হবে সকাল ১০ টা থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। রোববারপুরো দল অনুশীলন করেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।