বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাত্র দুই দিন আগে আইসিসি ঘোষণা করল নতুন হল অব ফেম সদস্যদের তালিকা। এবার সেখানে জায়গা করে নিয়েছেন ভিন্ন ভিন্ন দেশের সাতজন কিংবদন্তি ক্রিকেটার। ছেলেদের মধ্যে আছেন মাহেন্দ্রা সিং ধোনি, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভেট্টোর।
আর মেয়েদের মধ্য থেকে এই সম্মান পেয়েছেন ইংল্যান্ডের সারা টেইলর এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক সানা মির, যিনি পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।
ভারতের সাবেক অধিনায়ক ধোনি ইতিহাসের একমাত্র অধিনায়ক, যিনি তিনটি আইসিসি সাদা বলের শিরোপা জিতেছেন। সেগুলো হল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি
আরও পড়ুন
২৯ বছরেই আন্তর্জাতিক অবসরেও আক্ষেপ নেই পুরানের |
![]() |
তিন ফরম্যাটেই দুর্দান্ত সব অর্জন থাকলেও ধোনি তার সেরা ক্রিকেটটা খেলেছেন ওয়ানডেতে। ৩৫০ ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান এবং ৫০-এর বেশি গড় নিয়ে অবসর নেন ২০১৯ বিশ্বকাপের পর। এছাড়াও তার নেতৃত্বেই ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল।
দক্ষিণ আফ্রিকার সাবেক টপ অর্ডার ব্যাটার আমলা ছিলেন তার সময়ের অন্যতম সেড়া ব্যাটারদের একজন। নিখুঁত টেকনিকের কারণে তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত। দক্ষিণ আফ্রিকান প্রথম ব্যাটার হিসেবে তিনি যিনি টেস্টে ত্রিশতক (৩১১*) করেন ইংল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে। সব প্রতিযোগিতা আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ারে ৫৫টির বেশি সেঞ্চুরি রয়েছে।
মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পান স্মিথ। তিনি দীর্ঘ সময় ধরে এই ভূমিকা পালন করেন সফলতার সাথে। প্রোটিয়াদের তিনি ১০৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৫৩টি জিতেছেন, দুটিই বিশ্বরেকর্ড। এছাড়া ১৫০টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন
ভারত-ইংল্যান্ড সিরিজের ট্রফিতে নিজের নাম দেখে আবেগাপ্লুত অ্যান্ডারসন |
![]() |
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক ওপেনার হেইডেন তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। ২০০৭ সালের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। তিনি অজিদের ২০০৩ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। ৫০-এর বেশি গড়ে তার ঝুলিতে রয়েছে ৩০টি টেস্ট সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টোরি বিশ্বের মাত্র তিনজন ক্রিকেটারের একজন, যিনি টেস্টে ৪ হাজার রান ও ৩০০ উইকেট নিয়েছেন। ফার অধিনায়কত্বে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড ফাইনালে খেলেছিল।
১৯ জুন ২০২৫, ৬:৪৭ পিএম
১৭ জুন ২০২৫, ৭:৫২ পিএম