সিলেটের মাঠ খালেদ আহমেদের বেশ ভালো করেই চেনার কথা। নিজের শহর, নিজের স্টেডিয়ামে খালেদ কত শতই ম্যাচই খেলেছেন। তবে এবার অনুভূতিটা ভিন্ন। নিজ শহরে প্রথমবারের মত টেস্ট ম্যাচ খেলবেন খালেদ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা খালেদ আহমেদ। দলের সেরা পেসার এবাদত হোসেন ইনজুরির কারণে নেই। ফলে বড় একটা ভূমিকা পালন করতে হবে খালেদের।
সেজন্যই অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ করি কলিমোরের সাথে ব্যস্ত সময়ই পার করেছেন খালেদ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারও খুব যত্ন নিয়েই খালেদের নানা প্রশ্নের উত্তর দিলেন।
বাংলাদেশের হয়ে খালেদ খেলে ফেলেছেন ১২ টা টেস্ট। লাল বলের ক্রিকেটে ৫ উইকেট নেয়ার কীর্তিও আছে এই পেসারের। তবে সিলেটে,নিজ শহরে এই প্রথম টেস্ট খেলার সুযোগ খালেদের সামনে।
খালেদের সাথে পেস আক্রমণে থাকতে পারেন শরিফুল ইসলামও। এই পেসারও খেলে ফেলেছেন ৭ টেস্ট। অনুশীলনে দুজনে বোলিং করলেন জুটি বেধেই।
টেস্ট দলে অবশ্য আছেন হাসান মাহমুদও। বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিতই খেলেন এই পেসার। তবে লাল বলের দলে হাসান মাহমুদ এবারই প্রথম ডাক পেলেন।
সিলেটে প্রথম টেস্টে এই পেসারদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশ জিতেছিল সিলেটেরই আরেক পেসার এবাদতের কল্যাণে। এবার নায়ক হতে পারবেন খালেদ, শরিফুলরা?