ম্যাচ শেষেই উপহার পেলেন একটা জার্সি। এই জার্সি কেবল জার্সিই না, অর্জনের আনন্দও। কেবল অর্জন? এমন দিনে ফরহাদ হোসেন মনে করতে পারেন নিজের দীর্ঘ ১৯ বছরের শ্রমের কথাও, যেখানে মিলেমিশে আছে উথান-পতনের অজস্র গল্প।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমন সম্মানের বিদায় খুব কম ক্রিকেটারেরই মিলে। মাঠ থেকে রাজার বেশে যেখানে অনেক বড় বড় নামই বিদায় নিতে পারে না, সেখানে সেটাই করতে পারলেন ১৯ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এই রাজশাহীর ক্রিকেটার।
ফরহাদের পরিবারের সদস্যরা হাজির ছিলেন আবেগঘন দিনটিতে। তার পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালের মার্চে, রাজশাহী স্টেডিয়ামে। সেই রাজশাহীতেই থামছেন ঘরের ছেলে। সেদিন প্রতিপক্ষ দলে খেলেছিলেন হান্নান সরকার, আর এদিন জাতীয় নির্বাচক হান্নানের হাত থেকেও মিলল সম্মাননা।
আরও পড়ুন
ঘরোয়া ক্রিকেট কম খেলাই লিটন-শান্তদের ভরাডুবির কারণ, মত বাশারের |
একই দলে ১৯ বছর আগে খেলেছিলেন খালেদ মাসুদ পাইলট, এদিনও হাজির ছিলেন। তবে ভিন্ন ভূমিকায়।
প্রথম শ্রেণির ক্রিকেট ঠিকই রাঙিয়েছেন ফরহাদ। ১৬১ ম্যাচ খেলেছেন ১৯ বছরে। ৯ হাজার পেরোনো রান নামের সঙ্গে। প্রথম শ্রেণির ক্রিকেটে যে কীর্তি আছে কেবল ফরহাদ ছাড়া আর মাত্র তিন বাংলাদেশির।
৪৬ ফিফটি সাথে ফরহাদের নামের পাশে রয়েছে ১৮ সেঞ্চুরিও। সর্বোচ্চ ২১৬ রানের ইনিংসে ফরহাদ জানান দিয়েছেন, বড় ইনিংসও খেলতে পারেন রাজশাহীর অভিজ্ঞ এই ব্যাটার।
ফরহাদের ব্যাটিং গড় ৩৬ থেকে সামান্য কম। ১৯ বছর ধরে ৩৫ গড় ধরে রাখাও আর কম কীসে? অন্য বড় নামের হয়তো তারকাখ্যতিও জোটেনি কখনো জাতীয় দলে না খেলা এই ফরহাদের। তবে দেশের ঘরোয়া ক্রিকেটের চষে বেড়িয়েছেন সর্বত্রই।
আরও পড়ুন
৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কামিন্স |
১৯ বছরে ১৯ হাজার বল ব্যাটিং করেছেন। ৯ হাজার রান পেরোনো ফরহাদের নামের সাথে কার্যকরী ১৬৫ উইকেট। ফিল্ডিংয়েও ছিলেন দলের অন্যতম সেরা। ক্যাচের ডাবল সেঞ্চুরিও রয়েছে।
অভিষেক ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২৪ আর ৩৬ রান, ম্যাচে নিয়েছিলেন এক উইকেটও। বিদায়ী ম্যাচে ২৬ আর ৯ রান আর সাথে সাক্ষী হয়ে থাকল অসংখ্য সম্মাননা।
৩৭ বছর ২৭৬ দিন বয়সে থামলেন ফরহাদ হোসেন। হয়তো ক্রিকেটার পরিচয়ে বড় তারকা হতে পারেননি, তবে ৯ হাজার প্রথম শ্রেনীর ক্রিকেট রানের ফরহাদ হোসেন নিজেকে সফল ভাবতেই পারেন। ৯ হাজার রান কি আর চাট্টিখানি কথা। ফরহাদের অর্জনই তার হয়ে কথা বলবে বাংলাদেশের ক্রিকেটে।
১৯ নভেম্বর ২০২৪, ৪:৩১ পিএম
বেশ কিছুট সময় ধরেই ভারতের পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে চলছে নানা বিতর্ক। এরই মাঝে পাকিস্তানে বসতে যাওয়া ভিন্ন আরেকটি টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে দেশটির সরকার ছাড়পত্র দেয়নি। ফলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ সংস্করণ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।
এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী শুক্রবার থেকে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ভারত বোর্ড একটি বিবৃতিতে বলেছে,
“পুরো দলের জন্য এটা একটা বড় ধাক্কা হলেও তারা সরকারের উদ্বেগ এবং এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করে। আমরা সরকারের নির্দেশনাকে অগ্রাধিকার দিই এবং ভারতে ব্লাইন্ড ক্রিকেটের ক্রমাগত উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব আগামীতে।”
প্রথম তিনটি টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। তিনবারই শিরোপাও জিতেছিল তারা। এর মধ্যে প্রথম দুটি সংস্করণের ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল দলটি। আর সবশেষ আসরে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অংশই নিচ্ছে না।
টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতের পাকিস্তানে যা যাওয়ার এই ঘোষণা এল এমন একটা সময়ে, যখন মূল আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পাকিস্তানে গিয়ে খেলতে আগেই অস্বীকৃতি জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে আইসিসিকেও। এর কারণ হিসেবে তারা বলেছে ভারত সরকারের অনুমতি না পাওয়ার কথা।
আর পাকিস্তানও রয়েছে তাদের অবস্থানে অনড়। টুর্নামেন্ট আয়োজন করতে হবে পাকিস্তানেই এবং হাইব্রিড মডেল, মানে ভারতের ম্যাচগুলো ভিন্ন আরেকটি দেশে তারা আয়োজন করবে না। প্রয়োজনে ভারতকে ছাড়াই খেলা চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সাকিব আল হাসানের সাথে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই ইউনিস খানের। তবে বাংলা টাইগার্সের নতুন প্রধান কোচ ঠিকই জানেন, তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন বাংলাদেশ তারকা। আর তাই সাকিবদের প্রথম দিনের অনুশীলনে সাবেক পাকিস্তান অধিনায়ক আর সাকিবের আলোচনা জমেছে বেশ। দুজনের যুগলবন্দীতে এর আগে চ্যাম্পিয়ন না হওয়া টাইগার্স এবার চাইবে ট্রফিটা উঁচিয়ে ধরতে।
দলটিকে সেই কঠিন কাজ করতে হলে অবশ্যই ব্যাটে-বলে চেনা ছন্দে দেখা দিতে হবে সাকিবকে। সাম্প্রতিক সময়ে যে ব্যাটিংয়ে সমস্যা প্রবল। রান পাচ্ছেন না ধারাবাহিকভাবে। দেশের মাটিতে হোক বা বিদেশে, সাাকিবের ব্যাটে বড় নাই। বোলিংটাও যেন কিছুটা অচেনা। নেই সেই চেনা ছন্দ। আবুধাবি টি-টেন তাই সাকিবের জন্য বড় এক পরীক্ষার মঞ্চই হতে যাচ্ছে।
আরও পড়ুন
জিম আফ্রো টি-১০ এ চ্যাম্পিয়ন বাংলাদেশী মালিকানাধীন জোবার্গ বাংলা টাইগার্স |
সাকিব ছাড়াও এবার দলে আছেন রশিদ খান, দাসুন শানাকা, লিয়াম লিভিংস্টোনদের মত আন্তর্জাতিক তারকারা। আছেন সাবেক ভারত কিপার-ব্যাটার দীনেশ কার্তিকও। একই দলে সাকিব ছাড়া থাকার কথা ছিল তাওহীদ হৃদয়েরও। তবে ভিসা জটিলতায় এখনো দলের সাথেই যোগ দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাটারের।
এরপরও দল নিয়ে দারুণ আশাবাদী বাংলা টাইগার্স টিম ম্যানেজমেন্ট। বড় স্বপ্ন টুর্নামেন্ট শুরুর আগে, অপেক্ষা অধরা শিরোপা জেতার।
আরও পড়ুন
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, বাংলা টাইগার্সের রোমাঞ্চকর জয় |
বৃহস্পতিবার থেকে শুরু এবারের আবুধাবি টি টেন। সব ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামবে সাকিব-রশিদদের বাংলা টাইগার্স। ৬ দলের ৪০ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ২ ডিসেম্বর।
ওমরা করেই সাকিব আল হাসানের ঠিকানা এখন সংযুক্ত আর আমিরাত। আরেকবার মাঠের ফেরার চেষ্টায় সাকিবের চেষ্টার কমতি নেই। জিমে কাটাচ্ছেন সময়। এদিকে সাকিবের জাতীয় দলের সতীর্থ্য তাওহীদ হৃদয়ের এখনো দলের সাথে যোগ দেওয়াই হয়নি।
শেষবার কানপুরে নিজের বিদায়ী টেস্ট তারপর আর কোথায় মাঠে নামা হয়নি সাকিবের। ঢাকায় খেলতে পারেননি নিজের বিদায়ী টেস্টও। সেপ্টেম্বরের পরে আবার নভেম্বরের মাঝামাঝি মাঠে দেখা যাবে সাকিবকে।
৩৭ বছরের সাকিবের এবারও বাড়তি দায়িত্ব বাংলা টাইগার্সে। ব্যাটের সঙ্গে বলেও রাখতে হচ্ছে অবদান। এর আগে টি-টেনে ৩য়, ৫ম, ৪র্থ, ৮ম, আর ৪র্থ হওয়া বাংলা টাইগার্স এবার বিশেষ নজর রাখতেই চাইবে টি-টেনে।
একই দলে সাকিব ছাড়া থাকার কথা ছিল তাওহীদ হৃদয়েরও। তবে ভিসা জটিলতায় এখনো দলের সাথেই যোগ দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাটারের। টি-স্পোর্টসকে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ।
সাকিব ছাড়াও রশিদ খান, দাসুন শানাকা, লিয়াম লিভিংস্টোনরা রয়েছে দলটায়। ২১ নভেম্বর থেকে শুরু এবারের আবুধাবি টি টেন। সব ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামবে সাকিব-হৃদয়-রশিদদের বাংলা টাইগার্স। ৬ দলের ৪০ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ২ ডিসেম্বর।
১৯ নভেম্বর, ২০২৩। অস্ট্রেলিয়া সেদিন শুধু বিশ্বকাপটা জিতে নেয়নি। সঙ্গে কেড়ে নিয়েছিল দেড়শো কোটিরও বেশি মুখের হাসি। আজ সেই বিষাদের বর্ষপূর্তি। সেদিন আহমেদাবাদের স্টেডিয়াম ভর্তি এক লাখ মানুষ মন খারাপ করে বাড়ি ফিরেছিল!
সমুদ্রের নীরবতারও একটা আওয়াজ থাকে। কান পেতে তা অনুভব করা যায়। কিন্তু এক বিশাল নীল জনসমুদ্র সেদিন এতটাই ম্লান ছিল যে, সেই বিষাদে একটা ‘হেক্সাজয়ও’ ফিকে হয়ে গিয়েছিল। সেদিন আহমেদাবাদ প্যাট কামিন্স আর তাঁর দলের অর্জনকে মেনে নিতে পারছিল না!
আরও পড়ুন
ধবলধোলাই হয়ে রোহিত বললেন, ‘অধিনায়ক ও ব্যাটার হিসেবে ব্যর্থ হয়েছি’ |
ভারত দেশটা ক্রিকেটকে পূজা করে। প্রায় ১৫০ কোটি প্রাণের ভারতে ক্রিকেট শুধু খেলা না। ক্রিকেট ‘দেব ভব্।‘ অর্থাৎ ক্রিকেট তাদের কাছে দেবতাসম। খোদ বিলেতিরাও অবাক হয়, ক্রিকেটের প্রতি ভারতীয়দের উন্মাদনা দেখে। আর সেই ভারতই সেদিন অবাক-মন্থর হয়ে তাকিয়ে ছিল। মাঠের ছবি থেকে টিভি সেট, রেডিও সব কিছুতে ভারতের পরাজয়টা ধরা পড়লেও, কোন যন্ত্রই সেদিন কোটি মুখের হাহাকারটি বয়ান করতে পারেনি।
রোহিতের ৪৭, কোহলির ৫৪, রাহুলের ৬৬। তিনটে ইনিংস একটু হাসির খোরাক দিয়েছিল। ঠিকই। তবু ২৯ ওভারে কোহলির আউটের পর সেই যে নরেন্ত্র মোদি স্টেডিয়াম চুপ হলো। মন খুলে হাসাটা এরপর আর ওদের হয়ে ওঠেনি। সবকটা উইকেট হারিয়ে ২৪০। যা পার করতে অজিরা হাতে রেখে দিয়েছিল ৭ ওভার ও ৬ উইকেট।
এক ট্রাভিস হেডের খুনে ব্যাটিংই যথেষ্ট ছিল। ১২০ বলে ১৩৭ রানের তার ইনিংসটি দেড়শো কোটি হৃদয়ে আজও রক্তক্ষরণ । তবে ঐ বিশ্বকাপ না পাওয়ার বছরপূর্তির আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দেশটি, লাঘব করেছে দু:সহ সেই স্মৃতির।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে গিলকে ‘পাচ্ছে না’ ভারত |
ক্যালেন্ডারের পাতা উল্টে আবারো আসবে এই তারিখ। তবে ভারত তাতে আর আফসোস রাখবে না। ওরা বিশ্বাস করে কোন এক ১৯ নভেম্বরে ট্রফিটা ঠিকই ঘরে আসবে। ওদের কাছে যে, ‘ক্রিকেট দেব ভব।‘
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ শুরু হওয়ার প্রাক্কালে কথার লড়াই জমে উঠেছে! অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক সাবধান করেছেন তাঁর দেশের ক্রিকেটারদের। বলেছেন স্লেজিং নিয়ে মাঠে ভিরাট কোহলির সাথে পাল্লা দেয়াটা ঠিক হবে না, এতে দলের লক্ষ্য দূরে সরে যেতে পারে!
প্রতিপক্ষ যখন ব্যাটিংয়ে, তখন মাঠে চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্যে, কটাক্ষ করা-মনোযোগ নষ্ট করার বিষয়ে ভিরাট কোহলিকে অনন্য মনে করা হয়! এবং এটি তাকে বরং ব্যাট হাতেও সাফল্য এনে দেয়। এবার অস্ট্রেলিয়া এই বিষয়ে সচেতন। দু’দল মিলিয়ে স্লেজিংয়ে কোহলির সাথে কিছুটা তুলনীয় গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথ। কিন্তু কথার লড়াইয়ে আক্রমণাত্মক কোহলির সাথে পারা কঠিন বাকিদের জন্য। ক্লার্ক মনে করিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ানদের এতটা বোকা হওয়া উচিত হবে না! কারণ, কোহলি চান অস্ট্রেলিয়ানরা আক্রমণাত্মক হোক, আর সেটার সুযোগ নিক ভারত,
আরও পড়ুন
৬ বছর পর দশের বাইরে, কানপুরে ফেরার চেষ্টায় কোহলি |
“আমি মনে করি না অস্ট্রেলিয়ানরা নিজেদেরকে হাস্যরসের বিষয় করে তুলবে। ভিরাট কিন্তু সেটাই চান! সে তাদেরকে খোঁচাখুঁচি করবে, কিন্তু অসিদের উচিত হবে তার থেকে দূরে থাকা, এই সুযোগটা দেয়া ঠিক হবে না! সে অনেক বড় ক্রিকেটার, তাঁর প্রতি সবার ভালবাসা আছে, আমি নিজেই কোহলির ব্যাটিং দেখার জন্য উন্মুখ। ভারতকে যদি সাফল্য পেতে হয় তবে অবশ্যই ভিরাটকেই বেশি রান করতে হবেঁ”।
বোর্ডার-গাভাস্কার ট্রফি মাঠে গড়ানোর আগে রেভস্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ক্লার্ক মনে করিয়ে দিয়েছেন যে ভিরাট তাঁর সেরা ফর্মে নেই! পার্থে প্রথম টেস্টে সে যদি ব্যর্থ হয় তবে অস্ট্রেলিয়ার পোয়াবারো! এরআগের সফরগুলোতে ভিরাট দারুণ খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে,
“কোহলির অসাধারণ রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে, ১৩ টেস্টের ৬টিতেই সেঞ্চুরি করেছেন তিনি। সে ভাল করেই জানে কিভাবে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হয়! অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচিত ঠান্ডা মাথায় তাকে মোকাবেলা করা, কোন বোকামি করা ঠিক হবে না”!
আরও পড়ুন
ওয়ানডেতে কোহলি-বেভান কে সেরা? বললেন অ্যান্ডারসন |
শুধু কোহলি নয়, রোহিত শর্মাকে নিয়েও কথা বলেছেন ক্লার্ক। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষ্যে পার্থ টেস্টে দেখা যাবে না অধিনায়ককে। ব্যক্তিগত জীবন কখনো কখনো দেশের হয়ে খেলার চেয়েও বড় বলে মনে করেন ক্লার্ক।