ক্রিকেট

চোট কাটিয়ে মুম্বাই স্কোয়াডে বুমরাহ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ এপ্রিল ২০২৫, ৪:১০ পিএম

news-details

আইপিলের শুরুর দিকে থাকতে পারবেন না, আগেই নিশ্চিত ছিল। কয়েকটি ম্যাচ মিসের পর মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। তবে তিনি ঠিক কবে মাঠে ফিরতে পারেন, সেটা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 


মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ আগামী সোমবার, ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচে বুমরাহর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।


বুমরাহ গত শনিবার বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সের বিসিসিআইয়ের মেডিকেল স্টাফের কাছ থেকে ছাড়পত্র পান, যেখানে তিনি গত জানুয়ারি থেকে পিঠের চোটের পুনর্বাসনের কাজ করছিলেন। এরপরই তিনি মুম্বাই দলের সাথে যোগ দিয়েছেন। ডানহাতি এই পেসার এখন তার প্রত্যাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য কোচ মাহেলা জয়াবর্ধনে ও মুম্বাইয়ের সাপোর্ট স্টাফের সাথে কাজ চালিয়ে যাবেন।


আরও পড়ুন

পার্থেই থেকে গেলেন ‘ওয়ান ক্লাব ম্যান’ মার্শ পার্থেই থেকে গেলেন ‘ওয়ান ক্লাব ম্যান’ মার্শ


গত ৪ জানুয়ারী সিডনিতে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে যান বুমরাহ। শুরুতে দলে থাকলেও পরে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। 


বুমরাহর চোট নিয়ে শেষ আপডেট এসেছিল গত ৪ এপ্রিল। তখন জানা গিয়েছিল যে, তিনি বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি মিস করতে যাচ্ছেন। এর পরের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা।


২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় বুমরাহর। এরপর থেকে এখন পর্যন্ত খেলেছেন ১৩৩টি ম্যাচ। শিকার করেছেন ১৬৫টি উইকেট। ২০২৩ সাল বাদে খেলেছেন প্রতিটি মৌসুমেই। সেবার পিঠের চোটের কারণে আইপিএল মিস করেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক।


এবার বুমরাহকে ছাড়া খেলা চার ম্যাচে ছন্দে দেখা যায়নি মুম্বাইকে। জিতেছে মাত্র একটি, আর হেরে গেছে তিনটিতে।


ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই তাসকিন, প্রথমবার তানজিম

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৮ এপ্রিল ২০২৫, ৪:৪১ পিএম

news-details

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।  প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে চোটের কারণে স্কোয়াডে জায়গা মেলেনি পেসার তাসকিন আহমেদের, আর প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। 


পিএসএলের খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাসকে এ সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন দলে।


আরও পড়ুন

২০ মাস পর ফিরলেন নাসির, বল হাতে নিলেন উইকেটও ২০ মাস পর ফিরলেন নাসির, বল হাতে নিলেন উইকেটও


তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। চার পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কেবল দুজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।


২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
bottom-logo

ক্রিকেট

ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ এপ্রিল ২০২৫, ৩:৪৮ পিএম

news-details

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আগাগোড়াই মাতাচ্ছেন ব্যাটাররা। রোজই ঘটছে সেঞ্চুরির ঘটনা। সোমবার ৯ম রাউন্ডের শেষ দিনে আসরে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ চার ও ৭ ছক্কায় ৫৯ বলে অপরাজিত ১০৩ রান করেন লেজেন্ডস অফ রুপগঞ্জের এই ব্যাটার। 


বিকেএসপির ৩ নম্বর মাঠে রুপগঞ্জের টার্গেট ছিল ১৩০ রানের। সেখানে একাই ১০৩ রান করেন তামিম। এবারের আসরে শুরু থেকেই ফর্মে জাতীয় দলের এই ওপেনার। প্রায় সব ম্যাচেই শুরুটা করেছেন ভালো। তিন ম্যাচে খেলেছেন ষাটোর্ধ্ব ইনিংস। তবে সেই ইনিংস আরো বড় করতে না পারার আক্ষেপ সংবাদ মাধ্যমে ঝেড়েছিলেন একদিন আগেই। পরদিনই তাঁর আক্ষেপ ঘুঁচে রুপ নিলো তা শতকে। 


আরও পড়ুন

আজ বেঙ্গালুরুর বিপক্ষেই নামছেন বুমরাহ! আজ বেঙ্গালুরুর বিপক্ষেই নামছেন বুমরাহ!


ডিপিএলে এখনো পর্যন্ত ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে ৩৮৪ রান করেছেন তানজিদ তামিম। ধারাবাহিক পারফরমেন্সে তাঁর স্ট্রাইক ১৪৩.২৮, টুর্নামেন্টে অন্তত আড়াইশো করা ব্যাটারদের মধ্যে যা সবোর্চ্চ। 


তানজিদের ঝড়ে বিনা উইকেটে ১৮৯ বল বাকি থকতেই ম্যাচ জেতে রুপগঞ্জ। ৯ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। এর মাঝে তিন ম্যাচেই তাদের জয়ের ব্যবধান ১০ উইকেটে। ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে তারা। সমান ম্যাচে দুই জয়ে দশম স্থানে পারটেক্স। 


bottom-logo

ক্রিকেট

আজ বেঙ্গালুরুর বিপক্ষেই নামছেন বুমরাহ!

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ এপ্রিল ২০২৫, ২:১২ পিএম

news-details

৪ ম্যাচের ৩ টাতেই হার। ঘরের মাঠ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একমাত্র জয়। ভক্তকূলে রব উঠে গেছে বুমরাহ ফিরবেন কবে? মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য ফেরাতে যে বুমরাহকেই সবচেয়ে বেশি দরকার। 


পিঠের চোটের কার‍ণে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি। আইপিএলের প্রথম চার ম্যাচেও তাঁকে দলে পায়নি মুম্বাই। আর হারের বৃত্তে থাকায় হার্দিক-রোহিতরা বুমরাহর অভাবটা খুব ভালো করেই টের পেয়েছে। তাই তো পুরো ফ্র্যাঞ্চাইজিই অপেক্ষায় ছিল তার। 


অবশেষে শংকার মেঘ কেটেছে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে মাঠে নামছেন জাসপ্রীত বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কয়েক মাস পুনর্বাসনে থাকা বুমরাহ পুরোপুরি ফিট হয়ে মাঠে নামছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। 


আরও পড়ুন

ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি


৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার শনিবার মুম্বাই দলে যোগ দিয়েছেন। সব ঠিক থাকলে আজ (সোমবার) রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিপক্ষে ম্যাচ দিয়ে চার মাস পর খেলতে নামবেন তিনি। বুমরাহর খেলা প্রসঙ্গে জানান দলের কোচ মাহেলা জয়াবর্ধনে।


‘’আগের দিন (শনিবার) রাতে সে (বুমরাহ) এসেছে। জাতীয় ক্রিকেট একাডেমিতে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছে। অনূশীলন করেছে দলের সঙ্গে। বেঙ্গালুরুর ম্যাচে খেলবে। আমাদের ফিজিও তাঁর দেখভাল করবে। তবে প্রথম দিন অনুশীলনে দেখে তাঁকে ভালো লেগেছে। ‘’

মুম্বাই ও বেঙ্গালুরুর দ্বৈরথ একটা বাড়তি উত্তেজনা দেয় ভক্তদের। আর এমন বড় ম্যাচেই বুমরাহর কামব্যাকে কিছুটা ভয়ে থাকবে কি না কোহলিরা, এমন প্রসঙ্গে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আরসিবির ব্যাটার টিম ডেভিড জানান তাদের আগ্রহের কথা।


আরও পড়ুন

পিএসলের ধারাভাষ্যকার প্যানেলে আতাহার আলি পিএসলের ধারাভাষ্যকার প্যানেলে আতাহার আলি


‘’আশা করি বুমরাহ ম্যাচের প্রথম ওভার করবে। আর আমাদের ওপেনিংয়ে যেই থাকবে, চার-ছক্কা মারার চেষ্টা করবে। সবাই জানে, সে (বুমরাহ) বিশ্বের সেরা বোলার। তাঁকে আবার টুর্নামেন্টে (আইপিএলে) দেখতে পারাটা দারুণ। জানি সে ইয়র্কার মারবে। আমি শুধু আমার পায়ের আঙুলগুলো নিরাপদে রাখার চেষ্টা করবো। (হাসি)….’’

গেল জানুয়ারিতে বর্ডার গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে পিঠের চোটে পড়েন বুমরাহ। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেও বল করতে পারেননি তিনি। দেশে ফেরার পর থেকেই মাঠের বাইরে। অবশেষে দীর্ঘ সময় পর তাঁর মাঠে ফেরার অপেক্ষায় সবাই। 


bottom-logo

ক্রিকেট

২০ মাস পর ফিরলেন নাসির, বল হাতে নিলেন উইকেটও

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম

news-details

তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে সোমবার মাঠে ফিরেছেন তিনি। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন জাতীয় দলের এক সময়কার ফিনিশার খ্যাত ক্রিকেটার। 


২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে অবশ্য সেই অপরাধ নাসির শিকার করে নেন। 


আরও পড়ুন

ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি


তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়।


দুই বছরের আগেই ‘মুক্তি’ পেয়ে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁর ক্রিকেটে ফেরা নিয়ে আজ একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিবৃতিতে বিসিবি লিখেছে, 

“নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।”


দীর্ঘ ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। 


ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

পিএসলের ধারাভাষ্যকার প্যানেলে আতাহার আলি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ এপ্রিল ২০২৫, ৫:১২ পিএম

news-details

বাংলাদেশের ঘরোয়া ও বিদেশের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে লম্বা সময় ধরেই চেনা নাম আতাহার আলি খান। আইসিসি ইভেন্টেও নিয়মিত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সাবেক এই ক্রিকেটার। এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।


রোববার প্রকাশিত হয়েছে পিএসএলের এবারের তারকাখচিত ধারাভাষ্যকার প্যানেল। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতাহার। এবারই প্রথম পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাভাষ্য দেবেন তিনি।


আরও পড়ুন

চোট কাটিয়ে মুম্বাই স্কোয়াডে বুমরাহ চোট কাটিয়ে মুম্বাই স্কোয়াডে বুমরাহ


ছয় দলের পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ হবে ১৮ মে শেষ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে। করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে হবে মোট ৩৪টি ম্যাচ।


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও চেনা মুখ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন প্রথম আসর থেকেই। এবার পালা পিএসএলের।


আতাহার ছাড়াও এবারের আসর দিয়ে ধারাভাষ্যকার হিসেবে পিএসএলে অভিষেক হচ্ছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। তালিকায় আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিকোলাস ইংল্যান্ডে স্কাই স্পোর্টস এবং অস্ট্রেলিয়ায় চ্যানেল ৯-এর সাথেও এই মুহূর্তে চুক্তিবদ্ধ আছেন।


আরও পড়ুন

‘নোটবুক’ উদযাপনে আবার শাস্তি পেলেন দীগভেশ ‘নোটবুক’ উদযাপনে আবার শাস্তি পেলেন দীগভেশ


কুক ছাড়াও সাবেক ক্রিকেটারদের মধ্যে এবারের পিএসএলে ধারাভাষ্যকার হিসেবে আরও দেখা যাবে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, দক্ষিণ আফ্রিকা জেপি ডুমিনি, মাইক হেইসম্যান এবং অস্ট্রেলিয়ার ডমিনিক কর্ক, মার্ক বুচাররা।


পাকিস্তানিদের দেখা যাবে চার সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরামকে সহ আরও কয়েকজনকে।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo