চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া চোট কাটিয়ে দ্রুতই ফেরার কথা ছিল জাতীয় দলে। তবে ম্যাট হেনরিকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। স্কোয়াডে থাকলেও তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই নিউজিল্যান্ড পেসার।
ক্রিকেট নিউজিল্যান্ডে এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির স্কোয়াডে থাকা হেনরিকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই পেসার তার চোট পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
চলতি মাসের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ক্যাচ নেওয়ার সময় হেনরি তার ডান কাঁধে চোট পান, যা তাকে ছিটকে দেয় ভারতের বিপক্ষে ফাইনালের থেকে।
আরও পড়ুন
আইপিএলে স্লো-ওভার রেটের শাস্তি থেকে অধিনায়কের মুক্তি |
![]() |
চলমান সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে থাকা জাকারি ফৌলকসকে হেনরির বদলি শেষ দুই ম্যাচের জন্য তাই রাখা হয়েছে দলে। প্রথম ম্যাচে ১১ রানে ১ উইকেট (তিন ওভারে) দ্বিতীয় ম্যাচে ৩২ রান দিয়ে উইকেট শূন্য (তিন ওভারে) থাকেন তিনি। দুটি ম্যাচেই নিউজিল্যান্ড জিতেছিল।
স্কোয়াডে আনা হয়েছে আরেকটি পরিবর্তন। কাইল জেমিসন বাদ পড়েছেন শেষ দুই ম্যাচ থেকে। দীর্ঘজায় এই পেসার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। পরের ম্যাচে পাননি উইকেট, গুনেন ৫৪ রান। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার উইল ও'রউর্ককে।
আগামী রোববার (মাউন্ট মুনগানুই) এবং বুধবার (ওয়েলিংটন) হবে সিরিজের শেষ দুই ম্যাচে। নিউজিল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে।
গত ছয় মাস ধরে সব ফরম্যাট মিলিয়েই রান খরায় ভুগছেন। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার ওপর তাই চাপ বাড়ছেই। সেটা আরও বাড়ছে চলতি আইপিএলে এখন পর্যন্ত রানের দেখা না পাওয়ায়। সাবেক ভারত ব্যাটার সঞ্জয় মাঞ্জারেকার মনে করছেন, ক্যারিয়ারের এমন একটা ধাপে আছেন রোহিত, যেখানে তাকে প্রতিনিয়তই প্রমাণ করতে হবে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চার বলে ডাক মেরে আউট হন রোহিত। এরপর ডানহাতি এই ব্যাটার গত শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে করতে পারেন মাত্র ৮ রানে।
রোহিতের রানের জন্য লড়াই নিয়ে জিওস্টারের এক অনুষ্ঠানে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মাঞ্জারেকার তুলে ধরেন তার অবস্থান।
“রোহিত শর্মা স্পষ্টভাবে একটা ধাপে আছেন। তিনি আর সেই তিন থেকে চার বছর আগে রোহিত শর্মা নন। তিনি তার ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে রয়েছেন, যেখানে তাকে প্রতিদিন সকালে নিজেকে তাড়না দিতে হয়। তাকে কঠোর প্রশিক্ষণ করতে হবে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ সবকিছু তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তিনি এখনও নিজের প্রতিভা এবং খেলার স্টাইলের ওপর নির্ভর করে খেলছেন।”
রোহিত আন্তর্জাতিক ক্রিকেটেও একটা কঠিন সময় পার করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে এখন টেস্টে তার ফিফটি মাত্র একটি। গড় মাত্র ১০.৯৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে তো নিজেকেই সরিয়ে নেন অভিজ্ঞ এই ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের পথে ফাইনালে খেলেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। তবে ওই ম্যাচের আগ পর্যন্ত বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না লম্বা সময় ধরেই। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত ওয়ানডে থেকে অবসরের চিন্তা নেই তার।
নতুন কোচ খুঁজে নিল নেপাল ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল আগামী দুই বছরের জন্য নেপালের ছেলেদের জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।
নেপালের ডাগআউটে ল স্থলাভিষিক্ত হয়েছেন মন্টি দেশাইয়ের, যার দুই বছরের মেয়াদ এই বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
কোচ হিসেবে ল-এর রয়েছে অনেক অভিজ্ঞতা রয়েছে। সবশেষ তিনি সামলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব। এর আগে ছিলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রধান কোচ।
বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও কাজ করেছেন ল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কোচের দায়িত্ব সামলেছেন। আর জাতীয় দলের হয়ে তার সেরা সাফল্য ২০১২ সালে। সেবার প্রথমবার বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা ল নিজ দেশেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় দলের ব্যাটিং কোচ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সে চাকরি এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্ব।
২০২৪ সালের অক্টোবরে ল-কে যুক্তরাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার কোচিংয়েই দলটি ইতিহাস গড়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশকে। এরপর নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-এইটে।
নতুন চাকরি পেলেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই কোচকে আসছে পিএসএলের আসরের জন্য নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স। প্রাথমিকভাবে এই চাকরিটি পেয়েছিলেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
গফকে শুরুতে গত বছর গায়ানায় গ্লোবাল সুপার লিগের জন্য কালান্দার্সের কোচ করা হয়েছিল। টুর্নামেন্টে পাকিস্তানের দলটি চতুর্থ হলেও তার কাজের ধরন নিয়ে খুশি ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই চুক্তি বাড়িয়েছিল পিএসএলের দশম আসরের জন্য।
তবে গফ শেষ সময়ে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণে কালান্দার্স এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে। তবে এটাও বলেছে যে, তারা গফের দেওয়া অতীতের প্রতিশ্রুতিগুলো না রাখার কারণ বুঝেছে এবং তারা সেটা সম্মান করে।
তার জায়গায় এখন দায়িত্ব সামলাবেন কোচিং জগতের অন্যতম জনপ্রিয় ও অভিজ্ঞ নাম ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই কোচ এরপর জাতীয় দলের মধ্যে হয়েছিল বাংলাদেশের কোচও। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাজ করার পর স্বেচ্ছায় সরে দাঁড়ান দায়িত্ব থেকে। এরপর দায়িত্বে ছিলেন ক্লাব পর্যায়ে।
এবার ডোমিঙ্গো পিএসএল অধ্যায়ের পালা। আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে পিএসএলের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে।
ডিপিএল খেলতে হয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হার্টে রিং পরানোর চার দিন পর ছাড় পেলেন হাসপাতাল থেকে। শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার।
তবে খুব দ্রুতই ফের একই হাসপাতালে আসতে হবে তামিমকে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পাশাপাশি দাঁতের চিকিৎসার জন্য শনিবারই তাকে হাজির হতে হবে হাসপাতালে। আর বাড়িতে থাকা অবস্থায় ডাক্তারদের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখতে হবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশী ব্যাটার তামিম।
চলতি সপ্তাহে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পরই বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করার পর তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ঢাকায় এসে চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় দ্রুত। তবে তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তাররা ভ্রমণ করার মত অবস্থানে নেই বলে জানান। ফলে দ্রুত সিদ্ধান্তের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তামিমের হার্টে রিং পরানো হয়।
এর পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে তামিমের তিন মাস সময় লাগবে। তবে কিছুটা সুস্থ হওয়ার পর টুকটাক কাজ ও হাঁটাচলা করতে সমস্যা হবে না তার।
বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল এখন আছেন ভালো অবস্থানে। তবে শুরুতে যেভাবে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল জাতীয় দলের সাবেক অধিনায়কের, তাতে ভয়ই পেয়ে গিয়েছিলেন তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান। বললেন, প্রথমে তাকে দেওয়া হয়েছিল ভীষণ খারাপ এক সংবাদই।
গত সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পরই বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি। সাভার বিকেএসপির নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করার পর তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয়
ঢাকায় এসে চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় দ্রুত। তবে তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তাররা ভ্রমণ করার মত অবস্থানে নেই বলে জানান। ফলে দ্রুত সিদ্ধান্তের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তামিমের হার্টে দুটি রিং পরানো হয়।
বুধবার মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ খেলার পর আকরাম খান জানান, তামিমের প্রথম আপডেট শুনে পিলে চমকে গিয়েছিলেন তিনি।
“সত্যি বলতে আমি যখন খবরটা পাই, তখন খবরটা ছিল খুব খারাপ। সত্যি বলতে আমাকে যেটা বলা হল যে, ও আর নেই। কখনও কল্পনাও করিনি যে এই ধরণের একটা নিউজ শুনব আমরা। এরপর দেড় ঘণ্টা পর ডাক্তারের সাথে যখন কথা হল, তখন বলা হল যে দুইটা রিং পরানো হবে। তখন বুঝলাম যে পরিস্থিতি কিছুটা ভালো। তো এটা আসলে চিন্তারও বাইরে। কারন, এর আগে ১০ দিনের মধ্যে সে দুইটা সেঞ্চুরিও করেছে। তাই এই ধরণের একজন খেলোয়াড়, এই বয়সে এমন খবর চিন্তারই। শুধু আমিই না, পরিবারের বাইরের সবার কল্পনার বাইরে ছিল এটা।”
ঢাকায় শুরুতেই আনা সম্ভব না হওয়ায় তামিমের চিকিৎসা চলে সাভারের হাসপাতালেই। সেখানকার চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করছেন সবাই, কারন খুব অল্প সময়ের মধ্যে তারা জাতীয় দলের সাবেক ওপেনারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে তার সুস্থতা নিশ্চিত করেছেন। বর্তমানে সেখান থেকে তামিমকে আনা হয়েছে ঢাকার এভারকেয়ার হাসপাতালে।
আকরাম খানের আশা, দ্রুত বাড়ি ফিরতে পারবেন তামিম।
“আমি পরশুদিন যেটা বলেছি, সাভারের যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারা খুব ভালো কাজ করেছে। বিকেএসপির সুযোগ সুবিধাও ভালো ছিল। এরপর এভারকেয়ারে আনা হল। এখন পর্যবেক্ষণে আছে। এভাবে থাকলে আশা করা যায় আগামী দুই তিন দিনের মধ্যে ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে।”
শেষে দোয়া ও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আকরাম খান।
“প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানতে চাই। তামিম আসলে যে ধরণের অবস্থা থেকে ফিরে এসেছে, ওটা আসলে সবার দোয়া না থাকলে সম্ভব হতো না। যারা যারা খোঁজ নিয়েছেন, নিচ্ছেন এখনও, সবাইকে ধন্যবাদ। আমাদের কালকেও ডাক্তারের সাথে কথা হয়েছিল। উনি বলছিলেন যে এভাবে ফিরে আসার ঘটনা খুব কমই হয়। খুব কম সম্ভবনা থাকে।”
৮ দিন আগে
২১ দিন আগে
২৬ দিন আগে
২৬ দিন আগে
২৭ দিন আগে
২৮ দিন আগে