আর্জেন্টিনার সঙ্গে ৪-১ গোলের হার নাড়িয়ে দিয়েছে ব্রাজিল ফুটবলকে। দায়িত্ব নেওয়ার বছর দেড়েক পার না হতেই চাকরি নিয়ে টানাটানি লেগে গেছে দরিভাল জুনিয়রের। গুঞ্জন চলছে অভিজ্ঞ এই কোচকে খুব শীঘ্রই বরখাস্ত করতে পারে সিবিএফ। আর নতুন কোচ হিসেবে সেলেসাওদের প্রথম পছন্দ বর্তমান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
দলবদলভিত্তিক বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলছেন, এরই মধ্যে ব্রাজিল যোগাযোগ শুরু করেছে আনচেলত্তির সঙ্গে। ইতালিয়ান এই সাংবাদিকের তথ্য অনুযায়ী, কার্লো কোচ হয়ে ব্রাজিলে আসলেও অপেক্ষা করতে হবে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। সে হিসেবে চলতি বছরের জুলাই ছাড়া আনচেলত্তিকে পাওয়ার সুযোগ নেই ব্রাজিলের।
যদিও আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া মোটেও সহজ হবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। রিয়ালের সঙ্গে ইতালিয়ান এই কোচের চুক্তি আছে ২০২৬ পর্যন্ত। তবে মৌসুমের শুরু থেকেই গুঞ্জন এই মৌসুম শেষ হলেই রিয়ালের ডাগআউট ছাড়তে পারেন আনচেলত্তি। আর তার জায়গা নিতে পারেন বর্তমান লেবারকুসেন কোচ জাবি আলোনসো।
চলতি সপ্তাহেই সিবিএফের প্রেসিডেন্ট হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন এদনালদো রদ্রিগেজ। এর আগেও ২০২২, ২০২৩ সালে আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ব্রাজিলের কোচ হিসেবে ডন কার্লোই এদনালদোর প্রথম পছন্দ। তবে এবারে আনচেলত্তি আসবেন কীনা, এসবই এখনো গুঞ্জন। কাতার বিশ্বকাপ শেষেও গুঞ্জন উঠেছিল আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার। তবে শেষ পর্যন্ত তিনি থেকে গেছেন রিয়ালেই।
আনচেলত্তিকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আল হিলাল কোচ ইগোর হেসুসকেও নাকি পরিকল্পনায় রাখছে সিবিএফ। এছাড়া ফ্লামিঙ্গো কোচ ফিলিপে লুইজের সঙ্গেও সিবিএফের যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এখনি এতো বড় দায়িত্ব সাবেক ব্রাজিল ডিফেন্ডার সামলাতে চান না বলেই নাকি জানিয়ে দিয়েছেন।
২৯ মার্চ ২০২৫, ১০:২০ পিএম
চলতি মৌসুম শেষেই সিটির সাথে ব্রুইনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই জানায়নি কিছু। অভিজ্ঞ এই ফুটবলারকে গত মৌসুম থেকেই আগ্রহী সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। চলতি মৌসুমে চোট ও ফর্ম মিলিয়ে দলে অনিয়মিত হয়ে পড়ার ক্রমেই জোড়াল হচ্ছে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা।
সিটিতে ডি ব্রুইনের ভবিষ্যত অনিশ্চিত কারণ মিডফিল্ডার মরসুমের শেষে চুক্তির বাইরে রয়েছেন এবং এখনও কোনও সম্প্রসারণে সম্মত হন না। 33 বছর বয়সী বেলজিয়াম ইন্টারন্যাশনালকে তার বুট ঝুলানোর আগে মেজর লীগ সকারে খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পদক্ষেপের সাথে সংযুক্ত করার জল্পনাও রয়েছে।
তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গার্দিওলা এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এগিয়ে রাখেন দলীয় স্বার্থকেই। “এটা ক্লাব, কেভিন এবং তার এজেন্টের ব্যাপার। আরও স্পষ্ট করে বললে, এটা ক্লাব ও কেভিনের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যে অবস্থানে আছি, সেখানে আমরা কেবল দল নিয়েই চিন্তিত। মৌসুমে সবচেয়ে ভালো অবস্থানে থেকে শেষ করাটাই আমাদের লক্ষ্য। আমাদের এফএ কাপ, প্রিমিয়ার লিগ এবং ক্লাব বিশ্বকাপের জন্ত সেরা কাজগুলো নিয়ে ভাবতে হবে।”
চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করা ৩৩ বছর বয়সী ডে ব্রুইনা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩০টি। ৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ৭টি। মিনিট খেলেছেন মোট ১ হাজার ৬০৮।
ডে ব্রুইনার ছন্দহীন গত চার মৌসুমে টানা প্রিমিয়ার লিগ জেতা সিটি আগেই ছিটকে গেছে শিরোপার লড়াই থেকে। শীর্ষ চারে থেকে শেষ করাই এখন মূল চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন লিগ অভিযানও শেষ। তাই এই মৌসুমে টিকে আছে কেবল এফএ কাপ ও মৌসুম শেষের ক্লাব বিশ্বকাপ জয়ের আশাই।
প্রতিপক্ষ দুর্বল লেগানেস বলেই রিয়াল মাদ্রিদের সহজ জয়ের আশাই করেছিলেন সবাই। তবে মাঠের খেলায় প্রতিপক্ষকে চমকে দিয়ে দলটি এক পর্যায়ে পাচ্ছিল জয়ের সুবাসও। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। চাপের মুখে দল যেভাবে লড়ে গেছে, তাতে খুব খুশি কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শনিবার রাতের ম্যাচে শুরুতে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে৷ তবে ৮ মিনিটে দুই গোল দিয়ে চমক দেখায় লেগানেস। বিরতির পর জুড বেলিংহাম সমতা টানার পর এমবাপের দ্বিতীয় গোলে দলটি জয় পায় ৩-২ স্কোরলাইনে।
“আমার মনে হয় বা আমরা খারাপ খেলেছি। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, তবে আমাদের যা অভাব ছিল তা ভারসাম্য ধরে রাখা। এ কারণেই আমরা দুটি গোল হজম করেছি।। তারা আমাদের কাউন্টার এটাকে ধরাশায়ী করেছে। লিড পেয়ে আমরা আরও ভালো খেলতে পারতাম। ৩-২ গোলে এগিয়ে থেকেও আমরা লড়াই করেছি। তবে আন্তর্জাতিক বিরতির পরে এটাই হয়। আমাদের ছন্দ খুঁজে পেতে সময় লেগেছে।”
রিয়ালের এই জয়ে বড় অবদান রাখা এমবাপে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে করে ফেলেছেন ৩৩ গোল। রিয়ালের জার্সিতে নিজের প্রথম মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদোও করেছিলেন সমান ৩৩ গোল। হাতে আরও ম্যাচ থাকায় অনায়াসেই তাকে ছাড়িয়ে যাবেন ফরাসি তারকা।
এমবাপের এই ফর্ম বাড়তি আনন্দ দিচ্ছে আনচেলত্তিকে।
“সে আসলেই ভালো করছেন। আগের চেয়ে আরও অনেক সক্রিয় থাকছে, ম্যাচে আরও বেশি বেশি অবদান রাখছে। তিনি ভালোভাবেই খাপ খাইয়ে নিয়েছেন এবং পার্থক্য গড়ে দিচ্ছেন। আমরা তার কাছ থেকে ঠিক এটাই আশা করি।”
চোটের কারণে মাঠে নামা হয়নি আন্তর্জাতিক বিরতিতে। তবে ইন্টার মায়ামির হয়ে ফেরার ম্যাচে চেনা ছন্দেই হাজির হয়েছেন লিওনেল মেসি। পেয়েছেন গোলের দেখা। কিছুটা ঝুঁকি নিয়েও আর্জেন্টাইন তারকাকে খেলালেও, মেসি যেভাবে খেলেছেন তা মনে ধরেছে কোচ হাভিয়ের মাসচেরানোর।
লিওনেল মেসি মেজর লিগ সকার (এমএলএস) রোববার সকালের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে ৫৫তম মিনিটে মাঠে নামেন মেসি। এর দুই মিনিটের মধ্যেই পেয়ে যান গোলের দেখা। পেনাল্টি বাক্সের ডান দিকে লুইস সুরেজের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে বল পাঠান জালে।
ম্যাচের পর মাসচেরানোর স্বস্তি প্রকাশ করেন মেসি পারফরম্যান্স নিয়ে।
“পরিকল্পনা ছিল তাকে আরও বেশি সময় খেলানোর। তবে তিনি শুধু ৩০-৩৫ মিনিটের জন্যই খেলতে পারতেন, তবে এই সময়েও তিনি ভালো বোধ করেছেন। আমরা তাকে শুরুর একাদশে রেখে ঝুঁকি নিতে চাইনি। ভাগ্য ভালো যে তিনি ভালোভাবেই ম্যাচটা শেষ করেছেন। আর এটা আমাদের জন্যও আনন্দময়।”
চলতি মাসের আন্তর্জাতিক বিরতির সময় মেসি তার বাম উরুর অ্যাডাক্টর চোট থেকে সেরা ওঠার প্রক্রিয়ায় ছিলেন। ফলে মিস করেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ, একটি ছিল ব্রাজিলের বিপক্ষে। তবে অধিনায়ককে ছাড়াই দুই ম্যাচেই জিতে বিশ্বকাপে খেলোর যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা।
এক দল লড়ছে শিরোপার জন্য, আর অন্য দল রেলিগেশন এড়াতে। তবে রিয়াল মাদ্রিদ ও লেগানেসের ম্যাচে প্রতিফলন ঘটেনি দুই দলের এই অবস্থানের। দুর্বল প্রতিপক্ষকে হারাতে রীতিমতো ঘাম ছুটে কার্লো আনচেলত্তির দলের। জোড়া গোলে জয়ের নায়ক কিলিয়ান এমবাপের কাছে সব ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ঠেকছে বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারাটাই।
লা লিগার শনিবারের ম্যাচে লেগানেসকে কোনোমতে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। মলিন ফুটবল খেলা রিয়াল বিরতির আগে পিছিয়ে গিয়েছিল ২-১ গোলে। তবে এমবাপের দুই গোলের সাথে মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে ঘুরে দাঁড়িয়ে বেশ লড়াই করেই জয়ের দেখা পায় রিয়াল। এই জয়ে ২৯ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৬৩ পয়েন্ট এখন স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
ম্যাচের পর এমবাপে আরএমটিভিকে বলেন, এই ম্যাচে সহজ জয়ের আশা করেননি তারাও।
“এটা কঠিন একটা ম্যাচ ছিল। আন্তর্জাতিক বিরতির পরে এটা সবসময়ই কঠিন হয়। আমরা প্রতিপক্ষের সীমানায় ভাল শুরু করেছি, এবং আমরা একটি গোল করেছি। এরপরে আমরা ২০ মিনিটের জন্য ভালো খেলিনি আর দুটি গোল হজম করে ফেলি। তবে দ্বিতীয়ার্ধে আমরা দুটি গোল করেছি। আমরা ম্যাচটা জিতেছি, এটা নিয়ে আমরা খুব খুশি।”
৩২তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে লিড এনে দিয়েছিলেন এমবাপে। তবে ৮ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে লেগানেস। বিরতির পর বেলিংহাম সমতা টানার পর রিয়ালের জয় নিশ্চিত করা গোলটি করেন ফরাসি তারকা। আর সেটা আসে দর্শনীয় এক ফ্রি-কিক থেকে।
এই গোলের পেছনের গল্পটা বলেছেন এমবাপে।
“আমরা কয়েক সপ্তাহ আগে কোচদের সাথে সেট পিস নিয়ে কাজ করেছি। আমি জানতাম যে আমি এইভাবে শট নিয়ে পারি। আমি আগে জায়গাটা দেখেছি। আমি অন্যদের বলেছি আমাকে শট নিতে দিতে। শেষ পর্যন্ত এটা কাজে দিয়েছে।”
অভিযোগটা গুরুতরই বটে। আর্লিং হলান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ক্লাব মাস্কট হিসেবে কাজ করা মুনবিমকে অভিযোগ এনেছেন তার মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার। তবে তদন্ত করে সেটা নাকচ করে দিয়েছে সিটি।
গত অক্টোবরে সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে সিটির প্রিমিয়ার লিগের ম্যাচের আগে ঘটনাটি ঘটেছিল। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে, মাথার পেছনে আঘাত পাওয়ায় সিটির মাস্কট মুনবিমকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল।
মাস্কট সেজে থাকা সেই নারী সংবাদপত্রগুলিকে বলেছেন, তিনি ছবি মাস্কট সেজে ছবি তোলার জন্য যখন পোজ দিচ্ছিলেন, তখন আচমকাই তার মাথার পেছনে আঘাত করে বসেন হলান্ড।
তবে সিটির দেওয়া বিবৃতিতে ক্লাবটির একজন মুখপাত্র অভিযোগটি অস্বীকার করেছেন। “আমরা বিষয়টি পুরোপুরি তদন্ত করে দেখেছি। আর দেখতে পেরেছি যে, যে অভিযোগ আনা হয়েছে, সেটার পক্ষে ভিডিও ফুটেজ সহ কোনো প্রমাণই নেই। গ্রেটার ম্যানচেস্টার পুলিশকে এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিল সেটা আমরা জানি। তাদের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
উল্লেখ্য, মাস্কট মুনবিমকে পুলিশের কাছে হলান্ডের বিরুদ্ধে তাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কাছেও বিষয়টি তুলে ধরেছেন।