২২ অক্টোবর ২০২৫, ১০:১৪ এম
জলঘোলা হলো অনেক। লা লিগার ক্লাবগুলো জানাল প্রতিবাদ। ম্যাচটি নিয়ে অসন্তোষ ছিল প্রায় সবারই। শেষ পর্যন্ত বাতিলই হলো লা লিগায় বার্সেলোনা-ভিয়ারিয়ালের মায়ামিতে হতে যাওয়া ম্যাচটি। তাতে স্প্যানিশ লিগটির এই ম্যাচ এখন আগের সূচি অনুযায়ী ভিয়ারিয়ালের নিজস্ব মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় হবে।
গত কয়েক সপ্তাহে স্পেনে তৈরি হওয়া ‘অনিশ্চিত পরিস্থিতির’ কথা উল্লেখ করে লা লিগা কর্তৃপক্ষ গতকাল এক ঘোষণায় মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসে।
লা লিগা এক বিবৃতিতে জানায়, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে এই প্রকল্পটি—যা স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিক সম্প্রসারণের জন্য একটি ঐতিহাসিক ও অনন্য সুযোগ তৈরি করেছিল—এখন আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের দেশের সীমানার বাইরে একটি অফিসিয়াল ম্যাচ আয়োজন প্রতিযোগিতার বৈশ্বিক বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতো। যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে ক্লাবগুলোর আন্তর্জাতিক উপস্থিতি, খেলোয়াড়দের অবস্থান এবং স্প্যানিশ ফুটবলের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করত এই পদক্ষেপ।’
সপ্তাহ দুয়েক আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অনুমোদন দেয়। ফিফার নিয়মাবলিতে এমন উদ্যোগে বাধা দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি বলে জানায় তারা। এরপরই লা লিগার ফুটবলাররা একযোগে প্রতিবাদ করে।
আরও পড়ুন
অক্টোবরের সেরা ম্যাজিকেল মেসি |
![]() |
স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে লা লিগার খেলোয়াড়রা সপ্তাহান্তের ম্যাচগুলোর শুরুতে প্রথম ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে ছিলেন। স্প্যানিশ লিগটির ‘স্বচ্ছতার অভাব এবং অসংগতির’ বিরুদ্ধে প্রতিবাদ জানায় ফুটবলাররা।
লা লিগার ম্যাচ স্পেনের বাইরে আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসলেও সব নিয়ম মেনেই এই বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয় বলে জানায় লিগটির কতৃপক্ষ, ‘প্রকল্পটি সব ফেডারেটিভ নিয়ম মেনে তৈরি করা হয়েছিল এবং এটি প্রতিযোগিতার সততা বা ভারসাম্যে কোনো প্রভাব ফেলত না, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোও নিশ্চিত করেছে। তারা কেবল অন্য কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছে।’
লা লিগার ক্লাবগুলো ও ফুটবলারসহ বার্সেলোনার খেলোয়াড় ও কোচ হান্সি ফ্লিকও শুরু থেকেই অতিরিক্ত ভ্রমণের এই পরিকল্পনা পছন্দ করেননি। জানুয়ারির শুরুতেই কাতালান ক্লাবটিকে সৌদি আরবে যেতে হবে স্প্যানিশ সুপার কাপের জন্য। ফলে এ ভ্রমণ বাড়তি ক্লান্তি আনবে বলে মনে করেন অনেকে।
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং অক্টোবরের শুরুতে বলেছিলেন, ‘এটা খেলোয়াড়দের জন্য ভালো নয়। এত ভ্রমণ করতে হয়, সেটা ক্লান্তিকর। প্রতিযোগিতার দিক থেকেও এটা ন্যায্য নয়—এটা আমাদের জন্য কার্যত নিরপেক্ষ মাঠে একটি অ্যাওয়ে ম্যাচ হয়ে যেত।’
No posts available.
২৩ অক্টোবর ২০২৫, ২:২০ পিএম
তারকা ফুটবলার তৈরির আতুঁড়ঘর বলা হয়ে থাকে লা মাসিয়াকে। বার্সেলোনার এই একাডেমির হাত ধরে বহু রথী-মহারথীরা ইতিহাস লিখেছেন। কাতালান ক্লাবটির স্তম্ভের মতো এই একাডেমি।
লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা কিংবা হালের লামিনে ইয়ামাল, গাভি, ফারমিন লোপেজ এই লা মাসিয়ারই সৃষ্টি। অনেকের মতে বার্সার এই একাডেমিই ফুটবলবিশ্বে সেরা। তবে সম্প্রতি এক গবেষণায় লা মাসিয়া নয়, শীর্ষ একডেমি বলা হচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকার একাডেমিকে।
ফুটবলসহ বিভিন্ন খেলার পরিসংখ্যান, বিশ্লেষণ ও গবেষণা সুইজারল্যান্ড ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্ট স্টাডিজ (সিআইইএস)। প্রতিষ্ঠানটি একটি ট্রেনিং ইনডেক্সের ভিত্তিতে একাডেমিগুলোর র্যাংকিং করেছে। এসব একাডেমির খেলোয়াড় তৈরির সংখ্যা, তারা সবশেষ বছর যে ক্লাবগুলোর হয়ে খেলেছে তার মান এবং একই সময়ের মধ্যে খেলানো অফিসিয়াল ম্যাচের মিনিট গণনা করে তৈরি করা হয়েছে এই র্যাংকিং। আর এই র্যাংকিংয়েই বিশ্বের সেরা একাডেমি বেনফিকার `বেনফিকা ক্যাম্পাস দে ফুটবল এম সেক্সাল’।
আরও পড়ুন
অপ্রতিরোধ্য বায়ার্নের টানা ১২ জয় |
![]() |
বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে ৭৬ জন ফুটবলার বর্তমানে ৪৯টি লিগে খেলছে। গত ১২ মাসে তারা অফিসিয়াল ম্যাচে গড়ে ২,৭৭৩ মিনিট ক্লাবের হয়ে মাঠে ছিলেন। বিপরীতে ৯৩ জন প্রশিক্ষিত খেলোয়াড় নিয়ে বার্সার একাডেমি থেকে এগিয়ে আছে বেনফিকা। গড়ে ২,৫৮২ মিনিট মাঠে সময় কাটিয়েছেন পর্তুগিজ ক্লাবটির একাডেমির ফুটবলাররা।
অবশ্য লা মাসিয়ার অবস্থান যেখানেই থাকুক এই একাডেমি যে বার্সার জন্য কতটা আশীর্বাদ সেটা ক্লাবটির বর্তমান কোচ হান্সি ফ্লিক ভালোভাবেই জানেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির অর্থনৈতিক দুর্দশার মধ্যে লা মাসিয়ান গ্র্যাজুয়েটরা ক্লাবের ত্রাতা হিসেবেই যেন আছে।
বার্সার সবশেষ ম্যাচের দিকে লক্ষ্য করলেই টের পাওয়া যায় নিজেদের একাডেমি থেকে কতটা উপকৃত হচ্ছে তারা। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন ইয়ামাল, ড্রো ফার্নান্দেজ, লোপেজ, পাও কুবার্সি, আলেজান্দ্রো বালদে, এরিক গার্সিয়া এবং মার্ক কাসাডো, সাতজনই লা মাসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলার। এমনকি ৬-১ গোলে জেতা ম্যাচে চারটি গোলই করেন নিজেদের একাডেমির দুই ফুটবলার লোপেজ ও লামিন। ২২ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হ্যাটট্রিক করার ইতিহাস লিখেন।
২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত শতভাগ জয় পাওয়া ক্লাব বায়ার্ন মিউনিখ। দুর্দান্ত ছন্দে থাকা জার্মান জায়ান্টরা গতকাল রাতে পেয়েছে আরেকটি বড় জয়।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে ক্লাব ব্রুজকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচের প্রথম ৩৪ মিনিটেই তিন গোল করে প্রতিপক্ষের ঘুরে দাড়ানোর সব পথ বন্ধ করে দেয় বাভারিয়ানরা। এই জয়ে প্রতিযোগিতার এবারের আসরে লিগ পর্বে টানা তৃতীয় ইউরোপীয় জয় তুলে নিয়েছে।
প্রথমে ১৭ বছর বয়সি লেনার্ট কার্লের গোলে এগিয়ে যায় বায়ার্ন। জার্মান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন এই উইঙ্গার। এরপর উড়ন্ত ছন্দে থাকা হ্যারি কেইন ব্যবধান ২-০ করেন। মৌসুমে ১২ ম্যাচে ইংলিশ তারকা ফরোয়ার্ডের গোল হলো এখন ২০টি। লুইস দিয়াসের গোলে ৩৪ মিনিটেই আরেক দফা ব্যবধান বাড়ে। শেষ দিকে বদলি হিসেবে নামা নিকোলাস জ্যাকসন চতুর্থ গোলটি করে বায়ার্নের দাপটের রাতটির পূর্ণতা দেন।
আরও পড়ুন
বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারাল রিয়াল |
![]() |
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা সরাসরি নকআউট পর্বের টিকিট কাটার দৌড়ে এগিয়ে গেল।
আগামী ৪ নভেম্বর বায়ার্নের প্রতিপক্ষ ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। আর বেলজিয়ামের ক্লাব ব্রুজ পরের ম্যাচে নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। পর্তুগিজ ক্লাব স্পোটিং সিপির বিপক্ষে ২-১ গোলে জিতেছে আরেক ফরাসি ক্লাব মার্শেই। গোলশূন্য ড্র করে ইতালির ক্লাব আটালান্টাকে রুখে দিয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহা। তুর্কি ক্লাব গালাতাসারে ৩-০ গোলে জিতেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে।
স্ট্যামফোর্ড ব্রিজে স্বরণীয় এক রাতের স্বাক্ষী হলো চেলসি। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো একই ম্যাচে তিন ‘টিনএজ’ গোল করল ইংলিশ ক্লাবটির হয়। ১৭ মিনিটেই ১০ জনের দলে পরিণত হওয়া ডাচ ক্লাব আয়াক্সকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলল লন্ডনের ক্লাবটি।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় আয়াক্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যাচের শুরুতেই সফরকারী দলের অধিনায়ক কেনেথ টেইলর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। এক মিনিটের ব্যবধানেই ১৯ বছর বয়সী মার্ক গুইউ গোল করে চেলসির হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন।
অবশ্য তবে সেই রেকর্ড টিকল মাত্র ৩৩ মিনিট। ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়াম স্পট কিক থেকে গোল করে নতুন ইতিহাস লেখেন। তার আগে চেলসির হয়ে এনজো ফার্নান্দেজ আর আয়াক্সের উট ভেগহর্স্ট পেনাল্টি থেকে গোল করেন। তারও আগে ২৭ মিনিটে মাঝমাঠ থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে মোইসেস কাইসেডো প্রথমার্ধের গোল উৎসবে যোগ দেন।
৪-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনে চেলসি। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল করে ম্যাচে তৃতীয় টিনএজ হিসেবে স্কোরবোর্ডে নাম লেখান টাইরিক জর্জ । এরপর ১৭ বছর বয়সী রেজি ওয়ালশ মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগে চেলসির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান। ইংলিশ ফুটবলারদের মধ্যে এ প্রতিযোগিতায় তার চেয়ে কম বয়সে খেলার রেকর্ড কেবল জ্যাক উইলশিয়ারের।
তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে আছে চেলসি। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের এক সময়ের পরাক্রমশালী আয়াক্স এখন তিন ম্যাচ হেরে ৩৬ দলের তালিকার একেবারে নিচে, আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন ডাচ ক্লাবটি।
'জুড বেলিংহাম বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়দের একজন।' রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো জুভেন্টাসের বিপক্ষে ম্যাচশেষে এভাবেই আরেকবার স্বরণ করিয়ে দিলেন চোট থেকে ফিরে জয়সূচক গোলে এনে দেওয়া বেলিংহামের মূল্য কতটা।
একের পর এক আক্রমণের ঢেউ তোলা রিয়াল আসল কাজটাই করতে পারছিল না। শেষ পর্যন্ত জুড বেলিংহামের মৌসুমের প্রথম গোলে মেলে নিস্তার। ম্যাচজুড়ে জুভেন্টাসের উপর আধিপত্য ধরে রেখে প্রাপ্য জয়টাই তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে বেলিংহামের একমাত্র গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে ২০২৫-২৬ মৌসুমের তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। জুভেন্টাসের বিপক্ষে এই জয়ে নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পাঁচে লস ব্লাঙ্কোসরা। তিন ম্যাচে এক হার ও বাকি দু'টিতে ড্র করে ২৫ নম্বরে জুভেন্টাস।
আরও পড়ুন
ফ্রাঙ্কফ্রুটকে উড়িয়ে ভয়ংকর রূপে ফিরল লিভারপুল |
![]() |
নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে সব সূচকেই এগিয়ে ছিল রিয়াল। ৬৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। বিপরীতে সফরকারী জুভেন্টাসের ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরুতে অবশ্য উজ্জ্বল ছিল জুভেন্টাস। রিয়ালের গোলকিপার থিবো কোর্তোয়া শুরুতেই দুটি দারুণ সেভ করেন। যদিও প্রথমার্ধে ১৪টি শট নিয়ে সফরকারীদের চাপে রাখে রিয়ালই। প্রধামার্ধে ব্রাহিম দিয়াজ ও চুয়ামেনি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও জুভেন্টাস গোলরক্ষক দি গ্রেগোরিও ছিলেন দুর্দান্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি পায় জুভেন্টাস। এদার মিলিতাওকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন দুসান ভ্লাহোভিচ। ইতালির ক্লাবটির ফরোয়ার্ডের জোরাল শট এগিয়ে এসে পা দিয়ে রুখে দেন কোর্তোয়া। সেই সেভের পরই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়।
৫৭ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় রিয়াল। বক্সে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে, বল পেয়ে যান বেলিংহাম, কাছ থেকে জাল কাঁপাতে মোটেও ভুল করেননি ইংলিশ মিডফিল্ডার।
এ গোলের পর জুভেন্টাস আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও সমতাসূচক গোলের দেখা পায়নি তারা। তাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে ফুরফুরে মন নিয়েই মাঠে নামবে ভিনিসিয়াস-কিলিয়ান এমবাপেরা।
নামী দামি স্কোয়াড নিয়েও গত কয়েকটি ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলায় বাড়ছিল চাপ। টানা চার হারের সুযোগে নিন্দুকরাও সমালোচনার ঝাপি খুলে বসে। অবশেষে হারের বৃত্ত থেকে মুক্তি মিলল লিভারপুলের। জার্মান ক্লাব ফ্রাঙ্কফ্রুটকে উড়িয়ে কি দারুণভাবেই না ফিরল অল রেডরা।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ফ্রাঙ্কফ্রুটের জালে গুনে গুনে পাঁচবার বল পাঠিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল জিতেছে ৫-১ ব্যবধানে। ইংলিশ জায়ান্টদের ভিন্ন ভিন্ন পাঁচ ফুটবলার গোল পেয়েছেন। উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সোবোসলাই।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ আসরে তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে আছে লিভারপুল। বিপরীতে এই প্রতিযোগিতার আগের ম্যাচেও ১-৫ গোলের বড় হার হজর করা ফ্রাঙ্কফ্রুট সমান ম্যাচে এক জয়ে ২২ নম্বরে।
ঘরের মাঠ ডয়েচে ব্যাংক পার্কে অবশ্য শুরুটা ভালোই হয়েছিল ফ্রাঙ্কফ্রুটের। ২৬ মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় স্বাগতিকরা। মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে লিড এনে দেন গাসমুস ক্রিস্টেনসেন।
এরপরের গল্প শুধু লিভাপুলের গোল উৎসবের। বারবার সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে ১০ মিনিটের মধ্যে তিনবার জাল কাঁপায় অল রেডরা।
শুরুটা করেন একিটিকে। ৩৫ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গতিতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড। সমতায় ফেরার চার মিনিট পরই ব্যবধান বাড়ানো গোল পেয়ে যায় লিভারপুল। কোডি গাকপোর কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফন ডাইক। ৪৪ মিনিটে আরেকটি কর্নারের থেকে গোল করার সুযোগ লুফে নেয় তারা। এবার লক্ষ্যভেদ করেন কোনাতে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণে ফ্রাঙ্কফ্রুটকে নাকাল করে ছাড়ে লিভারপুল। ৫৫ মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের বাঁকানো ফ্রি কিক রুখে দেন স্বাগতিকদের গোলকিপার। ৬৬ মিনিটে ভিয়েৎসের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৪-১ করা গোলটি আসে গাকপোর নৈপুণ্যে। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন সোবোসলাই।