জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী মালয়েশিয়াকে রুখে দিলো বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার সম্ভাবনাও জড়ালো হলো। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে আমিরুল, রকি, সামিনরা। দৃষ্টি এবার চীনের দিকে।
এবারের জুনিয়র এশিয়া কাপ বিশ্বকাপের বাছাই। আসরে দুই গ্রুপে অংশ নিচ্ছে ১০ দল। সেরা ছয় দল খেলবে বিশ্বকাপে। আগামী বছর ডিসেম্বরে ইন্ডিয়াতে বসবে জুনিয়র বিশ্বকাপ হকির আসর। স্বাগতিক দল হওয়ায় সরাসরি খেলবে ইন্ডিয়া। তাই এশিয়া থেকে খেলবে মোট সাত দেশ।
এশিয়া কাপের ‘পুল- বি’তে খেলছে বাংলাদেশ। ওমানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ শুরু করে মওদুদুর রহমান শুভর দল। কিন্তু পরের ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তানের কাছে। শঙ্কা তৈরি হয় লক্ষ্য থেকে ছিটকে পড়ার।
বি- গ্রুপে ভালো শক্তি দেখাচ্ছে মালয়েশিয়া। জয় তুলে নিয়েছে প্রথম দুই ম্যাচ। ওদের সাথে দারুণ লড়াই জমিয়ে তুললো বাংলাদেশের ছেলেরা। যদিও ফিল্ড গোলে দ্বিতীয় মিনিটেই লিড নেয় মালয়েশিয়া। সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে আমিরুলের পিসি গোলে।
ম্যাচটা জয়ের সম্ভাবনাও তৈরি করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রকির ফিল্ড গোল। লিড নেওয়ার উচ্ছ্বাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ওরা। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে মালয়েশিয়া। বাকি সময় গোল করতে পারেনি কোন দল। মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে। পূর্ণ পয়েন্ট পেলে বাংলাদেশের ভালো সুযোগ থাকতো শেষ চারে ওঠার।
ম্যাচ জিততে না পারলেও ভালো গোলকিপিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের কোলরক্ষক মো. নয়ন।
গ্রুপ পর্বে আর এক ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চীন। এবারের আসরে খুব একটা ভালো অবস্থায় নেই দলটা। মালয়েশিয়া আর পাকিস্তানের কাছে হেরেছে বড় ব্যবধানে। শুধু জিতেছে ওমানের সাথে। তাই চীনের সাথে ভালো ফলাফলে বিশ্বকাপের স্বাপ্ন দেখছেন বাংলাদেশ কোচ মওদুদুর রহামন শুভ, ‘‘ছেলেরা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য এখন চীনের সাথে ভালো খেলা। ম্যাচটা জিততে পারলে আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি চলে যাবো। তাই ওই ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। দলের সাবাই ভালো অবস্থায় রয়েছে, ফিট রয়েছে। আশা করি ভালো কিছু হবে।’’
ওমানের মাসকাটে, চীনের সাথে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রোববার (আগামিকাল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
২৪ ডিসেম্বর ২০২৪, ৫:২৬ পিএম
২২ ডিসেম্বর ২০২৪, ৭:৫২ পিএম
১ ডিসেম্বর ২০২৪, ৯:৩৪ পিএম
মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে বুধবার ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলদেশ সেনাবাহিনী।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গত মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে শিরোনাম হয়েছিল। মূলত তাদের প্রতিপক্ষের ফিটনেস লেভেলের সাথে তাল মেলাতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে তাই ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টানা দুই দিন কঠিন ম্যাচ খেলা হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর জন্য ছিল কঠিন।
চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি একটি সমান ম্যাচই ছিল এটি। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে এগিয়ে দেন।
যদিও সেনাবাহিনী ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা সঞ্চয় করে রাখে। তাদের শারীরিক ফিটনেস খেলায় দৃশ্যমান প্রভাব রাখতে থাকে। শেষ দিকে এটি প্রায় একমুখী ট্র্যাফিক হয়ে যায়। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২তম মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়া গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে, মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।
মঙ্গলবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ অঘটন ঘটিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে ৪-৩ গোলে হারিয়েছে।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদেও হয়ে মাঠে নামেন জাতীয় দলের ফরেয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড়। তার তাদের পারফেক্ট টিমওয়ার্কে শেষ পর্যন্ত হাসে বিজয়ের হাসি।
সাত জাতীয় খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমানবাহিনীর সাথে সমানে পাল্লা দিয়েই খেলেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। ধীওে তারা বসে যায় চালকের আসনে। বিমান বাহিনী শেষ পর্যন্ত আপ্রান চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের জার্স গায়ে মাঠে নামেন জাতীয় যুব দলের সদস্য আমিরুল ইসলাম, শিমুল ইসলাম, মোঃ আবদুল্লাহ এবং তারা সবাই বার বার প্রতিপক্ষ রক্ষণ ব্যূহ ভেদ করেন।
প্রথম কোয়ার্টার শেষ পর্যন্ত গোলশূন্য থাকার পর ১৭তম মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। তবে এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম ৩৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন।
৩৫তম মিনিটে হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন এবং ৪২তম মিনিটে আব্দুল আলিমের গোলে তৃতীয় কোয়ার্টারের শুরুতে দল ৩-১ গোলে এগিয়ে যায়।
আরশাদ হোসেন ৪৪তম মিনিটে বৈদ্যুতিক ফ্লিকে বিমান বাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন। তবে ম্যাচের ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলটি বিমানবাহিনীকে হতাশায় ফেলে দেয়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোলটি করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই বাজে খেরা শেষের লম্বা বাঁশি। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ খেলোয়াড়রা নেচে নেচে উদযাপন করেন তাদেও স্মরনীয় মুহুর্ত।
পেনাল্টি কর্ণার মাস্টার মো: আশরাফুল ইসলামের করা পাঁচটি গোলে সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে।
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকি দিয়ে সাত মাস বিরতির পর হকি মাঠে ফিরলো হকি।
আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সম্বন্বয়ে থেকে পাঁচটি গোল করে নীল টার্ফে ছোটান আগুনের ফুলকি। ১ম, ১০ম, ২৬তম ২৭তম ও ৪১তম মিনিটে গোলগুলো করেন তিনি।
বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ৭ম মিনিটে, ফজলে হোসেন রাবি ৩৫ মিনিটে এবং মাহবুব হোসেন ৪৯ মিনিটে।
এই ম্যাচটি মূলত ছিল অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ম্যাচ। কারণ বাংলাদেশ নৌবাহিনী দলে ৯ জন জাতীয় খেলোয়াড় রয়েছেন আর তাদের প্রতিপক্ষ সবাই বিকেএসপির শিক্ষার্থী। তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
তানভীর রহমান সিয়াাম ১৭ তম এবং হুজাইফা হুসাইন ২৪ তম পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ৩-২ এ নিয়ে আসেন। তবে শেষ পর্বন্ত সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন একই ছিল।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়জুল হাসান। এনএসসির সচিব আমিনুল ইসলাম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলন।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুপুর ২.১৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার স্টেডিযামের সম্মেলন কক্ষে আট দিনের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান সাংবাদিকদের সামনে টৃর্নামেন্ট উপস্থাপন করেন।
উল্লেখ্য, এটি ফেডারেশনের নবগঠিত অ্যাড-হক কমিটির প্রথম টুর্নামেন্ট। সাধারণ সম্পাদক আসর নিয়ে জানিয়েছেন ইতিবাচক আশাবাদ।
“আমরা ভবিষ্যতে কোন বিরতি ছাডাই হকি চালাতে চাই এবং এটি সেই লক্ষ্যের দিকে এটি প্রথম পদক্ষেপ, আমরা পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে আসার জন্য প্যারাগন গ্রুপকে ধন্যবাদ জানাই।”
সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আরও জানান, প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াডদের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ্ঐক্য পরিষদ দলটি গঠিত হয়েছে।
“তারা আমাদেরকে তাদের একটি দল হিসেবে খেলার জন্য অনুরোধ জানাবার পরিপ্রেক্ষিতে আমরা তাদের খেলার অনুমতি দিয়েছি, আমরা উদ্যোগটিকে স্বাগত জানাই কারণ এটি খেলোয়াড়দেও মাঠে ফেরাবে, ক্লাবগুলো প্রস্তুতির অভাবে এ টুর্নামিন্ট খেলতে পারছেনা।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ ও নির্বাহী কমিটির বর্তমান সদস্য হোসেন ইমাম চৌধুরী শান্তা।
ওমানের মাসকাটে চলছে জুনিয়র এশিয়া কাপ। টুর্নামেন্টে ইতিহাস গড়তে বাংলাদেশকে উতরাতে হবে আর মাত্র এক ধাপ। তাহলেই স্বপ্নের বিশ্বকাপ। হকির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখতে মরিয়া টিম বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ চীনের সাথে। শুরু থেকেই দুই দলের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। দুই দলই সমানে সমান। শক্ত অবস্থানে থাকতে পয়েন্ট দরকার উভয় দলের। কিন্তু প্রথম দুই কোয়ার্টারে সুযোগ তৈরি করেও গোল পায়নি কোন দল।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। ৪১ মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মওদুদুর রহমান শুভর দলের। চার মিনিট পরেই পিসি গোলে সমতায় ফেরে চীন।
আরও পড়ুন
তিন বছরের অপেক্ষা কাটিয়ে শুরুর অপেক্ষায় হকির প্রিমিয়ার লিগ |
চতুর্থ কোয়ার্টারে এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে চীন। পোস্টে বলও পাঠায় দলটি। কিন্তু গোল বাতিল হয়ে যায় ভিডিও রেফারেলে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল। এক জয়, এক হার, আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পুল বি-এর তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।
পয়েন্টে চীনের থেকে এগিয়ে থাকায় সুবিধা হয়েছে বাংলাদেশের। ক্রস ম্যাচে মোকাবিলা করতে হবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, পুল- এ’র চতুর্থ দল থাইল্যান্ডের সাথে। ওই ম্যাচে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ। হারলেও আরো একটা সুযোগ থাকবে। কিন্তু সেই ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচকেই ফাইনাল মনে করে এগুতে চান কোচ মওদুদুর রহমান শুভ।
এই আসরে খুব একটা ভালো করতে পারেনি থাইল্যান্ড। চার ম্যাচে ওদের পয়েন্ট তিন। তবুও ওদের সহজ করে দেখতে নারাজ বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে ওদের হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে মরিয়া সামিন, আমিরুল, রকিরা।
আরও পড়ুন
নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে বাংলাদেশের প্রতিনিধি জেসি |
জুনিয়র এশিয়া কাপ হচ্ছে জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়ার সেরা ছয় দল সুযোগ পাবে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। ভারত আয়োজক হওয়ায়, এবার খেলবে এশিয়ার মোট সাত দেশ।
No recent posts available.