৬ জুলাই ২০২৪, ১০:১৯ পিএম
মাস খানেক আগে আম্পায়ার সাথিরা জাকির জেসি নিজেই জানিয়েছিলেন, চলতি মাসের নারী এশিয়া কাপের নিয়োগের ব্যাপারে মৌখিকভাবে সম্মত হয়েছে আয়োজক কতৃপক্ষ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করেছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরের জন্য।
ক্রিকেটার থেকে আম্পায়ারিং পেশায় যুক্ত হওয়া জেসি খুব অল্প সময়েই তার কাজের জন্য প্রশংসিত হচ্ছেন। ঘরোয়ার পাশাপাশি নারী আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আসছে এশিয়া কাপে আম্পায়ারিং করার বিষয়টি নিশ্চিত করেন জেসি। “আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হল, নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪। ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ এর দায়িত্ব পালনের জন্য বিসিবি আমাকে নির্বাচিত করেছে। সবাই দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।”
গত চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোরের মাটিতে বাংলাদেশের নারী দলের সাদা বলের সিরিজে আম্পায়ারিং করেন জেসি। এরপর ছিলেন ভারতের বিপক্ষে সিরিজেও। এছাড়া ইতিহাস গড়ে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন জেসি।
এছাড়াও জেসির রয়েছে গত বছরের জুনে ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও। এই বছর মালয়েশিয়ায় হওয়া এসিসি প্রিমিয়ার কাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
৩ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
২৫ দিন আগে