৬ মার্চ ২০২৪, ১:০৯ পিএম
প্রিমিয়ার লিগ হবে প্রতি বছর এটাই স্বাভাবিক। ক্রিকেট, ফুটবলে তাই হয়। তবে, হকি যেন এখানে ব্যতিক্রম। ২০১৯ সাল থেকে গেল ৫ বছরে লিগ হয়েছে কেবল একবার। তাও সেটা ২০২১ সালে। অবশেষে ঘুম ভেঙ্গেছে হকি ফেডারেশনের। কাল থেকে ৩ বছর পর শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি। ১১ দলের অংশগ্রহণে প্রথম রাউন্ড চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। এবারের ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে দারুণ ছন্দে রয়েছে আরামবাগের ক্লাবটি। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ফিরে এসেছে ঊষা ক্রীড়া চক্র। সে কারণেই লিগের প্রথম দিনেই তাদের প্রতিপক্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল ৪টায়।
সন্ধ্যায় দিনের অপর ম্যাচে মাঠে নামছে আবাহনী লিমিটেড। দিলকুশার বিপক্ষে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। গেল সপ্তাহে শেষ হওয়া ক্লাব কাপ হকিতে মেরিনার্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে আবাহনী লিমিটেড।
ক্লাবগুলোর দাবির মুখে বিদেশি আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন।
১ ডিসেম্বর ২০২৪, ৯:৩৪ পিএম
ওমানের মাসকাটে চলছে জুনিয়র এশিয়া কাপ। টুর্নামেন্টে ইতিহাস গড়তে বাংলাদেশকে উতরাতে হবে আর মাত্র এক ধাপ। তাহলেই স্বপ্নের বিশ্বকাপ। হকির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখতে মরিয়া টিম বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ চীনের সাথে। শুরু থেকেই দুই দলের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। দুই দলই সমানে সমান। শক্ত অবস্থানে থাকতে পয়েন্ট দরকার উভয় দলের। কিন্তু প্রথম দুই কোয়ার্টারে সুযোগ তৈরি করেও গোল পায়নি কোন দল।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। ৪১ মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মওদুদুর রহমান শুভর দলের। চার মিনিট পরেই পিসি গোলে সমতায় ফেরে চীন।
আরও পড়ুন
তিন বছরের অপেক্ষা কাটিয়ে শুরুর অপেক্ষায় হকির প্রিমিয়ার লিগ |
চতুর্থ কোয়ার্টারে এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে চীন। পোস্টে বলও পাঠায় দলটি। কিন্তু গোল বাতিল হয়ে যায় ভিডিও রেফারেলে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল। এক জয়, এক হার, আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পুল বি-এর তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।
পয়েন্টে চীনের থেকে এগিয়ে থাকায় সুবিধা হয়েছে বাংলাদেশের। ক্রস ম্যাচে মোকাবিলা করতে হবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, পুল- এ’র চতুর্থ দল থাইল্যান্ডের সাথে। ওই ম্যাচে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ। হারলেও আরো একটা সুযোগ থাকবে। কিন্তু সেই ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচকেই ফাইনাল মনে করে এগুতে চান কোচ মওদুদুর রহমান শুভ।
এই আসরে খুব একটা ভালো করতে পারেনি থাইল্যান্ড। চার ম্যাচে ওদের পয়েন্ট তিন। তবুও ওদের সহজ করে দেখতে নারাজ বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে ওদের হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে মরিয়া সামিন, আমিরুল, রকিরা।
আরও পড়ুন
নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে বাংলাদেশের প্রতিনিধি জেসি |
জুনিয়র এশিয়া কাপ হচ্ছে জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়ার সেরা ছয় দল সুযোগ পাবে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। ভারত আয়োজক হওয়ায়, এবার খেলবে এশিয়ার মোট সাত দেশ।
জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী মালয়েশিয়াকে রুখে দিলো বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার সম্ভাবনাও জড়ালো হলো। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে আমিরুল, রকি, সামিনরা। দৃষ্টি এবার চীনের দিকে।
এবারের জুনিয়র এশিয়া কাপ বিশ্বকাপের বাছাই। আসরে দুই গ্রুপে অংশ নিচ্ছে ১০ দল। সেরা ছয় দল খেলবে বিশ্বকাপে। আগামী বছর ডিসেম্বরে ইন্ডিয়াতে বসবে জুনিয়র বিশ্বকাপ হকির আসর। স্বাগতিক দল হওয়ায় সরাসরি খেলবে ইন্ডিয়া। তাই এশিয়া থেকে খেলবে মোট সাত দেশ।
এশিয়া কাপের ‘পুল- বি’তে খেলছে বাংলাদেশ। ওমানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ শুরু করে মওদুদুর রহমান শুভর দল। কিন্তু পরের ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তানের কাছে। শঙ্কা তৈরি হয় লক্ষ্য থেকে ছিটকে পড়ার।
বি- গ্রুপে ভালো শক্তি দেখাচ্ছে মালয়েশিয়া। জয় তুলে নিয়েছে প্রথম দুই ম্যাচ। ওদের সাথে দারুণ লড়াই জমিয়ে তুললো বাংলাদেশের ছেলেরা। যদিও ফিল্ড গোলে দ্বিতীয় মিনিটেই লিড নেয় মালয়েশিয়া। সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে আমিরুলের পিসি গোলে।
ম্যাচটা জয়ের সম্ভাবনাও তৈরি করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রকির ফিল্ড গোল। লিড নেওয়ার উচ্ছ্বাসে মাতে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ওরা। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে মালয়েশিয়া। বাকি সময় গোল করতে পারেনি কোন দল। মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে। পূর্ণ পয়েন্ট পেলে বাংলাদেশের ভালো সুযোগ থাকতো শেষ চারে ওঠার।
ম্যাচ জিততে না পারলেও ভালো গোলকিপিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের কোলরক্ষক মো. নয়ন।
গ্রুপ পর্বে আর এক ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চীন। এবারের আসরে খুব একটা ভালো অবস্থায় নেই দলটা। মালয়েশিয়া আর পাকিস্তানের কাছে হেরেছে বড় ব্যবধানে। শুধু জিতেছে ওমানের সাথে। তাই চীনের সাথে ভালো ফলাফলে বিশ্বকাপের স্বাপ্ন দেখছেন বাংলাদেশ কোচ মওদুদুর রহামন শুভ, ‘‘ছেলেরা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য এখন চীনের সাথে ভালো খেলা। ম্যাচটা জিততে পারলে আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি চলে যাবো। তাই ওই ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। দলের সাবাই ভালো অবস্থায় রয়েছে, ফিট রয়েছে। আশা করি ভালো কিছু হবে।’’
ওমানের মাসকাটে, চীনের সাথে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রোববার (আগামিকাল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
জুনিয়র হকিতে আজ পাকিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে বাংলাদেশের ছেলেরা। ওমানের মাসকাটে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি। এবারের এই আসর আগামি বছর ইন্ডিয়াতে হতে যাওয়া বিশ্বকাপের বাছাই পর্ব।
নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। গ্রুপ 'বি' তে ওদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সাথে।
হকিতে উপমহাদেশের শক্তিশালী দল পাকিস্তান। কিন্তু ওদের হারিয়ে দিতে পারলেই আগেভাগেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ।
আরও পড়ুন
জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হার পাকিস্তানের |
জুনিয়র এশিয়া কাপে খেলছে ১০টি দল। সেরা ছয় দল খেলবে আগামি বছর ডিসেম্বরে হতে যাওয়া বিশ্বকাপে। ইন্ডিয়া যেহুতু আয়োজক দেশ, তারা সরাসরি খেলবে। ২৪ দলের বিশ্বকাপে তাই এশিয়া থেকে সুযোগ পাবে মোট ৭ দেশ।
আজ পাকিস্তানকে হারিয়ে দিতে পারলেই গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই সেরা ছয় থাকা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী দল মালয়েশিয়া ও চীন।
ওমানের মাসকাটে, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রকি, আমিরুল, মেহরাবরা মাঠে নামবেন বাংলাদেশ সময় সন্ধ্যা পৌঁনে ৭ টায়।
আরও পড়ুন
৭ ওভারে ৯ ব্যাটার হারিয়ে হারল পাকিস্তান |
ফুটবল সমর্থকরা তাকে দেখেছেন দারুণ সব গোল করতে। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকায় তাকে নিয়ে আছে দারুণ সব স্মৃতিও। ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, আতলেতিকো ভক্তদেরকেও উপহার দিয়েছেন সুন্দর কিছু মুহূর্ত। এবার অবশ্য সাবেক উরুগুয়ে তারকা দিয়েগো ফোরলান হাজির হচ্ছেন অন্য রূপে। ৪৫ বছর বয়সী ফোরলান এখন টেনিসের দ্বিতীয় সারির প্রতিযোগিতা এটিএফ চ্যালেঞ্জারে অভিষেকের অপেক্ষায়।
২০১৯ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ফোরলান। এরপর হেঁটেছেন ভিন্ন পথে। ক্রীড়াঙ্গন না ছাড়লেও বদলেছেন খেলার জগত। ফুটবল ছেড়ে নাম লেখান টেনিসে। এবার দ্বিতীয় বিভাগের পেশাদারি টেনিসে নিজেকে পরখ করে দেখবেন ফোরলান। উরুগুয়েতে এটিএফ চ্যালেঞ্জারের পরবর্তী আসর বসছে ডিসেম্বরে, সেখানে খেলবেন তিনি।
ডাবলসে ফোরলান একসাথে খেলবেন আর্জেন্টাইন ফেদেরিকো কোরিয়ার সাথে। ফোরলানের অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন উরুগুয়ে টেনিস ওপেনের ডিরেক্টর দিয়েগো লোপেজ। ফোরলান যোগ্য হিসেবেই সুযোগটার প্রাপ্য বলে দাবি করেছেন লোপেজ, “বেশ কিছু দিন থেকেই ফোরলান নিজেকে প্রস্তুত করছে, সে খেলতে চায় বলে আমাদের জানিয়েছে। অবশ্যই আমাদের প্রিয় ফোরলান এই সুযোগের প্রাপ্য।”
ছোটবেলায় টেনিস খেলার অভিজ্ঞতা থাকলেও ফুটবলের সাথে যুক্ত হওয়ার পর সে জগত থেকে সরে এসেছিলেন তিনি। ২০২৩ সাল থেকে আবারও শুরু করেন অনুশীলন। বাবার দেখানো পথেই হেঁটেছেন ফোরলান। তার বাবাও খেলতেন ফুটবল, অবসরের পর তিনিও ঝুঁকেছিলেন টেনিসের দিকে।
ফুটবলে ক্যারিয়ারের ফোরলান কামিয়েছেন দারুণ খ্যাতি। উরুগুয়ের সোনালী সময়ের নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকেই। ২০১০ বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বল। ২০১১-তে উরুগুয়েকে কোপা আমেরিকা জিতাতেও রেখেছিলেন বড় অবদান।
বাংলাদেশের হকিতে ‘ওস্তাদ ফজলু’ এক পরচিত নাম। পুরো নাম হাজি মো. ফজলুল ইসলাম হলেও দেশের হকিতে সবাই ‘ওস্তাদ ফজলু’ নামেই চেনে তাঁকে। আজ সবার পরিচিত ফজলু চলে গেছেন না ফেরার দেশে।
ওস্তাদ ফজলুর হাত ধরে রফিকুল ইসলাম কামাল, রাসেল মাহমুদ জিমিসহ বহু খেলোয়াড় বাংলাদেশের হকিতে নাম লিখিয়েছেন। তাঁর মৃত্যুতে হকির আঙিনায় বুধবারে নেমেছে শোকের ছায়া। বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাসার বারান্দায় পড়ে যান। হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষনে সব শেষ।
পুরোদস্তুর একজন হকি অন্তঃপ্রাণ মানুষ ছিলেন ফজলু। স্টিক আর বল কখনোই ছাড়তে পারেননি। তারই স্বীকৃতি হিসেবে পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা। পেয়েছেন আরও কিছু পুরস্কারও। হকির জন্য নীরবে দীর্ঘদিন কাজ করে যান তিনি।
১৯ ঘণ্টা আগে
৩ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
২৫ দিন আগে