
সেই জিএসএল জয় দিয়ে শুরু, এরপর বিপিএলে রেকর্ড টানা ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্স প্রায় অজেয়ই হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তাদের জয়রথ থামল, তাও আসরের অন্যতম অধারাহিক দল দুর্বার রাজশাহীর কাছে। ইয়াসির আলির ফিফটির পরও রংপুরের বোলাররা প্রতিপক্ষকে আটকে দিয়েছিলেন নাগালের মধ্যে থাকা স্কোরেই। অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে সাইফ হাসান ও নুরুল হাসান সোহান লড়াই করলেন বটে, তবে এই দফায় আর পারলেন না জেতাতে। রাজশাহী পেল উজ্জীবিত এই জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩১তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরকে ২৪ রানে হারিয়েছে রাজশাহী। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সোহানের দল থেমেছে ১৪৬ রানেই।
আরও পড়ুন
| রংপুরকে ভুলতে বসা হারের স্বাদ দিল রাজশাহী |
|
এই ম্যাচ দিয়ে রংপুর একাদশে আসা ইরফান শুক্কুর নেমেছিলেন ওপেন করতে। তবে সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন এই কিপার-ব্যাটার। প্রথম ওভারেই তাকে বোল্ড করেন রাজশাহী অধিনায়ক তাসকিন। আরেক ওপেনার স্টিভেন টেলরও ফেরেন এক ডিজিটে।
তবে রংপুরকে বড় ধাক্কাটা দিয়ে একই ওভারে গোল্ডেন ডাকের তেতো অভিজ্ঞতা উপহার দিয়ে ইফতিখার আহমেদকেও শিকার বানান এসএম মেহেরব। মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া রংপুরের হাল ধরার চেষ্টা করেন সাইফ। মোহর শেখকে হাঁকান হ্যাটট্রিক বাউন্ডারি।
তবে তাল মেলাতে পারেননি বল হাতে দারুণ দিন পার করা খুশদিল। পাকিস্তান অলরাউন্ডারের অবদান ছিল মাত্র ১৪ রান। সাব্বির হোসেনকে টানা দুই ছক্কা মেরে চল্লিশের ঘরে পা রাখা সাইফ ইতিবাচক ব্যাটিংয়ে ক্রমেই চাপ সরাচ্ছিলেন।
তবে ফিফটি থেকে সাত রান দূরে থাকতে তাকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন শফিউল ইসলাম। ১৪ বলে ৮ রানের ইনিংসে রংপুরকে চাপে ফেলে সাজঘরের পথ ধরেন শেখ মাহেদি হাসান। ১৩ ওভারে বোর্ডে রান তখন মাত্র ৯১।
আরও পড়ুন
| ইয়াসিরের ঝড়ো ফিফটির পর রংপুরের ফাইটব্যাক |
|
সেখান থেকেই লড়াইয়ের শুরু সোহানের। পরপর দুই বলে মেহেরবকে ডিপ মিড উইকেট ও লং অন দিয়ে মারেন ছক্কা। দারুণ সব শটে রংপুর অধিনায়ক যেন ফিরিয়ে আনছিলেন ফরচুন বরিশাল ম্যাচের স্মৃতি, যেখানে তিনি শেষ ওভারে ২৬ রান নিয়ে জিতিয়েছিলেন দলকে।
তবে এবার আর পারেননি। বার্লের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৪১ রানে। ২৬ বলের ইনিংস সাজান ৪টি চার ও ২ ছক্কায়। ২ ছক্কা ও এক চারে সাইফউদ্দিন ২৩ রানের ক্যামিও খেলেন বটে, তবে জয়ের কাছাকাছিও তা নিতে পারেনি তার দলকে। ২২ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর বোলিংয়ের সেরা অলরাউন্ডার বার্ল।
এর আগে একাদশে মাত্র দুই বিদেশী ক্রিকেটার নিয়ে নামা রাজশাহী শুরুটা ভালো করতে পারেনি সেভাবে। ১৯ রানে মোহাম্মদ হারিসের বিদায়ের পর রানের চাকা সচল রাখার কাজটা একাই এগিয়ে নেন সাব্বির হোসেন। এনামুল হক বিজয় রান করলেও সেটা ছিল ধীরলয়ে।
তবে সেটা বুঝতে দেননি সাব্বির। খেলেন মাত্র ১৯ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস। এক ওভারেই তাকে ও রায়ান বার্লকেও ফিরিয়ে রংপুর শিবিরে হাসি ফোটান খুশদিল শাহ।
আরও পড়ুন
| লড়াকু ইনিংসেও খুলনাকে জেতাতে পারলেন না নাইম |
|
মাঝে কয়েক ওভার এরপর রানের গতি কমে এলেও সেটা দলটি কাটিয়ে ওঠে ইয়াসির আলির ব্যাটা চড়ে। মাত্র ২৭ বলে করেন ফিফটি। মাত্র ৩২ বলে তার ৬০ রানের ইনিংস শেষের পর ফের ধাক্কা খায় রাজশাহীর ইনিংস। শেষ চার ওভারে একের পর এক উইকেট হারিয়ে টেনেটুনে করতে পারে ৯ উইকেটে ১৭০, যা অবশ্য শেষ পর্যন্ত এনে দেয় দারুণ এক জয়।
No posts available.

গতকালও নিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন উসমান খাজা। অথচ আজ স্টিভ স্মিথের চোট হঠাৎ অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা করে দিল খাজাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিশ্চিত করেছে, স্মিথ ভার্টিগো ধরনের উপসর্গ নিয়ে সমস্যায় ভুগছেন। সাধারণত মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর মতো এই সমস্যায় স্মিথ আগে ভুগেছেন। নেটে অনুশীলনে ব্যাট করার সময় কোচ ও নির্বাচক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সঙ্গে আলোচনা করার পর মাঠ ছাড়েন স্মিথ।
স্মিথের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়ে দারুণ কাজেই লাগাচ্ছেন খাজা। স্মিথ প্রথম দুটি টেস্টের নেতৃত্ব দেওয়ার পর প্যাট কামিন্স আজ অ্যাডিলেড টেস্টে আবার অধিনায়কের দায়িত্বে ফিরেছেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। উইকেটে আছেন খাজা ৭০* ও অ্যালেক্স ক্যারি ৩৭*।
স্মিথ সোমবার অসুস্থতার কারণে ট্রেনিং মিস করেছিলেন। তবে রোববার অ্যাডিলেডে অনুশীলন করেছিলেন এবং পরে সতীর্থদের সঙ্গে গলফ ক্লাবে গলফও খেলেছিলেন। মঙ্গলবার ডানহাতি এই ব্যাটার আবার অনুশীলনে যোগ দেন। যদিও তাকে পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল না মাঝে দীর্ঘ বিরতিও নিতে হয় স্মিথকে।
আরও পড়ুন
| অবিক্রিতই রয়ে গেলেন তাসকিন |
|
সিএ’ এর এক মুখপাত্র বলেছেন, ‘গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছেন, যার মধ্যে বমি ভাব এবং মাথা ঘোরার মতো উপসর্গ রয়েছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এবং পর্যবেক্ষণে ছিলেন। আজ মাঠে নামার খুব কাছাকাছি ছিলেন। তবে উপসর্গ অব্যাহত থাকার কারণে, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্মিথকে দেখা যেতে পারে আশা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই মুখপাত্র, ‘তিনি সম্ভবত ভেস্টিবুলার সমস্যার চিকিৎসা নিচ্ছেন। এটি এমন একটি সমস্যা যা স্মিথ আগেও মাঝেমধ্যে অনুভব করেছেন এবং সেটা যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, তিনি মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য প্রস্তুত থাকবেন।’
প্রথম দুটি টেস্টে ট্র্যাভিস হেড–জেক ওয়েদারাল্ড ওপেনিং জুটি সফল হওয়ায় নির্বাচকরা শেষ পর্যন্ত খাজাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। আজ অ্যাডিলড টেস্টে হঠাৎ বাঁহাতি এই ব্যাটার দলে ফিরলেও তাকে ওপেনিংয়ে খেলানো হয়নি। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি, বাকী ব্যাটিং অর্ডার অপরিবর্তিত আছে।
টেস্ট ক্যারিয়ারে কেবল দুইবার চতুর্থ নম্বরে ব্যাটিং করেছেন খাজা। যার মধ্যে আছে অ্যাঝেমের প্রথম টেস্টের প্রথম ইনিংসটি, পিঠের পেশীতে টান থাকার কারণে ওপেন করতে পারেননি তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার প্রিয় স্থান, যেখানে তার গড় ৫৩.১৫ এবং ১০টি সেঞ্চুরি রয়েছে। আগামীকাল ৩৯ বছরে পড়বেন খাজা। গত ৪০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম ৩৯-বছর বয়সী খেলোয়াড় হবেন তিনি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের ম্যাচটি ছিল অলিখিত নকআউট। যেখানে অঘটন ঘটেনি। মধ্যপ্রাচ্যের দেশকে ৭০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। দিনের আরেক ম্যাচে মালেয়শিয়াকে ৩১৫ রানে হারিয়েছে ভারত।
দুবাইয়ে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান করে পাকিস্তান। জবাবে ৩৭.৫ ওভারে ১৭১ রানেই অলআউট হয় স্বাগতিকরা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আহমেদ হুসাইনের ৬৫, সামির মিনহাজের ৪৪ ও হামজা জাহুরের ৪২ রানের ওপর ভর করে আড়াইশ’র কাছাকাছি স্কোর পায় পাকিস্তান।
রান তাড়ায় নেমে আত্মবিশ্বাসী শুরু পায় আমিরাত। ওপেনার আয়ান মিসবাহ ও ইয়ায়িন কিরান রাই প্রথম সাত ওভারেই যোগ করেন ৪২ রান। এরপর আবদুল সুবহান পরপর দুই বলে রাই ও জাইনুল্লাহ রেহমানিকে ফিরিয়ে দিলেও মিসবাহ ও চার নম্বরে নামা পৃথ্বী মাধু ইনিংস গুছিয়ে নেন।
২৪তম ওভারে ৫৮ রানের জুটি ভাঙে মিসবাহ রানআউট হলে। ৭৪ বলে ৭৭ রান করে ফেরেন তিনি। ৩১ ওভারে তিন উইকেটে ১৪২ রান তুলে ম্যাচে টিকে ছিল আমিরাত।
সেখান থেকেই ধস নামে। পরের ২৯ রানের মধ্যেই সাত উইকেট হারায় তারা। সুবহানের স্পেলেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৩১ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা এই বোলার।
দিনের আরেক ম্যাচে মালেয়শিয়ার বিপক্ষে ব্যাট করে ৭ উইকেটে ৪০৮ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে মাত্র ৯৩ রানে অলআউট হয় মালেয়শিয়া।
গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুমের নিলাম শেষ হয়েছে। আজ দুবাইয়ে অনুষ্ঠিত এই মিনি নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমান দল পেয়েছেন।
নিলামে নাম ছিল বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা শরীফুল ইসলাম ও রাকিবুল হাসানের। এর মধ্যে নিলামে তোলা হয়েছিল মোস্তাফিজ ও তাসকিনকে।
মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তাসকিন আহমেদের নাম নিলামে তোলা হয়েছিল, তবে এই পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি। অবিক্রিত অনেককে আবার নিলামে তোলা হয়েছিল। যেখানে থেকে দল পেয়েছেন রাচিন রবিন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও জশ ইংলিশরা। তবে ডাক পড়েনি তাসকিনের।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে ১৯ তম আইপিএল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে মোহাম্মদ নাঈম শেখের ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হওয়া নিয়ে আলোচনা হয় প্রচুর। তার দামের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। তবে সব প্রশ্ন উড়িয়ে দিতে মাত্র একটি ম্যাচ নিলেন বাঁহাতি ওপেনার। মহান বিজয় দিবসের প্রদর্শনীমূলক ম্যাচে তিনি খেললেন বিধ্বংসী এক ইনিংস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার একটি বিশেষ ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। যেখানে নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন অপরাজেয়কে ৩ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের অদম্য।
১০ চারের সঙ্গে ৩টি ছক্কা মেরে মাত্র ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে পার্থক্য গড়ে দেন নাঈম। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৬ রান করে শান্তর অপরাজেয়। জবাবে ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় নাঈম-মিরাজদের অদম্য।
সন্ধ্যা গড়ানোর পর শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন জিসান আলম। ম্যাচের প্রথম ওভারে অবশ্য শরিফুল ইসলামের পুরো ওভার ডট খেলে শেষ বলে কট বিহাইন্ড হন পারভেজ হোসেন ইমন।
এরপর তাণ্ডব চালিয়ে মাত্র ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন জিসান। এছাড়া ৩০ রান করতে ২৬ বল খেলেন শান্ত। এর বাইরে জাকের আলি অনিক (১৩ বলে ২৩), আব্দুল গাফফার সাকলাইনদের (৯ বলে ১৯) ক্যামিওর সৌজন্যে দেড়শ ছাড়ায় অপরাজেয় দল।
অদম্যর পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন শরিফুল ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
রান তাড়ায় একাই অদম্যকে এগিয়ে নেন নাঈম। ঝড়ো ব্যাটিংয়ে ৯ চার ও ১ ছক্কায় ২৭ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। এরপর একই ছন্দে এগিয়ে একসময় সেঞ্চুরির সম্ভাবনাও জাগান। তবে রিপন মন্ডলের বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস।
এছাড়া তাওহিদ হৃদয় ১৭ বলে ২৫, আফিফ হোসেন ধ্রুব ১১ বলে ১৮, মিরাজ ১০ বলে ১৪ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
বল হাতে ৪ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন রিপন। ২১ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও দেখা যাবে মোস্তাফিজুর রহমান ও মাহেশ পাথিরানা জুটি। নিলামে অভিজ্ঞ দুই পেসারকে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
দুবাইয়ে আজ মিনি নিলামে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল বিটে কেকেআরে ভিড়েন তিনি। এর আগে শ্রীলঙ্কার পাথিরানাকে ভিড়ায় সাবেক চ্যাম্পিয়নরা।
আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপি পান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে, লঙ্কান পেসার পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনে নেয় কলকাতা।
২০২৪ মৌসুমে চেন্নাইয়ের হয়ে জুটি বাঁধেন মোস্তাফিজ-পাথিরানা। সেবার ৯ ম্যাচে ১৪ উইকেট নেন মোস্তাফিজ, পাথিরানার পকেটে ছিল ৬ ম্যাচে ১৩ উইকেট ।
আইপিএল ক্যারিয়ারে এর আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি।
আট মৌসুমে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। পাথিরানা চেন্নাইয়ের হয়ে এর আগে তিন মৌসুম খেলেছেন। ৩২ ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। গত মৌসুমে ১২ ম্যাচে ১৩ উইকেট নেন।
২০২৫ আইপিএলে পাথিরানাকে ধরে রাখলেও মোস্তাফিজকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। গত নিলামে কোন দল পাননি নিলামে। তবে জ্যাক ফ্রেজার ম্যাকগর্ক ব্যাক্তিগত কারণে আইপিএল ছেড়ে গেলে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মোস্তাফিজ। ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নেন কাটার মাস্টার।