
ডারউইনে রোববার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজে দারুণ এক অর্জনের হাতছানি গ্লেন ম্যাক্সওয়েলের সামনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২১ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ২ হাজার ৭৫৪ রান করেছেন ম্যাক্সওয়েল। এর সঙ্গে অফ স্পিনে ৮০ ইনিংস বোলিং করে ৪৬ উইকেট নিয়েছেন ৩৭ ছুঁইছুঁই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৪ উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রান ও ৫০ উইকেটের 'ডাবল' পূর্ণ করবেন ম্যাক্সওয়েল। যেখানে তার আগে আছেন বিশ্বের আর মাত্র ৪ জন ক্রিকেটার।
এই তালিকায় সবার ওপরে সাকিব আল হাসান। থমকে যাওয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৯ ম্যাচে ১৩ ফিফটিতে ২ হাজার ৫৫১ রানের সঙ্গে ১৪৯ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার।
এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১১৯ ম্যাচে ২ হাজার ৫১৪ রানের সঙ্গে ৬১ উইকেট এবং মালয়েশিয়ার স্পিনিং অলরাউন্ডার ভিরান্দিপ সিং ১০২ ম্যাচে ৩ হাজার ১৩ রান ও ৯৭ উইকেট পেয়েছেন।
No posts available.
৯ ডিসেম্বর ২০২৫, ৭:০৯ পিএম
৯ ডিসেম্বর ২০২৫, ৪:১৩ পিএম

খুলনা বিভাগকে হারিয়ে আগের দিনই নিজেদের কাজ সেরে রেখেছিল রংপুর বিভাগ। তাদের অপেক্ষা ছিল বরিশাল-সিলেট ম্যাচ শেষ হওয়ার। চ্যালেঞ্জিং লক্ষ্যে সিলেট বিভাগ ম্যাচ ড্র করার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় রংপুরের শিরোপা। ঘণ্টা তিনেক দূরত্বে আরেক মাঠে শুরু হয় উদযাপন।
জাতীয় ক্রিকেট লিগে দুই মৌসুম পর আবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। লিগের সাত ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে আকবর আলির নেতৃত্বাধীন দল। কোনো না ম্যাচ না হেরেও ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্ট পেয়ে রানার্স-আপ গতবারের চ্যাম্পিয়ন সিলেট।
চলতি মৌসুমে জাতীয় ক্রিকেট লিগের দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন হলো রংপুর। এর আগে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও শিরোপা জিতেছিল তারা। এবার চার দিনের ফরম্যাটেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল নিশ্চিত করেছেন আকবর, নাসির হোসেনরা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচের শেষ দিন বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্য পায় সিলেট। মুশফিকুর রহিম ৫৩ ও আসাদুল্লা আল গালিবের ৬১ রানের পরও ৫৯ ওভারে ১৮৭ রানের বেশি করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
বরিশালের বিপক্ষে সিলেটের ড্র নিশ্চিত হতেই বগুড়ার মাঠে শিরোপা উদযাপনে মাতে রংপুর। শুধু এই শিরোপা নেওয়ার জন্যই মঙ্গলবার মাঠে যান ক্রিকেটাররা। কারণ নিজেদের ম্যাচে তিন দিনে খুলনাকে হারিয়ে দিয়েছিল রংপুর।
ছয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে ছিল রংপুর। ২৬ পয়েন্ট নিয়ে শিরোপার সবচেয়ে কাছে ছিল সিলেট। দুইয়ে থাকা ময়মনসিংহের নামের পাশে ছিল ২৪ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রংপুর।
শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে পাত্তাই পায়নি ময়মনসিংহ। আবু হায়দার রনির বিধ্বংসী এক সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ১৪৬ রানে হেরে যায় তারা। আর বরিশালের বিপক্ষে মুশফিকুর রহিমরা ড্র করায় মাত্র ২ পয়েন্ট পায় সিলেট।
ফলে ৭ উইকেটে জিতে ৮ পয়েন্ট পেয়ে বাকি সবাইকে ছাড়িয়ে যায় রংপুর। প্রথমবার খেলতে এসে তিন নম্বরে থেকে লিগ শেষ করে ময়মনসিংহ। পরের দলগুলো যথাক্রমে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী।

টানা দুবার আইপিএলের দলে থেকেও টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ান হ্যারি ব্রুক। এ জন্য এবার শাস্তিরমুখে ইংলিশ ব্যাটার। নতুন আইপিএল নিয়মে, ২০২৮ মৌসুমের আগে আর কোনো আইপিএলে খেলতে পারবেন না তিনি। নতুন নিয়মে প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার শিকার ব্রুক।
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৪ কোটি রুপিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।
এক বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। ২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপিতে তাঁকে কিনে দিল্লি। আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
খেলোয়াড়দের এমন ধারাবাহিক প্রত্যাহারের অভিযোগ বাড়তে থাকায় নতুন নিয়ম করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করে দল পেলে এবং মৌসুম শুরুর আগে নিজেকে অ্যাভেইলবল না মনে করলে- পরবর্তী দুই মৌসুম তাঁর ওপর আইপিএল ও নিলাম উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার অংশগ্রহণের যোগ্য হবেন এই ইংলিশ ব্যাটার।
আজ ২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। শুরুতে বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন।
১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় হবে ১৯তম সংস্করণেন নিলাম। এবারের নিলাম থেকে ৭৭ ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে সুযোগ মিলতে পারে ৩১ বিদেশি ক্রিকেটারের। সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের স্কোয়াডে এখনো ১৩ জনের জায়গা খালি।

আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। ২০২৬ পিএসএলের কয়েকটি ম্যাচ ভেন্যুটিতে। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পিএসএলের রোডশোতে এ ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
নাকভি জানান, মুজাফফরাবাদ স্টেডিয়ামে পিএসএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পিসিবি। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ভেন্যুটি উন্নয়নের উদ্যোগও নিয়েছে বোর্ড। তাঁর ভাষায়, ‘মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামকে আমরা সর্বোচ্চ মানে উন্নত করব।’
পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ–সুবিধাই মুজাফফরাবাদে রয়েছে। সেখানে পাঁচতারকা মানের হোটেলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো পরিবেশ তৈরি আছে।’
নাকভি জানান, শুধু পিএসএল নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করা হবে আজাদ জম্মু ও কাশ্মীরে। তবে মুজাফফরাবাদে কয়টি পিএসএল ম্যাচ হবে, তা এখনো চূড়ান্ত করেনি পিসিবি।
২০১৬ সালে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করা পিএসএলে আগামী সংস্করণ থেকে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন দল। ১১তম আসর থেকেই আট দলের লিগে রূপ নেবে টুর্নামেন্টটি। আগামী বছরের এপ্রিল-মে মাসে হওয়ার কথা ২০২৬ পিএসএল।

টি-টোয়েন্টির মারকাটারি যুগে এখন হরহামেশাই দেখা যায় ব্যক্তিগত সেঞ্চুরি। তবে একই ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা খুব বেশি নেই। বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলা হয়েছে ৩২ হাজারের বেশি দলীয় ইনিংস।
এর মধ্যে এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখা গেছে মাত্র ১০ বার। এর দুটিতে জড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম। যার সবশেষটি আবার বিপিএলের গত আসরেই।
রংপুর রাইডার্সের দুই ব্যাটার রাইলি রুশো ও অ্যালেক্স হেলস ২০১৯ সালের বিপিএলে এবং ২০২৫ সালে বিপিএলের সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের দুই ব্যাটার লিটন কুমার দাস ও তানজিদ হাসান পান সেঞ্চুরির দেখা।
২০১৯ সালের বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শুরুতেই ফিরে যান ক্রিস গেইল। এরপর তাণ্ডব শুরুর করেন রুশো ও হেলস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ১৭৪ রানের জুটি। ১১ চারের সঙ্গে ৫ ছক্কায় ৪৮ বলে ঠিক ১০০ রান করে ফেরেন হেলস।
আরও পড়ুন
| ৭ ইনিংসে ৩২ ছক্কা, এবার ব্যাট হাতে বিধ্বংসী রনি |
|
শেষ পর্যন্ত অপরাজিত থেকে রুশো খেলেন ৮ চার ও ৬ ছক্কায় ৫১ বলে ১০০ রানের ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুই সেঞ্চুরির মাত্র তৃতীয় ঘটনা ছিল এটি।
এর ছয় বছর পর বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঝড় তোলেন লিটন ও তামিম। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪১ রান। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
সেদিন ইনিংসের শেষ ওভারে আউট হন ৬ চার ও ৮ ছক্কায় ৬৪ বলে ১০৮ রান করা তামিম। আর শেষ পর্যন্ত খেলে ১০ চার ও ৯ ছক্কায় মাত্র ৫৫ বলে ১২৫ রান করেন লিটন। দুজন তাণ্ডবে ১ উইকেটে ২৫৪ রান করে ঢাকা। যা বিপিএলে সর্বোচ্চ দলীয় স্কোর।
সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা ১০টি। এর সর্বোচ্চ ৩টি হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে।
আর আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি হয়েছে তিনটি। ২০২২ সালে চেক প্রজাতন্ত্র ও গত বছর জাপান এবং ভারতের দুই ব্যাটার একই ইনিংস করেছেন সেঞ্চুরি।

ইংলিশ গতি তারকার ছিটকে যাওয়া অনেকটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত তাই হলো। পার্থ টেস্টে চোট পাওয়া মার্ক উডের অ্যাশেজের বাকি অংশ খেলা হচ্ছে না। সিরিজের প্রথম টেস্টে তাঁর বাঁ হাঁটুর চোট আবার ফিরে আসে। উডের পরিবর্তে ইংল্যান্ড দলে যোগ দিবেন ম্যাথু ফিশার।
অন্তত মেলবোর্ন ও সিডনিতে শেষ দু’টি টেস্টে খেলার আশায় ছিলেন উড। তবে ৩৬ বছর বয়সী এই পেসারের ওপর যে বয়সের প্রভাবও পড়ছে সেটাও স্বীকার করেন।ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘উড এই সপ্তাহের শেষের দিকে দেশে ফিরে আসবেন এবং দলের মেডিক্যাল টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে তার পুনর্বাসন ও সুস্থতার জন্য।’
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান থেকে হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন উড। পার্থে সিরিজের প্রথম টেস্ট ছিল তার ১৫ মাস পর প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে হেরে যাওয়া ম্যাচে ১১ ওভার বোলিং করলেও কোনো উইকেট পাননি তিনি। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ছিলেন না উড, ওই টেস্টেও ৮ উইকেটে হেরে তাঁর দল অ্যাশেজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে।
উডের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া ফিশার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্টই খেলেছেন। ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই পেসারের একমাত্র টেস্ট ম্যাচটি ছিল ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৮ বছর বয়সী ডানহাতি পেসার ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে খেলছেন, এই সপ্তাহে সিনিয়র দলে যোগ দেবেন। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
এর আগে দিনের শুরুতে জশ হ্যাজেলউডের পুরো অ্যাশেজ থেকে ছিটকে পড়ার খবর জানায় অস্ট্রেলিয়া। তবে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকদের স্কোয়াড আরও শক্তিশালী হচ্ছে প্যাট কামিন্সের ফেরায়। পিঠের সমস্যার কারণে দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থাকা উসমান খাজাও ফিরতে পারেন অজি দলে।