সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ শিবিরে চিন্তার কারণ হয়ে অনুশীলনে অংশ নেননি শামীম হোসেন। বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাথাব্যথার কারণে এই ব্যাটিং অলরাউন্ডারকে বিশ্রামে রাখা হয়েছে এবং সতর্কতার অংশ হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
শ্রীলঙ্কার সাথে ১-১ সমতায় থাকা থাকা সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি আগামী বুধবার কলম্বোয় অনুষ্ঠিত হবে। সেটা সামনে রেখে মঙ্গলবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল, যেখানে দেখা যায়নি শামীমকে। শেষ ম্যাচে তিনি খেলবেন কিনা, সেই ব্যাপারে ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সিরিজে সমতা লিটন-রিশাদদের |
![]() |
২৪ বছর বয়সী শামীম দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। চাপের মুখে খেলেন মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝড়ো এক ইনিংস, যা তিনি সাজান পাঁচটি চার ও দুটি ছক্কার মারে। তার ইনিংসটিই বাংলাদেশের স্কোরকে ১৭৭ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে, যা পরে এনে দেয় ৮৩ রানের বিশাল জয়।
তবে এই ম্যাচে শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও শামীম রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাওয়ার প্লেতে তার দুর্দান্ত এক সরাসরি থ্রোয়ে রান আউট হন ফর্মে থাকা শ্রীলঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিসকে, যা শুরুতেই চাপে ফেলে দেয় শ্রীলঙ্কাকে। এছাড়া ওয়ানডে সিরিজে বল হাতেও ঝলক দেখিয়েছেন শামীম, যা দলের তার গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।
৩০ আগস্ট ২০২৫, ৮:২৬ পিএম
৩০ আগস্ট ২০২৫, ৭:৪৫ পিএম
বোলিংয়ের মতো ব্যাটিংয়ের পাওয়ার প্লেতেও দুর্বার বাংলাদেশ। প্রথম ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা করে ফেলেছে ৫৭ রান।
ব্যাট হাতে এখন পর্যন্ত সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। ঝড়ো ব্যাটিংয়ে তার সংগ্রহ ১২ বলে ২৭ রান। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ১২ বলে ১২ রানে অপরাজিত।
এর আগে শুরুর দিকে ঝড় তোলার আভাস দিয়ে ৯ বলে ১৫ রান করে আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন।
আরও পড়ুন
ক্রোয়েসকে ফিরিয়ে তাসকিনের ৪ উইকেট |
![]() |
১৩৭ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম তিন বলে দুই চারের পর ছক্কা মারেন ইমন। তবে আরিয়ান দত্তের পরের ওভারে বোল্ড হয়ে যান তরুণ ওপেনার।
এরপর শুরু হয় লিটনের ঝড়। আরিয়ানের তৃতীয় ওভারে পরপর দুই বলে বাউন্ডারি মারেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারে ড্যানিয়েল ডোরামের বলে রিভার্স সুইপ করে ছক্কা মারেন তিনি।
ম্যাচ জিততে বাংলাদেশের বাকি ৮৪ বলে করতে হবে ৮০ রান।
প্রায় তিন মাস আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর অবশেষে পদক্ষেপ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে প্রাণ হারানো সমর্থকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার আরসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি করে দেওয়া হবে। এই সহায়তা ‘আরসিবি কেয়ার্স’ উদ্যোগের মাধ্যমে প্রদান করা হবে।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন নীরব থাকার কারণ ছিল মৃত সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানানো।
বেঙ্গালুরু দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর গত ৩ জুন প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে অধিনায়ক বিরাট কোহলি ও তার সতীর্থরা আনন্দে মেতে ওঠেন। শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
রোহিতের পর অধিনায়ক হিসেবে কাকে বেছে নিলেন রায়না |
![]() |
পরের দিন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। লাখো মানুষ সেখানে উপস্থিত হন।
সেদিন ভিড়ে নিয়ন্ত্রণহীনতার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড়রা শিরোপা উদযাপনে ব্যস্ত থাকলেও বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন আরও প্রায় ৭৫ জন।
ঘটনাটি দেশের ক্রীড়াঙ্গন এবং সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে ফেলে ফ্র্যাঞ্চাইজিটিকে। আইনি জটিলতায়ও পড়তে হয় তাদের। তিন আরসিবি কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়।
আরও পড়ুন
জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে শক্ত পাইপলাইনের আশা |
![]() |
এরপর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি কোনো পোস্ট দেয়নি। গত সপ্তাহে তারা জানিয়েছে, এই নীরবতা ছিল নিহতদের প্রতি শ্রদ্ধা।
এবার নেওয়া আর্থিক সহায়তা প্রমাণ করবে, তারা শোকার্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। শিরোপা উদযাপনের সময়ের দুর্ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচিত হয়েছে।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগকে তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছে। আরসিবি আশা করছে, পরিবারগুলোকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবে এই উদ্যোগ।
রোহিত শর্মার অবসরের পর ভারতের ওয়ানডে দলের অধিনায়ক কে হবে, তা নিয়ে বেশ কিছু ধরেই চলছে আলোচনা। অভিজ্ঞ ব্যাটারের বয়স ৩৮ পেরিয়েছে আরও কয়েক মাস আগে। ফলে সামনের দিনগুলোতে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
দেশটির সাবেক বাঁহাতি ব্যাটার সুরেশ রায়নার মতে, ওয়ানডেতে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়া উচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভাবনা জানান রায়না।
“শুবমান গিল পরে কখনও অধিনায়ক হতে পারে। তবে আমি মনে করি, ভারতের হয়ে হার্দিক পান্ডিয়াই সাদা বলের ক্রিকেটে অনেক কিছু করবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব জায়গাতেই দলে অবদান রাখতে পারে। তার শরীরে কপিল দেবের মতো স্পিরিট আছে আর মাঠে তার উপস্থিতি আমাকে ধোনির কথা মনে করিয়ে দেয়।”
আরও পড়ুন
জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে শক্ত পাইপলাইনের আশা |
![]() |
অধিনায়ক হিসেবে হার্দিকের সাফল্য নতুন নয়। ২০২২ সালে আইপিএলে গুজরাট টাইটান্সকে প্রথম মৌসুমেই শিরোপা জিতিয়েছিলেন তিনি। সেই বছর ফাইনালে ব্যাট হাতে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।
২০২৩ সালেও গুজরাটকে ফাইনালে তুলেছিলেন তিনি। আইপিএলে তার এই সাফল্য অনেককে বিশ্বাস করিয়েছে, জাতীয় দলের নেতৃত্ব সামলানোর সামর্থ্য তার রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক এখন পর্যন্ত ৯৪ ওয়ানডে খেলেছেন। ব্যাট হাতে করেছেন ১,৭৭৪ রান, গড় ৩৩.৫৯। বোলিংয়ে নিয়েছেন ৯১ উইকেট, ইকোনমি রেট ৫.৬০। টি-টোয়েন্টি এরই মধ্যে ১৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। আর ওয়ানডেতে নেতৃত্বের অভিজ্ঞতা তিন ম্যাচের।
দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ উপহার দিলেন আরেকটি জাদুকরী পারফরম্যান্স। তাকে চমৎকার সঙ্গ দিলেন মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসান। সব মিলিয়ে নেদারল্যান্ডসকে মাত্র ১৩৬ রানে আটকে রাখল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ১৩৭ রানের।
চমৎকার বোলিং করা তাসকিনের শিকার ২৭ রানে ৪ উইকেট। এ নিয়ে টানা তিন ম্যাচে ৩ বা এর বেশি উইকেট নিলেন অভিজ্ঞ পেসার। সব মিলিয়ে সবশেষ ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ১৬টি উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শেখ মেহেদি হাসানের বোলিংয়ে ৩ রানের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডস। পরের ওভারে শরিফুল ইসলামের ওপর ঝড় তোলেন ও'ডাউড। দারুণ ব্যাটিংয়ে তিনটি চার মারেন ডাচ ওপেনার।
আরও পড়ুন
ক্রোয়েসকে ফিরিয়ে তাসকিনের ৪ উইকেট |
![]() |
মেহেদির পরের ওভারে ম্যাচের প্রথম ছক্কা মেরে দেন ও'ডাউড। অভিজ্ঞ ওপেনারের সৌজন্যে ভালো শুরুর আশা দেখতে শুরু করে সফরকারীরা।
তবে ও'ডাউডকে টিকতে দেননি তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠান অভিজ্ঞ পেসার।
তার স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় লিডিং এজ হয় ও'ডাউডের। শর্ট কাভারে সহজ ক্যাচ নেন জাকের আলি অনিক। উল্লাসে ফেটে পড়েন তাসকিন।
৩ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২৩ রান করে ফেরেন ও'ডাউড।
পঞ্চম ওভারে আবার আক্রমণে আসেন শরিফুল। আগের ওভারে ১৩ রান খরচ করা তরুণ পেসার ঘুরে দাঁড়ান দারুণভাবে। এবার কোনো রানই দেননি তিনি। করেন মেডেন ওভার।
পরে পাওয়ার শেষ ওভারে উইকেটের সম্ভাবনা জাগান মুস্তাফিজুর রহমান। কিন্তু কাভারে অল্পের জন্য ক্যাচ নাগাল পাননি তাওহিদ হৃদয়। তাই বেঁচে যান তেজা নিদামানুরু।
প্রথম ৩ ওভারে ২৫ রান করে ফেলেছিল নেদারল্যান্ডস। সেখান থেকে পরের ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করেছে বাংলাদেশ।
পরে অষ্টম ওভারে বিক্রমজিতকে ফিরিয়ে আবার আনন্দে ভাসেন তাসকিন। নিজের প্রথম ওভারের মতো দ্বিতীয় ওভারেও প্রথম বলে উইকেট নেন অভিজ্ঞ পেসার। মাত্র ১১ বলে ৪ রান করে ফেরেন বিক্রমজিত।
আরও পড়ুন
তাসকিনের তৃতীয় শিকার কাইল ক্লেইন |
![]() |
এরপর মাত্র ১৫ বলে ২৮ রানের জুটিতে রানের গতি বাড়ান এডওয়ার্ডস ও নিদামানুরু। কিন্তু সাইফ হাসানের জোড়া আঘাতে আবার চাপে পড়ে যায় তারা।
দশম ওভারে সাইফকে আক্রমণে আনেন লিটন কুমার দাস। দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করে কিছুটা চাপে পড়ে যান দীর্ঘ দিন পর খেলতে নামা সাইফ। তবে চতুর্থ বলেই তিনি পেয়ে যান ক্যারিয়ারের প্রথম উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের ১ হাজার ৩৮০ দিন পর অবশেষে প্রথম উইকেটের দেখা পান সাইফ।
বলটি অবশ্য তেমন ভালো ছিল না। লেগ স্টাম্পের বলের প্রাপ্য সাজা দিতেই সুইপ করেন এডওয়ার্ডস। মনে হচ্ছিল বাউন্ডারি পেয়েই যাবেন। কিন্তু ডিপ স্কয়ার লেগে অনেক দৌড়ে শেষ মুহূর্তে ফুল লেংথ ডাইভ দিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকের।
১ চারে ৭ বলে ১২ রান করে আউট হন এডওয়ার্ডস।
ওই ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটসম্যান তেজা নিদামানুরুকেও আউট করেন সাইফ। বড় শটের খোঁজে ডিপ মিড উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দেন ২৬ বলে ২৬ রান করা নিদামানুরু।
এক ওভারে দুই উইকেট হারানোর পর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। ১৩তম ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন মুস্তাফিজুর রহমান। শরিজ আহমাদকে ফিরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি পেসার।
১৩ ওভারের মধ্যেই তিনটি ক্যাচ নিয়ে ফেলেন জাকের আলি অনিক। ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে টপ এজ হয় শরিজের। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ নেন কিছুক্ষণ আগেই দুর্দান্ত আরেক ক্যাচ নেওয়া জাকের। ১৪ বলে ১৫ রান করে আউট হন শরিজ।
আরও পড়ুন
জাকেরের তৃতীয় ক্যাচ, মুস্তাফিজের প্রথম উইকেট |
![]() |
এরপর আবার তাসকিনের জোড়া শিকার। ১৬তম ওভারে আক্রমণে ফিরে তিনি আউট করেন কাইল ক্লেইনকে। স্লোয়ার ডেলিভারিতে আগেই ব্যাট চালিয়ে ফেলেন ক্লেইন। বল তার ব্যাটের কানায় লেগে উঠে যায় ওপরে।
লং অন থেকে অনেকটা ভেতরে এসে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ১২ বলে ৯ রান করে আউট হন ক্লেইন।
১৮তম ওভারে নিজের কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে আঘাত করেন তাসকিন। বড় শটের খোঁজে বল হাওয়ায় ভাসিয়ে দেন ক্রোয়েস। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নেন সাইফ হাসান। ১৩ বলে ১১ রান করে আউট হন ক্রোয়েস।
শেষ দিকে টিম প্রিঙ্গেল ১৪ বলে ১৬ ও আরিয়ান দত্ত ৮ বলে ১৩ রান করলে লড়াইয়ে পুঁজি পায় নেদারল্যান্ডস।
শেষ ওভারে উইকেট পেলেও দুই চারে ১২ রান দিয়ে ফেলেন তাসকিন। সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে তার শিকার ৪ উইকেট।
এছাড়া ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সাইফ। কিপটে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।
নিজের প্রতি ওভারে একটি করে উইকেট নিলেন তাসকিন আহমেদ। দুই ওভারের প্রথম স্পেলে দুই ওপেনার ম্যাক্স ও'ডাউড ও বিক্রমজিত সিংকে আউট করেন অভিজ্ঞ পেসার। এবার শেষের দুই ওভারে তার শিকার কাইল ক্লেইন ও নোয়াহ ক্রোয়েস।
১৮তম ওভারে নিজের কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে আঘাত করেন তাসকিন। বড় শটের খোঁজে বল হাওয়ায় ভাসিয়ে দেন ক্রোয়েস। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নেন সাইফ হাসান।
১৩ বলে ১১ রান করে আউট হন ক্রোয়েস।
শেষ ওভারে উইকেট পেলেও দুই চারে ১২ রান দিয়ে ফেলেন তাসকিন। সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে তার শিকার ৪ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৭ উইকেটে ১১৬ রান।
ক্রিজে দুই ব্যাটসম্যান টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্ত।
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে