২৬ জুন ২০২৪, ৬:০৯ পিএম
মাঠে খেলছিল বাংলাদেশ ও আফগানিস্তান, তবে নিজেদের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে ম্যাচটিতে পূর্ণ মনোযোগ ছিল অস্ট্রেলিয়ার। নাটকীয়তায় ভরপুর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেও আফগান অলরাউন্ডার নাইব বৃষ্টি আইনে দলকে জেতাতে এক পর্যায়ে করেছিলেন চোট পাওয়ার অভিনব অভিনয়। যা নিয়ে চলছে হাসি-ঠাট্টা। নিজেরা আসর থেকে বিদায় নিলেও টেলিভিশন পর্দায় সেই দৃশ্য দেখে হেসেই খুন হয়েছিলেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
সুপার এইটের শেষ ম্যাচের আগে সেমিফাইনালের লড়াইয়ে ছিল তিন দলই। বাংলাদেশকে জিততে হত ১২.১ ওভারে, আর অস্ট্রেলিয়ার চাওয়া ছিল বাংলাদেশের জয়, তবে সেটা ১২.১ ওভারের পর। আর আফগানিস্তানের জন্য প্রয়োজন ছিল স্রেফ জয়। ১১৬ রানের টার্গেটে বাংলাদেশ শুরুটা ভালো পেলেও নিয়মিত উইকেট হারিয়ে সেমির লড়াই থেকে ছিটকে যায়। সাথে বারবার খেলা থামে বৃষ্টিতে। ফলে বৃষ্টি আইনে কোন দল এগিয়ে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল।
আর সেটা কাজে লাগাতেই ১২তম ওভারে বাংলাদেশের রান যখন ৭ উইকেটে ৮১, তখন আফগান ব্যালকনিতে কোচ জোনাথন ট্রটকে দেখা যায় খেলোয়াড়দের সময় নষ্টের ইঙ্গিত দিতে। সেই সময়ে বৃষ্টি আইনে বাংলাদেশ পিছিয়ে ছিল। কোচের ইঙ্গিত পেয়ে সাথে সাথেই স্লিপে থাকা গুলবাদিন পা ধরে লুটিয়ে পরেন, যেন দাঁড়ানোরই অবস্থা নেই। তবে এর কিছুক্ষণ বাদেই তার পেস বোলিং করা প্রমাণ করে দেয়, সময় নষ্টের জন্য সেটা ছিল নিছকই অভিনয়। শেষ পর্যন্ত অবশ্য তার দলই জেতে।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনাটি নিয়ে বলতে গিয়ে মার্শ শোনান তার মজার অভিজ্ঞতা। “(গুলবাদিনের কাণ্ড দেখে) হাসতে হাসতে আমার প্রায় কান্নাই চলে এসেছিল। তবে দিনের শেষে ম্যাচে এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। সুতরাং আমরা এখন এটা নিয়ে মজা করতেই পারি। তবে হ্যা, এটা কী যা মজার ছিল। দুর্দান্ত!”
হ্যামস্ট্রিং চোটের অভিনয় করা গুলবাদিন দুই ওভার শুধু এরপর বোলিংই করেননি, জয় নিশ্চিত হতেই ভোঁ দৌড় লাগান উসাইন বোল্টের গতিতে। কে বলবে, মিনিট বিশেক আগে ঠিকমত দাঁড়াতেই পারছিলেন না তিনি!
ধারাভাষ্যকাররও এটা নিয়ে মজা করতে ছাড়েননি। ইয়ান স্মিথ তো বলেই দেন, তার হাঁটুর চিকিৎসার করাতে তিনি গুলবাদিনের ডাক্তারের সাথে দেখা করতে চান। তিনি গুলবাদিনকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেও উল্লেখ করেন।
আর সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ছিলেন আরও এক ধাপ এগিয়ে। তিনি এক্সে লিখেছিলেন, ইতিহাসের প্রথম ক্রিকেটার গুলবাদিন, যে কিনা পায়ে গুলি খাওয়ার ২০ মিনিট বাদে উইকেট শিকার করেছে!
গুলবাদিন নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিখ্যাত চোট নিয়ে বেশ মজা করেছেন। যা বলে দেয়, আদতে কোনো চোটই তার ছিল না।
No posts available.
২৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৫ এম
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:২০ পিএম
ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই ভারত পৌছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও শুরু হয়েছে জয় দিয়েই। বাংলাদেশ দলের ওপর বরাবরেই মতই নজর রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন,’বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটিই আমি চাই।‘
এছাড়া ক্রিকেটারদের সাথে সবসময়ই যোগাযোগ রাখেন বাংলাদেশের সরকার প্রধান। বিশ্বকাপ নিয়েও ক্রিকেটার ও বোর্ডের সাথে কথা হয়েছে তাঁর। প্রধানমন্ত্রী বলেন,’ আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি।‘
এছাড়া বিশ্বকাপ নিয়েও নিজের আশার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি মনে করেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে এটাই বড় কথা। তিনি আরো বলেন,’ বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি, এটিই তো সবচেয়ে ভালো। ভালো খেলতে পারলে ভালো রেজাল্টও করতে পারবে। আমি সবসময় আশাবাদী।‘
বাংলাদেশ দল আজই দেশ ছেড়েছে ওয়ানডে বিশ্বকাপের জন্য। তবে বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় তামিম ইকবালের না থাক। এই নিয়ে নিজের ফেসবুকে ভিডিও পোস্টও করেছেন তামিম ইকবাল।
তামিমের বিশ্বকাপে না থাকার দায়টা অনেকেই দিচ্ছিলেন অধিনায়ক সাকিব আল হাসানকে। গুঞ্জন ছিল সাকিবের চাওয়াতেই তামিমকে নেয়া হয়নি দলে। এত আলোচনা যখন ক্রিকেট পাড়ায় সেই সময়ই টি-স্পোর্টসকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে রীতিমত বোমা ফাটিয়েছেন সাকিব আল হাসান।
তামিমের না থাকার পিছনে সত্যিই সাকিবের ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে টি-স্পোর্টকে সাকিব বলেন,’ আমি অন্তত মনে করি, অনূর্ধ্ব-১৫ থেকে আমি দেখে আসছি একটা প্লেয়ার যে ভালো করছে, দলের জন্য কন্ট্রিবিউট করছে সেই প্লেয়ারকে বাংলাদেশ কখনো কোনদিনই বাদ দেয়নি।‘
তিনি আরো যোগ করেন,’ আমার তো দায়িত্ব না পুরো টিমটা সিলেক্ট করা। তাহলে তো এশিয়া কাপের একদিন আগে ক্যাপ্টেন অ্যানাউন্স করেই টিম দিয়ে দিতে পারতাম। এটা (কারো দলে থাকা না থাকা) অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয়, এমন না শুধু মাঠের পারফর্মেন্স। মাঠ, মাঠের বাইরে, ড্রেসিংরুম, টিম মিটিং, এটমস্ফিয়ার অনেক কিছু আসলে চিন্তা করে টিমটা করতে হয়। যদিও এইসবকিছুতে আমি এখন খুবই কম ইনভলভড।‘
ওদিকে নিজের ভিডিওতে তামিম বলেছেন তাঁকে জানানো হয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচটা তাঁকে খেলাতে চায় না দল। এছাড়া কোন কোন ম্যাচে তাঁকে মিডল অর্ডারে খেলার প্রস্তাবও দেয়া হয়েছিল। সেটা নিয়ে কতটা অবগত ছিলেন সাকিব?
প্রশ্নের উত্তরে সাকিব বলেন,’ আমার সাথে কোন আলোচনাই হয়নি। যদি এটা কেউ বলে থাকে সে নিশ্চয়ই অথরাইজড কেউ। এটা আগে থেকে আলাপ করা হচ্ছিল যেন জানা থাকলে দুই পক্ষের জন্যই ভাল হয়। আর এরকম বলাতে (তামিমকে মিডল অর্ডারে ব্যাট করতে বলা) খারাপ কিছু আছে বলে আমি মনে করিনা।‘
তিনি আরো বলেন,’ কেউ এটা বলে থাকলে সে টিমের কথা চিন্তা করেই বলেছে। যে এই কম্বিনেশনটা আমরা দেখি। এমন অনেক কিছুই হয় একটা ম্যাচকে কেন্দ্র করে। ফলে সেটা আগে থেকে আলোচনা হওয়া ভালো। নাকি এমন প্রস্তাবই দেয়া যাবেনা? যে একজনকে (তামিমকে ইঙ্গিত করে)আমি বলবো তুমি যা ইচ্ছা করো। এখানে টিম আগে না ইনডিভিজ্যুয়াল আগে?
পুরো ক্যারিয়ারে ওপেন করা তামিম হুট করে কেন মিডল অর্ডারে খেলবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন,’ রোহিত শর্মার মত প্লেয়ার, যে দশ হাজার রান করে ফেলসে। সে যদি মাঝে মাঝে তিন-চারে খেলে কিংবা ব্যাটিংয়ে না নামে এটা কী খুব একটা সমস্যা হয়? এটা আমার কাছে মনে হয় বাচ্চা মানুষের মত, যে আমার ব্যাট আমিই খেলব। আসলে টিমের প্রয়োজনে যে কাওকে যেকোন জায়গায় খেলতে রাজি থাকা উচিৎ। টিম ফার্স্ট, এখানে আপনি কী করলেন সেটা কোন পার্থক্য গড়ে দেয় না যদি দল হারে। এই পারসোনাল এচিভমেন্ট দিয়ে আপনি কী করবেন? নিজের নাম কামাবেন? তারমানে কী আপনি নিজের কথাই শুধু চিন্তা করছেন, আপনি দলের কথা ভাবছেন না।‘
সাকিব আরো যোগ করেন,’ প্রস্তাবটা টিমের কথা চিন্তা করেই তো দেয়া হয়েছে। এভাবে হলে হয়তো টিমের জন্য ভালো হবে, সে কারণেই তো প্রস্তাবটা দেয়া। তো এটাতে খারাপ কী আছে? অবশ্যই ডিসকার করার আছে যে না আমি পারব, তুমি বলো আমাকে কী করতে হবে, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইট ফর দ্য টিম। তাহলেই তো আপনি টিম ম্যান। এভাবে চিন্তা না করলে ইয়্যু আর নট অ্যা টিম ম্যান।‘
বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের জল ঘোলা
করার খেলা চলছে তো চলছেই। দু’দেশের বিতর্ক
ডালপালা মেলছে নানা ইস্যুর শাখা-প্রশাখায়। বিতর্কের সেই ডামাডোলে সবশেষ সংযুক্তি, ভারতের
ভিসাটা এখনো মেলেনি পাকিস্তান ক্রিকেট দলের।
বিশ্বকাপের পর্দা উঠতে বাকি নেই মোটে দু’সপ্তাহও। তারও আগে অবশ্য ভারতের মাটিতে
দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাবরদের। ২৯ সেপ্টেম্বর হায়াদ্রাবাদের রাজিভ গান্ধী
স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের প্রতিপক্ষ
অস্ট্রেলিয়া। এতো অল্প সময় বাকি- তবুও ভিসার জটিলতা মেটেনি পাকিস্তানের।
আরও পড়ুন: ৬০ বছর পর পাকিস্তানে খেলতে যাবে ইন্ডিয়া!
কথা ছিলো ভারতযাত্রার আগে পাকিস্তান দল দিন দুয়েকের
ক্যাম্পিং সারবে দুবাইয়ে। তবে ভিসার সুরাহা না হওয়ায় দেশ ছাড়া যাচ্ছে না এখনই। তাই
অগত্যা বাতিল করতে হচ্ছে দুবাইয়ের ক্যাম্পিং। তবে সময়মতো ভিসা মিললে বুধবার দুবাই হয়েই
ভারতে যাবে গ্রান্ট ব্র্যাডবার্নের দল।
কথা হচ্ছে, আর সব দেশের ভিসা মিললেও পাকিস্তানের
ভিসা মিলতে এতো দেরি হবার কারণটা কী? মূলত দু’দেশের মধ্যকার বৈরী সম্পর্কই এই ভিসা জটিলতার পেছনের
মূল কারণ। ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার পর থেকেই কমতে শুরু করে
ভারত-পাকিস্তানের অবাধ যাতায়াত।
আরও পড়ুন: ভয়ঙ্কর পাকিস্তানের পেস ত্রয়ী, হুঙ্কার বাবরের, ভীত শুভমান
তবে এর মধ্যেই ২০১২ সালে সবশেষ ভারতের মাটিতে দ্বিপাক্ষিক
সিরিজ খেলেছে পাকিস্তান। ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে
পাকিস্তান। বলাই বাহুল্য, তারপরে দু’দেশের সম্পর্ক
ক্রমান্বয়ে অবনতি বৈ উন্নতির মুখ দেখেনি আর।
এতোকিছুর পরেও পিসিবির কর্তাব্যক্তিরা আশাবাদী
শীঘ্রই মিলবে ভারতের কাঙ্খিত ভিসা। ওয়ার্ম আপ ম্যাচের আগে সময়মতোই ভারতে পৌঁছবে দল।
পাকিস্তানের বিশ্বকাপের স্কোআডে থাকা প্লেয়ারদের মধ্যে এর আগে ভারতে যাবার অভিজ্ঞতা
আছে কেবলমাত্র দু’জনের। ২০১৪ সালে
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলতে আঘা সালমান আর ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ
খেলতে মোহাম্মদ নাওয়াজ গিয়েছিলেন ভারতে।
প্রথমবারের মতো বাকিরাও দ্রুত পেয়ে যাক ভারতীয় ভিসা- পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা চাইবে এমনটাই।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
আগের দিন রাতেই ভারতের সাথে দুর্দান্ত এক জয়। সুপার ফোরের শেষটা বাংলাদেশ করেছে মনে রাখার মত করেই। আর আজ সকালেই দেশে ফিরেছে সাকিবের দল। সকাল সাড়ে এগারোটা নাগাদ ঢাকা এসে পৌছায় বাংলাদেশ দল।
শেষটা ভাল হওয়ায় বাংলাদেশ দলকে ঘিরে গণমাধ্যমের আগ্রহও ছিল বেশি। সকাল থেকেই বিমানবন্দের ভিড় করেন সাংবাদিকরা। এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয় বারের মত ভারতকে হারাল বাংলাদেশ। এর আগে ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছিল টাইগাররা।
ফলে বিমানবন্দর থেকে আজ বেশ ফুরফুরে মেজাজেই বের হয়েছে বাংলাদেশ দল। দুপুর ১২ টার পর বিমানবন্দর থেকে বের হন দলের সদস্যরা। এরপর গনমাধ্যমের সাথে কথাও বলেছেন মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন ভারতের বিপক্ষে জয় আআত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের।
ওদিকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অবশ্য খুব বেশি বিশ্রাম নেয়ার সুযোগ নেই সাকিবদের। ২১ তারিখ থেকেই আবার মাঠে নামতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ প্রস্তুতি।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয় দলের ২ ফুটবলার আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন। বৃহস্পতিবার সকালে, এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন বসুন্ধরা কিংসের ২ ফুটবলার।
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আবারও খেলোয়াড়ি কোটায় মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ দেয়া হবে। সেই কোটাতেই আবেদন করেন জিকো আর মোরসালিন। ‘ইসলামের ইতিহাস’ এই বিষয়ে অর্নাস করবেন ২ ফুটবলার।
আরও পড়ুন: স্টোকসের ১৮২ রানে ইংল্যান্ডের ১৮১ রানের জয়
২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গোলকিপার আনিসুর রহমান জিকোর। এর পর থেকে লাল-সবুজ জার্সিতে খেলেছেন প্রায় সব ম্যাচই। শেষ সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও।
এদিকে চলতি বছর কম্বোডিয়ার সাথে অভিষেকের পর সাফে ২ গোল করে আলোচনায় আসেন মোরসালিন। গোল পেয়েছিলেন আফগানিস্তানের সাথে ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচেও। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেই জাতীয় দলের হয়ে ৩ গোল করেছেন মোরসালিন।
এবার ফুটবল মাঠের সেই যোদ্ধারাই একইসাথে মনোযোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেও।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।