উইকেটে বোলারদের জন্য সহায়তা কিছু ছিল বটে, তবে সেটা আহামরি কিছু যে নয়, তা প্রমাণ করে দিয়েছিলেন কুসাল মেন্দিস। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তিনশ’র কাছাকাছি টার্গেট দেওয়ার পরও তাই আশা ছিল বাংলাদেশ শিবিরে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। এক তাওহীদ হৃদয় যা কিছুটা লড়লেন, যা কেবল হতাশাই বাড়াল। বিশাল পরাজয়ে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল বাংলাদেশ।
পাল্লেকেল্লেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছে ৯৯ রানে। স্বাগতিকদের ৭ উইকেটে ২৮৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই। শ্রীলঙ্কা সিরিজ জিতল ২-১ ব্যবধানে। এর আগে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।
কন্ডিশন বিবেচনায় এই রান তাড়া করাটা মোটেও সহজ হওয়ার ছিল না। বাংলাদেশকে তাই শুরু থেকেই রান তুলতে হত দ্রুত। সেই আভাস ছিল তানজিদ হাসান তামিমের ব্যাটে, তবে পারেননি ইনিংস বড় করতে। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে তিনটি চারের মারে করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর কাছ থেকে একটা দায়িত্বশীল ইনিংসের আশায় ছিল বাংলাদেশ। তবে আরও একবার দলকে হতাশ করেন এই সিরিজের আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এই ব্যাটার। দুশমান্থ চামিরার বলে লাইন মিস করে বোল্ড হন রানের খাতা খোলার আগেই।
২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ। তাতে রান হয় বটে, তবে কমে যায় রানের গতি। ফলে ক্রমেই জয়ের জন্য ওভার প্রতি রানের লক্ষ্য যায় বেড়ে, যা চাপ তৈরি করে দুই ব্যাটারের ওপর। দারুণ কিছু শট খেললেও তাই ডট বলের চাপে পড়ে যান ইমন, যা সরাতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ৩৩ বলে ২৬ রানের ইনিংস খেলে।
এরপর তাওহীদ ও মিরাজের ব্যাটে কিছুটা গতি ফেরে বাংলাদেশের ইনিংসে। চতুর্থ উইকেটে দুজন মিলে ৩৯ বলে গড়েন ৪০ রানের জুটি। তবে সেটাও যথেষ্ট ছিল না। দুনিথ ওয়েলালাগের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে থামে বাংলাদেশ অধিনায়কের ইনিংস। ৪ চার ও এক ছক্কায় মিরাজের ব্যাট থেকে আসে ২৮ রান।
২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ১২১ রান। তাওহীদ একপ্রান্ত আগলে রাখলেও বড় জুটি না হওয়ায় চাপ প্রতি ওভারেই বেড়ে যায়। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্পড হন শামীম (১২ রান)।
আগের ম্যাচে লড়িয়ে ফিফটি রানের ইনিংস খেলা তাওহীদ ধীরলয়ে তুলে নেন আরেকটি অর্ধশতক। ৭৫ বলে ৩ চার ও ১ ছক্কায় পা রাখেন ক্যারিয়ারের নবম ফিফটিতে। তবে আরও একবার ব্যর্থ হন ইনিংস লম্বা করতে। বোল্ড করে দেন চামিরা। এর আগে তরুন এই ব্যাটার ৭৮ বলে করেন ৫১ রান।
বাংলাদেশের জয়ের আশাও সেখানেই শেষ হয়ে যায়। জাকের আলি অনিককে একপ্রান্তে রেখে এক ডিজিটে সাজঘরের পথ ধরেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। কিছু বড় শট খেলে জাকেরের ২৭ রানের ইনিংসের ইতি ঘটে আসিথার বলে বোল্ড হয়ে। এরপর বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতার।
এর আগে দিনের শুরুতে এক পরিবর্তন নিয়ে নিয়ে নামা বাংলাদেশ টস হেরে আগে বোলিং পায়। আর সেটা দারুণভাবেই কাজে লাগান তানজিম। ইনিংসের চতুর্থ ওভারে নিশান মাদুশকাকে ফিরিয়ে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দেন এই ডানহাতি পেসার। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।
৩০ আগস্ট ২০২৫, ৫:১৭ পিএম
৩০ আগস্ট ২০২৫, ৪:৫৮ পিএম
৩০ আগস্ট ২০২৫, ৪:২৫ পিএম
সিরিজের প্রথম ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন লিটন কুমার দাস। নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। ডাচদের অল্পে আটকে রেখে ম্যাচ জেতার লক্ষ্য তার।
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই সিরিজ জেতার সুখস্মৃতি সঙ্গে নিয়ে এই সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপের আগে আরেকটি ইতিবাচক ফলের আশায় বাংলাদেশ অধিনায়ক লিটন।
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, টস হেরেও সমস্যা নেই তাদের। আগে ব্যাট করে যথেষ্ট রান করে ম্যাচ জিততে চান সফরকারী অধিনায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫৩৯ দিন পর টি-টোয়েন্টি খেলা হবে এই ম্যাচ দিয়ে। এই মাঠে আগে ব্যাট করে জয় মাত্র ৩টি। আর পরে ব্যাট করা দল জিতেছে ১০ ম্যাচ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তবে কদিন আগে জিম্বাবুয়ে সফর করে এলেও, এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যাবে ইংল্যান্ডে খেলতে। এই সফরের পেছনে কারণ হিসেবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার কথা বললেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক দিন বিরতি আর এক দিন অনুশীলনের পর সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এরপর ৫ তারিখ থেকে শুরু হবে মূল সিরিজ।
ইংল্যান্ড সফরের জন্য রওনা হওয়ার আগের দিন মিরপুরে বিসিবি জাতীয় একাডেমি ভবনের সামনে হয় আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব। ছবি তোলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুবাদের প্রধান কোচ জানান, ভিন্ন ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তারা।
আরও পড়ুন
চাইনিজ তাইপের জালে দুই হালি গোল বাংলাদেশের |
![]() |
“আমি মনে করি, (ইংল্যান্ড সফরের) মূল কারণ হলো ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। আমরা কেন আগে আফ্রিকা আর এখন ইংল্যান্ডের মতো ভিন্ন মহাদেশে সফরে যাচ্ছি তার মূল কারণ হলো—খেলোয়াড়দের বিভিন্ন ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দেওয়া।”
“এসব সফরের মূল কারণ খেলোয়ারদের পরীক্ষা করা। তারা কীভাবে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় এবং কেমন পারফরম্যান্স করে। যাতে দুই বছর শেষে যখন বিশ্বকাপ ঘনিয়ে আসবে, তখন ছেলেরা বহু রকম কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে প্রস্তুত থাকে। এটাই আসল কারণ।”
আগামী বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। বিশ্বকাপের আগে আর দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের পর ঘরের মাঠে অক্টোবরে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
লর্ডসে ঘুরতে ও স্টোকসের সঙ্গে দেখা করতে চান তামিম |
![]() |
এই দুই সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত কম্বিনেশন সাজিয়ে নেওয়ার আশা যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের।
“আমাদের কম্বিনেশন যদি দেখেন... এখন কিছু ইনজুরি আছে যেমন ইমন ইনজুরিতে। তো যারা আসছে তাদের এখন চান্স। স্যারও এটাই বললেন। কম্বিনেশনের ব্যাপারে... এরপর অক্টোবরে সম্ভবত আমাদের আফগানিস্তান সিরিজ। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। এটাও একটা ভালো অভিজ্ঞতা।”
ইংল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ লাফবোরোতে, ৫ ও ৭ সেপ্টেম্বর। এরপর ব্রিস্টনে ১০ তারিখ তৃতীয় ওয়ানডে খেলবে তারা। সবশেষে বেকেনহ্যামে গিয়ে ১২ ও ১৪ সেপ্টেম্বর সফরের শেষ দুটি ম্যাচ খেলবে তামিমের দল।
মূল সিরিজ শুরুর আগে লাফবোরোতে ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রায় আড়াই সপ্তাহের সফরে খেলার পাশাপাশি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখতে চান আজিজুল হাকিম তামিম। এছাড়া বেন স্টোকসের সঙ্গেও দেখা করার ইচ্ছা যুবা দলের অধিনায়কের।
ইংল্যান্ড সফরের জন্য উড়াল দেওয়ার আগের দিন অর্থাৎ শনিবার মিরপুরে বিসিবির জাতীয় একাডেমি ভবনের সামনে করা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সফর নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন অধিনায়ক তামিম ও প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
২০১৯ সালের পর ইংল্যান্ডে খেলতে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই তামিমসহ পুরো দলের জন্য এটিই প্রথম ইংল্যান্ড সফর। সেখানে যাওয়ার পর কোনো ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চান কিনা জানতে চাওয়া হয় তামিমের।
উত্তরে অধিনায়ক বলেন, ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের দেখা পেলে ভালো লাগবে তার।
আরও পড়ুন
চাইনিজ তাইপের জালে দুই হালি গোল বাংলাদেশের |
![]() |
“অবশ্যই প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে, আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছে আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।”
আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। ইংল্যান্ডের সঙ্গে খুব একটা সাদৃশ্য নেই ওই দুই দেশের কন্ডিশনের। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সফর থেকে অভিজ্ঞতা পাওয়ার আশা তামিমের।
“ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাবো। এখন হয়তো বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে সামনে ইনশাআল্লাহ্ আমরা এইচপি বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন অভিজ্ঞতাটা কাজে লাগবে।”
টপ এন্ড টি-টোয়েন্টিতে হতাশার পর অস্ট্রেলিয়া সফরের একমাত্র চারদিনের ম্যাচেও ইতিবাচক করতে পারল না বাংলাদেশ 'এ' দল। শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যুনতম লড়াইও করতে পারেনি একগাদা টেস্ট ক্রিকেটার নিয়ে খেলতে নামা বাংলাদেশ।
ডারউইনে তিন দিনে দিনে শেষ হওয়া ম্যাচে ইনিংস ও ১২ রানে হেরে গেছে বাংলাদেশ 'এ' দল।
অথচ মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদকে নিয়ে ৬ টেস্ট ক্রিকেটারের একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই ইনিংস মিলিয়েও সাউথ অস্ট্রেলিয়ার করা ৩৮০ রান ছাড়াতে পারল না তারা।
আরও পড়ুন
তীব্র গরমে বদলে গেল এশিয়া কাপের সময় |
![]() |
শনিবার ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১১৪ রানে।
৪২ রানে দিন শুরু করা শাহাদাত বিদায় নেন ৭ রান যোগ করেই। এটিই হয়ে থাকে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ 'এ' দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর ইয়াসিরও ফিরে যান ৩৬ রান করে।
নাঈম হাসানকে ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেছিলেন। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। নাঈম ২৫ ও মাহিদুল করেন ৩২ রান করে সাজঘরে ফেরেন।
শেষদিকে একাই লড়াই করেন স্পিনার হাসান মুরাদ। শেষ জুটিতে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ইনিংস হার এড়ানোর চেষ্টা করেন মুরাদ। ওই জুটিতে আসে ৪৮ রান। তবে ৪২ রানে মুরাদের বিদায়ের পর ইনিংস ব্যাবধানে হারে বাংলাদেশ 'এ' দল।
সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমের কথা মাথায় রেখে বদলে ফেলা হলো এশিয়া কাপের খেলা শুরুর সময়। নতুন সূচিতে ৩০ মিনিট পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) শুরু হবে খেলা। তবে একটি ম্যাচ শুরু হবে আগের সূচিতেই।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে এই খবর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টের ১৯ ম্যাচের সবকটিই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এখন সেটি ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে আগামী ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি আগের সূচিতেই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এর বাইরে ফাইনালসহ বাকি ১৮টি ম্যাচই হবে সাড়ে ৮টায়।
আরও পড়ুন
ওভার কমলেই সিলেটে দেখা যাবে ক্রিকেটের নতুন নিয়ম |
![]() |
সংযুক্ত আরব আমিরাতে সাধারণত সেপ্টেম্বরে দিনের বেলা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে যায় তাপমাত্রা। যা কিনা সন্ধ্যা হওয়ার পরও উত্তাপ ছড়াতে থাকে। তাই অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে খেলা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।
অনুরোধটি মূলত করা হয় ব্রডকাস্টারদের কাছে। কারণ খেলা শুরুর সময়ের সঙ্গে ব্রডকাস্টাররা আরও অনেক আনুষঙ্গিক কাজ করে থাকেন। তাই তাদের কাছে অনুরোধ করা হয়। পরে তারা রাজি হওয়ায় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
আবু ধাবিতে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। হংকংয়ে বিপক্ষে ১১ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরে ১৩ তারিখে শ্রীলঙ্কা ও ১৬ তারিখে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে