নতুন মৌসুমের শুরুতে দারুণ ছন্দে কিলিয়ান এমবাপে। পরপর দুই ম্যাচে পেলেন গোলের দেখা। এবার তার সঙ্গে যোগ দিলেন ভিনিসিউস জুনিয়র। নবাগত ওভেইদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেল সহজ জয়।
স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপে একাই করেছেন দুই গোল আর অন্যটি ভিনিসিউসের।
২৪ বছর পর লা লিগায় ফেরা ওভেইদো নিজেদের ঘরের মাঠে তেমন লড়াই করতেই পারেনি। সহজেই ম্যাচের ফল নিজেদের দিকে এনেছে রিয়াল।
রিয়ালের জয়ের ব্যবধান বাড়তে পারত আরও। কখনও ভাগ্য, কখনও নিজেদের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় তারা। ম্যাচের গোলের জন্য ২৬টি শট করে রিয়াল। এর মধ্যে লক্ষ্য বরাবর থাকে ১০টি।
আরও পড়ুন
উপহার পাওয়া গোলের পরও জিততে পারল না ইউনাইটেড |
![]() |
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারত রিয়াল। অল্পের জন্য জালে বল ঢোকাতে পারেননি রদ্রিগো। সেই গোলের অপেক্ষার শেষ হয় ৩৭ মিনিটে। আর্দা গুলেরের কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এমবাপে।
দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম্যাচে গোল করল রেয়াল। টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।
পরের গোলের জন্য আবার দীর্ঘ অপেক্ষা। ম্যাচের ৮৩ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণও করেন এমবাপে। আর অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করে মাঠ ছাড়েন ভিনিসিউস।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমে শিরোপাহীন কাটালেও ব্যক্তিগতভাবে পার করেন স্বপ্নের মৌসুম। তবে কিলিয়ান এমবাপের দারুণ পারফরম্যান্স অনেকটাই আড়াল হয়ে যায় দলের ছন্দহীনতায়। এই মৌসুমে নতুন কোচের অধীনেও একই ছন্দ বজায় রেখেছেন ফরাসি তারকা। দুই ম্যাচে করেছেন তিন গোল। রিয়াল কোচ জাবি আলোনসো মনে করেন, এই মৌসুমে আরও ভালো করবেন এমবাপে।
চলতি মৌসুমে রিয়ালের লা লিগার প্রথম ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া গোল করেন এমবাপে। ফর্ম ধরে রেখে গত রোববার ওভিয়েদোর বিপক্ষে ৩৭তম মিনিটে দলীয় প্রথম গোল করেন সাবেক পিএসজি ফরোয়ার্ড। এরপর ৮৩তম মিনিটে ফের জালের দেখা পান তিনি। ম্যাচে রিয়াল জেতে ৩-০ গোলে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমবাপের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন আলোনসো।
“সে ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় যে ৪ কেজি ওজন হারিয়েছিল, সেটা আবার ফিরে পেয়েছে। গত মৌসুমের ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। কারণ, তখন আমি এখানে ছিলাম না। তবে আমি মনে করি সে ভালো করছে, উজ্জীবিত আছে এবং সেটা দলের মাঝেও ছড়িয়ে দিচ্ছে। আমি তার দারুণ সব টার্ন নেওয়ার মুভগুলো দেখতে ভীষণ পছন্দ করি। আমরা সবাই জানি সে গোল করবেই। আজও সে খুব ভালো করেছে, এমনকি আগেরদিনও।”
এমবাপের জ্বলে ওঠার দিনে আরেক তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ইনজুরি টাইমে গোলের দেখা পান। তবে সেটা ছাপিয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তার একাদশে না থাকার বিষয়টি। গত মৌসুম পর্যন্ত ফিট থাকলে রিয়ালের একাদশে যার জায়গা নিশ্চিত ছিল, সেই একই খেলোয়াড় মৌসুমের দ্বিতীয় ম্যাচে নামেন বদলি হিসেবে, তখন সেটা বিস্ময়করই।
তবে আলোনসো এই প্রসঙ্গে টেনে আনেন দলের চাহিদার দিকটি।
“প্রত্যেক খেলোয়াড়ের ব্যাপারটা কিন্তু আলাদা। আমাকে দলের প্রয়োজনেই সিদ্ধান্ত নিতে হয়। আজকের সিদ্ধান্তও (ভিনিসিয়ুসের বদলি নামা) সেই দৃষ্টিকোণ থেকেই নেওয়া।”
এই ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছেন রিয়ালের নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। এই মৌসুমে ক্লাবটিতে নাম লেখানো আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার খুব দ্রুতই দলের সাথে মানিয়ে নিয়েছেন। যতোটা সময় মাঠে ছিলেন, নিজের প্রতিভার ছাপ রেখেছেন বেশ।
আলোনসো মাস্তান্তুয়ানোর মাঝে দেখছেন উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি।
“খুব অল্প সময়েই সে দলের সাথে মানিয়ে নিয়েছে। ডান পা দিয়ে দারুণ পাস দেয়, মাঠে বেশ প্রাণবন্ত এবং প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড়। আমাদের জন্য সে দীর্ঘমেয়াদে ভালো কিছুই যোগ করবে।”
নতুন প্রধান কোচ হিসেবে বসুন্ধরা কিংসের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ। কিছু দিন আগে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক চুক্তি হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। ফলে গোমেজের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
খেলোয়াড়ি জীবনে গোমেজ ছিলেন ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপিয়েছেন তিনি। ১৯৮২ ও ১৯৮৪ সালে দুবার ঘরোয়া লিগ শিরোপা জেতেন।
১৯৯৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে কোচিং কোচিং ক্যারিয়ার শুরু করেন গোমেজ। এরপর ইউরোপীয় ফুটবলের দরজা খুলে যায় গোমেজের; কুপারের সঙ্গে পাড়ি জমান স্পেনে। লা লিগার ক্লাব মায়োর্কার ডাগআউটে ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহকারী কোচ ছিলেন গোমেজ। সেই সময়ে কোপা দেল রে ও কাপ উইনার্স কাপের ফাইনালে ওঠে মায়োর্কা।
মায়োর্কার অধ্যায় শেষ করে স্প্যানিশ আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার সহকারী হিসেবে দুই মৌসুম কাটান গোমেজ। তার সময়েই দল টানা দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে। ওই দলে ছিলেন গায়িজকা মেন্দিয়েতা, পাবলো আইমার, ক্লদিও লোপেজ, স্যামুয়েল ইতো, সান্তিয়াগো কানিজারেসদের মতো ফুটবলাররা।
২০০১ সালে কুপারের সঙ্গেই গোমেজ যোগ দেন ইতালিয়ান সিরি আ’র ক্লাব ইন্টার মিলানে। তখন কাজের অভিজ্ঞতা হয় রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরি, হার্নান ক্রেসপো, হাভিয়ের জানেত্তিদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে।
ইউরোপের শীর্ষ স্তরে কাজ করার অভিজ্ঞতার পর হেড কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন গোমেজ। দায়িত্ব নেন— লানুস, কুইলমেস, বেলগ্রানো, আতলেতিকো তুকুমান, ফেরো কারিল ওয়েস্তে, জিমনাসিয়া দে লা প্লাতা ও জিমনাসিয়া দে জুজুয়াইসহ আরও বেশ কয়েকটি আর্জেন্টাইন ক্লাবের।
দেশের বাইরে গ্রিসের আস্তেরাস ত্রিপোলিস, ইকুয়েডরের দেপোর্তিভো কুয়েনকা, হংকংয়ের সাউথ চায়না, মালয়েশিয়ার জোহর দারুল তাজিম এবং ইন্দোনেশিয়ার পারসিব বান্দুং, বোর্নিও এফসি ও আরেমা এফসির মতো ক্লাবের কোচিং দায়িত্ব পালন করেছেন বর্তমানে ৬৮ বছর বয়সী গোমেজ।
সাফল্যের দিক থেকেও গোমেজের ক্যারিয়ার উজ্জ্বল। মালয়েশিয়ার জোহর দারুল তাজিমের কোচ হিসেবে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন। একই সময়ে মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতিয়ে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা পান। ইন্দোনেশিয়ার ফুটবলেও তার উপস্থিতি আলো ছড়িয়েছে।
গোমেজের সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে ইতোমধ্যেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে তারা। টানা পাঁচবার জিতেছে লিক শিরোপা।
সর্বশেষ মৌসুমে লীগ শিরোপা হাতছাড়া হলেও চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলে ঢাকার জায়ান্ট ক্লাবটি। তবে এবার লক্ষ্য শুধু ঘরোয়া শিরোপা জেতা নয়। কিংস চাইছে ঘরোয়া পাঁচটি ট্রফি জয়ের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্ব পেরিয়ে আরও দূরে যাওয়া। আর এই বড় স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস গোমেজকে।
বাহরাইনে ১২ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে মঙ্গলবার দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১৮ ও ২২ আগস্টে হওয়া দুটি ম্যাচই হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথমটিতে পরাজয় ১-০ গোলে; পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ২-৪ ব্যবধানে। প্রস্তুতি ম্যাচে দলের লক্ষ্য কেবল জয় ছিল না; দলের সব খেলোয়াড়কে বাজিয়ে নেওয়া, টিম কম্বিনেশন বোঝা ছিল কোচ টিটুর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে কোচরা সফল বলেই জানা গেছে।
বাহরাইনের কোনো স্থানীয় দলের বিপক্ষে সোমবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেটি হয়নি; নিজেদের মধ্যে ভাগ হয়েই তাই ম্যাচ খেলবেন আল আমিন, শেখ মোরসালিনরা।
আরও পড়ুন
নেপালকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ |
![]() |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, “গতকাল রিকভারি সেশন ছিল, আজকের সেশন কিছুটা হালকা ছিল। আগামীকাল (সোমবার) একটা ম্যাচ খেলব, কথা ছিল এখানকার কোনো লোকাল টিমের সঙ্গে খেলব। কিন্তু সেটা আমরা পাইনি; এখন আমাদের মধ্যেই ম্যাচটা খেলব।”
দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে হারলেও দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের টিম স্পিরিটের প্রশংসা করেছেন হাসান আল মামুন। সেই সঙ্গে বাহরাইন থেকে নিয়ে ফেরা আত্মবিশ্বাস ভিয়েতনামে কাজে দেবে বলে মনে করেন তিনি।
“সবশেষ ম্যাচে দেখার দরকার ছিল টিমের কম্বিনেশনটা কী। সবাইকে খেলিয়েছি, কার কী অবস্থা তা দেখেছি। সম্ভাব্য সেরা সমাধানের খুব কাছাকাছি আছি। টিম স্পিরিট খুব ভালো আছে। আশা করি ভালো কিছু পুঁজি নিয়ে এখান থেকে দেশে ফিরব। যেটা ভিয়েতনামে কাজে দেবে।”
জানা গেছে, মঙ্গলবার দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করবে অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে তারা। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে দেশটিতে যাবে দল।
ভিয়েতনাম যাওয়ার আগে বাহরাইনে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা দলের জন্য ভালো হয়েছে মনে করেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু।
“প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোচিং স্টাফরা যেভাবে চেয়েছে আমরা সেভাবে করেছি। সবকিছু ভালোই চলছে। (রোববার) আরেকটা সেশন করেছি, যে ম্যাচটা গেছে ওখানে যে ভুলত্রুটি ছিল, সেগুলো নিয়ে কোচরা কাজ করছে। বাহরাইনে আরও একটি সেশন আছে এরপর আমরা বাংলাদেশে রওনা দেবো।”
এবারই প্রথম এশিয়ান কাপ বাছাই সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফেডারেশন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান কাপের মূলপর্বে (সিনিয়র ও অনূর্ধ্ব-২০)।
আরও পড়ুন
২ গোল দিয়ে ৪ গোল হজম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের |
![]() |
ছেলেদের দলও যাতে সেই পথে হাটতে পারে তা নিয়ে জোড় চেষ্টা ফেডারেশনের। বাহরাইনে যে লক্ষ্য নিয়ে দলের ক্যাম্প করা সেটি অনেকটাই কাজে দেবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন।
“আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব, মানে বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছে দল- মাঠ, হোটেল, খাবার এবং ট্রেনিং ফ্যাসিলিটিস; সবকিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড। আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।”
১২ দিনের সফরে কেবল খেলোয়াড়ই নয়, সার্বক্ষণিক কাজ করতে হয়েছে কোচিং স্টাফকেও। এমন সুযোগ করে দেওয়ার জন্য হাসান আল মামুন ধন্যবাদ দিয়েছেন বাফুফে এবং বাহরাইন ফুটবল ফেডারেশনকে।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।
১৬ দল নিয়ে ২০২৬ সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে খেলবে সৌদি আরব। অন্য ১৫ দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে ১১ গ্রুপে সেরা দল এবং চার সেরা রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিটি।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
ফুলহ্যামের মাঠে রোববার রাতের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ড শেষেও জয়শূন্য ইউনাইটেড। প্রথম ম্যাচে তারা হেরেছিল আর্সেনালের কাছে।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস। ভিএআর দেখে দেওয়া পেনাল্টিটি বারের অনেক ওপর দিয়ে মারেন ইউনাইটেড অধিনায়ক।
আরও পড়ুন
এমবাপে-ভিনিসিউসের গোলে জিতল রিয়াল মাদ্রিদ |
![]() |
দ্বিতীয়ার্ধে ফুলহ্যামের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। লেনি ইয়োরোর হেড ফুলহ্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে জড়ায় জালে।
কিন্তু ১৫ মিনিটের মধ্যে সমতা ফেরায় ফুলহ্যাম। বদলি হিসেবে নামার দেড় মিনিটের মাথায় দারুণ এক গোল করেন এমি স্মিথ রো। এরপর জালের দেখা পায়নি দুই দল।
টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম। আর্সেনালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেডের অবস্থান ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।
জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই তারা হেরে বসে ভারতের বিপক্ষে। সেই হারের ধাক্কা কাটিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে অসাধারণ জয় পেয়েছে আজ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রীতি-থুইনুই মারমাদের নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করেন রিয়া।
বল দখলে নিয়ে খেললেও গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। শুরুতে উম্মে কুলসুম ও আলপি আক্তার সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৪১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন থুইনুই। মামনি চাকমার আড়াআড়ি পাস থেকে ফাঁকা পোস্টে নিখুঁত শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে কাটিয়ে সহজে বল জালে জড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন
জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ও পুলিশ |
![]() |
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে নেপালের ডিফেন্সে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে প্রীতির দুটি শট ও থুইনুইয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে বদলি রিয়া যোগ করা সময়ে গোলকিপারকে কাটিয়ে নিশ্চিত করেন দলের বড় জয়।
ডাবল লেগ পদ্ধতির টুর্নামেন্টে আগামী বুধবার নেপালের বিপক্ষে ফিরতে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার আবার ভুটানের ও আগামী রোববার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি তারা।
নেপালকে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
১১ ঘণ্টা আগে
১৪ ঘণ্টা আগে
১৪ ঘণ্টা আগে
১৪ ঘণ্টা আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে