২২ অক্টোবর ২০২৫, ৮:৫৯ এম

লেভারকুজেনকে তাদের উঠানেই গোলের মালা পিএসজির
ইউরোপ সেরা প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে দাড়াতেই পারছে না কোনো দল। চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে তাদের মাটিতেই হারানোর পর এবার জার্মান ক্লাব লেভারকুজেনকে বিধ্বস্ত করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
লেভারকুজেনের মাঠ বে অ্যারেনাতে পিএসজি পেয়েছে ‘ভূমিধস’ জয়। গোল উৎসবে মেতে প্রতিপক্ষকে তারা ধসিয়ে দিয়েছে ৭-২ গোলে। ৭ মিনিটে উইলিয়ান পাচোর গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর আলেক্স গার্সিয়া ৩৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরে স্বাগতিকরা।
এরপরই খেল দেখায় লুইস এনরিকের দুরন্ত পিএসজি। একে একে বিরতির আগে আরও তিনবার লেভারকুজেনের জালে বল পাঠিয়ে ব্যবধান ৪-১ করে তারা। জোড়া গোল করেন দেজিরে দুয়ে দুটি। একবার লক্ষ্যভেদ করেন খিচা কাভারাস্কেইয়া।
দ্বিতীয়ার্ধে গোল উৎসবে শামিল হন নুনো মেন্দেস, উসমান দেম্বলে ও ভিতিনিয়া। মাঝে লেভারকুসেনের হয়ে আরেকটি গোল করে কেবল ব্যবধান কমান আলেক্স গার্সিয়া।
আরও পড়ুন
| আশার সঙ্গে বাস্তবতাও বোঝালেন বসুন্ধরা কিংস সভাপতি |
|
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সবার থেকে এগিয়ে থাক পিএসজি এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আর কাস্পার হুলমান্দের লেভারকুজেন তিন ম্যাচে দুই ড্র ও এক হারে ২৭ নম্বরে আছে।
১৩ মিনিটেই লণ্ডভণ্ড আতলেতিকো
প্রথামার্ধে কোনো গোলের দেখাই মিলল না। বিরতির পর দেখা গেল আর্সেনারের রুদ্ররূপ। আতলেতিকো মাদ্রিদকে বিধ্বস্ত করতে মাত্র ১৩ মিনিট সময় নিল গানাররা। শেষ পর্যন্ত মিকেল আর্তেতার দল ৪-০ গোলে দিয়াগো সিমিওনেল দলকে উড়িয়ে ক্ষান্ত হল।
ঘরের মাঠ এমিওটেস স্টেডিয়ামে গতকাল রাতে তাণ্ডবের শুরুটা করেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। ৫৭ মিনিটে তাঁর প্রথম গোলের পর সাত মিনিট পর দ্বিতীয় আঘাত হানেন আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির সৌজন্যে।
প্রথামার্ধে খানিকটা লড়াইয়ের চেষ্ঠা চালানো জুলিয়ান আলভারেজরা এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ৬৭ ও ৭০ মিনিটে জোড়া গোল করে দলের হয়ে হালি পূর্ণ করেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমে এ নিয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। বিপরীতে সমান ম্যাচে একটি জয় পাওয়া আতলেতিকো ৩ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।
খর্বশক্তির দলের বিপক্ষে সহজ জয় ইন্টারের
বেলজিয়াসের ক্লাব ইউনিয়ন সেন্ট জিলোয়েসের বিপক্ষে হেসেখেলেই জয় পাওয়ার কথা ইন্টার মিলানের। হয়েছেও তাই। ক্লাবটির তাদের মাঠেই ৪-০ গোলে হারায় লাউতারো মার্টিনেজরা। প্রথমার্ধে দুই গোলে পর বিরতির পর আসে দুই গোল।
আরও পড়ুন
| ফারমিনের হ্যাটট্রিক, রাশফোর্ডের জোড়ায় বার্সেলোনার বড় জয় |
|
৪১ মিনিটে ডেনজেল ডামফ্রাইসের গোলের পর ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। এরপর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন ইন্টারের তুর্কি মিডফিল্ডার হাকান চানালু্। ৭৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে সফরকারীদের ফরোয়ার্ড ফ্রান্সেসকো পিও এস্পোসিটোর নৈপুণ্যে।
অদম্য হলান্ডের ছুটে চলা
আর্লিং হলান্ডকে রুখে সাধ্য কার ? মাঠে নামলেই মুড়ি-মুড়কির মতো গোল করা ‘গোলমেশিন’ ম্যানচেস্টার সিটির আরেকটি জয়ে জাল কাঁপালেন। ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল রাতে সিটির ২-০ গোলের জয়ে হলান্ডের গোলের সঙ্গে বাকি গোলটি আসে বের্নাদো সিলভার সৌজন্যে।
ভিয়ারিয়ালের বিপক্ষে অপ্রতিরোধ্য হলান্ড গোল করে দারুণ এক রেকর্ডে নাম লেখান। ১৭ মিনিটে বল জালে জড়িয়েই নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড স্পর্শ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। টানা ১২ ম্যাচে গোল করে পর্তুগিজ মহাতারকার রেকর্ডে ভাগ বসালেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে মোনকোর বিপক্ষে ড্রয়ের পর জয়ে ফেরা সিটির পয়েন্ট এখন সাত। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে সিটিজেনরা।
চ্যাম্পিয়ন্স লিগে গোল বৃষ্টির রাতে বড় জয় পেয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। লুকা মড্রিচের ক্লাব নাপোলিকে তারা গুড়িয়ে দিয়েছে ৬-২ গোলে। এ ছাড়া ডেনমার্কের ক্লাব এফসি কোবেনহেভেনকে ৪-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাব নিউক্যাসল।
No posts available.
১৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ এম
১৪ নভেম্বর ২০২৫, ৫:৪০ পিএম
১৪ নভেম্বর ২০২৫, ৩:৪৫ পিএম