এমন একের ভেতর সব ফুটবলারকে যেকোনো দলই আকঁড়ে ধরে রাখতে চাইবে। আধুনিক ফুটবলে বৈচিত্র্যময় খেলোয়াড়দের কদর দিন দিন বাড়ছে। আর সেই তালিকায় শীর্ষে রাখা যায় জুলিয়ান আলভারেজকে। মাঠে মানসিক দৃঢ়তা,পরিপক্বতা আর যেকোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে আলাদা মাত্রাই দিয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য খেলছেন আতলেতিকো মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনো কোনো শিরোপা না জিতলেও দলের প্রয়োজনে নিয়মিতই জ্বলে ওঠেন আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের কোচ সেটা ভালো করেই জানেন। আর জানেন বলেই তো তাকে অনেক বছর ক্লাবটির হয়ে খেলতে দেখতে চান সিমিওনে।
আতলেতিকোর হয়ে সবশেষ গতকাল রাতে হ্যাটট্রিক করেন আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের নৈপুণ্যেই রায়ো ভায়েকানোর বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচ শেষে শিষ্যের গুনগান গাইতে একটুও কার্পণ্য করলেন না আতলেতিকো মাদ্রিদের কোচ সিমিওনে।
লা লিগার ক্লাবটির কোচ বলেন, ‘জুলিয়ান আমাদের সবচেয়ে ভাল খেলোয়াড়। তাকে আমাদের যত্ন নিতে হবে, যাতে সে আতলেতিকোতেই অনেক বছর থাকতে পারে। সে আমাদের সাহায্য করবে, আর আমাদেরও তাকে সাহায্য করতে হবে, যাতে সে এখন যে অবস্থায় আছে তার চেয়েও আরও ভালো হয়ে উঠতে পারে। প্রতিবারই সে ম্যাচে ফল নির্ধারণে ব্যবধান গড়ে দেয়, মাঠে সে আমাদের জন্য অনেক অবদান রাখে ‘
অবশ্য ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিকের আগে টানা কয়েক ম্যাচ গোল খরায় ভুগছিলেন আলভারেজ। তাতে দল ও নিজের পারফরম্যান্স নিয়ে ক্রমশই হতাশা বাড়ছিল তাঁর। গুঞ্জন ওঠে তরুণ এই ফরোয়ার্ড মাঠে তার খেলার সময় নিয়ে সন্তুষ্ট নন। ২০২৬ সালের দল বদলের মৌসুমের আগে বার্সেলোনা ও লিভারপুলের মতো ক্লাবে যোগ দিতে পারেন আলভারেজ, এমন জোর গুঞ্জন শোনা যায়।
ভায়েকানোর বিপক্ষে এই হ্যাটট্রিকের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা আলভারেজের। তাতে আপাতত তার ভবিষ্যৎ নিয়ে চলমান গুঞ্জনকে কিছুটা ভাটা পড়তে পারে।
No posts available.
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ পিএম
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৪ পিএম
বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাসে মুগ্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লাল-সবুজ পতাকাবাহীদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করল তিনবারের বিশ্বকাপজয়ী দল। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে এএফএ।
চুক্তিটি কেবল বাংলাদেশ অঞ্চলের জন্য প্রযোজ্য। এর আওতায় ওয়ালটন শুধুমাত্র দেশের অভ্যন্তরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তাদের লোগো ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন
পাকিস্তানকে হারানোর পর ছোটন- ‘লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি’ |
![]() |
চুক্তির শর্ত অনুযায়ী, লিওনেল মেসিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে ফটোশুট ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম আয়োজনের সুযোগ পাবে ওয়ালটন।
এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ালটনের লোগো যুক্ত হয়েছে। বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের লোগোর পাশে দেশের এই ব্র্যান্ডের উপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালে উঠে শিরোপার আরও কাছে গোলাম রব্বানী ছোটনের দল।
কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সেমিফাইনালের তৃতীয় মিনিটে গোল করেন নাজমুল হুদা ফয়সাল। পরের মিনিটে লিড দ্বিগুণ করেন অপু রহমান। তবে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। খেলা শেষে ফয়সাল বলেছেন,
‘আমার দল ফাইনালে উঠেছে, অনেক ভালো লাগছে। দলের সবাইকে ধন্যবাদ জানাই, এটা (ম্যাচ সেরার পুরস্কার) তাদের জন্যই পেয়েছি।’
আরও পড়ুন
বিপিএলের নতুন নাম বিএফএল |
![]() |
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। আজও নিজেদের জাল অক্ষত রেখে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা। দলের এমন পারফরম্যান্সে খুশি কোচ। ম্যাচ শেষে বলেছেন,
‘প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের যে লক্ষ্য তার কাছাকাছি চলে এসেছি। দুর্দান্ত পারফরম্যান্স, পরিশ্রম ও ডিসিপ্লিন ফুটবল খেলে এখানে আসছি। সবার কাছে দোয়া চাই। তারা আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেটা যেন অব্যহত থাকে। ছেলেরা যেন সুস্থভাবে ফাইনাল খেলতে পারে এবং আমরা আমাদের লক্ষ্যে যেন পৌছাতে পারি।’
আগামী শনিবার সাফের ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাত ৮টায়। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে মোকাবিলা করবে নেপাল। এই দুই দলের মধ্যকার জয়ী দলকে ফাইনালে পাবে বাংলাদেশ।
দেশের অন্যতম জনপ্রিয় প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামকরণ করা হয়েছে। গতকাল বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যদিয়ে প্রায় এক যুগ পর ফুটবল লিগটির নাম বদল হলো।
২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। পরবর্তীতে সেটার নাম হয় বাংলাদেশ লিগ।
আরও পড়ুন
স্ত্রী না থাকলে মারাই যেতেন ওয়েন রুনি |
![]() |
২০১১ সালে দ্বিতীয় দফায় পরিবর্তন হয়ে বাংলাদেশ লিগ থেকে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ নাম হয়। প্রায় ১৩ বছর ধরে এই নামেই মাঠে গড়িয়েছে দেশের শীর্ষ লিগ। একযুগ পর আবারও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাফুফে।
নতুন নামের সঙ্গে বদলাবে লিগের লোগোও। সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন ব্যস্ততা ব্যানার, পোস্টার ও ব্র্যান্ডিং নিয়ে। আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে এই নতুন নামে যাত্রা শুরু করবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা।
বিএফএলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ। নতুন স্পন্সর নিয়েও আলোচনা শেষ পর্যায়ে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য গণমাধ্যমের শিরোনাম হয়েছেন অনেকবারই। কখনও জনসমক্ষে মদ্যপানের অভিযোগ, কখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। বেপরোয়া জীবনযাপনে নেতিবাচক অভিজ্ঞতা অনেক হয়েছে তার।
এই তারকা ফুটবলার এবার জানালেন, মদ্যপানের এই কঠিন সমস্যার সময় স্ত্রী কোলিন পাশে না থাকলে মারা যেতেন তিনি। সাবেক সতীর্থ রিও ফার্ডিন্যান্ডের পডকাস্টে খেলোয়াড়ি জীবনে মদ্যপানের সঙ্গে লড়াইয়ের দিনগুলোর কথা শেয়ার করেছেন রুনি।
আরও পড়ুন
পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা |
![]() |
“আমি সত্যিই বিশ্বাস করি, যদি সে (কোলিন) পাশে না থাকত, তাহলে আমি মারা যেতাম। কোলিন আমাকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণে রেখেছিল। সে আমাকে সামলেছে, কারণ আমাকে সামলানোর মতো একজনের দরকার ছিল।”
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ২৫৩ গোল করা রুনি, ২০২১ সালে অবসর নেন। আর ২০০৮ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন কোলিনের সঙ্গে। এরপর থেকে জীবনে কোলিনের প্রভাব অনেক বেশি বলেন ইংলিশ কিংবদন্তি।
“আমি অতীতে অনেক ভুল করেছি, যেগুলো সবার জানা। তবে আমি মাঝে মাঝে একটু ভিন্ন রকম হয়ে যাই, আর সে আমাকে সঠিক পথে রাখে। প্রায় ২০ বছর ধরে সে এটা করে আসছে।”
আরও পড়ুন
চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি |
![]() |
“আমি বন্ধুদের সঙ্গে বাইরে যেতে চাইতাম, রাতভর আনন্দ করতে চাইতাম। কিন্তু একসময় সেটা সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেই সময়ে আমি আমি মদ্যপানে ভীষণভাবে ভুগছিলাম।”
সে সময় কারও কাছে সাহায্য চাইতে চাননি তিনি।
“আমি ভাবতাম যে, কারও সঙ্গে বিষয়টা ভাগাভাগি করতে পারব না। আসলে চাইতামও না, কারণ কাউকে বোঝা দিতে চাইতাম না। আমি একটানা দুই দিন ধরে মদ খেতাম। ট্রেনিংয়ের সময় বা ম্যাচে গিয়ে দুই গোল দিতাম, তারপর আবার ফিরে এসে দুই দিন ধরে মদ খেতাম।”
আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ |
![]() |
ইংল্যান্ডের হয়ে ১২০ ম্যাচে ৫৩ গোল করেছেন ওয়েন রুনি। এভারটন থেকে ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যান তিনি। রেড ডেভিলদের ইতিহাসে সর্বোচ্চ ২৫৩ গোল করার রেকর্ডটি এই ফরোয়ার্ডের।
ওল্ড ট্রাফোর্ডে ছিলেন ২০১৭ পর্যন্ত। পরে ফ্রি ট্রান্সফারে চলে যান এভারটনেই। ২০২১ সালে ডার্বি কাউন্টি থেকে বুটজোড়া তুলে রাখেন তিনি। এরপর এক বছরের জন্য ক্লাবটির দায়িত্বও সামলান রুনি। বর্তমানে অবসর সময় যাপন করছেন এক সময়ের অন্যতম সেরা ফুটবলার।
দুই দলের ফাইনালে ওঠার লড়াই। খেলা শুরুর চার মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালাল পিছিয়ে পড়া পাকিস্তান। বাংলাদেশ রক্ষণদেয়াল আর অফসাইডের ফাঁদ ভাঙতে পারল না দলটি। বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ল লাল সবুজেরা। তাতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল গোলাম রব্বানী ছোটনের দল।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের এনে দেওয়া লিডের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান।
আরও পড়ুন
চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি |
![]() |
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। ৯ বার অংশ নিয়ে লাল সবুজেরা রানার্সআপ আরও হয়েছে দুবার। সর্বশেষ দুটি আসরেই ভারতের কাছে সমান ২-০ গোলে হেরে স্বপ্নভঙ হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কায় আজ আরও একটি ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। দিনের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় ভারতকে মোকাবিলা করবে নেপাল। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে বাংলাদেশ।
এদিন তৃতীয় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে অবশ্য দ্বায় আছে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকেরও। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান ফয়সালের কাছে, গোলরক্ষক এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক।
আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ |
![]() |
পরের মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন অপু। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ আরিফের বাড়ানো বলে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারের গোলে, রাজ্জাক লাফিয়েও বলের নাগাল পাননি, উচু কর্নার দিয়ে বল খুঁজে নেয় জাল। প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে গোল পেয়েছিলেন অপু।
দশম মিনিটে কর্নার থেকে পাকিন্তানের মুহাম্মদ আবদুল্লাহর হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। খানিক পর ফয়সাল শট নেন প্রতিপক্ষের গোলকিপার শরীর বরাবর। ১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক; তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে।
আরও পড়ুন
আলভারেজকে বহু বছর আতলেতিকোতে দেখতে চান সিমিওনে |
![]() |
৪৯ মিনিটে রিফাত কাজীর দারুণ শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন পাকিস্তানের গোলকিপার রাজ্জাক। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ফরোয়ার্ড। ৫৩ মিনিটে শট অল্পের জন্য পোস্টে রাখতে পারেননি ফয়সাল।
গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। আক্রমণগুলো তাদের প্রতিহত হয় বাংলাদেশের রক্ষণে। বেশিরভাগ সময়ই দলটির ফরোয়ার্ডরা পরেছেন বাংলাদেশের পাতা অফসাইডের ফাদে। ৭৩ মিনিটে দারুণ একটি আক্রমণও নস্যাৎ হয় অফসাইডে পড়ে।
৮০ মিনিটে বক্সের সামনে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি বদলি হিসেবে নামা আকাশ আহমেদ। চার মিনিট পর মোহাম্মদ ওয়াইসের শটে একটুর জন্য গোল পায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।