সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আরও বেড়ে গেল। চলতি মাসেই পাকিস্তান সফরের আগেই নাজমুল হোসেন শান্তর দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ।
শুক্রবার এমিরেটস ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
উভয় ম্যাচই হবে বিখ্যাত শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ১৭ ও ১৯ মে।
আরও পড়ুন
ব্যাটে-বলে জ্বলে উঠলেন মিরাজ, বড় জয়ে সিরিজ ড্র বাংলাদেশের |
![]() |
ম্যাচ দুটিই হবে ডে-নাইট, যা শুরু হবে স্থানীয় সময় রাত ৭টায়, যা বাংলাদেশ সময়ে হবে রাত ৯টায়।
এর আগেও সংযুক্ত আরব আমিরাতের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে দুবাইয়ে হওয়া সেই সিরিজেও ম্যাচ ছিল দুটি, যেখানে বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে।
সেবারের মত এবারের সিরিজেরও মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই কারণে এরই মধ্যে এই মাসের পাকিস্তান সফর থেকে বাদ দিয়েছে ওয়ানডে। এর পরিবর্তে বাংলাদেশ ও পাকিস্তান খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হবে আগামী ২৫ মে থেকে।
No posts available.
১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ এম
৩১ আগস্ট ২০২৫, ৭:২৪ পিএম
৩১ আগস্ট ২০২৫, ৭:০৭ পিএম
হারারেতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল সফরকারীরা।
আজ হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, তিন বল বাকি থাকতে জয় নিশ্চিত করেছে লঙ্কানরা।
শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাতুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতক করে ১৩৬ বলে ১২২ রান করে আউট হন এই ওপেনার। অধিনায়ক চরিত আসালঙ্কা ৬১ বল করেছেন ৭১ রান।
এর আগে টসে জিতে জিম্বাবুয়ে কে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে জিম্বাবুয়ে। কোনো উইকেট না হারিয়ে যোগ করে ৫০ রান। ২১ রান করে ব্রায়ান বেনেট আউট হলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেলরকে সঙ্গে নিয়ে ৬১ রানের আরেক কার্যকর জুটি গড়েন বেন কারান। টেলর (২০) আউট হলেও ব্যাক্তিগত ফিফটি তুলে নেন কারান।
৭৯ রান করে আসিতা ফার্নান্দোর বলে ক্যাচ দিয়ে ফেরেন কারান। শেষ দিকে সিকান্দার রাজার অপরাজিত ৫৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৭৭ রান স্কোরে জমা করে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার হয়ে দুশমন্ত চামিরা নেন তিনটি উইকেট।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে- দুটোই জিতে নিল সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন নিশাঙ্কা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাকিব আল হাসান। উইকেটের চারপাশে একের পর এক বড় শটে মাত্র ২০ বলে ফিফটি করে ফেললেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাতের ম্যাচে সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ঝড়ো এই ইনিংস খেললেন সাকিব। ৫টি করে চার-ছক্কায় মাত্র ২৬ বলে তিনি করলেন ৬১ রান।
ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট- ২৩৪.৬১! তার ক্যারিয়ারের ৩৪টি ফিফটি করা ইনিংসের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এর আগে গত বছরের বিপিএলে ২২২.৫৮ স্ট্রাইক রেটে ৩১ বলে করেছিলেন রান।
আগের ম্যাচগুলোতে পাঁচ নম্বরে নামানো হলেও, এদিন প্রমোশন দিয়ে সাকিবকে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। আর সুযোগের পূর্ণ ব্যবহার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
ইনিংসের সপ্তম ওভারে পরপর দুই বলে জুয়েল অ্যান্ড্রু ও কারিমা গোরকে আউট করেছিলেন তাব্রেইজ শামসি। চাপের মুখে হ্যাটট্রিক বলে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু ব্যাট হাতে চাপের কোনো ছাপ দেখাননি তিনি।
উল্টো প্রথম দুই বলেই চার মেরে দারুণ কিছুর আভাস দেন সাকিব। পরে দশম ওভারে রস্টোন চেজের বলে পরপর দুটি ছক্কা মেরে মাত্র ১৩ বলে ২৫ রানে পৌঁছে যান ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।
এরপর ১২তম ওভারে ডেভিড ভিসার ওপর দিয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সাকিব। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে টানা তিন বলে তিনটি চার মেরে দেন তিনি। এরপর লং অফের ওপর দিয়ে তিনি মারেন ছক্কা।
ওভারের শেষ বলে মিড উইকেট দিয়ে আরেকটি ছক্কা মারেন সাকিব। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের এটি ৩৪তম ফিফটি। সিপিএলে তার তৃতীয়।
পঞ্চাশ ছুঁয়েই থেমে যাননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। আলজারি জোসেফের বলে এক হাতে মারেন বিশাল এক ছক্কা। তবে এরপর আর টিকতে পারেননি তিনি।
ডেলানো পটগিটারের স্লোয়ারে বড় শট মারতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন সাকিব। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নেন চেজ। সমাপ্তি ঘটে সাকিবের টর্নেডো ইনিংসের।
ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে কখনই সেভাবে স্থায়ী হতে পারেননি জ্যাক ক্রলি। তবে সাদা বলের ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে দ্য হান্ড্রেড-এ বেশ ভালো। আর এই কারণেই অভিজ্ঞ এই ওপেনারকে নিয়ে আশাবাদী ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক। তার বিশ্বাস, বর্তমান ফর্ম ধরে রাখলে ক্রলি ফিরতে পারবেন ওয়ানডে দলে।
ক্রলি এখন পর্যন্ত খেলেছেন ৫৯টি টেস্ট। তবে ওয়ানডে খেলেছেন মাত্র ৮টি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও অভিষেকই হয়নি। তবে এবারের হান্ড্রেডে ২৮০ রান করে সর্বোচ্চ রানস্কোরারের তালিকায় ডানহাতি এই ব্যাটার আছেন তৃতীয় স্থানে। ক্রলির ওপর আস্থা রেখে ব্রুক তার দল নর্দান সুপারচার্জার্সকে তাকে চুক্তিবদ্ধ করিয়েছিলেন ব্রুক।
গত শনিবার রাতে সুপারচার্জার্স ও ট্রেন্ট রকেটসের মধ্যকার এলিমিনেটর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাদ পড়ে যায় ব্রুকের দল। ম্যাচ শেষে ক্রলির ওয়ানডে খেলা নিয়ে তিনি শোনান আশার কথা।
“তার মধ্যে সাদা বলের ক্রিকেটে ভালো করার সব রসদই আছেম বোলারদের ওপর চাপ তৈরি করা, ফিল্ডিং ‘ম্যানিপুলেট’ করার পাশাপাশি সে পেস ও স্পিন উভয়ের বিপক্ষেই ভালো খেলে। সে অবশ্যই ইংল্যান্ডের সাদা বলের দলে জায়গা করে নেওয়ার যোগ্যতা রাখে।”
ক্রলি ছাড়াও হান্ড্রেডে দারুণ ব্যাটিং করে আলোচনায় এসেছেন জর্ডান কক্স। রান তালিকার শীর্ষে (৩২৭ রান) আছেন তিনি। কক্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। সাম্প্রতিক ভালো ফর্ম ভালো হওয়া সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার।
তবে ব্রুক আছেন ইতিবাচকই। “সবাই কক্সকে নিয়ে বলছে। সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তাকে লম্বা সময় ধরে আরও ধারাবাহিক হতে হবে। তবে এটা ভালো দিক যখন দলে জায়গা পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা থাকে।”
উল্লেখ্য, আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল খেলবে সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে প্রার্থীদের তোড়জোড় এরই মধ্যে শুরু হয়ে গেছে। ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, কাল সিলেটে পরিচালনা পর্ষদের সভার পর আগামী নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার সম্ভাবনা রয়েছে।
বিসিবির সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিনই হয়েছিল বোর্ডের প্রথম সভা। সেই ধারা অনুযায়ী চলতি কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন- পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।
১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘বোর্ড সভায় আমরা আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
কিছুদিন ধরেই বিসিবি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। তবে গতি বেড়েছে তখনই, যখন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন। বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, বোর্ড পরিচালক নির্বাচিত হলে প্রথমে নিজের অবস্থান খতিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন সভাপতির পদে লড়বেন কি না।
এদিকে ধারণা করা হচ্ছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম আবারও সভাপতি পদে লড়বেন। তিনি হয়তো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে অথবা ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়ে বোর্ডে প্রবেশ করবেন।
বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
ইফতেখার রহমান আরও জানিয়েছেন, কালকের সভায় বিসিবি আসন্ন বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করবে।
সঙ্গে চার সপ্তাহের চুক্তি শেষ হওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত হবে। এ ছাড়া বোর্ড আলোচনা করবে ক্রীড়া মনোবিজ্ঞানী ড. ডেভিড স্কটকে নিয়ে, যিনি আচরণ পরিবর্তন ও পারফরম্যান্স উন্নয়নে বিশেষজ্ঞ হলেও ব্যক্তিগত কারণে এখনো জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি।