ভারতের মাটিতে টানা দুই টেস্ট হেরে পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে বাংলাদেশের। চতুর্থ স্থান থেকে টাইগাররা নেমে গেছে সপ্তম স্থানে।
নয় দলের টেবিলে বাংলাদেশের নীচে আছে কেবল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে একটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি- টানা তিন ম্যাচ জিতে টেবিলের তিনে শ্রীলঙ্কা। এখন সফরে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারাতে পারলে লঙ্কানদের জন্য প্রথমবারের মত ফাইনালে যাওয়ার সুযোগ মিলে যেতে পারে। তবে, সেক্ষেত্রে বোর্ডার-গাভাস্কার ট্রফির ফল ভারতের পক্ষে থাকতে হবে বড় ব্যবধানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, আর সবচে কম ৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৮ টেস্ট। তিনটি জয়- নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু, আছে পাকিস্তানের মাটিতে দু’টি জয়। পাঁচ পরাজয়ের একটি নিউজিল্যান্ড, দু’টি শ্রীলঙ্কা আর দু’টি ভারতের বিপক্ষে। পয়েন্টস পারসেন্টেস সিস্টেমে বাংলাদেশের শতকরা হার এখন ৩৪% এর ওপরে, পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা হার প্রায় ৩৯%। ২১ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে যাওয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেই কেবল তাদেরকে ছাড়ানো সম্ভব! কিন্তু সিরিজ তো দূরের কথা এখনও দেশটির বিপক্ষে টেস্টই জেতেনি বাংলাদেশ! এরপর এই সাইকেলে আরও দু’টি টেস্ট বাকি থাকবে বাংলাদেশের। নভেম্বরে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। সবমিলে এই সাইকেলে নিজেদের রেকর্ড ১২টি টেস্ট খেলবে টাইগাররা। এই সাইকেলে সর্বোচ্চ ২২টি টেস্ট খেলবে ইংল্যান্ড, ভারত ১৯টি, অস্ট্রেলিয়ার ম্যাচ সংখ্যা ১৭।