পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তানে সাদা বলের সফর ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের। তবে শেষ সময়ে এসে তাতে আসল বদল। দুই দল এখন স্রেফ অংশ নেবে ২০ ওভারের সিরিজে, যা আকারে করা হয়েছে আগের চেয়ে আরও বড়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে কেবল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরে বাংলাদেশের খেলার কথা ছিল মূলত তিনটি ওয়ানডে এবং তিনটি টি -টোয়েন্টি।
আরও পড়ুন
১৪ বছরেই বিশ্ব জয়ের গান, 'বেবি বস' সুরিয়াভানসির সাহসী লড়াই |
![]() |
তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ম্যাচ খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। পারস্পরিক সম্মতিতে তিনটি ৫০ ওভারের ম্যাচ বাতিল করে যোগ করা হয়েছে অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি।
এই সিরিজটি আগানী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে। ম্যাচগুলো হবে ফয়সালাবাদ এবং লাহোরে। প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে (২৫ ও ২৭ মে)। এর মধ্য দিয়ে ১৭ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটকে স্বাগত জানাবে এই স্টেডিয়াম। এই ভেন্যুতে শেষ আন্তর্জাতিক ম্যাচটিও ছিল বাংলাদেশ ও পাকিস্তানের, ২০০৮ সালে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ মে, ১ ও ৩ জুন। পাঁচটি ম্যাচই শুরু হবে রাত ৮ টায়। সিরিজটিতে অংশ নিতে বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখবে আগামী ২১ মে।
সবশেষ ডিপিএলে ছিলেন রানের মধ্যেই। তবে এরপর সাম্প্রতিক সময়ে সেভাবে বড় ইনিংস আর খেলা হচ্ছিল না নাঈম শেখের। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনে হাসল তার ব্যাট। সেঞ্চুরি মিস করলেও তার আগে উপহার দিলেন ঝকঝকে এক ইনিংস। সাথে সাইফ হাসানের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত দিনে প্রথম দিন সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ করল বাংলাদেশ ‘এ’।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫।
আরও পড়ুন
পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা |
![]() |
অবশ্য বোর্ডে এই রান নিয়ে কিছুটা হতাশা থাকতেই পারে স্বাগতিকদের। কারণ, দুই ওপেনার নাঈম ও এনামুল হক বিজয় মিলে এনে দিয়েছিলেন দারুণ একটা শুরু। উইকেটহীন প্রথম সেশনে তারা রানও বের করেন ইতিবাচক ব্যাটিংয়ে, তাতে হয়ে যায় দলের সেঞ্চুরি।
নাঈম ফিফটি করলেও অল্পের জন্য তা করতে পারেননি এনামুল। জাতীয় দলের এই ব্যাটারকে ৪৮ রানে শিকার বানান জাকারি ফউক্স। এর খানিক বাদে ফের উইকেট পতন। এবার সেঞ্চুরি মিসের হতাশায় পুড়তে হয় নাঈমকে।
ডেল ফিলিপসের মিডিয়াম পেসে ক্যাচ দিয়ে ফেরার আগে উপহার দেন ৮২ রানের ইনিংস, যা তিনি সাজান ১০ চার ও ২ ছক্কায়। বল খেলেন মাত্র ৯৪টি।
আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জাকির হাসান ফেরেন মাত্র ১৯ রানে। একপ্রান্তে স্থিরতার প্রতীক হয়ে রান বের করেন সাইফ। অমিতে হাসানের সাথে তার ৪৩ রানের জুটি যখন সেট, তখনই বাধে বিপত্তি। ৫১ রানে সাইফকে সাজঘরের পথ দেখান ফউক্স।
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে নেই ৩ তারকা |
![]() |
এই উইকেটের খানিক বাদেই শুরু হয় বৃষ্টি, যা আর না থামায় শেষ পর্যন্ত আগেভাগেই শেষ হয় দিনের খেলা। ক্রিজে আছেন অমিতে (১৬*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১*)।
সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার পর কমে গেল দলের শক্তি। পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ থেকে তরুণ পেসার নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
শুধু নাহিদই নন, চলমান সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সাথে থাকা ফিটনেস ট্রেনার ন্যাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে নেই ৩ তারকা |
![]() |
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবারই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলতি মাসের টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি প্রকাশ করেছে। প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও এখন সেটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে, যেখানে সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে।
নাহিদ পাকিস্তান সফরে কেন যাচ্ছেন না, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে এর পেছনে থাকতে পারে তার দেশটিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লিগ খেলতে গিয়ে হওয়া অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা। প্রথমবারের মত এই টুর্নামেন্টে খেলতে গিয়ে মাঝপথে ফিরে আসতে বাধ্য হন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে। এরপর আরব আমিরাত সফরে অংশ নেওয়ার আগে তিন দিন আবার আটকা পড়েন দুবাই বিমানবন্দরে।
পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তে নাহিদ যদি শেষ পর্যন্ত অটল থাকেন, তাহলে আরব আমিরাতের সাথে সিরিজ শেষেই তিনি দেশে ফিরবেন। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ বুধবারই।
আরও পড়ুন
চূড়ান্ত হল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি |
![]() |
আর পিসিবির বিবৃতি অনুযায়ী, বাংলাদেশ দল আগামী ২৫ মে লাহোরে পৌঁছাবে।
দুই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা না এলেও একদিন আগেই জানা গিয়েছিল সিরিজের আকার কমে যাওয়ার খবর। এবার আনুষ্ঠানিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে বাংলাদেশ সফরের নতুন সূচি।
বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে পিসিবি টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সময়সূচী ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবেই পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসে তিন ম্যাচে।
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে নেই ৩ তারকা |
![]() |
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। যা মাঠে গড়াবে যথাক্রমে ২৮ মে, ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা।
সিরিজটি খেলতে বাংলাদেশ স্কোয়াডের আগামী ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা। ২৬ ও ২৭ মে এরপর চলবে অনুশীলন।
বাংলাদেশ দল এখন ব্যস্ত সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, যে সিরিজে শেষ সময়ে একটি ম্যাচ বাড়ানো হয়েছে। সিরিজে সমত এখন ১-১ ব্যাবধানে, শেষ ম্যাচ আজ (বুধবার) রাত ৯টায় শুরু।
চমক জাগানিয়াই বটে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসছে টি-টোয়েন্টি সিরিজে খর্বশক্তির দল সাজিয়েছে পাকিস্তান, যেখানে নেই তিন মূল তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি। পিসিবির নির্বাচকরা জানিয়েছেন, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতেই দল বাছাই করা হয়েছে।
এবারের পিএসএলে এই তিনজনের মধ্যে বাবরের পারফরম্যান্স অবশ্য ভালোই বলা চলে। এরই মধ্যে খেলেছেন দারুণ কয়েকটি ইনিংস। সেটা ছাড়াও অবশ্য পাকিস্তান দলে তিনি, রিজওয়ান ও শাহিন নিয়মিত মুখই। ফলে তাদের একসাথে বাদ পড়াটা চমকের জন্মই দিয়েছে।
আরও পড়ুন
ইতিহাস গড়ে বাংলাদেশকে হারিয়ে দিল আমিরাত |
![]() |
বুধবার পিসিবির দেওয়া ১৬ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন সালমান আলি আগা। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন শাদাব খান।
দলে ফিরেছেন ব্যাটার ফখর জামান এবং দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার সাইম আয়ুব।
দলে আছেন এবারের পিএসএলে সর্বোচ্চ রান স্কোরার সাহিবজাদা ফারহান, যিনি জাতীয় দলের হয়ে শেষবার ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান চলতি আসরে ১০ ইনিংসে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করেছেন।
লাহোরে হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের তারিখ এখনও জানায়নি। তবে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের আগেই তা শুরু হবে।
আরও পড়ুন
পাকিস্তান সফরে যাচ্ছেন লিটন-শান্তরা |
![]() |
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব।
সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আসায় পাকিস্তান সফর নিয়ে কেটে গিয়েছিল সংশয়। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। তবে কমেছে ম্যাচের সংখ্যা। নতুন সূচীতে সিরিজ হবে তিন ম্যাচের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে বিষয়টি। নতুন সুচী অনুযায়ী সবগুলো ম্যাচই হবে এক শহরে, এক ভেন্যুতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন
ইতিহাস গড়ে বাংলাদেশকে হারিয়ে দিল আমিরাত |
![]() |
ভেন্যূ চূড়ান্ত হলেও কবে থেকে সিরিজ শুরু, তা জানা যায়নি। তবে সামনে কুরবানির ঈদ থাকায় সিরিজটি এর আগেই শেষ হবে, এটা প্রায় নিশ্চিত।
এর ফলে তৃতীয়বারের মত বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন আসল। প্রথমে ওয়ানডে সিরিজ থাকলেও গেল মাসে তা বাতিল করে টি-টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের বোর্ড। তবে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সীমান্তে উত্তেজনার পর অনিশ্চয়তা তৈরি হয় সিরিজ নিয়েই।
চলতি মাসের শুরুতে তো সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। তবে সফরের ব্যাপারে সরকারের সম্মতি আর ক্রিকেটারদের ছোট আকারে সিরিজ খেলার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে সিরিজটি।
পাকিস্তান সফরে ম্যাচের সংখ্যা কমে গেলেও চলমান সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজে একটি ম্যাচ বাড়িয়েছে বিসিবি। দুই ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ করা হয়েছে সিরিজটি।
আরও পড়ুন
পিএসএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার আশায় মিরাজ |
![]() |