
রোহিত শর্মার টস ভাগ্য অনেকটা সময় ধরেই ভালো যাচ্ছে না। টানা ১৪ ম্যাচ টস হারা ভারত অধিনায়ক আরও একবার হারলেন টসে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে নিউজিল্যান্ড বড় একটা ধাক্কা খেয়েছে ম্যাট হেনরিকে হারিয়ে। সেমিফাইনালে চোটের কারণে এই ম্যাচ মিস করছেন গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট সহ আসরে মোট ১০ উইকেট নেওয়া এই পেসার।
ফলে তার জায়গায় একাদশে [পেসার ন্যাথান স্মিথকে নিয়েছে নিউজিল্যান্ড। ভারত নেমেছে আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়, ম্যাচটি সরাসরি দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ ইয়াদাভ, মোহাম্মদ শামি, ভারুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড একাদশ :
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ও’রউর্কে, ন্যাথান স্মিথ
No posts available.
৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ পিএম
৭ ডিসেম্বর ২০২৫, ৭:২১ পিএম

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএলটি টি–টোয়েন্টি) আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশি অলরাউন্ডারের ফেরার ম্যাচ জয়ে রাঙল এমিরেটস। গালফ জায়ান্টসের কাছে প্রথম ম্যাচে হারের পর আজ ৪ রানে জিতল কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন দলটি।
জয়ে ফিরলেও ব্যাটিং–বোলিংয়ে খুব সুবিধা করতে পারেননি সাকিব। প্রথমে ব্যাটিং করে ১২ বলে ১৬ রান করেন তিনি। আর দুই ওভার বল করে খরচ করেন ২৭ রান।
সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮৫ রান তোলে এমিরেটস। জবাবে শারজাহ ওয়ারিয়র্স করতে পারে ১৮১ রান।
এদিন ১২ বলে ১৬ করা সাকিবকে ‘ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট’ করা হয়। ১২তম ওভারে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই প্রথম চার মারেন বাংলাদেশের অলরাউন্ডার। দুই বল পর মারেন আরেকটি বাউন্ডারি। তবে এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এমআই এমিরেটস তাকে উঠিয়ে নেয়।
তৃতীয় উইকেট পতনের পর ব্যাট করতে নেমে সিকান্দার রাজার দুটি ডট বল খেলার পর তৃতীয় বলে কাট করে বাউন্ডারি মারেন সাকিব। পরে রশিদ খানের বলে লফটেড ড্রাইভে কাভার দিয়ে মারেন দ্বিতীয় চার।
এরপর আরও ৬ বল খেলে ৭ রান নেন সাকিব, তবে আর বাউন্ডারি আসেনি। ১৬তম ওভার শেষে দেখা যায়, তিনি মাঠ ছাড়ছেন। ধারাভাষ্য কক্ষ থেকে তখন মাইক হেইসম্যান বলেন—সাকিবকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করা হয়েছে।
এদিন সাকিব দুই ওভার বোলিং করেন। প্রথম ওভারের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা মারেন টম কোলহার–ক্যাডমোর। পরের পাঁচ বলে দেন পাঁচ রান।
নিজের দ্বিতীয় ওভারে সিকান্দার রাজা তাকে চতুর্থ ও পঞ্চম বলে দুটি ছক্কা মারেন। দুই ওভার মিলিয়ে সাকিব খরচ করেন ২৭ রান, ইকোনমি রেট ১৩.৫।
টুর্নামেন্টে এমআইয়ের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে গালফ জায়ান্টসের কাছে ৬ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা।

ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বেন স্টোকস। ১৫২ বলে করে অর্ধশতক এলেও ইংল্যান্ডকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের হারে অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে এখন স্টোকসের দল।
তবু লড়াইয়ে হাল ছাড়তে নারাজ ইংলিশ অধিনায়ক। ম্যাচশেষে স্টোকস জানালেন, তাঁর দল এখনও সিরিজ জেতার স্বপ্ন দেখছে— যা অ্যাশেজ ইতিহাসে শেষবার ঘটেছিল ৮৮ বছর আগে।
১৯৩৬-৩৭ মৌসুমে প্রথম দুই টেস্ট হেরে স্যার ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ফিরেছিল অবিশ্বাস্যভাবে। ব্রিসবেন ও সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। পরে মেলবোর্নে ব্র্যাডম্যানের ২৭০ রানের সৌজন্যে জিতে সিরিজে ফেরে তারা।
অ্যাডিলেডে ব্র্যাডম্যানের আরেক ডাবল সেঞ্চুরিতে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেলবোর্নে শেষ টেস্টে ১৬৯ রান করে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ২০০ রানে জেতান তিনি। সেই জয়ে অ্যাশেজ জিতে নেয় অস্ট্রেলিয়া।
স্টোকস বিশ্বাস করেন, ইংল্যান্ডও পারে এমন ইতিহাস গড়তে। ইংলিশ অধিনায়ক বললেন, ‘আমি এই ড্রেসিংরুমের ওপর পুরোপুরি আস্থা রাখি। এখন আমাদের সামনে তিনটি ম্যাচ জিততেই হবে। লড়াই থেকে পিছু হটার প্রশ্নই আসে না, তবে অ্যাশেজ ফেরত পেতে হলে দ্রুত কিছু পরিবর্তন আনতে হবে।’
অ্যাশেজের বাকি তিন টেস্ট হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। স্টোকস বলেন, ‘সবাই বলে, অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়। আমরা দুর্বল নই, কিন্তু জেতার মতো কিছু খুঁজে বের করতে হবে।’
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।

আন্তর্জাতিক ক্রিকেটে চমৎকার শুরুর পর যেন হুট করেই মুখ থুবড়ে পড়েছে জাকের আলি অনিকের ক্যারিয়ার। এশিয়া কাপ থেকে শুরু করে ছন্দ হারিয়ে ফেলেছেন ২৭ বছর বয়সী ব্যাটার। তবে তার ওপর অগাধ আস্থা মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশের বর্তমান ব্যাটিং কোচের মতে, বিপিএলেই চেনা রুপে ফিরবেন জাকের।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটে চমৎকার ব্যাটিং করেছেন জাকের। চলতি বছরের শুরুতেও বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে যেন স্বাভাবিক ব্যাটিং করতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার।
জাকেরের অফ ফর্ম নজর এড়ায়নি মোহাম্মদ আশরাফুলের। আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে জাকেরের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক এই অধিনায়ক।
আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচের একটিতেও সুযোগ পাননি জাকের। তখনই মূলত খেলা চলাকালে তাকে নিয়ে কাজ করেন আশরাফুল। কাছ থেকে জাকেরকে দেখে আশরাফুলের বিশ্বাস, দ্রুতই ঘুরে দাঁড়াবেন এই ব্যাটার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকেরের ব্যাপারে আশাবাদী মন্তব্য করেন আশরাফুল।
“(জাকের) একটু আনলাকি বলব। জাকের আলী অনিক যদিও টেস্ট ম্যাচে খেলতে পারেনি, তবে চমৎকার প্র্যাকটিস করেছে। তারপর একটা (টি-টোয়েন্টি) ম্যাচ খেলল। ঐ ম্যাচে দুইটা বল- একটা অফ স্টাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছিল আর যেটা আউট হয়েছে, এই দুইটা বাদ দিলে, বাকি ১৪ বলই আমি বলব যে মেরিট অনুযায়ী খেলেছে, ভালো ব্যাটিং করছিল।”
“আনলাকি যে সে (বেশি) ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও দুইটা ম্যাচ পেত, তাহলে আমি নিশ্চিত সে বড় রানই করত, কারণ সে মেন্টালি অনেক স্ট্রং এবং সে পারফর্মার। যখন সে বাংলাদেশ টিমে ঢুকেছে, ঢোকার আগে কিন্তু তিনটা মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন- সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে।”
জাকেরের সামনে এখন বিপিএলের নতুন মৌসুম। নোয়াখালী এক্সপ্রেস দলের হয়ে খেলবেন তিনি। যেখানে প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। আশরাফুলের বিশ্বাস, বিপিএল দিয়েই ছন্দে ফিরবেন জাকের।
“বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু জাকের তিন ফরম্যাটেই ভালো খেলেছে। সম্প্রতি একটু খারাপ সময় যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএল-টা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছে।”
“(নোয়াখালী এক্সপ্রেসে) সুজন ভাই আছেন প্রধান কোচ হিসেবে এবং অনেকদিন (জাকেরের সঙ্গে) কাজ করেছেন। জাকের আবাহনীর হয়েও খেলেছেন। তার সবকিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি নিশ্চিত যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে ইনশাল্লাহ।”

জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন জাকির হাসান। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন সিলেট বিভাগের অধিনায়ক।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। বরিশালের ৩১২ রানের জবাবে এখন ৯৮ রানে পিছিয়ে তারা।
এক পর্যায়ে মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সিলেট। অল্পেই ড্রেসিং রুমে ফেরেন মুবিন আহমেদ দিশান (২), আসাদুল্লাহ আল গালিব (৫), অমিত হাসান (৫) ও মুশফিকুর রহিম (৮)।
সেখান থেকে আশরাফুল হাসান রিহাদকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন জাকির। রিহাদ ৪১ রান করে আউট হয়ে গেলেও থামেননি বাঁহাতি ওপেনার। দিন শেষে ১৯ চারে ১৮৪ বলে ১৩০ রানে অপরাজিত তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১৬তম সেঞ্চুরি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার করা ৫৪১ রানের জবাবে ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে চট্টগ্রাম। ফলো-অন এড়াতেও তাদের করতে হবে আরও ২৯৮ রান। যা একরকম অসম্ভবই বলা যায়।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেন আনিসুল ইসলাম ইমন। অভিজ্ঞ মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ১৬৫ রান। এছাড়া আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি পূর্ণ করতেই ৬ উইকেটে ৫৪১ রানের ইনিংস ঘোষণা করে ঢাকা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনে পড়েছে ১৬টি উইকেট। ৯ উইকেটে ৩০২ রানে দিন শুরু করে ৩০৮ রানে গুটিয়ে গেছে খুলনা। জবাবে মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় রংপুর। ৭৮ রানে ৫ উইকেট নেন সফর আলি।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭ ওভারে মাত্র ৪১ রান করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে খুলনা। এখন ১৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুবিধাজনক অবস্থানে রাজশাহী। প্রথম ইনিংসে তাদের ২১৯ রানের জবাবে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেছে শিরোপার দৌড়ে থাকা ময়মনসিংহ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ২১০ রান।
২৯২ রানে এগিয়ে থেকে থেকে নতুন দিন শুরু করবে রাজশাহী।

ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দিয়েছিলেন সৌম্য সরকার। আর বল হাতে চমৎকার প্রদর্শনীতে প্রতিপক্ষ ব্যাটিং অল্পেই থামিয়ে রেখেছিলেন শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানরা। ঠিক এক বছর আগে এই সব কিছু মিলিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বৈশ্বিক আসর হিসেবেই গত বছর প্রথমবার আয়োজন করা হয় গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। পাঁচ দেশের ভিন্ন পাঁচটি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পর্দা নামে গত বছরের ঠিক এই তারিখেই।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম মৌসুমের শিরোপা জেতে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৭৮ রান করে রংপুর। জবাবে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৭ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। এছাড়া তার উদ্বোধনী সঙ্গী স্টিভেন টেলরের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৮ রান। দুজন মিলে ওপেনিংয়ে যোগ করেন ১২৪ রান।
বল হাতে এরপর হারমিত সিং ১৯ রানে ৩ উইকেট, শেখ মেহেদি হাসান ২০ রানে ২ উইকেট, সাইফ হাসান ২১ রানে ২ উইকেট ও রিশাদ হোসেন নেন ২৬ রানে নেন ২ উইকেট। সব মিলিয়ে মাত্র ১৮.১ ওভারে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া।
ফাইনাল ম্যাচটি অনায়াসে জিতলেও, টুর্নামেন্টে রংপুরের পথচলা অত সহজও ছিল না। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে সুপার ওভারে হেরে শুরু করে তারা। এরপর ভিক্টোরিয়ার বিপক্ষে ১০ রানে হেরে বিদায়ের কাছে চলে যায় নুরুল হাসান সোহানের দল।
সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০১৭ বিপিএল চ্যাম্পিয়নরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারায় রংপুর। পরে লাহোর কালান্দার্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বৃষ্টির আশঙ্কায় পড়ে যায় ম্যাচ।
শেষ পর্যন্ত ৯ ওভারে হয় খেলা। যেখানে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ২৩ রানে জিতে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পায় রংপুর। আর পরে ফাইনাল জিতে তারা গড়ে ইতিহাস, জিতে নেয় শিরোপা।