ফুটবল

লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে মুসিয়ালাকে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ জুলাই ২০২৫, ৫:৫১ পিএম

news-details

চোট যেভাবে পেয়েছেন, সেটা দেখে মাঠে থাকা খেলোয়াড়রা মাথায় হাত দিতে বাধ্য হন। পিএসজির সাথে ভয়াবহ ইনজুরিতে পড়া জামাল মুসিয়ালা যে লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন, সেটা তাই তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। কেউ কেউ তো ধারণা করেছিলেন তার মৌসুমই বুঝি শেষ। সেটা না হলেও জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর দাবি, অন্তত পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে জার্মান উইঙ্গারকে।


গত শনিবার ক্লাব ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বল নিয়ে এক পর্যায়ে ডি-বক্সে প্রবেশ করেন মুসিয়ালা, তাকে আটকাতে প্রতিপক্ষ ডিফেন্ডার উইলিয়াম পাচো ও গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা মিলে চেষ্টা করলে তাদের মাঝে পড়ে যান তিনি। এগিয়ে আসা দোন্নারুম্মা দুহাত এগিয়ে বল রিসিভ করতে গেলে তখন সেখানে পিষ্ট হন মুসিয়ালা, বাম পা এতে মারাত্মকভাবে মুচড়ে যায়। 


আরও পড়ুন

বন্ধু জতাকে হারিয়ে ‘মানসিকভাবে’ খেলতে কষ্ট হচ্ছে ট্রেন্টের বন্ধু জতাকে হারিয়ে ‘মানসিকভাবে’ খেলতে কষ্ট হচ্ছে ট্রেন্টের


এরপরই চিৎকার করে যন্ত্রণায় মুখ চেপে ধরেন মুসিলায়া। বায়ার্ন ও পিএসজির খেলোয়াড়রা এগিয়ে গিয়ে এই দৃশ্য দেখে ঘাবড়ে যান, কারণ চোটের ধরন দেখেই তারা আন্দাজ করতে পারছিলেন এর গভীরতা। স্ট্রেচারে করে মুসিয়ালাকে যখন মাঠ থেকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন। আর তখন থেকেই প্রশ্ন একটাই, কবে মাঠে ফিরতে পারেন তিনি?


জার্মানির শীর্ষ সংবাদমাধ্যম বিল্ড ও দেশটির সাংবাদিক ভিক্টর কাতালিনার তথ্য অনুযায়ী, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা ভেঙে গেছে। সাথে কিছু টেনডনেও আঘাত লেগেছে। এই চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া যদি ঠিকমত এগিয়ে যায়, তাহলে মুসিয়ালাকে অন্তত চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।


পিএসজির কাছে ২-০ গোলে হারার ম্যাচে মুসিয়ালার এই চোট বায়ার্নের জন্য বড় এক ধাক্কাই। কারণ, দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের অন্যতম নিয়মিত অবদান রাখা খেলোয়াড় হওয়ায় এখন তার অনুপস্থিতিতে বায়ার্নকে এখন নতুন কৌশল ও উংঙ্গার পজিশনে খেলোয়াড় খুঁজে নিতে হবে।

bottom-logo

ফুটবল

ক্লাব বিশ্বকাপ : সেমিফাইনালের টিকিটের মূল্য অবিশ্বাস্য কমাল ফিফা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ জুলাই ২০২৫, ৯:০২ পিএম

news-details

নানা কারণে আলোচিত-সমালোচিত ক্লাব বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য থেকেই ক্ষোভ জানিয়ে আসছেন দর্শকরা। সেই চাপেই কিনা, চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনাল ম্যাচের টিকিট মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে ফিফা। প্রথমে এই ম্যাচের টিকিট মূল্য রাখা হয়েছিল ৪৭৩.৯০ ডলার, যা এখন কমিয়ে আনা হয়েছে মাত্র ১৩.৪০ ডলারে!


বলা হচ্ছে, ফিফার এই পদক্ষেপ তাদের ‘ডাইনামিক প্রাইসিং স্ট্র্যাটেজি’ বা গতিশীল মূল্য নির্ধারণ কৌশলের একটি অংশ, যার মাধ্যমে তুলনামূলক কম দর্শক উপস্থিতির ম্যাচগুলোতে টিকিটের মূল্য কমিয়ে দর্শক বাড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে আগামী ৯ জুলাই খেলবে চেলসি ও ফ্লুমিনেন্স। স্বাভাবিকভাবেই দর্শকদের মাঝে এই ম্যাচ নিয়ে নেই বাড়তি আগ্রহ। আর সেই কারণেই ফিফা বাধ্য হয়েছে টিকিটের মূল্য কমাতে।


তবে একই দিনে নিউ জার্সিতেই অনুষ্ঠিত অপর সেমিফাইনাল ম্যাচে কিন্তু চড়া মূল্যই থাকবে টিকিটের। এই ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, যাদের যুক্তরাষ্ট্রে রয়েছে বিশাল জনপ্রিয়তা। সেটা কাজে লাগিয়ে টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার থেকে।


এক সেমিফাইনালে ফিফার এই অবিশ্বাস্য মূল্য হ্রাসের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে বেশিরভাগ ম্যাচে দর্শকসংখ্যার হতাশাজনক উপস্থিতি। ব্যতিক্রম ছিল কেবল রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোই, যেখানে তাদের প্রতিটি ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। বিশেষ করে নিউ জার্সিতে শনিবারের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলে জয়ের ম্যাচটি দেখতে রেকর্ড ৭৬ হাজার ৬১১ দর্শক মাঠে হাজির হয়েছিলেন।


সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালের সময়েও ফিফা টিকিট মূল্য কমিয়েছিল, যা নেমে এসেছিল মাত্র ১১.১৫ ডলার পর্যন্ত। ম্যাচগুলো ছিল অরল্যান্ডোতে (ফ্লুমিনেন্স-আল হিলাল) এবং ফিলাডেলফিয়ায় (চেলসি- পালমেইরাস)। 


ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

চোটের শিকার মুসিয়ালার সুস্থতার প্রার্থনা নেইমারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ জুলাই ২০২৫, ৭:৪২ পিএম

news-details

চোট একজন খেলোয়াড়কে কীভাবে প্রভাবিত করে, সেটা নেইমারের চেয়ে ভালো কেইবা জানেন? এক যুগের বেশি দীর্ঘ এক ক্যারিয়ারে অসংখ্যবার চোটের শিকার হয়েছেন ব্রাজিল তারকা, মিস করেছেন ম্যাচের পর ম্যাচ। মাঠের বাইরে থাকার তেতো অভিজ্ঞতা তাই ভালোই জানা আছে তার। সেই আলোকেই সদ্য মারাত্মক চোট পাওয়া বায়ার্ন মিউনিখ উইঙ্গার জামাল মুসিয়ালার সুস্থতা জানিয়ে বার্তা দিয়েছেন নেইমার।


গত শনিবার রাতে ক্লাব বিশ্বকাপে পিএসজির সাথে কোয়ার্টার ফাইনালে গুরুতর চোটে পড়েন মুসিয়ালা। ২২ বছর বয়সী এই ফুটবলার একটি গোলের চেষ্টায় পিএসজির বক্সে ভেতর যাওয়ার পর সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়াম পাচো এবং গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার মাঝে পড়ে মারাত্মকভাবে আঘাত পান বাঁ পায়ে, যা সাথে সাথেই মচকে যায়।


ইনস্টাগ্রামে মুসিয়ালার উদ্দেশে একটি পোস্ট দিয়ে সহমর্মিতা জানিয়েছেন চোট-আঘাতের সাথে নিত্য পরিচিত নেইমার। 

“আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আবারও ঝলক দেখাবে আগের মত। ফুটবলের তোমার মত প্রতিভাকে দরকার। সাহস রাখো।”

নেইমার সাহস রাখতে বললেও চোট পাওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি মুসিয়ালা। কারণ, পায়ের যে হাল হয়েছিল তার, সেটা দেখে যে স্বয়ং দোন্নারুম্মাও আতঙ্কিত হয়ে যান। সংঘর্ষে পড়ে জার্মান তারকার পা অস্বাভাবিকভাবে গোড়ালির কাছে মুচড়ে যায়, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে, চোটের মাত্রা বেশ গুরুতর।


জার্মানির শীর্ষ সংবাদমাধ্যম বিল্ড ও দেশটির সাংবাদিক ভিক্টর কাতালিনার বরাতে জানা গেছে, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা (হাড়) ভেঙে গেছে এবং কিছু টেনডনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাকে অন্তত চার থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। 

bottom-logo

ফুটবল

বন্ধু জতাকে হারিয়ে ‘মানসিকভাবে’ খেলতে কষ্ট হচ্ছে ট্রেন্টের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ জুলাই ২০২৫, ৪:১২ পিএম

news-details

লম্বা সময় একসাথে খেলেছেন লিভারপুলের হয়ে। জিতেছেন শিরোপা, ভাগ করেছেন ড্রেসিংরুম। সাবেক লিভারপুল সতীর্থ দিয়াগো জতার অকাল প্রয়াণ তাই ছুয়ে গেছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে। পেশাদারিত্বের কারণে এই শোক নিয়েই তাকে ক্লাব বিশ্বকাপে খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে। ইংলিশ ডিফেন্ডার জানিয়েছেন,  মানসিকভাবে খেলাটা সহজ ছিল না তার জন্য। 


লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের সদস্য জতা ও তার ভাই আন্দ্রে সিলভা গত বৃহস্পতিবার ভোরে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত শনিবার পর্তুগালের জন্মস্থানে দুই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, যেখানে যোগ দেন লিভারপুল ও পর্তুগাল দলের অনেক খেলোয়াড়। ক্লাব বিশ্বকাপে গত শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ম্যাচ থাকায় সেখানে যেতে পারেননি ট্রেন্ট।


রিয়ালের ম্যাচের পর ডিএজেডএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালের এই রাইট-ব্যাক জানান জতাকে নিয়ে তার আবেগঘন প্রতিক্রিয়া। 

“আমি আমার প্রিয় বন্ধুর জন্য শোক ও প্রার্থনা জানাতে চাই। পাঁচটা বছর আমরা একসঙ্গে খেলেছি। আমরা কেউই তাকে কোনোদিন ভুলতে পারব না। সে আজীবন আমাদের স্মৃতিতে অম্লান থাকবে।”


এরপরই প্রকাশ করেন জতাকে হারানোর শোক নিয়ে মাঠে নামার কঠিন পরীক্ষার কথা। 

“আমার একটা দায়িত্ব ছিল। আর সেটা হল মাঠে নামা, ভালো খেলা আর দলকে জেতানো, সেটা মানসিকতভাবে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। আমি নিজের আবেগকে সামলে সেটাই করার চেষ্টা করেছি। আর আমি জতার প্রতি সম্মান রেখেই করেছি। আমি জানি, আজকে সে আমাদের মাঝে থাকলে আমার অ্যাসিস্ট নিয়ে অবশ্যই অনেক মজা করত। আমার আজকের পারফরম্যান্সটা তার স্মরণেই। আজকে সে আমার সাথেই ছিল, এই ব্যাপারে আমি নিশ্চিত।”

উল্লেখ্য, রিয়ালের ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন গত মাসে লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট। ইংলিশ ক্লাবে সদ্য প্রয়াত জতার সাথে পাঁচ বছর খেলেছেন তিনি৷ ফলে গড়ে উঠেছিল দারুণ এক বন্ধুত্ব।


এই কারণেই জতার মৃত্যুর পর ফুটবল বিশ্বের সংহতি ট্রেন্টকে আরও আবেগী করে তুলেছে। 

“এটা শুধু আমার একার জন্যই না, জতার সতীর্থ, বন্ধু, পরিবার… পুরো ফুটবল বিশ্বের জন্যই কঠিন সময়। কিছু কিছু বিষয় ফুটবলের চেয়েও বড়। ফুটবল বিশ্ব তার প্রতি ঐক্যবদ্ধভাবে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে, সেটা দেখে মনটা কিছুটা শান্ত হয়েছে।”
bottom-logo

ফুটবল

তুর্কমেনিস্তানকে উড়িয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ জুলাই ২০২৫, ৯:০৭ পিএম

news-details

মূল লক্ষ্য অর্জন হয়ে গেছে আগেই। তবুও তুর্কমেনিস্তানের সাথে নিয়মরক্ষার ম্যাচ হলেও একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ পিটার বাটলার। আগের ম্যাচে শক্তিশালী মায়ানমারকে হারিয়ে দেওয়া বাংলাদেশের মেয়েরা উজ্জীবিত পারফরম্যান্সে প্রথম মিনিট থেকেই দাপট দেখালেন শামসুন্নাহার-ঋতুপর্ণারা। একপেশে ম্যাচে বিশাল জয় তুলে অপরাজিত থেকেই ম্যাচে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে মায়ানমারের ইয়াংগুনে 'সি' গ্রুপের শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 


আরও পড়ুন

ডর্টমুন্ডের সাথে কঠিন চ্যালেঞ্জ দেখছেন রিয়াল কোচ ডর্টমুন্ডের সাথে কঠিন চ্যালেঞ্জ দেখছেন রিয়াল কোচ


শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশে। চতুর্থ মিনিটেই জালের দেখা পান স্বপ্না রানী। তহুরা খাতুনের কাটব্যাকে বক্সের বাইরে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন। এরপর প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। 

বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে সহজেই টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন শামসুন্নাহার। শামসুন্নাহার সিনিয়রের ক্রস গোলরক্ষক মিস করলে ফাঁকা পোস্টে বল পাঠাতে কোনো ভুল করেননি তিনি।


এরপর স্কোরলাইন বাড়াতে নামেন । ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে এক চমৎকার শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা। এক মিনিট পর দুর্দান্ত এক একক প্রচেষ্টায় গোল করেন আগের ম্যাচের জয়ের নায়িকা ঋতুপর্ণা চাকমা। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শট গোলরক্ষকের হাত ফসকে আশ্রয় নেয় জালে।

bottom-logo

ফুটবল

ডর্টমুন্ডের সাথে কঠিন চ্যালেঞ্জ দেখছেন রিয়াল কোচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ জুলাই ২০২৫, ৫:৩৩ পিএম

news-details

ক্লাব বিশ্বকাপে শুরুটা আশানুরূপ না হলেও সময়ের সাথে সাথে ছন্দ ফিরে পাচ্ছে রিয়াল মাদ্রিদ৷ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের সামনে এবার বরুশিয়া ডর্টমুন্ড, যারা শেষ আটে পেয়েছে কষ্টার্জিত জয়। তবে রিয়াল কোচ জাবি আলোনসো মনে করেন, জার্মান ক্লাবটির সাথে অপেক্ষা করছে কঠিন পরীক্ষাই।

নতুন কোচ আলোনসোর অধীনে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আলা হিলালের সাথে ড্র করেছিল রিয়াল। তবে এরপর থেকে চেনা ছন্দে হাজির হয় দলটি। শেষ ১৬-তে ১-০ গোলে হারায় সেরি আ ক্লাব য়্যুভেন্তাসকে। অন্যদিকে আগের রাউন্ডে মন্টেরেকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। শক্তির বিচারেও রিয়ালের চেয়ে পিছিয়ে থেকেই মাঠে নামতে যাচ্ছে ডর্টমুন্ড।


আরও পড়ুন

১ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন ১ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন


ম্যাচটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে  আলোনসো অবশ্য প্রতিপক্ষকে দিয়েছেন যথেষ্ট সম্মানই। 

“ভুলে গেলে চলবে না, ডর্টমুন্ড খুব ভালো একটা দল। (কোচ) নিকো কোভাচ দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ধীরে ধীরে উন্নতি করছে। তাদের খেলায় একটা গতি এসেছে। তাদের বিপক্ষে তাই লড়াইটা সহজ হবে না। আমি মনে করি, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে।”



তবে এই ম্যাচেও হয়ত রিয়ালের শুরুর একাদশে জায়গা মিলবে না এমবাপের। টুর্নামেন্টের শুরুতে গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তাতে মিস করেন গ্রুপের তিন ম্যাচ। এরপর য়্যুভেন্তাসের বিপক্ষে মাঠে বদলি হিসেবে। মাঠে নেমেই দর্শকদের কাছ থেকে ফরাসি তারকা পান উষ্ণ অভ্যর্থনা, যা জানান দেয় যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা।


আরও পড়ুন

হাসারাঙ্গা গুগলিতে ম্লান তাসকিনের বোলিং হাসারাঙ্গা গুগলিতে ম্লান তাসকিনের বোলিং


তবে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও হয়ত তাকে দেখা যাবে না শুরুর একাদশে, আলোনসো দিলেন সেই আভাস। 

“কিলিয়ান এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছে। গত তিনদিন থেকে তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। এই কারনেই আগের ম্যাচে সে কিছু মিনিট খেলেছিল। সে শুরুর একাদশে থাকবে কিনা, আগামীকাল (শনিবার) সকালে আমরা সেই সিদ্ধান্ত নেব। তবে সে মাঠে নামবে, এটা নিশ্চিত।”




bottom-logo